নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলো ছায়ায় আমার ভূবন

আমি কনফিউসড চরিত্রের মানুষ।অগোছালো সবকিছুতে দোদূল্যমনতা আমার বৈশিষ্ট্য।টু বী অর নট টু বী এই দ্বন্ধে চলছে জীবন।

আরজু মুন জারিন

নিজের সম্পর্কে বলার মত কিছু করা হয়ে উঠেনি এখন। ব্লগ এ লেখা টা প্রথমে ছিল সামাজিক দায়বদ্ধতা। মেসেজ শেয়ার করা। তবে লিখতে লিখতে এখন লেখার ভালবাসায় পড়ে গিয়েছি। নিজে যেমন লিখতে পছন্দ করি অন্যের লেখা ও একই পছন্দ নিয়ে পড়ি। লেখালিখির আরেকটা বড় উদ্দেশ্য হল (অন্যের দৃষ্টিতে তা ফানি মনে হবে ) সামাজিক বিপ্লব করা , মানুষের জীবনে স্বাছন্দ্য আনয়ন করা মূলত আমার দেশের মেয়েদের লেখিকাদের আমি বড় প্ল্যাটফর্ম এ দেখতে চাই। আমাদের দেশে ভাল লেখিকা অনেক কম। অথচ আমার মন বলে অনেক ট্যালেন্ট মেয়েরা আছে। অনগ্রসর সামাজিক পরিস্থিতির কারণে মেয়েরা এক বৃত্তে বন্ধী হয়ে আছে। আমি খুব চাই ওই বাধা সরিয়ে আলোয় ,সাহিত্যে জ্ঞানে আমাদের মেয়েরা পথ চলুক। প্রচলিত দৃষ্টিতে সমাজে চলতে মেয়েদের বাধা গুলি চিহ্নিত করা আমার লেখালিখির আরেকটি উদ্দেশ্য। প্রগতির কথা বলতে চাই ভদ্রতায় , শালীনতায় এবং মর্যাদায়। সামাজিক আভ্রু ভেঙ্গে নয় যা তসলিমা নাসরিন করেছিলেন। বেগম রোকেয়া আমার পথ প্রদর্শক। তিনি মেয়েদের পাদ প্রদীপের আলোয় নিয়ে এসেছিলেন ঠিক ই রক্ষনশীলতার ঢাল ভেঙ্গে নয় , মর্যাদায় থেকে আলোতে নিয়ে এসেছেন মেয়েদের।

আরজু মুন জারিন › বিস্তারিত পোস্টঃ

জুলিয়েট হতে ইচ্ছে করে(কবিতা)

২৭ শে মে, ২০১৪ রাত ১১:২৭

জুলিয়েট হতে ইচ্ছে করে

তোমাকে দেখার পরে।

ইচ্ছে করে হতে

লাইলী শিরি আর

হতে বিরাজ বউ।

(শরৎ চন্দ্র নভেল বিরাজ বউ)

আরো করে ইচ্ছে হতে পৃথিবীর

যত মানবীয় প্রেমিকা বউ



তোমাকে দেখার পরে।



দেখে চমকে

যাই থমকে

যেন দেখছি আয়নায় নিজেকে।

এত সাদৃশ্য আমাদের দুজনে।

ব্যক্তিত্ব সমান চিন্তার জগত একই

মন থেকে তাই করি

একাত্মবোধ ভারী।



তোমাকে দেখার পরে।



ইচ্ছে করে ভেসে

যেতে অগ্রাহ্য করে

নিয়ম নীতি আর যত

সামাজিক অনুশাসন।



তোমাকে দেখার পরে।



তাই হয়ে যায়

যত অসংলগ্ন আচরণ

তত প্রগলভতা।

মনে মনে যদিও থাকে কামনা

তোমার সুখী জীবন।



তুমি ভারী চমত্কার

চলছ আর চলছ

অবিরাম চলছ

ভাসছ উদ্দীপনায়

প্রানের জোয়ার এ।



থামতে জাননা তুমি

চলছ তুমি

সময়ের স্রোতে

দায়িত্বের নিস্প্রান পাটা তনে

সকল হৃদয় অনুভূতি

অগ্রাহ্য করে।



হয়ে যাই অভিমানী

না পেয়ে সম অনুভূতি

না পেয়ে যত হৃদয় আবেগ।

তার পর ও চাই

হও সুখী তুমি।



সারাক্ষণ কষ্ট দিচ্ছে আমায়

এই অনুভূতি

তোমাকে দেখার পরে।



সকল অনুভব বোধ হয় আমার

তোমাকে দেখার পরে।



(পুরানো একটা কবিতা পোস্ট করলাম আজ। সবাইকে শুভেচ্ছা/ভালবাসা)।

মন্তব্য ১৪৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে মে, ২০১৪ সকাল ১০:১৭

