নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনেক বড় মাপের একজন মানুষ হতে চাই। কারণ- ভালোবাসার মানুষটির নাম ছোট্ট কোন মঞ্চে দাঁড়িয়ে থেকে বলতে চাইনা, ভালবাসার মানুষটির নাম বড় কোনো মঞ্চে দাঁড়িয়ে থেকে বলতে চাই।আই লাভ ইউ (মা)

কাইকর

ফিল্মমেকার/নাট্যকার, গল্পকার। বাংলাদেশ টেলিভিশন মিডিয়া। ।এক পৃথিবী লিখতে চাই।Facebook/Abdullah AL Mamun(কাইকর)

কাইকর › বিস্তারিত পোস্টঃ

আমাদের ঈদ নাটক। আপনাদের জন্য। রিভিউ দিবেন দেখে আশা করি।

২৯ শে আগস্ট, ২০১৮ রাত ৯:১১


নাটক ঃ"ছোট গল্পের শেষ পৃষ্ঠা"।
ইউটিউব লিংক ঃ https://youtu.be/XCiHWasuXjI

নাটক ঃ"একদিন বৃষ্টিতে " ।
ইউটিউব লিংক ঃ https://youtu.be/4a0XSWSjZug
টেলিফিল্ম ঃ"জোড়া রহস্য "।

ইউটিউব লিংক ঃ https://youtu.be/UB-gTP2k5Dw

আমাদের জাগ্রত পথিক টিমের ঈদ নাটক। প্রচারিত হয়েছে - SA Tv, Depto Tv ও Masranga Tv.
আমি জাগ্রত পথিকের সহকারী পরিচালক।

মন্তব্য ৩০ টি রেটিং +২/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ২৯ শে আগস্ট, ২০১৮ রাত ৯:১৭

শাহরিয়ার কবীর বলেছেন:
যদিও বাংলা নাটক ও সিনেমা দেখার অভ্যাস আমার কম। তারপরেও টেলিফিল্ম "জোড়া রহস্য" দেখার চেষ্টা করব। ধন্যবাদ শেয়ার করার জন্য!

২৯ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৩৩

কাইকর বলেছেন: রিভিউ লিখবেন দেখে আশা করি

২| ২৯ শে আগস্ট, ২০১৮ রাত ৯:১৯

মোছাব্বিরুল হক বলেছেন: দেখার চেষ্টা করবো।

২৯ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৩৩

কাইকর বলেছেন: হুম। দেখলে অবশ্যই রিভিউ লিখবেন আশা করি।

৩| ২৯ শে আগস্ট, ২০১৮ রাত ৯:২০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: তানজিন তিশা বেশ ভালো অভিনয় করছে। সালমানসহ আরো কয়েকজন ভালো আর্টিস্ট আছেন। সময় পেলে দেখবো নে।
শুভেচ্ছা থাকলো।

২৯ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৩৪

কাইকর বলেছেন: ভালবাসা নিবেন। সময় পেলে অবশ্যই একখানা রিভিউ লিখবেন।

৪| ২৯ শে আগস্ট, ২০১৮ রাত ৯:২০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
বাংলাদেশের নাটক দেখতে বিরক্ত লাগে।
তবু দেখার চেষ্টা করতে পারি।

অবটপিকঃ

দেখার মতো নাটক কেন তৈরী হচ্ছে না?????

২৯ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৩৬

কাইকর বলেছেন: সব কথার এক কথা বাজেট। তারপরেও দেখার মতো নাটক যে তৈরি হচ্ছে না তা কিন্তু কথা নয়। ইয়াং জেনারেশন যা চাই তাই করছে ডিরেক্টররা এবং নাট্যকার।

