নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সংযুক্ত সম্পাদক, ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি

মণীশ রায় চৌধুরী

সংযুক্ত সম্পাদক, ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি

মণীশ রায় চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

যুক্তিবাদী সমিতির সাফল্যঃ বিবিধের মাঝে মিলন মহান

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৩৯

যুক্তিবাদী সমিতি সরকারি সহায়তাপ্রাপ্ত স্কুলগুলিতে সরস্বতী পুজো বন্ধের দাবি করেছে।
রামভক্ত হনুমানের দলও তাদের স্বঘোষিত জাতীয়তাবাদী ঐতিহ্যের উপর এই আঘাত সহ্য করবেনা বলে হুঙ্কার ছাড়ছে।

অনেকেই দাবি করছেন হিন্দুরা পরমতসহিষ্ণু (বাবরি ধ্বংস, গোধরা হত্যাকান্ড, আখলাক হত্যাকান্ড, রোহিত ভেমুলাকে আত্মহত্যা করতে বাধ্য করার পরেও) বলেই যুক্তিবাদীরা এমন বেয়াদপির সাহস পেয়েছে।
অনেকেই চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন, হিম্মত থাকলে মুসলিমদের ধর্মাচরণের বিরুদ্ধে কিছু করে দেখান।
আসলে সাম্প্রদায়িক হতে গেলে(যে ধর্মেরই হোক) কিছুমাত্র পড়াশুনা করতে হয়না। তাই তারা জানেননা আমরা উচ্চমাধ্যমিক চলাকালে মাইকে আজান দেওয়ার বিরুদ্ধেও একইভাবে ডেপুটেশন দিয়েছি।

এবার স্মৃতির পাতা উল্টান যাক।
প্রবীর ঘোষের নেতৃত্বে যুক্তিবাদী সমিতির প্রধান সাফল্যগুলি মনে করুন।
আচার্য সত্যানন্দ গ্রেপ্তার, বাংলাদেশের হুজুর সাইদাবাদীর ভান্ডাফোড়, মরিস সেরুলো-ক্লাইভ হ্যারিস-পি. গ্যালার্ডোর পলায়ন।
আবার, মিঠাইবাবা-রামদেব-বেজানদারুওয়ালার পরাজয়। ফকির এস.পি.আলি থেকে বিশ্বখ্যাত বক্সার মহম্মদ আলির রহস্যভেদ।
মাদার টেরেসার সেন্টহুড এবং কলকাতায় যীশুর পা থেকে রক্তের বুজরুকি আমরাই আটকেছি।


দেখেছেন তো, বিবিধের মাঝে কেমন মিলন মহান।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৪৩

মহা সমন্বয় বলেছেন: দেখেছেন তো, বিবিধের মাঝে কেমন মিলন মহান।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.