নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাকসুদ আলম মিলন

মাকসুদ আলম মিলন › বিস্তারিত পোস্টঃ

"খন্ড খন্ড বৃষ্টি"

০৫ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৪৭

বাক্যলাপে তাহার বৃষ্টির আহামরি,
পাশে এসে ভিজিয়ে দিলো আনাড়ি!
মুখরিত বৃষ্টির ধারায়...
মিলিয়ে দেখি তাহারই ঈসাড়ায়।

এক পশলা বৃষ্টি ঠাঁই করে নিয়েছে মনে,
তাহার উদগিরণ ক্ষণে ক্ষণে।
নিয়মের ঠাঁই নেই,নেই অভয়অভ,
আছে শুধু তার অভিপ্রায় অর্ণব।

হঠাৎ মেঘ হঠাৎ করেই লুন্ঠিত দৃষ্টি
নিকষ কালো আধারেরের দিখন্ডিত বৃষ্টি!!!
অঝর ধারায় বৃষ্টির অন্তগাহন,
হিতু,থেতু হয়ে যায় মনোয়ন!!!

ধেয়ে আসা বৃষ্টিতে থমকে যায় পথ ...
মূর্মষিত বাক্যে বিস্তৃত সব... ।
উচ্ছন্নে দিয়ে সব এলোমেলো...
নেই কেউ বলতে.. বৃষ্টি হচ্ছে,ভিজি চলো!!!!

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৫ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:০১

ধ্রুবক আলো বলেছেন: ধেয়ে আসা বৃষ্টিতে থমকে যায় পথ
স্তব্দতার চাদরে জড়িয়ে পড়লো...
কেউ এসে হাত ধরে বলবে না...
বৃষ্টি হচ্ছে,ভিজি চলো!!!!

বেশ ভালো লাগলো ,+

২| ০৫ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:১৬

মাকসুদ আলম মিলন বলেছেন: ধেয়ে আসা বৃষ্টিতে থমকে যায় পথ ...
মূর্মষিত বাক্যে বিস্তৃত সব... ।
উচ্ছন্নে দিয়ে সব এলোমেলো...
নেই কেউ বলতে.. বৃষ্টি হচ্ছে,ভিজি চলো!!!! ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.