নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সংযুক্ত সম্পাদক, ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি

মণীশ রায় চৌধুরী

সংযুক্ত সম্পাদক, ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি

মণীশ রায় চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

ঠাকুরবাড়ির দেশদ্রোহী (!!!)

০৫ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:১৫

শুনলাম চারদিকে সন্ত্রাসবাদী পাওয়া যাচ্ছে।
দেশপ্রেমিকরা নাকি একটা কারখানা থুড়ি ইউনিভার্সিটিই খুঁজে পেয়েছে যেখানে দেশদ্রোহী তৈরি হয়।

আমিও নেমে পড়লাম মাঠে, যদি একটাকে ধরতে পারি আমিও দেশপ্রেমিক হতে পারব।
আর, পেয়েও গেলাম একটা।

ব্যাটা বলে কিনা, দেশ মাটিতে তৈরি নয় মানুষে তৈরি। তাই মানুষ প্রকাশমান হলে তবেই দেশ প্রকাশমান হয়। দেশের মানুষই অসুখী হলে দেশের পতন নিশ্চিত। তখন দেশমাতৃকা নিয়ে কাব্যকথায় দেশের লজ্জা ঢাকবেনা

আবার কোথাও লিখেছে, অধিকার কেউ দেয়না, তা আদায় করে নিতে হয়। জনগণ নিজের অধিকার সম্পর্কে উদাসীন থাকলে গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত সরকারও অত্যাচারী হয়ে ওঠে

না, একে কিছুতেই ছাড়া যাবেনা।
পাকিস্তানের দালালটাকে আজ ধরতেই হবে।

দেশপ্রেমিকগণ সবাই আমার সাথে চলুন। এখনি জোড়াসাঁকোর ঠাকুরবাড়িটা ঘেরাও করতে হবে।
গোপনসূত্রে খবর পেয়েছি, ব্যাটা ওখানেই লুকিয়ে আছে।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৪ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:২১

সোজোন বাদিয়া বলেছেন: উদ্ধৃতিটুকু সূত্রসহ উল্লেখ করলে আমি সহ অনেকের জন্যই সুবিধা হতো।

১৬ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৩৬

মণীশ রায় চৌধুরী বলেছেন: একটার সূত্র দিলাম। অন্যটা তার আত্মপরিচয় বইতে পাবেন।

২| ১৬ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৩৫

মণীশ রায় চৌধুরী বলেছেন:

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.