নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সংযুক্ত সম্পাদক, ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি

মণীশ রায় চৌধুরী

সংযুক্ত সম্পাদক, ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি

মণীশ রায় চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

ডিজিটাল ইন্ডিয়া

১০ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:০৭

মোদীজি আপনার 'ডিজিটাল ইন্ডিয়া' প্রকল্পের অনেকেই নিন্দা করেছে।
তারা ভারি দুষ্টু!!!

তারা তো আর ভেবে দেখছেনা যে এর একটা সুফলও আছে।

আপনি চা-ওয়ালা থেকে 'গদি'ওয়ালা হয়েই আমাদের ট্যাক্সের টাকায় সারাবছরই বিদেশে বেড়াচ্ছেন (মানে, বিদেশি লগ্নি আনছেন)।
আপনার দলের নেতারাও কালো টাকা ফেরত আনার জন্য জান লড়িয়ে দিচ্ছে (নিন্দুকদের কথা বাদ দিন)।

আপনার প্রিয় রামভক্ত হনুমানেরা সবার সামনে দাভোলকর, কালবুর্গিদের খুন করছে (ওদের মশাই মারাই উচিত)।
সাম্প্রতিককালে গোমাংস রাখার 'অভিযোগে' একজন নিরীহ বৃদ্ধকে পিটিয়ে শেষ করলেন (বুড়োটার সাহস ভাবুন হিন্দুরাষ্ট্রে এমন অনাচার করে)।

সর্বোপরি, দলিত হওয়ার 'অপরাধে' আপনার প্রিয় বর্ণহিন্দুরা প্রকাশ্যে আমার মা-বোন কে নগ্ন করে দাঁড় করিয়ে রাখল (আপনি সেলফি তুলতে ভালবাসেন, ওদের সাথে কেন তুললেন না এই প্রশ্ন করে বিব্রত করবনা)।

ইন্ডিয়া 'ডিজিটাল' না হলে আপনাদের এই অপরিসীম ভন্ডামির কথা বিশ্বের দরবারে তুলে ধরতাম কী করে???

আপনাকে অসংখ্য ধন্যবাদ।

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১০ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৫৬

ঢাকাবাসী বলেছেন: ভাল বলেছেন তো!

২| ১০ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:১৫

মণীশ রায় চৌধুরী বলেছেন: ধন্যবাদ।

৩| ১১ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:২১

বিপরীত বাক বলেছেন: হুমম্।। তারপরও ইন্ডিয়া বাংলাদেশের চাইতে অনেক উন্নততর।

আসলে যেটা ঘটছে যে ব্রাম্মন রা ক্ষমতায় না থাকলে এদের মাথা খারাপ হয়ে যায়।।।
ব্রাম্মন প্রধান দল ( কংগ্রেস) তো এখন ক্ষমতার বাইরে এজন্যেই এত কথা উঠছে।।।

৪| ১২ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:৫৯

মণীশ রায় চৌধুরী বলেছেন: আপনার কথার জবাব দেওয়ার প্রয়োজন বোধ করছিনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.