নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলে গেলে- তবু কিছু থাকবে আমার : আমি রেখে যাবোআমার একলা ছায়া, হারানো চিবুক, চোখ, আমার নিয়তি

মনিরা সুলতানা

সামু র বয় বৃদ্ধার ব্লগ

মনিরা সুলতানা › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশী বংশোদ্ভুত চিত্র ও অলংকরণ শিল্পী ফাহমিদা আজিম এর সম্মানজনক পুরুস্কার পুলিৎজার পুরুস্কার জয়।

২৩ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:২৫

ফেসবুকে এতসব বিভিন্ন ধরনের গ্রুপে কিভাবে কিভাবে যে সদস্য হয়ে যাই টের পাই না, এরমাঝে কিছুকিছু গ্রুপ সত্যি বেশ তথ্য নির্ভর।তেমন' ই কোন একটা তে শেয়ার করা খবরে চোখ গেলো - " দ্যা বিজনেস স্ট্যান্ডার্ড" পত্রিকার শিরোনাম এসছে Bangladeshi-born illustrator and storyteller Fahmida Azim wins Pulitzer Prize ! বাংলাদেশী বংশোদ্ভুত চিত্র ও অলংকরণ শিল্পী ফাহমিদা আজিম এর সম্মানজনক পুরুস্কার পুলিৎজার পুরুস্কার জয়।


আহা কী দারুণ চোখ শীতল করা একটা সংবাদ !!!!!! সাথে সাথে গুগোলে সার্চ দিয়ে ঘুরে এলাম এমন একজন হীরক জ্যোতি' র স্বর্ণ কন্যা' র , টুইটার , ইনস্টাগ্রাম সব গুগোল তথ্য গুলো। চায়না বন্দীশিবির থেকে পালানোর দৃশ্যের সচিত্র প্রতিবেদন, যা " How I Escaped a Chinese Internment Camp " শিরোনামে, ২৮ শে ডিসেম্বার, ২০২১ ইনসাইডার ওয়েবসাইটে প্রকাশিত হয়। সেই সচিত্র প্রতিবেদন অলংকরণের জন্যে এই সম্মাননা পেয়েছেন ফাহমিদা আজিম। " ইলাস্ট্রেটেড রিপোটিং এন্ড কমেন্টারি' র পুলিৎজার বিজয়ী দলের একজন এই সুকন্যা। ফাহমিদা ছাড়াও বিজয়ী দলে অ্যান্থনি ডেল কোল, জোশ অ্যাডামস এবং ইনসাইডারের ওয়াল্ট হিকি। ​​সাংবাদিকতা এবং প্রকাশনা' র জগতে সবচাইতে মর্যাদা​​পূর্ণ হিসেবে বিবেচিত হয় এই পুলিৎজার পুরস্কার।


পুলিৎজার এর মত মর্যাদাপূর্ব সম্মাননার এই স্বর্ণ শিখরে পৌঁছাতে ফাহমিদা কে বেশ চড়াই উৎরাই পার করতে হয়েছে অবশ্যই। শুরু থেকে ই ভিন্নধর্মী কাজের আগ্রহ তাকে অনন্য করেছে।শিশু সাহিত্য নিয়ে প্রচুর কাজ করেছেন, মুসলিম মেয়েদের সম্পর্কে যে প্রথাগত ধারনা, সে প্রথা ভাঙার জন্য প্রথা বিরোধী কাজ করেন যে মেয়েরা তাদের নিয়ে ও কাজ করেন, এবং করেছেন।এ বছরের শুরুতে সে ধারাবাহিকতায় " সামিরা সার্ফ " বইয়ের চিত্রাঙ্কন এর জন্যে " গোল্ডেন কাইট " এ্যাওয়ার্ড জিতেছেন ফাহমিদা ।



২০২০ সালে প্রথাগত নিয়ম ভাঙার - সাহস অনুপ্রেরণা এবং দুঃসাহসিকতার গল্প নিয়ে সীমা ইয়াসমিনের রচনা এবং ফাহমিদার অলংকরণে প্রকাশিত " মুসলিম উইম্যান আর এভ্রিথিংস" বই এর জন্যে (Winner of American Book Fest's 2020 Best Book Awards in Women’s Issues) অ্যামেরিকান বুক ফেস্ট এ উইম্যান ইস্যু বিভাগে সেরা বই বিবেচনায় পুরস্কার জেতেন। ২০২১ সালে জিতেন ইন্টার ন্যাশনাল বুক এওয়ার্ড Winner of the 2021 International Book Awards। এবং ২০২১ সালে আমিরা' স পিকচারস ডে বই এর প্রচ্ছদের জন্যে পুরস্কারে ভূষিত হন।