কান্ডারি অথর্ব বলেছেন:


শুভেচ্ছা শতত।

২| ২৮ শে মে, ২০১৪ দুপুর ২:২৬

আরজু মুন জারিন বলেছেন: আপনাকে ও শুভেচ্ছা। ভালো থাকবেন।

৩| ২৮ শে মে, ২০১৪ দুপুর ২:৩৯

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ভাল পুরান হলেও অসাধারণ । ভাল লাগা রইল শতত।

৪| ২৮ শে মে, ২০১৪ বিকাল ৪:৪৯

আরজু মুন জারিন বলেছেন: ভাল পুরান হলেও অসাধারণ। /:).ধন্যবাদ। অনেক শুভকামনা রইল। ভালো থাকবেন কেমন।

৫| ২৯ শে মে, ২০১৪ দুপুর ১২:২৪

দাদা- বলেছেন:









ইচ্ছা করে রোমিও হতে
ইচ্ছা করে হতে মজনু,
বাকহারা আমি একজন
যখন সামুতে তোমায় দেখিনু।

ইচ্ছে করে যাই ভেসে যাই
ভাসিয়ে প্রেমের ভেলা,
গ্রাহ্য না করি সমাজ-শাসন
শাসকেরে করি হেলা ।

বিরাজ হয়ে বিরাজিত হয়ে
দিতে চাই তাই ধরা,
আজি তাই প্রেম করি নিবেদন
পাঠাইয়া প্রেমের ছড়া ।

কাব্য এ নহে, সত্য এ ঠিক
মনের গভীর এ অনুরাগে,
তোমাকে দেখার পরে কেন
যে মোর মনে দোলা লাগে।

পারিনা সহিতে এ দহন জ্বালা
আজি চাহি তার অবসান,
হাতে হাত রেখে এস আজিকে
গাহি মোরা প্রেম-গান ।

লভিয়া জনম আসিয়াছি আজ
শুধু তোমার ই তরে,
জাগিয়াছে প্রেম অন্তরে মম
সব ই তোমাকে দেখার পরে।


_____***_____



৬| ২৯ শে মে, ২০১৪ দুপুর ১:৫৬

যীশুমন বলেছেন: ভালোলাগলো - জানিয়ে গেলুম ভালোলাগা।
দাদার কবিতায় প্রত্যুত্তর আরো ভালো লাগলো। নম্বর দিতে হবে কিন্তু ।

আগাম - শুভকামনা জানিয়ে গেলুম দুজন কে ।

২৯ শে মে, ২০১৪ রাত ৮:১২

আরজু মুন জারিন বলেছেন: ধন্যবাদ যীশু মন মন্তব্যের জন্য। শুভেচ্ছা রইল। ভালো থাকবেন।

৭| ২৯ শে মে, ২০১৪ রাত ৮:১০

আরজু মুন জারিন বলেছেন: লভিয়া জনম আসিয়াছি আজ
শুধু তোমার ই তরে,
জাগিয়াছে প্রেম অন্তরে মম
সব ই তোমাকে দেখার পরে।

উফস !!! কবিতায় ভেসে গেলাম। লাইলী হয়ে আবেগে না ভাসতে পারি। চমত্কার কবিতায় মন্তব্য .আমি মুগ্ধ। শুভেচ্ছা জানবেন দাদা। ভালো থাকবেন

৮| ২৯ শে মে, ২০১৪ রাত ৮:১২

সেলিম আনোয়ার বলেছেন: বাহ এতদিনে জুলিয়েটের দেখা পেলাম । :P

৯| ২৯ শে মে, ২০১৪ রাত ১০:৫৬

আরজু মুন জারিন বলেছেন: আমি ও রোমিও কে খুজছি। পেয়ে গেলাম মনে হচ্ছে। ধন্যবাদ কমেন্টস এর জন্য। শুভকামনা রইল।

১০| ৩০ শে মে, ২০১৪ সকাল ৯:৫৭

দাদা- বলেছেন: আমি ও মুগ্ধ কমেন্টস এর জন্য।
জাগিয়াছে প্রেম অন্তরে মম সব ই তোমাকে দেখার পরে -লাইলী।

ভালো থাকবেন আরজু মুন জারিন ।

১১| ৩০ শে মে, ২০১৪ দুপুর ১২:২৫

আরজু মুন জারিন বলেছেন: আমি ও মুগ্ধ কমেন্টস এর জন্য।
জাগিয়াছে প্রেম অন্তরে মম সব ই তোমাকে দেখার পরে -মজনু দাদা ।

ভালো থাকবেন মজনু দাদা ।

১২| ৩০ শে মে, ২০১৪ বিকাল ৩:২০

দাদা- বলেছেন: আবার দাদা কেন ? মজনু হতে পারি না কি ?

