নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন নিয়মিত ব্লগার। মুক্তচিন্তার প্রকাশ ও চর্চা করি, গান শুনি, মুভি দেখি, আড্ডা মারি, ঘুরে বেড়াই আর জীবনকে উপভোগ করি। কারন জীবন তো একটাই। facebook.com/kamikaze.agnostic.blogger ব্লগ সাইটঃ thekamikazeblog.wordpress.com

কামিকাজি

চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা ধর্মের প্রাচীর

কামিকাজি › বিস্তারিত পোস্টঃ

দ্রুত নেকি হাসিল করতে চান? এই ২০টি হাদিস শুধু আপনারই জন্য।

০১ লা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৫৪

আসুন কিছু হাদিস পড়ি এবং দোজাহানের অশেষ নেকি হাসিল করি।

হাদিসসমুহ নিন্মরুপঃ

১) সূর্য প্রতি রাতে আল্লাহর আরশের নিচে সেজদা দিতে থাকে – Sahih Bukhari 4:54:421 Sahih Muslim 1:297
২) চাঁদের নিজস্ব আলো আছে – Sahih Bukhari 4:54:422
৩) চন্দ্র-সূর্যের গ্রহন ঘটে মানুষকে ভয় পাওয়ানোর উদ্দেশ্যে – Sahih Bukhari 2:18:158
৪) সাগর দ্বারা পরিবেষ্টিত মহা বিশ্ব – Abu Dawud 2:
৫) মহাবিশ্বের বাইরে বৃহদাকার ছাগল – Abu Dawud 40:4705
৬) যৌনকর্মের সময় ‘আল্লাহর ইচ্ছা’ বললেই জন্ম নেবে পুত্র সন্তান – Sahih Bukhari 4:52:74
৭) মানব ভ্রুণ ৪০ দিন অতিবাহিত করে শুক্রবিন্দু রূপে ৪০ দিন। Sahih Bukhari 4:54:430, 4:55:549, 8:77:593, 9:93:546 Sahih Muslim 33:6390
৮) অধিক ঘুমানোর কারন কানে শয়তানের মূত্র ত্যাগ – Sahih Bukhari 2:21:245
৯) অমুসলিমের রয়েছে সাতটা অন্ত্র (Intestine) আর মুসলিমের একটা – Sahih Muslim 23:5113 Al-Muwatta 49.49.69, 49.49.610
১০) পুরুষের থেকে নারীর বুদ্ধি কম হয় – Sahih Bukhari 3:48:826, 2:24:541, 1:6:301
১১) কেউ জানতে পারবে না কখন বৃষ্টি হবে – Sahih Bukhari 2:17:149
১২) সন্তানের চেহারা নির্ভর করে বীর্যপাতের ওপর – Sahih Bukhari 55:546
১৩) চোখের দৃষ্টি নষ্ট করে ও গর্ভপাত ঘটায় সাপ – Sahih Bukhari 54:527-528
১৪) প্রার্থনার সময় ওপর দিকে তাকালে দৃষ্টিশক্তি নষ্ট হওয়া – Sahih Muslim 4:862-863
১৫) শীত গ্রীষ্ম হচ্ছে দোজখের নিশ্বাসের ফল – Sahih Bukhari 54:482
১৬) জ্বরের তাপ আসে দোজখের তেজ থেকে – Sahih Bukhari 54:483-86
১৭) কোন বস্তুর প্রতি ভালোবাসা অন্ধত্ব এবং বধিরতার কারন – Abu Dawud 41:5111
১৮) মৃত কুকুর বা রজ্বচক্রের রক্ত পানি দুষন ঘটায় না – Abu Dawud 1:63, 1:68 Sahih Muslim 1:66, 1:67
১৯) পানির অভাবে শৌচ কর্মের জন্যে মাটি বা ধুলার ব্যবহার – Sahih Bukhari 1:7:334
২০) উটের মূত্র ওষুধ – Sahih Bukhari 7:71:590, 8:82:796 Sahih Muslim 16:4130

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০১ লা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৫৯

হাসান মাহবুব বলেছেন: এইসব আজাইরা পোস্ট দিয়া ব্লগে না ল্যাদাইলে হয় না?

২| ০১ লা সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:০৪

হাসান মাহবুব বলেছেন: আপনার ব্লগ ঘুইরা দেখলাম। রিভার্স ভালো হৈসে! :-B

৩| ০১ লা সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:১০

নিয়েল হিমু বলেছেন: বিশ্বাসীদেরকে আপনি আপনার দলে নিতে পারবেন না । খুব বেশি হলে আমার মত দু একজন কে বিভ্রান্ত করতে পারবেন আর সবচেয়ে বেশি যেটা পারবেন সেটা হচ্ছে বিদ্বেস ছড়ানো :)

৪| ০১ লা সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:২০

কাবিল বলেছেন: ২০) পরে আবার ১২) থেকে শুরু করেছেন।
কপিটাও ঠিক মতো করতে পরেননি।

৫| ০১ লা সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:৪৮

রামন বলেছেন: কল্কিতে দম দিয়া হাদিস গুলা লিখছিল নাকি????

৬| ০১ লা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৩:০১

প্রতিবাদী আর যুক্তিবাদি বলেছেন: ভাই কী লিখছেন তা নিজেই জানে না। মনেহয় লেখার আগে মাল খাইছিল। কেউ কছিু মনে করবেন না। Sahih Bukhari 4:54:421 এইগুলা দ্বারা কী বুঝাইলেন বুঝলাম না। ৪ নম্বর খন্ডে ৫৪ নাম্বর হাদিস নাই আর ৪২১ পৃষ্ঠাও নাই এই খন্ডটা ৪১০ পৃষ্ঠার। যদি বুঝাইয়া বলতেন তাইলে বুঝতাম।

৭| ০১ লা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৩:২১

কামিকাজি বলেছেন: পোস্টটি আমার ফেসবুক প্রোফাইলে ড্রাফট করা ছিল। খুব তাড়াতাড়ি সংশোধন করা হবে।

৮| ০১ লা সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৪:০৫

কামিকাজি বলেছেন: প্রতিবাদী আর যুক্তিবাদী ভাই গাজা খেয়ে ব্লগ পড়তে বসলে অনেক কিছুই দেখবেন না। হাল্কা মুতে ঘুম দিয়ে উঠে আবার চোখ কচলিয়ে একটু মিলিয়ে দেখুন।

৯| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৬:৩০

মো: আকরাম খান বলেছেন: তুই যে বাংলায় অনুবাদ পারিস না, সেটা এই ফটো দেখে বুঝলাম । যা একটা Dictionary লইয়া আয়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.