বর্তমানে ওয়াশিংটন ডিসি' র সিয়াটলে বসবাস রত ফাহমিদা, বাংলাদেশ হতে ছয় বছর বয়সে মা বাবার সাথে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া তে বসবাস করতে শুরু করেন। সিয়াটলে একটি বেসরকারি কোম্পানিতে গ্রাফিক ডিজাইনার হিসেবে কর্মরত আছেন। কর্ম সূত্রে ই নিজের শিল্পকে দ্যা নিউ ইয়র্ক টাইমস,The (New York Times), এন পি আর( NPR), , গ্লামার (Glamour),সায়েন্টিফিক অ্যামেরিকান (Scientific American), দ্য ইন্টারসেপ্ট (The Intercept), ভাইস(Vice). এমনি সব প্রচার মাধ্যমে তুলে ধরেছেন।


এখন পর্যন্ত যে সব তথ্য নিয়ে এ পোষ্ট সাজিয়েছি, সেসব মোটামুটি সব সংবাদ মাধ্যমেই পাওয়া যাবে, আমি নিজেও ইন্টারনেট ঘেটেই সাজিয়েছি লেখা। যেটুকু লেখা হয়নি তা হচ্ছে আমার দেখা ফাহমিদার দেশ প্রেম, একজন মুসলিম নারী হিসেবে নিজের পরিচয়ে পরিচিত হবার গর্বিত উচ্চারণ, আগ্রহ। পুলিৎজার পুরস্কারের ওয়েবসাইটে ফাহমিদা কে নিয়ে লেখা হয়েছে - ​​​​​​​​​​
Fahmida's work centers on themes of identity, culture, and autonomy,


আমাদের কল্পকাহিনী, সাহিত্য উপন্যাসের পাতায় উঠে আসা চরিত্র যারা অসম্ভব সুন্দর একটা অতি সাধারণ জীবন যাপন করছেন অথবা আমাদের পাশেই বাস্তব জীবনে সাধারণ হয়ে ও অসাধারণ জীবন যাপন করেন ! এমন সব মানুষের জীবনের ছবি আঁকতে পছন্দ করেন তিনি। শিল্পী জীবন কে শখ থেকে কর্ম ক্ষেত্র হিসেবে বেছে নিতে কাঠ খড় পোড়াতে হয়েছে পরিবারের সাথে, জীবনের সাথে! কিন্তু শেষ পর্যন্ত পেরেছেন এবং সার্থক হয়েছেন এ যেন এলেন দেখলেন জয় করলেন।

ফাহমিদার করা কিছু চিত্রঃ


অনেক অনেক অভিনন্দন ভালোবাসা তোমার জন্যে ফাহমিদা আজিম!

সকল তথ্যঃ উইকি পিডিয়া, এবং বিজনেস স্ট্যান্ডার্ড থেকে নেয়া।
সকল ছবিঃ ফাহমিদা আজিমের ইনস্টাগ্রাম থেকে নেয়া।

মন্তব্য ৪৬ টি রেটিং +২০/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ২৩ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:৩৬

পোড়া বেগুন বলেছেন:
অভিনন্দন ফাহমিদা আজিম,
ধন্যবাদ মনিরা আপু খুশীর সংবাদটি শেয়ার করার জন্য।

২৩ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:৩৮

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ আপনাকে ও মন্তব্যের জন্য।

২| ২৩ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:৫০

স্প্যানকড বলেছেন: আসলে দেশের সম্মান বয়ে আনলে এমনিতেই চোখ ছলছল করে। ধন্যবাদ আপনাকে এরকম একটি খুশীর সংবাদ পেশ করেছেন। ভালো থাকবেন আপনি এবং অবশ্যই ফাহমিদা আজিম জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা।

২৩ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:৫৭

মনিরা সুলতানা বলেছেন: আসলেই অন্যরকম এক আনন্দ !
খুব আশা জাগে এমন সব তরুণ প্রাণের সাফল্যে।

৩| ২৩ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:৫২

জুল ভার্ন বলেছেন: অভিনন্দন ফাহমিদা আজিম। ❤️

২৩ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:৫৮

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ ভাইয়া !
আশা করছি আমাদের সবার শুভকামনা ফাহমিদার জীবন চলার পথ আরও উজ্জ্বল ও মসৃণ করবে।

৪| ২৩ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:৫৪

আহমেদ জী এস বলেছেন: মনিরা সুলতানা,




আমাদের মেয়ে বলে কথা! মুক্ত পরিবেশে বড় হয়েছে বলেই এই সম্মান অর্জন সম্ভব হয়েছে।
কিন্তু আমাদের বাকী মেয়েদের যে আমরা অন্দর মহলে লুকিয়ে রাখতেই জান কুরবান করি। তাদের প্রতিভাকে গলা টিপে মেরে ফেলতে পালেই ভাবি- নেকী হাসিল হয়েছে! এর চেয়ে দুঃখ আর কিছু নেই !!!!!!!!