৫| ২৯ শে আগস্ট, ২০১৮ রাত ৯:২৩

স্রাঞ্জি সে বলেছেন: দেখব দেখব সব :-B

২৯ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৩৬

কাইকর বলেছেন: রিভিউ লিখবেন আশা করি দাদা।

৬| ২৯ শে আগস্ট, ২০১৮ রাত ৯:২৮

তারেক ফাহিম বলেছেন: দেখবো।

২৯ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৩৭

কাইকর বলেছেন: দেখে অবশ্যই রিভিউ লিখবেন ভাই।

৭| ২৯ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৩০

মিখু হোসাইন তিতু বলেছেন: দেখলে নাটক বংলারই দেখি।
দেখব...ধন্যবাদ।

২৯ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৩৮

কাইকর বলেছেন: রিভিউ লিখবেন দেখে আশা করি।

৮| ২৯ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৩৯

আর্ফ জামান সুজন বলেছেন: ভাল করেছেন, সব দেখার সুযোগ না পেলেও আপনার বাছাই করাগুলো দেখব অন্তত।

২৯ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৪২

কাইকর বলেছেন: ধন্যবাদ। রিভিউ লিখবেন আশা করি।

৯| ২৯ শে আগস্ট, ২০১৮ রাত ১০:০৬

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: এবারের ঈদে না দেখলাম একটা নাটক, না দেখলাম সিনেমা...

২৯ শে আগস্ট, ২০১৮ রাত ১০:৩৪

কাইকর বলেছেন: দেখে ফেলেন সময় করে।

১০| ২৯ শে আগস্ট, ২০১৮ রাত ১০:২২

রাকু হাসান বলেছেন: এগুলো দেখা হয়নি । এ ঈদে মাত্র দুটি দেখলাম,আয়েশা আর সোনালি ডানার চিল ।হতাশ হয়নি । দেখার চেষ্টা তো থাকবেই ।

২৯ শে আগস্ট, ২০১৮ রাত ১০:৩৪

কাইকর বলেছেন: ওকে রাকিব ভাই।

১১| ২৯ শে আগস্ট, ২০১৮ রাত ১১:০৪

রাকু হাসান বলেছেন:



ছোট গল্পের শেষ পৃষ্ঠা
ড্রেস আপ ভাল লাগছে ,বিশেষ করে তৌসিফ ভাইয়ের টা । প্রথম দৃশ্যের শট চমৎকার লাগছে । ব্রাকগ্রাউন্ড মিউজিক আরেকটু শ্রুতিমধুর হলে ভাল লাগতে বেশি ,এখানে আরও ভেরিয়েশন আনা যেত । এ নাটকের শেষ দৃশ্যটি অতি স্বাভাবিক,হরহেমেশা হয়। কিছু দৃশ্য ভাল ছিল । সাউন্ড কোয়ালিটি ভাল হয়েছে ।

একদিন বৃষ্টিতে
প্রথম দৃশ্যের শুরটা চমৎকার । তবে মাঝখানে বিগ ক্লোজ আপ শট নিতে গিয়ে একটু কেমন জানি হয়ে গেল । আমার কাছে এই শটে কোন সমস্যা মনে হয়নি । ম্যাকআপ টা আরেকটু কম হলে ভাল হত,ব্যাপার না ,কয়েক সেকেন্ড সময় । টাইটেল সং ভাল লাগছে । বৃষ্টিতে ভেঁজার সময় সাবিলা নূর ছাতা নিয়ে আসছে,জোবান বসে বৃষ্টিতে ভিজছে। জোবানে কাছে বা মাথার উপর অঝোরে বৃষ্টি পড়ছে অথচ সাবিলা নূরের ছাতার উপর বলতে গেলে তেমন বৃষ্টি ছিল ই না ,কেমন হয়ে যায় না ! দু জন তো খোলা আকাশের নিচেই মনে হলো । ভাল লাগতো কৃত্রিম বৃষ্টিটার উভয়ের উপর সমতা এনে দিলে । আবার যখন দু জন কাছে আসলো তখন ভালই বৃষ্টি হলো ছাতার উপর । গল্প ভাল ছিল ।