ভালো থাকবেন লাইলী ।


১৩| ৩০ শে মে, ২০১৪ রাত ৮:০৯

আরজু মুন জারিন বলেছেন: আপনার আইডি যে দাদা। তাহলে পরিবর্তন করে লিখুন মজনু। তাহলে বারবার বলতে পারব মজনু তোমার কাদন শুনিয়া। ...আকাশ বাতাস। ..
লাইলী তোমার এসেছে ফিরিয়া
মজনু গো আখি খোল।
প্রিয়তম এত দিন ও বিরহে। ...
নিশি বুঝি ভোর হলো।
মজনু গো আখি খোল।

আমার ও নয়নে নয়ন রাখিয়া
কি বলিতে চাও হে পরান প্রিয়া।
দখিনা বাতাস। ....
ফুটেছে গোলাপ নার্গিস ফুল
......মজনু গো আখি খোল।

১৪| ৩০ শে মে, ২০১৪ রাত ৮:১১

আরজু মুন জারিন বলেছেন: ছাড়া ছাড়া ভাবে গানটা লিখলাম। পুরা গান মনে নাই মজনু। ভালো থাকবেন মজনু।

১৫| ০২ রা জুন, ২০১৪ দুপুর ১২:৩০

দাদা- বলেছেন:






সপ্ত আকাশ কাঁদিয়া আকুল,
ঝরে গেছে আজ পলাশ-বকুল
লাইলী বিরহে পাষান মজনুর
বক্ষে বরিষ ঝরে ঝরিয়া ।

চক্ষু মেলিয়া খুঁজি চারিধার,
কোথায় আজি লাইলি আমার
আজি আপন করি বক্ষে তোমার
লও বাহুমাল্য পরাইয়া।

অনেক অনেক শুভেচ্ছা রইল । ভালো থাকবেন লাইলী।

১৬| ০৩ রা জুন, ২০১৪ রাত ৩:৫৭

আরজু মুন জারিন বলেছেন: চক্ষু মেলিয়া খুঁজি চারিধার,
কোথায় আজি লাইলি আমার
আজি আপন করি বক্ষে তোমার
লও বাহুমাল্য পরাইয়া। :) :) :)

অসাধারণ মজনু !!! রচিয়া যাও যত প্রেমের কবিতা। আমি পড়িতে থাকি।

২৮ শে জুন, ২০১৪ রাত ৩:৫৪

আরজু মুন জারিন বলেছেন: কেন খোজ চারিধার
আছি সর্বক্ষণ আশপাশ
আপন বক্ষে ধরেছি
আপন বাহুমাল্যে

১৭| ০৩ রা জুন, ২০১৪ ভোর ৪:০২

আরজু মুন জারিন বলেছেন: দাদা এ কবিতা কি আপনি (সমীহ বোধ করছি ) আমাকে দেখিয়া রচিয়াছেন ? নাকি আগের লেখা ? যদি এখন আমার কবিতায় লিখে থাকেন তবে ভারী চমত্কার প্রেমের কবিতা লিখলেন তো। আমি তো মুগ্ধ ।

লিখুন অবিরত। ভালো থাকুন সবসময়।

১৮| ০৩ রা জুন, ২০১৪ ভোর ৫:২৯

রাজা মশাই বলেছেন: ভাবলাম রাত্রে একটু শান্তিতে ঘুমাবো। কিন্তু মাঝরোতে এই কি লাইল মজনুর ঝড় উঠে গেল। আর ঘুমাতে পারলাম। চাদের দিকে তাকালাম।

১৯| ০৩ রা জুন, ২০১৪ সকাল ৭:৫৫

আরজু মুন জারিন বলেছেন: ভাবলাম রাত্রে একটু শান্তিতে ঘুমাবো। কিন্তু মাঝরোতে এই কি লাইল মজনুর ঝড় উঠে গেল। আর ঘুমাতে পারলাম। চাদের দিকে তাকালাম।