এমন একটি খবর বিস্তারিত ভাবে শেয়ার করার জন্যে আপনাকে অজস্র ধন্যবাদ। পরিশ্রম সার্থক।

২৩ শে আগস্ট, ২০২২ রাত ৮:১২

মনিরা সুলতানা বলেছেন: আমাদের মেয়ে বলে কথা! মুক্ত পরিবেশে বড় হয়েছে বলেই এই সম্মান অর্জন সম্ভব হয়েছে।
খুব খুব সত্যি আপনার এই উক্তি!

আরামাদের বাকী মেয়েদের অন্দরে যাতে আর লুকিয়ে না রাখি তাই এমন সব আনন্দ সংবাদ বেশি বেশি প্রচার করার কথা মনে হয়েছে। আর দিন বদলাবেই একদিন, আমি তেমন ই আশা করি।

গত দুইদিন থেকে আমি এই খবর নিয়ে ই আছি, সব সংবাদ ই ইংরেজিতে, আরও কত কত কিছু যে বাদ দিলাম - খুব ইচ্ছে ওর করা বইগুলো নিয়ে বিস্তারিত পোষ্ট লেখার।

অনেক ধন্যবাদ ভাইয়া সব সময় অনুপ্রাণিত করার জন্যে।

৫| ২৩ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:৫৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: ফাহমিদাকে অভিনন্দন আর আপনাকে ধন্যবাদ তাকে নিয়ে সুন্দর এই পোস্ট দেয়ার জন্য।

বাংলাদেশ সম্পর্কে ফাহমিদা কিছু বলেছে?

২৩ শে আগস্ট, ২০২২ রাত ৮:১৬

মনিরা সুলতানা বলেছেন: আপনাকে ও ধন্যবাদ পোষ্ট পড়ে উৎসাহিত করার জন্যে।
না তেমন কোন সংবাদ এখন ও পাই নাই , আমি মুগ্ধ হয়েছি ফাহমিদার পাবলিক প্রোফাইল গুলোতে চোখ রেখে। ওর পোষ্ট ওর প্রোফাইলে বাংলাদেশের পতাকা প্রথমে রাখা। ট্র্যাডিশনাল পোশাক পরা এসবে।

শুভ কামনা।

৬| ২৩ শে আগস্ট, ২০২২ রাত ৮:০৭

মরুভূমির জলদস্যু বলেছেন: অভিনন্দন রইলো উনার জন্য।

২৩ শে আগস্ট, ২০২২ রাত ৮:১৯

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ পাঠে এবং মন্তব্যে।

৭| ২৩ শে আগস্ট, ২০২২ রাত ৮:১০

মোহাম্মদ গোফরান বলেছেন: নাইস বার্থডে পোস্ট আপু ♥️

২৩ শে আগস্ট, ২০২২ রাত ৮:২০

মনিরা সুলতানা বলেছেন: হ্যাঁ আমার সবচাইতে পছন্দের বার্থডে পোষ্ট এটা :)

৮| ২৩ শে আগস্ট, ২০২২ রাত ৮:৪৬

অপ্‌সরা বলেছেন: এই ফাহমিদা সেই ফাহমিদা না! :)


অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা ফাহমিদার জন্য।

২৩ শে আগস্ট, ২০২২ রাত ৮:৫২

মনিরা সুলতানা বলেছেন: তুমি ঠিক জানো তো ?
হ্যাঁ আমাদের শুভ কামনা আর ভালোবাসা এমন সোনার মেয়ের জন্যে।

৯| ২৩ শে আগস্ট, ২০২২ রাত ৮:৫৪

অপ্‌সরা বলেছেন: হ্যাঁ আমি যা করি এক্কেবারে রিতীমত ঐ যে কথায় বলে না আদা জল খেয়ে। হা হা

সেই আদাজল খেয়ে ঠিক ঠিকই জানি আপুনি! :)