টেনে টুনে দেখছি কাইকর । নিজের যা মনে হলো তাই বললাম । আমার ভুল হওয়াটা স্বাভাবিক,আমার কাছে যা ভাল লাগছে বা ভাল লাগেনি ,তা অন্য জনের কাছে ভিন্ন হওয়াটাও তেমন স্বাভাবিক । স্পষ্ট সাউন্ড পেয়েছি । কিছু দৃশ্য ছিল বেশ সুন্দর ।

শুভকামনা ,

২৯ শে আগস্ট, ২০১৮ রাত ১১:৫৬

কাইকর বলেছেন: সুন্দর মন্তব্য করেছেন রাকিব ভাই। ভালবাসা নিবেন।

১২| ২৯ শে আগস্ট, ২০১৮ রাত ১১:৪৬

চাঙ্কু বলেছেন: ওরে জেডা, মাফ চাই, দোয়াও চাই।

বাংলা নাটক দেখতে বসে নিজেকে আর পেইন দিতে পারুম না। ৯০% নাটকের নূন্যতম মান নাই। না আছে গল্প, না আছে অভিনয়। সবচেয়ে পেইন লাগে যখন দুঃখের শটে ব্যাকগ্রাউন্ডে বুম বুম মিউজিক বাজে। দেশে এখন হাজার হাজার মিউজিসিয়ান কিন্তু নাটকের ব্যাকগ্রাউন্ড মিউজিক করার জন্য কোন মানসম্পন্ন লোক আছে কিনা আমার সন্দেহ আছে। প্লিজ দয়া করে বাজেটের কথে বলবেন না। ইরানি সিনেমাগুলোর দিকে তাকান। শুধু গল্প দিয়ে কি অসাধারণ সিনেমা বানায় ওরা!

২৯ শে আগস্ট, ২০১৮ রাত ১১:৫৫

কাইকর বলেছেন: ভাই ওদের সব আছে। বাজেট আর সময় ছাড়া কিছু হয়না।

১৩| ৩০ শে আগস্ট, ২০১৮ রাত ২:৫২

জুনায়েদ বি রাহমান বলেছেন: দেখবো। তাউসিফ, জবান, তানজিন তিশাসহ কয়েকজন আছেন। যাদের অভিনয় ভালো লাগে।

৩০ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:২৬

কাইকর বলেছেন: দেখে রিভিউ লিখবেন আশা করি।

১৪| ৩০ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:৪১

রাজীব নুর বলেছেন: ভেরি গুড। ভেরি গুড।

৩০ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:২৭

কাইকর বলেছেন: প্রিয় ভাই সময় করে দেখে রিভিউ লিখবেন আশা করি

১৫| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৩৪

জাহিদ অনিক বলেছেন: ভাই কাইকর, জোড়া রহস্য নাটকটি দেখেছি।
নাটকের আরও কিছু কিছু যায়গায় উন্নতি দরকার বলে মনে করছি। একজন সাউন্ড একটু দুর্বল লেগেছে। মেইন অভিনেতা ছাড়া বাকীদের সংলাপ ডেলিভারী মনে হয়েছে তাদেরকে দিয়ে জোর করে বলানো হয়েছে।
একটা শুটিং সেটে একজন গোয়েন্দা বা সত্যান্বেষী আছেন ভালো কথা, কিন্তু খুন হবার আগ পর্যন্ত তার কোন তেমন ভূমিকা দেখা যায় না। এমনকি খুনের পরেও যখন সে খুনের রহস্য সলভ করছিল, তার কোন পরিচয় দেয়া হয় নাই। সে অনেকটা উড়ে এসে জুড়ে বসা মানুষের মত। তাঁকে যেন শুধু শধুই সবাই প্রাধান্য দিচ্ছিলো। পুলিশ তাঁকে কেন এতটা সমীহ করছিল জানি না। অন্তত তার একটা পরিচয় দিয়ে দিলে ভালো হত।

শুভ কামনা

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৩

কাইকর বলেছেন: সুন্দর বলেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.