কি করবেন বলেন। ....প্রেমিক হৃদয় শুধু শোনে হৃদয়ের হাহাকার। শাসন রক্ত চক্ষু। ..ঐসব দিকে মনোযোগ দেওয়ার অবস্থা কি মজনু লাইলী র আছে ? তবে আমি কিঞ্চিত লজ্জিত/ভীত ও বটে রাজামশাই র ঘুমে ব্যাঘাত দেওয়া উচিত হয়নি মোটেই। শুলে না চড়িয়ে দেয়। আমার প্রাণ কবুল রাজা মশাই। .আমার মজনুর প্রাণ ভিক্ষা দিবেন দয়া করে।

ধন্যবাদ রাজামশাই মন্তব্যের জন্য। আমার চারিপাশে রাজা প্রজা ভূত প্রেত , মজনু ও খোদা আবার আছে খাটাশ। ...আবার কেও দেখি কয় "আমারে তুমি অশেষ করেছ "....কি আইডি আমার দেখা যাচ্ছে লাইলী না হয় শীলা জোয়ানী হয়ে আসতে হবে। ..

২০| ০৩ রা জুন, ২০১৪ সকাল ১০:২২

দাদা- বলেছেন:





নাহি লিখে রাখি কিছু আগে থেকে
এ প্রেমগাথা তোমাকেই দেখে,
হৃদয় কাননে ফুটিয়া লাইলি
জীবন কবিতা লেখে।

না জানি কেন উতলা এ মন
উথালি-পাথালি করি মন্থন,
দিবস রজনী করি একাকার
স্বপ্ন দিয়েছো এঁকে।।

জানো হে লাইলী এ কঠিন সত্য,
জানি না হব কি সফল ব্যর্থ,
তবুও এ হৃদয়ে প্রেম র‌য়ে যাবে
কখনও যাবো না ভুলে।

সাথীহীন আমি,দিশাহীন পথে
চলেছিনু আমি অজানার স্রোতে
পথের সমুখে তোমাকে দেখি
তুমি দেখোনি নয়ন তুলে ?

১৯ শে জুলাই, ২০১৪ রাত ৩:৪০

আরজু মুন জারিন বলেছেন: নাহি লিখে রাখো নি কিছু
আগে থেকে!!! অদ্ভূত ভারী
তুমি তো দেখি জন্ম কবি
এ প্রেমগাথা আমাকে দেখে

হৃদয় কাননে ফুটিয়াছি
জীবন কবিতা লেখে
আমি হয়ে লাইলী
একান্ত মজনু তোমার

১৯ শে জুলাই, ২০১৪ রাত ৩:৪৭

আরজু মুন জারিন বলেছেন: উতলা এ মন টি আজ আমার
উথালি-পাথালি করি মন্থন,
দিবস রজনী ভুলে গিয়ে
ঘুম ছেড়ে করি
বিছানার এপাশ ওপাশ ।

১৯ শে জুলাই, ২০১৪ রাত ৩:৫৫

আরজু মুন জারিন বলেছেন: নহে এ কঠিন সত্য,
হবে সফল, ব্যর্থ নয়
আমার এ হৃদয়ে প্রেম
র‌য়ে যাবে সবসময়
তোমার তরে
যাবো না কভু ভুলে।

তোমার মতই
সাথীহীন আমি
দিশাহীন পথে
চলেছিলাম স্রোতে ভেসে
শেওলার মত।

পথের মাঝে এসে
চমকে অবশেষে
সম্মুখে তোমাকে পেয়ে
দেখেছি নয়ন তুলে
তুমি দেখনি তা ?
দেখেছি আমি।

২১| ০৩ রা জুন, ২০১৪ সকাল ১০:৩২

দাদা- বলেছেন: আমি ধন্য আজিকে আমার লাইলী
রাজদ্বারে আসিয়া,
প্রাণ ভিক্ষা করিতেছে মোর
আমারে ভালোবাসিয়া।

রাজার ঘুমে ব্যাঘাত ঘটিয়ে
অপরাধী আজ আমি,
প্রেম-ভালোবাসা বলো কি খারাপ ?
বলো না অর্ন্তযামী ?

