নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যদি আমরা নিজেরা বদলে যাই,\nতবেই আমাদের সমাজ বদলাবে।

লাল মাহমুদ

লাল মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

নতুন যত মারণাস্ত্র ( MOAB, FOAB, জিরকন, সারিন গ্যাস এবং টমাহক) এদের কিছু তথ্য,,,, পর্ব - ০১

১৩ ই মে, ২০১৭ রাত ৮:০০

১৩ এপ্রিল ২০১৭ যুক্তরাষ্ট্র এমসি-১৩০ যুদ্ধবিমান থেকে আফগানিস্থানে আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (IS) একটি ঘাটি লক্ষ করে একটি বৃহৎ বোমা ফেলে। 'মাদার অব অল বোম্বস' (MOAB) নামে খ্যাত এ বোমা দেশটির নানাগড়হর প্রদেশের পাকিস্তান সীমান্ত এলাকার একটি আইএস ঘাটিতে ফেলা হয়।বোমার আঘাতে ৯৪ জন নিহত হয়। এর আগে এই অস্ত্র বিশ্বের আর কোথাও ব্যবহার করেনি যুক্তরাষ্ট্র। এ ঘটনার পরপর রাশিয়া জানায় যে, তাদের অস্ত্র ভান্ডারে আরও বড় ও শক্তিশালী বোমা রয়েছে। এ বোমা এতই ক্ষমতা যে, তাকে বলা যায় 'ফাদার অব অল বোম্বস'(FOAB)। 'বোমার মা' এবং 'বোমার বাবা' নিয়ে বিশ্ব যখন আলোচনায় সরগরম, ঠিক তার আগেই বিশ্বব্যাপী চাঞ্চল্য ছড়িয়ে দিয়েছে রাশিয়ার নতুন ক্ষেপণাস্ত্র 'জিরকন'। উক্ত নতুন তিন মারণাস্ত্র বিশয়ে আসুন কিছু তথ্য জেনে নিই। আজকে জানাব সব বোমার জননী MOAB এর কিছু অজানা তথ্য,,,,,,

মার্কিন বিমান বাহিনীর কাছে থাকা Massive Ordnance Air Blast(MOAB) নামে পরিচিত বিশ্বের সর্ববৃহৎ অপারমাণবিক বোমার অপর নাম 'মাদার অব অল বোম্বস' (MOAB) বা 'সব বোমার জননী'। এর সাংকেতিক নাম GBU-43/B। ১১মার্চ ২০০৩ ফ্লোরিডা বিমানঘাঁটি তে প্রথম এর সফল পরীক্ষা চালানো হয়। যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত সর্ববৃহৎ এ অপারমাণবিক বোমাটি বিমান থেকে লক্ষ বস্তুর উদ্দেশ্যে নিক্ষেপেরর সময় প্যারাসুট ব্যবহার করা হয়, যাতে ধীরে ধীরে হাওয়ার চাপ সামলে নিতে পারে। পৃথিবীর ভূ-ভাগে বিস্ফারণেরর জন্য তৈরী এ বোমা বিস্ফারণেরর সাথে সাথে ভূমিকম্পের মত একটা শক ওয়েভ তৈরী হয়। এতে ভূগর্ভস্থ টার্গেটে আঘাত হানতে পারে। ব্যাপক ঘূর্ণি তরঙ্গের ফলে ১৫০ মিটার আওতাধীন সব সুড়ঙ্গ ও টানেল নিমিষেই ধ্বংস করতে পারে। MOAB'র বিস্ফারণে প্রায় দেড় কিলোমিটার এলাকা ক্ষতিগ্রস্ত হতে পারে।, মাটির নীচে প্রায় ৩০০ ফুট এলাকাও ধ্বংস করতে পারে। জিপিএস( ভূমিতে লক্ষ্য চিহ্নিতকরণ পদ্ধতি) নিয়ন্ত্রিত মাদার অব অল বোম্বস এক হাজার ইয়ার্ড পর্যন্ত এলাকায় সব কিছু ধ্বংস করার মতো, এক মাইল রেডিয়াস পর্যন্ত মানুষ, তাবু, পলকা বাড়ি, গাড়ি এবং জিপ গুড়িয়ে দিতে পারে।, ১.৭ মাইল পর্যন্ত এলাকায় মানুষের মৃত্যুর কারন হতে পারে সৃষ্ট শক ওয়েভ, দুই মাইল পর্যন্ত এলাকায় শ্রবণ শক্তি চলে যেতে পারে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান কার্যালয় পেন্টাগনের দেয়া তথ্য আনুযায়ী, ১৩ এপ্রিল ২০১৭ আফগানিস্তানে (MOAB) প্রথম ব্যবহার করা হয়।

MOAB : মাদার অব অল বোম্বস

দৈর্ঘ্য : ৯.১ মিটার বা ৩০ ফুট।

ব্যাস: ৪০ ইঞ্চি ।

ওজন: ৯,৭৯৭ কেজি বা ৯.৮ টন বা ২১,৬০০ পাউন্ড।

বিস্ফারণ ক্ষমতা : ১১ টন ট্রাইনাইট্রোটলুইন ( TNT)। বোমার মধ্যে ৮.৪৮ টন এইচ-৬ বিস্ফোরক দ্রব্য মজুদ।

উৎপাদন খরচ: ১ কোটি ৬০ লাখ ডলার।

ধ্বংসযঞ্জের আওতা: ১৫০- ৩০০ মিটার।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.