২৩ শে আগস্ট, ২০২২ রাত ৮:৫৭

মনিরা সুলতানা বলেছেন: আমিও পানি আর লবণ আদা খেয়ে ই নেমেছিলাম এই পোষ্ট লিখতে।

১০| ২৩ শে আগস্ট, ২০২২ রাত ৮:৫৯

মোহাম্মদ গোফরান বলেছেন: আপু আমি ইনস্টাগ্রামে একটা বার্থডে পোস্টে কমেন্ট করতে গিয়ে এখানে করে ফেলসি তাড়াহুড়োয়। স্যরি। পোস্ট পড়ে আবার মন্তব্য করব।

২৩ শে আগস্ট, ২০২২ রাত ৯:০০

মনিরা সুলতানা বলেছেন: সমস্যা নেই :)

১১| ২৩ শে আগস্ট, ২০২২ রাত ৯:১২

জটিল ভাই বলেছেন:
জটিল তথ্য জানানোর জন্যে আন্তরিক জটিলবাদ।

২৩ শে আগস্ট, ২০২২ রাত ৯:১৫

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ পাঠে এবং মন্তব্যে।

১২| ২৩ শে আগস্ট, ২০২২ রাত ৯:১৭

মুক্তা নীল বলেছেন:
মনির আপা ,
এটা নিশ্চয়ই আমাদের জন্য গর্বের বিষয় । ফাহমিদা আজিমকে নিয়ে অজানা একটি তথ্য জানা হলো , সেজন্য আপনাকে ধন্যবাদ ।

২৩ শে আগস্ট, ২০২২ রাত ৯:১৯

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ মুক্তা নীল !
আপনাকে ব্লগে দেখলে, লেখায় পেলে মন ভালো হয়।
শুভেচ্ছা রইলো।

১৩| ২৩ শে আগস্ট, ২০২২ রাত ১০:২৩

পদাতিক চৌধুরি বলেছেন: অভিনন্দন বাঙালি বংশোদ্ভূত কৃতি সন্তানকে।

২৩ শে আগস্ট, ২০২২ রাত ১০:৪৬

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ চৌধুরি।
শুভ কামনা।

১৪| ২৩ শে আগস্ট, ২০২২ রাত ১১:০৭

জ্যাক স্মিথ বলেছেন: অভিনন্দন ফাহমিদা আজিম।
এই নিউজটা ফেসবুকে বিদেশী বন্ধুদের মাঝে শেয়ার করতে হবে। বাংলাদেশ নিয়ে ভাল কোন খবর পেলে আমি তা বিদেশীদের মাঝে শেয়ার করি।

২৪ শে আগস্ট, ২০২২ সকাল ৮:৩১

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ জ্যাক স্মিথ!
আসলে নিজের দেশের কাউকে পৃথিবীজুড়ে সম্মানিত হতে দেখলে আমরা সবাই আনন্দ পাই, এই যে আমি নিজেই ব্লগে শেয়ার করলাম। আবার আপনি করবেন আপনার বন্ধুদের সাথে।

শুভ কামনা।

১৫| ২৩ শে আগস্ট, ২০২২ রাত ১১:১৭

আরাফাত হোসেন বলেছেন: This is the Latest design shirt for intelligent people
1: Latest Design
2: Reasonable price
3: High-quality Fabric
4: 100% color guarantee

Contact Link: Click This Link

২৪ শে আগস্ট, ২০২২ সকাল ৮:৩৪

মনিরা সুলতানা বলেছেন: এই তো মুশিকিলে ফেললেন ইনটেলিজেন্ট পিপল মেনশন করে !!! কই পাই এমন মানুষ ?
আমার আসে পাশে পরিচিত সবাই বোকা কিসিমের, তাই এই শার্ট আর আমাদের ভাগ্যে নাই :(

১৬| ২৩ শে আগস্ট, ২০২২ রাত ১১:২৩

কামাল৮০ বলেছেন: তার প্রতিভার অবশ্যই প্রসংশা করি।তার পরও এই পুরস্কারে সাথে রাজনীতির কিছুটা সংযোগ আছে।এর পর পুরস্কার পাবে।ইউক্রেন যুদ্ধ নিয়ে যারা ছবি আকবে।

২৪ শে আগস্ট, ২০২২ সকাল ৮:৩৬

মনিরা সুলতানা বলেছেন: রাজনীতি যে কোথায় আর কিসে নাই সেইটা খুঁজতে গেলে থক বাছতে গাঁ উজাড় হবে রে কামাল ভাই !
তবে প্রতিভা আঁটকে রাখা কঠিন। আর আপনার প্রশংসা ও ফাহমিদা র জীবন কে মসৃণ করুক সেই কামনা।