আমি ধন্য আজিকে এমন মরণে
রাজার শুলে চড়ে,
মম প্রেমের সমাধি সাজিয়ে রেখো
গোলাপ থরে থরে।

২২| ০৩ রা জুন, ২০১৪ সকাল ১১:০১

আরজু মুন জারিন বলেছেন: আমি ধন্য আজিকে এমন মরণে
রাজার শুলে চড়ে,
মম প্রেমের সমাধি সাজিয়ে রেখো
গোলাপ থরে থরে ।

কি আর বলি
মজনু অমর হও

২৩| ০৩ রা জুন, ২০১৪ সকাল ১১:১০

আরজু মুন জারিন বলেছেন: রাজার ঘুমে ব্যাঘাত ঘটিয়ে
অপরাধী আজ আমি,
প্রেম-ভালোবাসা বলো কি খারাপ ?
বলো না অর্ন্তযামী ?

প্রেম-ভালোবাসা বলো কি খারাপ ?

ওগো কে কয় খারাপ
তুমি আমি
আমি তুমি
সে যদি দেয়
চিক
আমি মাগি
ভিখ
চাই। .
কি। ...
হারিয়ে ফেলেছি
খেই। ..
ছন্দে

২৪| ০৩ রা জুন, ২০১৪ সকাল ১১:১৮

আরজু মুন জারিন বলেছেন: আমি ধন্য আজিকে আমার লাইলী
রাজদ্বারে আসিয়া,
প্রাণ ভিক্ষা করিতেছে মোর
আমারে ভালোবাসিয়া।

X( X( X(

এ দেখি আজব
বাদাম এর ভান্ডার
দেখি নাহি ফুরায়।
সেই কখন থেকে
চলেছি খেয়ে। ...
মজনু লাইলী র
প্রেম একই
স্বাদ আবেগ
যায়নি মুছে এখন ও
নুতুন রূপে
নুতুন ঘটনায়
জন্ম নিবে প্রেম
এ পৃথিবীতে
প্রেমিক প্রেমী
আছে যতদিন।
চলুক চলুক
লাইলী মজনু
তোমার আর আমার
প্রেম কথা
যত হৃদয় ব্যথা।

২৫| ০৩ রা জুন, ২০১৪ দুপুর ২:৫৫

দাদা- বলেছেন: রাগ করো না লাইলী আমার
দেখি রাগান্বিত ছবি,
আমি যে তোমার প্রেমিক মজনু
নই গো আমি কবি।

আবেগঘন ভালোবাসা মোর
পারিনে ধরিতে আর,
মন বলে কত কথা বলি
বুক ফেটে ছারখার ।

নহে গো এ প্রেম আজব আমার
নহে গো বাদাম ভাজা,
শোনগো লাইলী এ প্রেম আমার
বিলকুল খাঁটি তাজা।

চিরদিন কি অধরাই রবে-
কাব্য কবিতা ভরে ?
একবারও ইচ্ছা হয়না
চাইতে আপন করে ?

সহে না গো আর এ যাতনা
বিষাদে দিবস নিশি,
এসো কাছে মোর প্রিয়তমা হয়ে,
দোঁহে দুই যাই মিশি ।

মনের কোণের গোপন ব্যাথা
পারিনা সহিতে আর,
শেষ কথা তুমি শুনে রাখো প্রিয়া
আমি যে শুধুই তোমার।






২৬| ০৩ রা জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৪৩

দাদা- বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা রইল । ভালো থাকবেন লাইলী।

০৪ ঠা জুন, ২০১৪ ভোর ৫:৪০

আরজু মুন জারিন বলেছেন: ভালো থাকবেন মজনু।

২৭| ০৩ রা জুন, ২০১৪ সন্ধ্যা ৭:০৭

আরজু মুন জারিন বলেছেন: নহে গো এ প্রেম আজব আমার
নহে গো বাদাম ভাজা,
শোনগো লাইলী এ প্রেম আমার
বিলকুল খাঁটি তাজা।

শুনলাম তাজা দাদা।
হায় খোদা
এ দেখি সত্যি
তাজা সিঙ্গি।

ছটফট করিছে
আসিতে ডাঙায়
স্বচ্ছ সরোবর ছেড়ে।

ভ্রুক্ষেপ নাহি তার
আশে পাশে আছে ঘিরে
রাজা প্রজা খাটাস।

মনে হচ্ছে
দেখিয়া শুনিয়া
আমাকে নিয়া
ভরিবে তার ক্ষুদ্র সরায়।

ওগো দাদা যাও
সরোবরে ফিরে
পাইবে জলরাশি
কত হাসি খুশি।

হইয়া দুজনে
কুয়ার ব্যাং
নাহি মরি।

তোমাকে অনেক অনেক ভালবাসা দাদা। ভালো থাক। এইভাবে লিখতে থাক।

২৮| ০৩ রা জুন, ২০১৪ সন্ধ্যা ৭:১২

আরজু মুন জারিন বলেছেন: চিরদিন কি অধরাই রবে-
কাব্য কবিতা ভরে ?
একবারও ইচ্ছা হয়না
চাইতে আপন করে ?

