নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাকসুদ আলম মিলন

মাকসুদ আলম মিলন › বিস্তারিত পোস্টঃ

বৃষ্টির জল সমানুপাতিক চোখের জল

১১ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৫১



বৃষ্টি উচ্ছ্বাসের কারণ,উল্লাসের কারণ। বৃষ্টি নিয়ে কবিতা,গল্প লেখা হয় এমনকি রোমান্টিকতার অন্যতম বহিঃপ্রকাশের মাধ্যম।বিপরীতার্থে যখন তখন অতি বৃষ্টি বিশেষ করে বর্ষা মৌসুমে আমাদের দেশে বেদনাকাব্যের অন্যতম প্রধান কারণ।নদীমাতৃক সাথে বঙ্গোপসাগরের নিকটবর্তী,ভারতীয় বাধের কারণে আমাদের দেশে অজস্র মানুষের বেদনাকাব্যের গল্পগাঁথার বাস্তবচিত্র উপস্থাপিত হয়,উন্মোচিত হয় ।দুঃখ,দুর্দশার করুন বিপর্যয়ে আবিষ্ট হয়,জর্জরিত হয় গ্রাম-শহর উভয়েই।

অতি বৃষ্টির কারণে গ্রামে বন্যা,শহরে জলাবদ্ধতা দুটোর ভয়াবহ কবলে দুর্দশা,বিপর্যয় যেন চিরায়ত রূপ।যান্ত্রিক শহরে ডাস্টবিনের যন্ত্রতন্ত্র ময়লা-আবর্জনায় অতি বৃষ্টির পানিতে মিশে জলাবদ্ধতায় বিশুদ্ধ পানির সংকটে,পানি বাহিত রোগের প্রকোপ,ঘরবন্ধি,অর্থ উপার্জনের পথ সীমিত হয়ে আসা সবকিছু স্থবিরতায় নাকাল নগরবাসী।তারচেয়ে অধিক মাত্রায় দুর্দশা,বিপর্যয়ে বিধস্থ বন্যা কবলিত ভানবাসি মানুষের।যাদের বসবাসের জায়গা বিলীন,খাদ্য ভক্ষণ দুষ্কর।ত্রাণ সরবরাহের দিকে যাদের তাকিয়ে থাকতে হয়, হাত পাততে হয় তাদের।মৌলিক চাহিদা খাদ্য,বস্ত্র,বাসস্থান,শিক্ষা,চিকিৎসায় তারা বঞ্চিতের স্বীকার হচ্ছে প্রতিনিয়ত।বন্যা কবলিত মানুষেরা সুবিধা-বঞ্চিত হচ্ছে প্রতি পদক্ষেপে!এর স্থায়ী সমাধান আদৌ কি সম্ভব হবে?বন্যা হচ্ছে নিরাপদ আশ্রয়ে যাচ্ছে,ত্রাণ সরবরাহ করা হচ্ছে,গণমাধ্যমে উপস্থাপিত হচ্ছে।এ তো পুনরাবৃত্তির শেষ হলো বন্যা সময়কাল পরিস্থিতি।বন্যা পরবর্তী সময়কাল তো আরো ভয়াবহ।

বন্যার ক্ষয়ক্ষতি,জায়গা-জমি পুনরায় মেরামত,চাষবাসের উপযোগী করতে প্রয়োজন হয় সময়ের,প্রয়োজন হয় অর্থের।অনেকে জমানো টাকায় অন্যথায় ঋণ করে পরিস্থিতি সামলে উঠতে প্রচেষ্টা করে আবার অনেকেই শহরমুখী হয় জীবন সংগ্রামের যুদ্ধে।কেউ বস্তি তুলে মাথা গোজার ঠাঁই করে,কেউ যে কোন কর্ম করে জীবিকা উপার্জন করে খেয়ে পড়ে বাঁচলেই হয়।কিন্তু তাদের পরিস্থিতির উন্নতি হয়।শোষিত,সুবিধা-বঞ্চিত শ্রেণীরা শোষক দ্বারা শোষিত হতেই থাকে।সেখান থেকে গোড়াপত্তন হয় পথ-শিশু,সুবিধা-বঞ্চিত শিশু।সুবিধা-বঞ্চিত শিশুরা বঞ্চিত ভাবে বড় হওয়ার ফলশ্রুতিতে বিশৃঙ্খল কাজকর্মে লিপ্ত হয়।অভাব তাদের পিছু ছাড়ে না,পিছু ছাড়ে না বৃষ্টির জল।শহরের অলিতে গলিতে, বস্তিতে বসবাসী মানুষ,পথ-শিশু বৃষ্টির জলে হাহাকার ধ্বনি উঠে জলাবদ্ধতায়,অর্থ উপার্জনের পথ! ঘুমানোর জায়গা অপ্রতুল হয়ে উঠে!যেখানে দৃঢ়ভাবে পোক্ত হয় বৃষ্টির জল সমানুপাতিক চোখের জল!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.