নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সংযুক্ত সম্পাদক, ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি

মণীশ রায় চৌধুরী

সংযুক্ত সম্পাদক, ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি

মণীশ রায় চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

মাননীয়া শেখ হাসিনা, "আগুন নিয়ে খেললে হাত পুড়ে যায়"

০৭ ই জুলাই, ২০১৬ রাত ১১:১২

ছোটবেলায় একটা কথা শিখেছিলাম।
আসলে আমরা অনেকেই শিখেছিলাম সেই মূল্যবান কথাটি, "আগুন নিয়ে খেললে হাত পুড়ে যায়"।

কিন্তু মাননীয়া শেখ হাসিনা সম্ভবত কথাটি জানেননা।
নাস্তিক ব্লগারদের হত্যার মাধ্যমে একটা প্রক্রিয়া শুরু হয়েছিল যাতে ভাষার ভিত্তিতে গড়ে ওঠা একটা জাতিকে
ধ্বংস করে ইসলামি শরিয়তি আইন চালু করা যায়।
ভোটব্যাঙ্ক বড় বালাই।
তাই শেখ হাসিনা এবং খালেদা জিয়া দুই মহানায়িকাই মুখে বিচারের আশ্বাস দিলেও মনে মনে আত্মপ্রশস্তি লাভ করেছিলেন।
যাই হোক, কয়েকটা ইসলামের শত্রু তো কমল।
দোষীদের আড়াল করে নিজেকে 'সচ্চা বন্দা' প্রমাণ করতে দুজনের কেউ কম গেলেননা।

হিন্দু হোক বা মুসলিম, সাধারণ জনতাও কিন্তু একটু খুশিই হয়েছিলেন। হাজার হোক নাস্তিকরা মহা বদ হয়।
কোন ধর্মকেই তারা ছেড়ে দেয়না।

কিন্তু আগুন তো থেমে থাকেনা।
তাই তারপর হিন্দু, বৌদ্ধ এসকল সংখ্যালঘু হত্যা শুরু হল।
হাসিনা, আপনি চুপ করেই থাকলেন।
গদিটা রাখতে হবে তো।

আগুন আরো ছড়াল।
পুলিশকর্মী বা তার পরিবারও রেহাই পেলনা।
আপনি তবুও চুপ।
এবার বিদেশী নাগরিকরাও রেহাই পাচ্ছেননা।

মাননীয়া, এভাবে চোখ বুজে নিজেকে কতদিন আগুন থেকে বাঁচাতে পারবেন?
সকল দেশ অর্থনৈতিক অবরোধ গড়ে তুললে সামলাতে পারবেনতো???

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুলাই, ২০১৬ রাত ১১:১৭

বিজন রয় বলেছেন: মাননীয়া, এভাবে চোখ বুজে নিজেকে কতদিন আগুন থেকে বাঁচাতে পারবেন?
সকল দেশ অর্থনৈতিক অবরোধ গড়ে তুললে সামলাতে পারবেনতো???


মনে হয় না।

২| ০৭ ই জুলাই, ২০১৬ রাত ১১:৫৯

রায়হানুল এফ রাজ বলেছেন: আগুন আরো ছড়াল।
পুলিশকর্মী বা তার পরিবারও রেহাই পেলনা।
আপনি তবুও চুপ।
এবার বিদেশী নাগরিকরাও রেহাই পাচ্ছেননা।

একদিন কেউই রক্ষা পাবে না।

৩| ০৮ ই জুলাই, ২০১৬ রাত ১২:১২

রূপক বিধৌত সাধু বলেছেন: সময় এখনো ফুরিয়ে যায়নি । সরকারকে আরও কঠোর হতে হবে ।

৪| ০৮ ই জুলাই, ২০১৬ রাত ১২:৫৩

হেৃদওয়ানুল জান্নাহ বলেছেন: রাজনীতির জঙ্গিবাদ থেকে মুক্তি না পেলে সামনে সবার বিপদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.