নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ম্যাক্সিম

ম্যাক্সিম › বিস্তারিত পোস্টঃ

জো বাইডেন ও ঋষি সুনাকের সাথে শেখ হাসিনার সেলফি সংক্রান্ত আলোচনা

১১ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:৩৪

জো বাইডেন আর ঋশি সুনাকের সাথে শেখ হাসিনার ছবি হলো বাইডেন ও সুনাকের স্বাভাবিক ভদ্রতার প্রতিফলন।

তারা একসাথে এক সম্মেলনে আছে। শেখ হাসিনার আশেপাশে যারা আছে তারা চাচ্ছিলো বাইডেন ও সুনাকের সাথে তার এমন ছবি তুলতে যেটা দিয়ে বুঝানো যায় শেখ হাসিনার সাথে তাদের খুব উষ্ণ সম্পর্ক।

এ ছবিগুলো ইনটেনশনালি তোলা এবং এমন ছবি তোলার প্রেক্ষাপট তৈরী করেছে শেখ হাসিনার সফরসঙ্গী পি.আর এর লোকজন।

বাংলাদেশের মানুষ এই ছবি খাবে এবং সাদা চোখে এই ছবি দিয়ে যা বোঝানো হয় তাই সাধারণ মানুষ বিশ্বাস করবে এটা পি.আর এর লোকজন জানে।

আমার এনালিসিসে সতর্কীকরণ হচ্ছে শুধু এমন একটা ছবি দেখে ভাইবেন না যে শেখ হাসিনার সাথে তাদের দহরম মহরম সম্পর্ক। অবশ্য এটা বুঝানোর জন্যই এমন ছবি তোলার মত পরিস্থিতি সৃষ্টি করতে হয়েছে।

এমন শক্তিশালী পি.আর ও আইটি টিম বিএনপির তৈরী করা দরকার ছিলো। এসব কথা আমি আগে এক পোস্টে বলেছি।

বাইডেন ও সুনাকের সাথে হাসিনার সম্পর্ক যাই হোক তারা এমন ছবি তুলতে পেরেছে। এবং এই ছবি ব্যাপকভাবে স্প্রেড করার ব্যবস্থা করা হয়েছে। প্রত্যেকটি দৈনিকের প্রথম পেজে এই ছবি ছাপা হয়েছে।

সুতরাং যে উদ্দেশ্য নিয়ে এই ছবি তোলা হয়েছে তা সফল।

.

ভবিষ্যতে কী হবে, নির্বাচন কেমন হবে, বাইডেন ও সুনাকের সাথে হাসিনার সম্পর্ক কেমন এগুলো আলাদা ইসু। যা দেখেন সবই রাজনৈতিক। এখানে ব্যক্তি বা ব্যক্তিগত সম্পর্কটা গৌণ বা পুরাটাই ফেইক।

পরবর্তী নির্বাচন কেমন হতে পারে সেটা নিয়ে এর আগে একটা লেখা পোস্ট করেছিলাম। সেটার সাথে এই ছবি তোলার কনটেক্সট মিলে যায়। অবশ্য সেই পোস্ট দেওয়ায় বিএনপির লোকেরা আমার প্রতি গোস্বা করেছে।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১১ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:১৩

মহাজাগতিক চিন্তা বলেছেন: আওয়ামী লীগের লোকজন বলছে তাদের আগমী পাঁচ বছরের দেশ শাসনের বিষয়টা পাকাপোক্ত হয়ে গেছে।

২| ১১ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:৪৩

শূন্য সারমর্ম বলেছেন:


নির্বাচনী পোস্টারে এসব ছবি কাজে যেন না লাগানো হয়।

৩| ১১ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ২:০৭

রাজীব নুর বলেছেন: ফেসবুকে এইসব সেলফি নিয়ে লোকজন নানান আকথা কুকথা বলছে। আমিই ভীষন অবাক হচ্ছি। সৃষ্টির সেরা জীব এই ছোট মানসিকতার হবে কেন?

৪| ১১ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:১০

কামাল১৮ বলেছেন: আমরে যে বলি, ছবি কথা বলে।

৫| ১১ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:১৯

ইফতেখার ভূইয়া বলেছেন: এগুলো নিয়ে এক ধরনের হাইপ তৈরী করার চেষ্টা চলছে এবং সে দিক থেকে তারা কিছুটা সফল। এগুলো স্বাভাবিক বিষয় আর এগুলো নিয়ে খুব বেশী উচ্ছসিত হওয়ার কিছু নেই। কিন্তু ঐ যে বাঙালী!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.