১৭| ২৩ শে আগস্ট, ২০২২ রাত ১১:৪১

কাছের-মানুষ বলেছেন: আমার অভিনন্দন রইল ফাহমিদা আজিমের প্রতি। আমরা গর্বিত।

২৪ শে আগস্ট, ২০২২ সকাল ৮:৩৮

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ কাছের - মানুষ !
সত্যি ই এমন সব সংবাদ আমাদের গর্বের জায়গা।

১৮| ২৪ শে আগস্ট, ২০২২ ভোর ৬:৩১

অগ্নিবেশ বলেছেন: ব্লগের মুমিনেরা যখন ছবি আঁকিয়ে, গাঁইয়ে, ভাস্করদের সমাদর করে তখন বুঝতে হবে কেয়ামত সন্নিকটে।

২৪ শে আগস্ট, ২০২২ সকাল ৮:৩৮

মনিরা সুলতানা বলেছেন: আচ্ছা !!!!

১৯| ২৪ শে আগস্ট, ২০২২ সকাল ৮:২৮

ডঃ এম এ আলী বলেছেন:
এই সুসংবাদটি এখানে পরিবেশনের জন্য ধন্যবাদ ।
সামিরার প্রতি রইল অভিনন্দন ।
তাঁর উত্তরোত্তর সাফল্য কামনা করি ।

২৪ শে আগস্ট, ২০২২ সকাল ৮:৪০

মনিরা সুলতানা বলেছেন: আপনার আশীর্বাদ ফাহমিদা আজিমের জীবন সাফল্য মণ্ডিত করুক।
ধন্যবাদ ভাইয়া !
পাঠে এবং মন্তব্যে কৃতজ্ঞতা।

২০| ২৪ শে আগস্ট, ২০২২ সকাল ৮:৩৪

খায়রুল আহসান বলেছেন: অলংকরণ শিল্পী ফাহমিদা আজিম এর সম্মানজনক পুলিৎজার পুরস্কার অর্জনের জন্য তাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আর এ সুসংবাদটি ব্লগে পোস্ট লিখে আমাদেরকে জানানোর জন্য আপনাকে ধন্যবাদ।

২৪ শে আগস্ট, ২০২২ সকাল ৮:৪৮

মনিরা সুলতানা বলেছেন: চমৎকার শুভ কামনা সহ মন্তব্যের জন্যে অনেকনেক ধন্যবাদ আপনাকে আহসান ভাই ! কিছুকিছু সংবাদ এতটা আনন্দ দেয় যে সবার সাথে ভাগাভাগি করতে ইচ্ছে করে। তাই না লিখে পারলাম না। আপনাদের সদয় পাঠ পোষ্ট লেখা সার্থক করেছে নিঃসন্দেহে।
শুভেচ্ছা সতত।

২১| ২৪ শে আগস্ট, ২০২২ সকাল ১০:৪৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: অভিনন্দন আর আপনাকে ধন্যবাদ তথ্য শেয়ারে।

২৪ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:৩৫

মনিরা সুলতানা বলেছেন: আপনাকে ও ধন্যবাদ পাঠে এবং মন্তব্যের জন্যে।

২২| ২৪ শে আগস্ট, ২০২২ সকাল ১১:৪৮

সৈয়দ মশিউর রহমান বলেছেন: অভিনন্দন কৃতি সন্তানকে।

২৪ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:৩৬

মনিরা সুলতানা বলেছেন: আমাদের সবার শুভকামনায় উজ্জ্বল হোক স্বর্ণ কন্যার ভবিষ্যৎ জীবন।

২৩| ৩০ শে আগস্ট, ২০২২ সকাল ৮:১৬

সোহানী বলেছেন: ফেসবুকে নিউজটা দেখেছিলাম। তুমি সামারি করেছো দেখে ভালো লাগছে।

বিদেশের মাটিতে এমন খবর যে কতটা আনন্দদায়ক তা বলে বোঝাতে পারবো না।

৩১ শে আগস্ট, ২০২২ সকাল ১১:৩৬

মনিরা সুলতানা বলেছেন: যদিও হিরো আলম ক্রিম আফা র মত ভাইরাল হয় নাই কিন্তু সংবাদে এসছে।
সত্যি ই আনন্দ দায়ক আপু।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.