নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাকসুদ আলম মিলন

মাকসুদ আলম মিলন › বিস্তারিত পোস্টঃ

"চায়ের কাপে উঠুক ঝড়"

০১ লা নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৩০



গোঁজামিল সময় আর ব্যস্ততার অভিযোগ,
দৌড়ত্বের ছাপ সাথে বাস্তবমুখী মনোযোগ।
স্মৃতিচারণ দৃষ্টিভঙ্গি নিপাত যাক,
চায়ের কাপে ঝড়ের সম্মতি পাক।

ভিন্ন জগতে অমিলের মুখোমুখি,
সামলে উঠতে সময়ের রেশারেশি।
সময়ের বিতৃষ্ণা ছাপিয়ে করি সম্মেলন,
চায়ের কাপে ঝড়ের হোক আয়োজন।

অপ্রয়োজনীয় চাহিদার প্রয়োজনীয়তার হার,
বেরসিক ভাবনা,উচ্ছন্নতায় সাবাড়।
অহেতুক সময়ের দাসত্বে আড়ম্বর,
আবার জমে উঠুক চায়ের কাপে ঝড়!

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০১ লা নভেম্বর, ২০১৭ দুপুর ১:০২

কাজেরছেলে বলেছেন: ৈনন্দিন জীবনে চাই গতি, চাই সামনে অগ্রসর হবার প্রবল আগ্রহ।

০১ লা নভেম্বর, ২০১৭ দুপুর ২:২৪

মাকসুদ আলম মিলন বলেছেন: B-) B-)

২| ০১ লা নভেম্বর, ২০১৭ বিকাল ৩:০৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: সাবাড় হবে সম্ভবত।

সময়ের দাসত্ব। টার্মটা ভাবাচ্ছে। তার কারণ এর আগে অহেতুক শব্দটার ব্যবহার। সময়ের অস্তিত্বই সবচে' শক্তিশালী। সময়ের কাছে মানুষ হেরে যায়।
সময়ের কাছে সবকিছুই একটা সময় অতীত হয়ে যায়। তার পুনরুত্থানের জন্য সময়ের মাঝে ফাঁক দরকার। সময়কে অহেতুক বলা খানিকটা অস্বীকার করার মতো লাগছে।

০১ লা নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৬

মাকসুদ আলম মিলন বলেছেন: আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।এখানে অহেতুক সময় বলতে অবসর সময়কে বুঝানো হয়েছে

৩| ০১ লা নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: মানুষ কি অবসরের দাস হয় নাকি বাধ্য ব্যস্ততার দাস হয়?

০২ রা নভেম্বর, ২০১৭ রাত ১:১৮

মাকসুদ আলম মিলন বলেছেন: অহেতুক সময়ের দাসত্বে আড়ম্বর এখানে আড়ম্বর শব্দটি দিয়ে অবসর এবং বাস্তবতার পার্থক্য বুঝানো হয়েছে।যদিও আপনার বোধগম্য হচ্ছে না কবিতাটা মনোযোগ দিয়ে পুনরায় পড়েন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.