নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন নিয়মিত ব্লগার। মুক্তচিন্তার প্রকাশ ও চর্চা করি, গান শুনি, মুভি দেখি, আড্ডা মারি, ঘুরে বেড়াই আর জীবনকে উপভোগ করি। কারন জীবন তো একটাই। facebook.com/kamikaze.agnostic.blogger ব্লগ সাইটঃ thekamikazeblog.wordpress.com

কামিকাজি

চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা ধর্মের প্রাচীর

কামিকাজি › বিস্তারিত পোস্টঃ

ফেসবুক ও বাংলাদেশ, কোথায় যাচ্ছি আমরা?

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৭:৪৪

বিদেশিরা যেসব কারনে ফেসবুক ব্যাবহার করেঃ

১) সোশ্যাল নেটওয়ার্ক।
২) বন্ধু বান্ধবের খোজ খবর রাখা।
৩) জন্মদিনে উইশ করা।
৪) মজার মজার ফটো/ ভিডিও আপলোড করা।
৫) বন্ধু / প্রেমিক/ প্রেমিকার সাথে চ্যাট করা।
৬) নিজ দেশের বিভিন্ন সমস্যা ও প্রতিকার নিয়ে আলোচনা করা।

আর বাংলাদেশে যেসব কারনে আমরা ফেসবুক ব্যাবহার করিঃ

১) মেয়েদের পটানোর চেষ্টা। ফেসবুকেই প্রেম/ফেসবুকেই ব্রেক আপ।
২) একটা ডিএসএলআর কিনে নিজের নামে ফটোগ্রাফি পেজ খোলা।
৩) নিজ দেশ/ অন্য দেশের সেলিব্রেটিদের ফটোতে গিয়ে অশ্লীল কমেন্ট করা।
৪) মোবাইলে কিভাবে ফ্রী ১৫০ টাকার টপআপ পাওয়া যায়, প্রত্যেক জায়গায় গিয়ে স্প্যামিং করা।
৫) কারনে/অকারনে, টয়লেটে,গরুর সাথে অথবা মৃত ব্যাক্তির সাথে গিয়ে সেলফি তোলা।
৬) পেজ অথবা স্ট্যাটাসে লাইক/শেয়ার টাকা দিয়ে কিনে নিজেকে ফেসবুক সেলেব্রিটি হিসেবে তুলে ধরা।
৭) ''পাদ দিলেন নুসরাত ফারিয়া (ভিডিওসহ)''/ ''রাজ্জাক আর নেই'' টাইপের আপত্তিকর/বিভ্রান্তিকর নিউজ দিয়ে ওয়েবসাইটের হিট বাড়ানো।
৮) মিনিমাম ৩-৪ টা ফেসবুক একাউন্ট রাখা। একটা বন্ধুদের জন্য/ একটা ফ্যামিলির জন্য/ একটা বিভিন্ন ছবি/পোস্টে গিয়ে উলটা পালটা কমেন্ট করার জন্য।
৯) মেয়েদের (আসলে ছেলেদের) ফেক একাউন্টে (তামিল নায়িকার ছবি প্রোফাইল পিক) গিয়ে ''তুমি কত সুন্দর'', ''আমি তোমার বন্ধু হতে চাই'', ''এড মি পিলিগ'' জাতীয় কমেন্ট করা।
১০) জাপানে ভুমিকম্প হলে বাংলাদেশে বসে '' ফেসবুক সেফটি চেক ইন'' দেওয়া।

বাংলাদেশে ফেসবুক ব্যাবহারের আর অনেক উদাহরন দিতে পারতাম। হাজার হোক নিজের দেশের মানুষ, বলতেও খারাপ লাগে।
যেখানে মানুষ প্রযুক্তি ব্যাবহার করে দিন দিন এগিয়ে যাচ্ছে, আমরা সেই প্রযুক্তিকে ভুল কাজে ব্যাবহার করে দিন দিন পিছনের দিকে যাচ্ছি। ফেসবুকে রেশারেশি,গালাগালি, ভণ্ডামি আর কত?

ছুরি দিয়ে আপেলও কাটা যায়, আবার মানুষ খুনও করা যায়। ব্যাবহার করা জানাটাই আসল ব্যাপার।

মন্তব্য ১৩ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:০২

অগ্নি কল্লোল বলেছেন: কমরেড কথা কিন্তু ঠিক কইছেন।আরও দিবেন।অন্যকে সচেতন করতে পারব কিনা জানিনা তয় নিজের ললিপপটারে ঠিক রাখমু।।
ধন্যবাদ কমরেড।।
লাল গোলাপ দিতে চাইলাম কিন্তু দিমু না।শহীদ মিনারে দিতে হইব।

২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:০৬

অপ্রকাশিত ৩ বলেছেন: Ekmot...

৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৪১

আরণ্যক রাখাল বলেছেন: হুম। ব্যাপারটা চোখে খুব লাগে।

৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:১২

উরনচণ্ডী বলেছেন: একমত। তবে এতকিছু লেখার পরও কি এই বোকাদের ঘুম ভাংবে।

৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:২৫

নীলপরি বলেছেন: দারুন লিখেছেন । :)

৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:২৬

এসব চলবে না..... বলেছেন: :D মজা পেলাম। ভালো লিখছেন। একমত।

৭| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৩

শাহ আজিজ বলেছেন: বাংলাদেশে 'আমরা' নয় বরং বড় একটি সংখ্যার ফেসবুকার বললে ভাল হত। আমার সাথে কবি সাহিত্যিক সমাজ সেবক তো আছেই আরও আছে পৃথিবীর ৮০ টি অনলাইন নিউজ, সায়েন্স, আর্ট কালচারের নিত্য দিনের আপডেট । আমার সঙ্গের যারা তারাও তদ্রুপ। এখন আপনি কি বলবেন আমার মতামতের বিষয়ে।

৮| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:০১

শোভ বলেছেন: একটা গোলাপ ফুল একজন কবির হাতে দিলে সে তা নিয়ে কবিতা লিখবে , একজন গিতীকারে হাতে ডিলে সে গান লিখবে , একজন বিগ্গানির হাতে দিলে সে তা নিয়ে গবেষনা করবে , আর একটা বানরের হাতে ফুল দিলে সে ছিড়ে ফেলেদেবে বা খেয়ে ফেলবে । ফেসবুকটাও বাংলাদেশের বেলায় তাই হয়েছে যেন বানরের হাতে ফুল পরেছে ।

৯| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:১৮

আব্দুল্লাহ তুহিন বলেছেন: ভালো লিখেছেন....চালাই যান.... :-)

১০| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৮

অরন্য সামির বলেছেন: ভাই আপনার কথার বিরধিতা করবনা।তবে আশ্লিলতায় ফেসবুক এ বিদেশিরা বাংলাদেশের চেয়েও এগিয়ে।

১১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১২

আলী বলেছেন: ছুরি দিয়ে আপেলও কাটা যায়, আবার মানুষ খুনও করা যায়। ব্যাবহার করা জানাটাই আসল ব্যাপার।

১২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:২১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
পোস্টে এ+

১৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৩৮

ভুলুয়া বলেছেন: সবাইকে এক পাল্লায় মাপা ঠিক হবে না। তবে অধিকাংশ এই কাজ গুলোই করে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.