নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ মাকসুদুর রহমান

মোঃ মাকসুদুর রহমান › বিস্তারিত পোস্টঃ

মানুষের মন সত্যিই খুব অদ্ভুত !

০৯ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:২৩

গত কয়েকদিন একটা লেখা নিয়ে খুব ব্যস্ত ছিলাম।যতক্ষন শেষ হচ্ছিল না , ঘুমিয়েও স্বস্তি পাচ্ছিলাম না। বলতে গেলে নির্ঘুম কয়েক রজনী কাটিয়ে্সেদিন বেলা ১ টার দিকে লেখাটা শেষ হলে দেহমনে এক ধরনের ফুরফুরেভাব চলে আসে।যার প্রভাবে অবেলায় একটু ঘুমিয়ে পড়ি।কিন্তু বিকাল চারটার দিকে ঘুমের মধ্যে হঠাৎ নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছিল। মনে হচ্ছিল ,হয়ত মারা যাচ্ছি। অথচ এই পরিস্থিতিতে বেঁচে থাকার ভয়াবহ ধরনের আকুলতা তৈরি হল আমার।ঝুঁকি না নিয়ে উঠে পড়ি,কারণ কেন জানি মনে হচ্ছিল ঘুমিয়ে থাকলে বোধ হয় নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। উঠে ল্যাপটপ খুলেই দেখি ব্রেকিং নিউজঃপ্রধানমন্ত্রীর মাহাবুবুল আলম শাকিল আর নেই। দ্রুত মূল সংবাদে ঢুকে দেখি তখনো নিউজ আসছে। নিউজ এজেন্সিগুলো শুধু এটুকু জানাতে পেরেছে গুলশানের এক রেস্টুরেন্টে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরন করেছেন।কয়েক মুহূর্ত চুপ হয়ে থাকলাম।চেনা নেই জানা নেই , রাজনৈতিক দর্শনেও মিল নেই সেই লোকটার মৃত্যুতে কেন খারাপ লাগছে! শুধু খারাপ লাগছে বললে ভুল হবে খুব খারাপ লেগেছে ! আমাদের দৈনন্দিন জীবনে বহুমুখী স্বার্থের বেড়াজালে আষ্টেপৃষ্ঠে আবদ্ধ সংকুচিত হয়ে আসা সমাজে শাকিল সাহেবের মত মানুষের খুব দরকার। ক্ষমতার তীব্র উত্তাপে যারা প্রতিপক্ষ রাজনৈতিক দর্শনের অগ্রজদেরও সম্মান জানাতে কুন্ঠাবোধ করেন না ভুলে যান না শাকিল সাহেব সেই বিরল প্রজাতির মানুষ ছিলেন। অথচ সেই সমাজের জন্য অতি প্রয়োজনীয় মানুষগুলোই কেন জানি দ্রুত হারিয়ে যায়! গত দুদিনে পরপর দুটি মৃত্যু আমাকে গভীরভাবে তাড়িত করল।অথচ তারা কেউই আমার আত্মীয়, সুহৃদ বা পরিচিতজন না!
মানুষের মন সত্যিই খুব অদ্ভুত

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.