নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি যুক্তিবাদী মানুষ। যুক্তি দিয়ে আমি জীবনকে এবং তার চারপাশকে বোঝার চেষ্টা করে থাকি। যুক্তি উপভোগ করি। যুক্তির সৌন্দর্যে আমি অভিভূত হয়ে পড়ি। ধন্যবাদ।

আমার স্পর্শ

আমার স্পর্শ › বিস্তারিত পোস্টঃ

সেবারও এক....এবারেও একা

০৩ রা জুলাই, ২০১৫ রাত ২:০৮

এবার যখন তারসাথে কথা হলো তখন তারসাথে দুটো বাচ্চা ছিলো। সে তাদের আমাকে দেখিয়ে বললো, উনি তোমাদের এক মামা। উনাকে সালাম দাও!
আমি দীর্ঘশ্বাস ফেললাম। আমার এই দুটো বাচ্চার বাবা হওয়ার ইচ্ছা ছিলো। অথচ আমি হয়ে গেলাম মামা। বাবা হতে চেয়ে মামা হয়ে যাওয়ার যে কি যন্ত্রণা এটা কেউ বুঝবে না। ইতিহাসেও লেখা থাকবে না। কি অমানবিক এই পৃথিবী!
শেষবার যখন সে আমার কাছ থেকে চলে যাচ্ছিলো তখন সে একা যাচ্ছিলো। আমিও একাই দাড়িয়ে দাড়িয়ে দেখছিলাম।
এবার যখন সে চলে যাচ্ছিলো তখন সে আর একা নাই। সাথে দুটো বাচ্চা আছে। হাজব্যান্ড আছে।
আর আমি?
সেবারও একা একা দাড়িয়ে দেখছিলাম। এবারেও একা একা দাড়িয়ে দাড়িয়ে দেখলাম। -

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুলাই, ২০১৫ রাত ২:১৭

মন থেকে বলি বলেছেন: আমি ভাগ্যবান, আমাকে মামা হতে হয়নি, বাবাই হয়েছি।
আপনার জন্য শুভকামনা রইল।

০৩ রা জুলাই, ২০১৫ রাত ২:২৫

আমার স্পর্শ বলেছেন: ধন্যবাদ। আপনার সন্তানদের কাছে আপনি যেন সেরা বাবা হন, এই শুভকামনা রইল আপনার জন্যে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.