নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যদি আমরা নিজেরা বদলে যাই,\nতবেই আমাদের সমাজ বদলাবে।

লাল মাহমুদ

লাল মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

হত্যা চেষ্টা ৬৩৮ বার

১২ ই ডিসেম্বর, ২০১৬ ভোর ৪:৩০


৯০ বছরের জীবনে ফিদেল কাস্ত্রোকেকে ৬৩৮ বার হত্যা চেষ্টা করেছেযুক্তরাষ্ট্র। দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CIA' র চরেরাএ চেষ্টা চালায়।হত্যার ষড়যন্ত্র বেশির ভাগই করা হয় তার শাসনামলের শুরুতে।কাস্ত্রোকে হত্যা চেষ্টা বেশির ভাগই করা হয় ১৯৫৯-১৯৬৩ সালের মধ্যে।এ সময়ে পাঁচটি ভাগে CIA'র, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনী ও যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র বিভাগ তাকে হত্যা চেষ্টা চালায়।তাকে কিউবার সিংহাসন থেকে নামাতে নেওয়া হয় 'অপারেশন মঙ্গুজ' পরিকল্পনা।

ফিদেল কাস্ত্রোর ৪৯ বছরের শাসনামলে পুরো সময়জুড়ে তার নিরাপত্তার দায়িত্বে ছিলেন ফ্যাবিয়ান এসকালান্তে। তার তথ্যমতে, ৬৩৮ বার কাস্ত্রোকে হত্যা চেষ্টা করে CIA । প্রতিটি ষড়যন্ত্রই ছিল অভিনব। নিজেকে হত্যা চেষ্টা করা নিয়ে ফিদেল কাস্ত্রোর বি্খ্যাত উক্তি------
>>> যুক্তরাষ্ট্রই আমাকে কিংবদন্তি করে তুলেছে।
>>> হত্যা চেষ্টা এড়িয়ে যাওয়ার যদি কোনো অলিম্পিক ইভেন্ট থাকত, তাহলে নির্ঘাত তাতে স্বর্ণপদক জিততাম আমি।
কাস্তোকে হত্যার ষড়যন্ত্র নিয়ে একটি প্রামাণ্যচিত্র চিত্র তৈরী করে যুক্তরাজ্য ভিত্তিক চ্যানেল ফোর "৬৩৮ ways to kill Castro" নামের ঐ প্রামাণ্যচিত্রে দেখানো হয় ----- কত কৌশলে তাকে হত্যা চেষ্টা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ২০০৬ সালে যুক্তরাজ্যে সম্প্রচার করা হয় এটি।


জাতিসংঘে দীর্ঘ ভাষণ দেওয়ার রেকর্ড আছে তার। জাতিসংঘের ওয়েভ সাইটের তথ্য অনুযায়ী, ২৬ সেপ্টেম্বর ১৯৬০ সাধারন পরিষদের অধিবেশনে ৪ ঘন্টা ২৯ মিনিট ভাষণ দেন তিনি। তবে তার দীর্ঘতম ভাষনের রেকর্ড হলো ৭ ঘন্টা ৩০ মিনিট। ২৪ ফেব্রুয়ারী ১৯৯৮ দেশের জাতীয় পরিষদ তাকে পরবর্তী পাঁচ বছর তাকে প্রেসিডেন্ট নির্বাচিত করার পর তিনি এই ভাষণ দিয়েছিলেন।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তিনি বলেছিলেন----
" আমি হিমালয় দেখিনি। তবে আমি শেখ মুজজিবকে দেখেছি। ব্যক্তিত্ব ও সাহসে এ মানুষটি হিমালয়ের সমান। এভাবে আমি হিমালয় দেখার অভিজ্ঞতাই লাভ করলাম।"

এই মহাবিপ্লবী মানুষের সকল ষড়যন্ত্রকে ব্যর্থ করে দিয়ে সৃষ্টকর্তার ডাকে সাড়া দিয়ে গত ২৫ নভেম্বর চলে গেছেন না ফেরার দেশে।

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১২ ই ডিসেম্বর, ২০১৬ ভোর ৫:৩৫

চাঁদগাজী বলেছেন:


২/৩ বার চেস্টা করেছে সিআইএ

২| ১২ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৭:১৮

লাল মাহমুদ বলেছেন: কারেন্ট অ্যাফেয়ার্সে ৬৩৮ বার উল্লেখ আছে

৩| ১২ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:১৭

হুমম্‌ বলেছেন: +++++++++++++

৪| ১২ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৫৪

মাকার মাহিতা বলেছেন: কি নির্মম হত্যা চেষ্টা।

৫| ১২ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৪৭

লাল মাহমুদ বলেছেন: তা বটে,,,,,,,, # মাহিতা

৬| ১২ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৩৭

কলম চোর বলেছেন: https://www.youtube.com/watch?v=VFQz8racYNk

৭| ১৩ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১২:৪১

লাল মাহমুদ বলেছেন: ধন্যবাদ ভাই #কলম চোর

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.