নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মূর্খের রাজ্যে রাজা নয়,জ্ঞানীর রাজ্যে ভৃত্য হয়ে বাঁচতে চাই।জ্ঞান সমুদ্রে অামি এক জ্ঞানের কাঙ্গাল।এই সমুদ্রে বাঁচলে প্রশান্তি অার মৃত্যুতে মানব জীবন ধন্য।

অাব্দুল্লাহ অাল কাফি

সত্য সন্ধানী ও এক জ্ঞান পাগল

অাব্দুল্লাহ অাল কাফি › বিস্তারিত পোস্টঃ

আমার ভালোলাগা ও সামু ব্লগ

০৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ১:০৯

প্রায় আট বছর পূর্বের ঘটনা, প্রথম সামুর সাথে আমার পরিচয় গুগলের সৌজন্যে।
ব্লগের লেখাগুলো পড়ে ভালোলাগা থেকেই ভালোবাসার সৃষ্টি। সামু যে সম্মোহনী শক্তি দিয়ে কাছে টেনেছে তার সম্পর্কের শিকল অদ্যাবধি টিকে আছে বলা চলে।
প্রথম দিকে ব্লগে এতটাই মজে ছিলাম যে সারাদিন কখনোবা সারা রাত ব্লগেই কাটিয়ে দিয়েছি ।অজান্তেই একটা নেশায় পরিনত হয়ে গিয়েছিল
সামহোয়ারইনব্লগ।
ব্লগারদের লেখনির ধারা লেখার কৌশল গতি প্রকৃতি তাদের সৃজনশীলতায় মুগ্ধ হয়ে লেখার প্রেরনা সঞ্চয় হয়ে আসন গেরেছিল মনে।তাদের প্ররনা পুঞ্জিভূত হয়ে আজ পাহাড়ে পরিনত।

তাই দুই এক কলম লেখার প্রচেষ্টা। এখনো অস্পষ্ট এই অজানা শক্তি কতটুকু মাথাচারা দিয়ে উঠবে অদূর ভবিষ্যতে।তবে চেস্টা করবো জ্ঞানী গুনী ব্লগারদের সাথে থাকতে যাদের কাছ থেকে সামান্য হলেও জ্ঞানের ঝুলিতে কিছু নিতে পেরেছি অতীতে।

কিছু লিখতে না পারলেও আপনাদের সাথে মতামত বিনিময় করতে পারব এমন চিন্তা থেকেই ব্লগে আইডি অাচমকা অ্যাকটিভ করা।

দুই একটা লেখা দেয়ার পর দীর্ঘবিরতি। বিভিন্ন কারনে লেখা সম্ভব হয় নি দীর্ঘদিন।লগআউট সম্পর্ককে তাই লগইনে আনার চেস্টায় আজ এ প্রসঙ্গের অবতারনা।

আগমনী বার্তায় বিলম্ব হলেও এটি ধ্রুব সত্য আপনাদের কাছে কিছু শেখা ও মতামত অাদান প্রদানের আশায় আমার এ ব্লগে আগমন।

এ নাতিদীর্ঘ সময়ে আমার কিছু পরিসংখ্যানঃ










সামুতে কিবোর্ড ধরার নিশ্চিয়তা না থাকলেও সর্বদাই চেষ্টা থাকবে মতামত আদান প্রদানের।আপনাদের সাথে অভিজ্ঞতা বিনিময়ের।ব্লগে ব্লগাররা যেমন প্রান তেমনি একজন কমেন্টকারীও ব্লগারদের প্রান।ব্লগে লেখার মান নির্বাচনকারী হিসেবে মতামত প্রদানকারীর ভুমিকা অপরিসীম। আশা করি কমেন্টকারী হিসেবে আপনাদের সঙ্গ পাব।
শুভ রাত্রি।
হ্যাপি ব্লগিং।

মন্তব্য ২৮ টি রেটিং +০/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ০৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ১:১৫

সচেতনহ্যাপী বলেছেন: অবশ্যই পাবেন, অনেককে।। তারপর দেখবেন, এর নেশাই আলাদা!!

০৭ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৮:০২

অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন: নেশার ঘোর এখনো কাটেনি বলা চলে।দীর্ঘদিন থেকে এখানেই মজে আছি।আপনারা পাশে থাকলে হয়তোবা আনন্দটা আরও বেশি ভাগাভাগি করার সুযোগ হবে।মন্তব্যের জন্য ধন্যবাদ @সচেতনহ্যাপী।

২| ০৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ১:১৮

চাঁদগাজী বলেছেন:


ব্লগিং আপনাকে বিমোহিত করেছে, দেখছি; শুভ কামনা রলো!