নিয়াছি তোমারি
আপন করি
একবার নয়
দুইবার নয়
চাহিয়াছি ও
তোমারি
আপন করি
শত শত বার
ওগো দাদা আমার।

২৯| ০৩ রা জুন, ২০১৪ সন্ধ্যা ৭:১৫

আরজু মুন জারিন বলেছেন: রাগ করো না লাইলী আমার
দেখি রাগান্বিত ছবি,
আমি যে তোমার প্রেমিক মজনু
নই গো আমি কবি

নাহি করি রাগ
ওগো মোর নাথ
আমি যে তোমার
প্রেমিকা লাইলী
নই তো আমি
ও কবি।

৩০| ০৩ রা জুন, ২০১৪ সন্ধ্যা ৭:২২

আরজু মুন জারিন বলেছেন: আবেগঘন ভালোবাসা মোর
পারিনে ধরিতে আর,
মন বলে কত কথা বলি
বুক ফেটে ছারখার ।

আহা রে দাদারে
এ কি কয়
প্রাণে কি সয়
একই আবেগে
উচ্ছাসে জর্জরিত।
পারিনে ধরিতে আর
বুক ফেটে ছারখার।

মুখ নাহি ফুটে
মনে বলে কত কথা
বোধ বুঝে
নাহি ব্যথা।

৩১| ০৩ রা জুন, ২০১৪ সন্ধ্যা ৭:২৪

দাদা- বলেছেন:


ব্যর্থ আজি ভগ্ন হৃদয়ে প্রেমে প্রত্যাখ্যাত হইয়া
লভিছি বিদায় আর না আসিব এই যাই কহিয়া ।
সুখে থেকো ওগো লাইলী,অনেক ভালোবাসা,
সাংগ হলো স্বপ্ন আমার, কান্না আমার ভাষা।

ভালোবাসা হয় না গো শেষ, রাখিনু এ ভাংগা বুকে
তোমরা রহিও সকলের মাঝে,রহিও অপার সুখে।
যাবার বেলায় এই কথাটি বলেই আমি যাই
লাইলীর কাছে মজনুর প্রেম কোন মূল্যই নাই ।




সুখে থেকো ওগো লাইলী,অনেক অনেক ভালোবাসা রইল ।

বি.....................দা.........................য়।


:(

০৩ রা জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৩০

আরজু মুন জারিন বলেছেন: ব্যর্থ আজি ভগ্ন হৃদয়ে প্রেমে প্রত্যাখ্যাত হইয়া
লভিছি বিদায় আর না আসিব এই যাই কহিয়া ।
সুখে থেকো ওগো লাইলী,অনেক ভালোবাসা,
সাংগ হলো স্বপ্ন আমার, কান্না আমার ভাষা। .....।

ব্যর্থ নাহি হও দাদা
আছি তোমার পাশে
সুখে দুখে
যেমনি ভাবে ভাব
যদি ভাব চিত্রাঙ্গদা
হইব তা।

ললিতা সরসী
যে রূপে চাও
দেখিতে
আমি নারী
বার বার এসেছি
তোমার কাছে
একই রূপে।
ভগ্নী প্রিয়তমা মা।

০৩ রা জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৩৬

আরজু মুন জারিন বলেছেন: ভালোবাসা হয় না গো শেষ, রাখিনু এ ভাংগা বুকে
তোমরা রহিও সকলের মাঝে,রহিও অপার সুখে।
যাবার বেলায় এই কথাটি বলেই আমি যাই
লাইলীর কাছে মজনুর প্রেম কোন মূল্যই নাই । ..।

লাইলীর কাছে মজনুর প্রেম কোন মূল্যই নাই ????

