নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাকসুদ আলম মিলন

মাকসুদ আলম মিলন › বিস্তারিত পোস্টঃ

" আমার কি আহে যায়..???"

০৪ ঠা এপ্রিল, ২০১৭ রাত ১২:০২

"স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন"
আগে পুস্তকে পড়তাম বুঝতাম না এই কথাটির মূল্যায়নই বা কতটুকু
ভাবতাম ৯মাসের ভয়াবহ রক্ত ক্ষরণের অ্জিত আমাদের স্বাধীনতা
স্বাধীন হয়েছি বেশ ভালোই আছি...!!!
ভাবনাটা ছিল ছেলে বেলায় "পেট শান্তি তো দুনিয়া শান্তি অথবা নিজে ভালো তো আছি অন্যরা ভালো না থাকলে আমার কি...??? এই বোধগম্যতা নিয়ে।তখন চিন্তাভাবনার পরিসীমাও ছিল সংকুষ্ণিত।
আর এখন দেখতেছি "স্বাধীনতা অর্জনের স্বাধীনতা চেয়ে রক্ষা করা কঠিন" কথাটির বাস্তবিক রূপ !!!দেখতেছি কিভাবে এতো কষ্টের স্বাধীনতা মুমূর্ষিত হচ্ছে... বুঝতেছি একটি পরিবারের পরিচালনার দায়িত্বে থাকা পরিচালক যদি নড়বড়ে হয় তাহলে পরিবারে বিশৃঙ্খলা,বিদ্বেষ তো থাকবেই সাথে পরিবার ভনিভানা সব চুকিয়ে নিঃশ্বেস হওয়ার সম্ভাবনায় বেশি থাকে...!!!! ঠিক তেমনি দেশটাও সেদিকে আগাচ্ছে...!!! পরিচালনার গাফলতিতে লক্ষ শহীদের রক্তের বদৌলতে স্বাধীনতা অর্জন পদোদলিত হচ্ছে...!!! বিসজিত হচ্ছে... নিঃশ্বেসিত হচ্ছে ...!!!!আমরা সেই ছোট বেলার ভাবনাতেই পড়ে আছি "পেট শান্তি তো দুনিয়া শান্তি" অথবা "নিজে ভালো তো আছি অন্যরা ভালো না থাকলে আমার কি??? আর যারা বড় হয়ে বড় ভাবুক তারা বড় বড় চিন্তা করে "নিজে বাঁচলে বাপের নাম" অথবা "নিজের ঘরের চিন্তা করেই সারা পারি না... আবার দেশের চিন্তা আইবো কইথন???!!" নিজের রাজত্ব বিস্তার বাড়ানো/ভালো থাকার জন্য যা করার করছি.. দেশের কি হবে না হবে সেটা ভেবে আমার কি আহে যায়...????

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা এপ্রিল, ২০১৭ রাত ১:৪৬

সচেতনহ্যাপী বলেছেন: আসলেই উটপাখীর মত!!!!!!!!

২| ০৪ ঠা এপ্রিল, ২০১৭ রাত ১:৫০

মাকসুদ আলম মিলন বলেছেন: তা চলমান চলিত .!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.