০৭ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৮:১২

অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন: হ্যা।আপনাদের ব্লগিংয়ে আমি বিমোহিত।হারিয়ে যেতে চাই আপনাদের মাঝে ব্লগিংয়ের রাজ্যে।
ভালো থাকবেন। ধন্যবাদ।

৩| ০৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ১:২২

মাইনুল ইসলাম আলিফ বলেছেন: স্বাগতম নতুন করে।পথচলা শুভ হোক

শুভ ব্লগিং।ভাল থাকুন প্রিয় ব্লগার।

০৭ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৮:১৬

অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন: আপনিও ভালো থাকবেন এমনটি প্রত্যাশা।শুভ কামনা রইলো।

৪| ০৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ১:২৩

সুমন কর বলেছেন: অভিনন্দন !!

শুভেচ্ছা এবং শুভকামনা রইলো।

০৭ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৮:২৩

অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন: আপনার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করি @সুমন কর ভাই।
ভালো থাকবেন।

৫| ০৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ৩:০৮

রাবেয়া রাহীম বলেছেন: শুভ কামনা

০৭ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৮:২৬

অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন: ধন্যবাদ @রাবেয়া রাহীম।আপনিও ভালো থাকবেন এই প্রত্যাশা রাখি।

৬| ০৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ৩:৩৬

নূর-ই-হাফসা বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা রইল । ব্লগিং করলে মন ভালো থাকে ।

০৭ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৮:৩৬

অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন: খুব ভালো কথা বলেছেন @নূর-ই-হাফসা।
আশা করি আপনাদের সঙ্গ পেলে মন ভালো হবে।মতামত শেয়ার ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ হবে।শুভ কামনা রইলো।ভালো থাকবেন।

৭| ০৭ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৭:৩০

সাদা মনের মানুষ বলেছেন: ব্লগের নেশাটা আমার সেই আগে যেমনটি ছিল এখনো তেমনি আছে, শুধু সময়ের অভেবে পড়ে গেছি এখন

০৭ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৮:৪৪

অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন: বুঝতে পেরেছি @সাদা মনের মানুষ।
ব্লগের নেশাটা এখনো যৌবনা।অানন্দ দিয়েই যাচ্ছে অনাবিল।
তাই তো আমিও বিমুগ্ধ হয়ে মজে আছি দীর্ঘকাল।

মন্তব্যের জন্য ধন্যবাদ।

৮| ০৭ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:০২

রাজীব নুর বলেছেন: অনেকজ শুভ কামনা।

০৭ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:০০

অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন: ধন্যবাদ @রাজীব নুর।
আশা করি ব্লগে আপনারা পাশে থাকবেন।
আপনার জন্য শুভ কামনা।

৯| ০৭ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:০৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: আসলেই সঠিক বলেছেন কাফি ভাই।

ব্লগিং করতে করতে একটা সময় এটা নেশার মত হয়ে যায়।

আপনার কথামালা ভাল লাগলো।

শুভকামনা জানবেন।

০৭ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:১১

অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন: ভালো লেগেছে জেনে খুশি হলাম।নেশাটাই কোন দিন হয়তো পেশায় পরিনত হবে।
ব্লগে সুখে দুঃখে আপনারাই পাশে থাকবেন এমনটাই কাম্য আমার।
ভালো থাকবেন।
ধন্যবাদ।

১০| ০৭ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫৫

তরুন ইউসুফ বলেছেন: এইত পেলেন। !:#P

০৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:২৫

অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন: তা বটে।
ভালো থাকবেন ইউসুফ ভাই।
শুভ কামনা...

১১| ০৮ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫১

আটলান্টিক বলেছেন: হা হা হা হা আপনি তো জিনিয়াস

০৮ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:২৩

অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন: মশকরা করলেন ভাইসাব...

১২| ০৮ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫৮

তারেক_মাহমুদ বলেছেন: ভাল থাকুন সবসময়

০৮ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:২৫

অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন: আপনিও ভালো থাকবেন।শুভ কামনা রইলো।

১৩| ২০ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০১

আটলান্টিক বলেছেন: আরে না মশকারা করছি না

২১ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৯:২৯

অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন: তাহলে অন্য কথা।।ভালো থাকবেন।।

১৪| ২১ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৮:৪৫

চাঁদগাজী বলেছেন:



আপনার প্রো-পিকে আপনাকে ভাবনারত দেখাচ্ছে; আপনি কি নিয়ে ভাবেন?

২১ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৯:২৬

অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন: আপনাদের মত স্বনামধন্য ব্লগারদের নিয়ে ভাবি।ওই উচ্চতায় পৌছতে হয়তোবা আরও এক যুগ সামু নিয়ে লেখাপড়া করতে হবে আমাকে।ধন্যবাদ আপনাকে।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.