কি বলিলে তুমি দাদা
এত কথার পরে
এতক্ষণ ধরিয়া
কহিয়া চলিয়াছি
আমি কি
চুলার ভাজি
পুড়িয়া কয়লা
আমি বসিয়াছি
প্রেম কাননে
তোমার জল সরবরে
নাগো দাদা তুমি যাইওনা
বুঝিয়া লাইলীকে ভুল
কর ক্ষমা মোরে
আচরণে যা করিয়াছি ভুল।

অনেক অনেক ভালো থাক দাদা। এইভাবে লিখতে থাক। তোমার কবিতায় অনেক আনন্দ পেয়েছি।

৩২| ০৩ রা জুন, ২০১৪ সন্ধ্যা ৭:২৫

আরজু মুন জারিন বলেছেন: সহে না গো আর এ যাতনা
বিষাদে দিবস নিশি,
এসো কাছে মোর প্রিয়তমা হয়ে,
দোঁহে দুই যাই মিশি । :(( :(( :(( :((

এস এস কাছে
প্রিয়তম হয়ে
বিষাদে দিবসে।
নাহি সহে যাতনা
দুই যাই মিশি
এক হয়ে
দোঁহে।

৩৩| ১৬ ই জুন, ২০১৪ দুপুর ১২:১০

দাদা- বলেছেন: তোমাকে দেখেছি স্বপ্নের মাঝে
অধো অধো মুখ খানি ভরেছিল লাজে,
তোমাকে দেখেছি শীতের সকালে
গোধূলি বেলার সাঁঝে।

তোমাকে দেখেছি অতি চন্চলা
বালুচরে বসে করেছিলে খেলা,
তোমাকে দেখেছি নীল সমুদ্রে
লক্ষ ঢেউ এর মাঝে।

তোমাকে দেখেছি গভীর নিশিতে
মায়াবিনী সুর বাজাতে বাঁশিতে,
ভরেছিল মুখ শুভ্র হাসিতে
অপরূপা প্রিয়া সাজে।

তোমাকে দেখেছি শারদ প্রাতে
কুড়াতে শেফালি কুসুম হাতে,
তোমাকে দেখেছি ব্যস্ত যে অতি
আপন ঘৃহের কাজে।

বাদল ধারায় সিক্ত দেখেছি
রং তুলি ভরে ছবিও এঁকেছি,
নয়নের টানে নয়নও রেখেছি
নয়নের মণি মাঝে।

_____)))০(((____

আজি আসিয়াছি ফিরিয়া হে রাণী
নাহি পাই অভিমানে সে সুখ,
লাইলী আমার পরম শান্তি
যতই না সে দিক না দুখ ।
_____)))০(((____







বক্ষে বেদনা চক্ষে পানি

৩৪| ২১ শে জুন, ২০১৪ দুপুর ২:৪৬

আরজু মুন জারিন বলেছেন: তোমাকে দেখেছি গভীর নিশিতে
মায়াবিনী সুর বাজাতে বাঁশিতে,
ভরেছিল মুখ শুভ্র হাসিতে
অপরূপা প্রিয়া সাজে।

বাহ কি ছন্দ দাদা মজনু
চাই তোমার পরিচয়।
ছবি সহ আইডি চাই।

৩৫| ২১ শে জুন, ২০১৪ দুপুর ২:৫০

আরজু মুন জারিন বলেছেন: তোমাকে দেখেছি শারদ প্রাতে
কুড়াতে শেফালি কুসুম হাতে,
তোমাকে দেখেছি ব্যস্ত যে অতি
আপন ঘৃহের কাজে।

এ কবিতা কি শুধু আমার জন্য মজনু ?
তাহলে আমি লাইলী মরেছি
ধন্য ধন্য।
ফিরিয়া যখন আসিয়াছ আবার
লহ হৃদয় ভরা নৈর্বেদ্য।

৩৬| ২১ শে জুন, ২০১৪ দুপুর ২:৫১

আরজু মুন জারিন বলেছেন: আজি আসিয়াছি ফিরিয়া হে রাণী
নাহি পাই অভিমানে সে সুখ,
লাইলী আমার পরম শান্তি
যতই না সে দিক না দুখ । X(( X(( X((

আমি ও ছিলাম কাতর
মজনু প্রেমে এতদিন
থেকে থেকে উঠেছি
গেয়ে গান
লাইলী তোমার এসেছে ফিরিয়া।

৩৭| ২১ শে জুন, ২০১৪ দুপুর ২:৫৭

আরজু মুন জারিন বলেছেন: তোমাকে দেখেছি স্বপ্নের মাঝে
অধো অধো মুখ খানি ভরেছিল লাজে,
তোমাকে দেখেছি শীতের সকালে
গোধূলি বেলার সাঁঝে। 8-| 8-| 8-|

তোমাকে দেখেছি বাস্তব ভারী
সত্যি যেন কিছুটা বিভ্রম মত
খানিকটা যেন ভিশন
আলো ছায়া মত
আসলে কাছে বসলে পাশে
শীতের সকালে
গোধূলি বেলার সাঁঝে।

