নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মূর্খের রাজ্যে রাজা নয়,জ্ঞানীর রাজ্যে ভৃত্য হয়ে বাঁচতে চাই।জ্ঞান সমুদ্রে অামি এক জ্ঞানের কাঙ্গাল।এই সমুদ্রে বাঁচলে প্রশান্তি অার মৃত্যুতে মানব জীবন ধন্য।

অাব্দুল্লাহ অাল কাফি

সত্য সন্ধানী ও এক জ্ঞান পাগল

অাব্দুল্লাহ অাল কাফি › বিস্তারিত পোস্টঃ

দাগ

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:২১

অনুগল্প


ছবি: গুগল

জমির মিয়ার বয়সের ক্রমিক সংখ্যাটা ঢের বাড়িয়া গিয়াছে কিন্তু বদ অভ্যাসটা এত কাল কাটিয়া যাইবার পরও পুরা ছাড়িতে পারে নাই।
জমির মিয়া রাত্রি বারোটায় বাড়ির চৌকাঠে আসিয়া দাঁড়াইলে ছমিরন বিবি তাহার বকবকানির রেডিওটা চালু করিয়া দিলো।
জমির জানে হাকিমপুরি আর শোভা জর্দার পান সুপাড়ির মুখসুগন্ধ মাদকতার মত টানে বলিয়া ইহাতে ছমিরনের বিশেষ দুর্বলতা কাজ করে।
ইহা তার বিবিকে আয়ত্বে আনিতে শিকারী পাখির মত কাজে দেয়।
পাঞ্জাবীর উপর লাল দাগ দেখিয়া ছমিরনের অদ্য অগ্নিশর্মা আবস্থা।
আজিকেও পিক লাগাইয়া পাঞ্জাবীটা নষ্ট করিয়াছেন বলিয়া বিবি তাহার গজগজ করিতে লাগিলো।
জমির ধরা পড়িবার ভয়ে টু শব্দ পর্যন্ত করিলো না।সুবোধের মত চুপ করিয়া থাকিলো।
শুধু মনে মনে ভাবিলো যাক ভগবান আজও বাঁচা গেল।
তাহার এই ওল্ড মডেলের বিবি আজও পানের পিক আর লিপস্টিকের তফাৎ বুঝিতে পারিলো না।

ছমিরন বিবি আাজও বোকাই থাকিয়া গেল।

মন্তব্য ২০ টি রেটিং +২/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৪৯

তারেক_মাহমুদ বলেছেন: এমন বোকা স্ত্রী সবারই কাম্য, এখনকার স্ত্রীরা এর উলটো তিলকে তাল বানায়।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:০৫

অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন: আপনি যথার্থ বলেছেন @তারেক ভাই।

২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৫২

সুমন কর বলেছেন: হাহাহা............খারাপ হয়নি।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৫৩

অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন: খারাপ হলেও সমস্যা না।প্রাকটিস মেক এ ম্যান পার্ফেক্ট।মন্তব্যের জন্য ধন্যবাদ।

৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৪৮

বিএম বরকতউল্লাহ বলেছেন: বাহ চমৎকার গল্পিকাটি পড়লাম।
ভাল লাগল খুব। চালিয়ে যান।
শুভকামনা।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:০৮

অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন: খারাপ বললেও দোষের কিছু নেই।ভালো লিখতে হলে আরও মাথা ঘামাতে হবে।
চেষ্টা করছি....
মন্তব্যের জন্য ধন্যবাদ।

৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:২৫

শামচুল হক বলেছেন: অল্প কথায় চমৎকার।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:৫৭

অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন: ধন্যবাদ শামচুল ভাই।চেষ্টা চালিয়ে যাচ্ছি আরকি!!!

৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৫১

রাজীব নুর বলেছেন: সাধারণত স্ত্রীজাতি কাঁচা আম, ঝাল মরিচ এবং কড়া স্বামীই ভালোবাসে ।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:৫৯

অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন: আপনি বেশ সংসারী লোক রাজীব ভাই।

৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:৫৩

চাঁদগাজী বলেছেন:


মোটামুটি

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৪৯

অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন: আপনার সুচিন্তিত ও বিচক্ষণ মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

৭| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৪৬

ওমেরা বলেছেন: গল্পটা ছোট হলে সুন্দর হয়েছে।মেয়ে মানুষ বোকাই ছিল পুরুষেরাই এদের চোখ,মুখ খুলে দিচ্ছে।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:১২

অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন:
শ্রদ্ধেয় @চাঁদগাজী সাহেবের মন্তব্যটাই সর্বাধিক গ্রহনযোগ্য।ওমেরা আপু আপনার মন্তব্য আমাকে অনুপ্রাণিত করলো।শুভ কামনা রইলো....

৮| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:০২

ডঃ এম এ আলী বলেছেন: কিছু কিছু মানুষ বোকা আছে বলে এখনো সংসারটা টিকে আছে। হুল স্থুল বাজালে দুই তিন তালাকের প্রশ্ন চলে আসে , আর মঝা লোটে হরেক পদের চতুর মানুষরা , ঠেলে নিয়ে যেতে চায় তালাক ওসলের ঘুর পথে !!!

সুন্দর লিখেছেন , শুভেচ্ছা রইল

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৩১

অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন: বলেছেন:
আপনার মন্তব্য হীরকতুল্য।প্রেরণাদায়ক মন্তব্যের জন্য ধন্যবাদ।
একটু চেষ্টা করছি আরকি!
বিলম্বে প্রতিমন্তব্যের জন্য দুঃখিত।

৯| ০৭ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৫৪

মনিরুল ইসলাম বাবু বলেছেন: হা হা ।

০৯ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:৪১

অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন: আপনার হাসিতে মুগ্ধ হলাম।

১০| ০৯ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:৫৩

নূর-ই-হাফসা বলেছেন: গল্প ভালো হয়েছে ।
তবে এমনটা বাস্তবে কাম‍্য নয় ।
বোকা হ ওয়ার দিন শেষ । ভন্ড জামাইদের সাবধান হ ওয়া উচিত ।

১০ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:২২

অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন: মন্তব্যের জন্য বিশেষ কৃতজ্ঞতা....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.