৩৮| ২১ শে জুন, ২০১৪ বিকাল ৩:০০

আরজু মুন জারিন বলেছেন: চলুক চলুক বললে তুমি
সাথে আমি ও গলা মিলিয়ে
লাইলী মজনুর অমর কাহিনী
সাথে তোমার আমার
প্রেম কাহিনী
যত শ্রুতি লিখন
চলুক আমরণ।

৩৯| ২১ শে জুন, ২০১৪ বিকাল ৩:০২

আরজু মুন জারিন বলেছেন: আমি অতি চন্চলা
বালুচরে বসে করেছি খেলা,
তোমাকে দেখেছি
নীল সমুদ্রে আমি
লক্ষ ঢেউ এর মাঝে।

৪০| ২৩ শে জুন, ২০১৪ বিকাল ৪:২৬

দাদা- বলেছেন: কি বা কব আমি ওগো' কিবা মোর আছে ?
ভালোবেসে আমি তব পেতে চাই কাছে।

জানি না গো কেমন হলো এ আমার মনে
যদি চাও জানতে মোরে এস এই ক্ষণে।

অপেক্ষায় জাগিবো নিশি, দিবা প্রাত ভাগে
উচ্ছ্বসিত হিয়া মোর লাইলী অনুরাগে।

জানি না বুঝি কিনা এ মোর সত্য কথা,
জানে রবি-শশী-তারা,জানে গুল্মলতা।

সুদুর প্রবাসী তুমি বিপরীতে আমি
কেমনে হইবে মিলন জানে অন্তর্যামী।

স্বপনে-শয়নে তুমি আছো নিশি জাগরণে
বক্ষ মাঝে রাখিয়াছি অতি নিরজনে।

পরিচয় কি দেবো মোর, অতি তুচ্ছ আমি,
মোর কাছে নাহি কিছু, কিছু নাহি দামী।

আছে মোর হিয়া খানি প্রেম টুকু সার,
ভরিবো হৃদয় তোমার অকুল অপার ।

যদি মোরে চাও জানিতে সত্য করি পণ,
চাও যদি করিতে মোরে তোমার আপন।

দিব আমি উন্মচিয়া আপন পরিচয়,
নাহি করি লাজ কারে না করি ভয় ।

এটুকু বিশ্বাস মোর সত্যি আজি আছে,
তোমার মজনু তোমারই রবে চির কাছে।

-----***--***---***---***---



৪১| ২৩ শে জুন, ২০১৪ বিকাল ৪:৪৬

সুমন ঘোষ বলেছেন: নয়ন খুলিয়া দেখো আজি এ প্রাতে
বাহিরেতে কে বা দাড়াইয়া,
আজি আপন পরিচয় করি উন্মোচন
দেখো দুই বাহু বাড়াইয়া ।

দি্য়ো না গো তারে ফিরাইয়া আজি
আজি না করি গো অপমান,
হৃদয় মাঝারে লও গো ডাকিয়া
আজি দিয়ো তারে সম্মান।

নাহি রাখি কোন ব্যবধান মনে
নাহি রাখি কোন সংশয়,
বিশ্বাস রাখো আপন মাঝারে
ভালোবাসার হবে জয়।

রাখিলাম আজি এ শুভকামনা
মনের কলস ভরিয়া,
সার্থক হোক এ প্রেম আজিকে
রাখিও বক্ষে ধরিয়া।

--------+++----------

২৬ শে জুন, ২০১৪ সকাল ৮:৫৬

আরজু মুন জারিন বলেছেন: রাখিলাম আজি এ শুভকামনা
মনের কলস ভরিয়া,
সার্থক হোক এ প্রেম আজিকে
রাখিও বক্ষে ধরিয়া।

যে কোন একজন রে ধরতে চাই। দুজনরে কিভাবে ধরি। দাদা মশাই রে আগে কথা দিয়ে ফেলছি। আর এখন তো স্বয়ংবরা বা যুদ্ধে জিতে বরমাল্য ওই সিস্টেম তো নাই। কি করি। আশে পাশে এত মজনু। এক লাইলী কয়দিকে যাই। দাদা মশাই এর সাথে ওয়াদা মিটিয়ে নেই আগে। আপনি আছেন ওয়েটিং লিস্ট এ।

২৬ শে জুন, ২০১৪ সকাল ৯:১৮

আরজু মুন জারিন বলেছেন: দি্য়ো না গো তারে ফিরাইয়া আজি
আজি না করি গো অপমান,
হৃদয় মাঝারে লও গো ডাকিয়া
আজি দিয়ো তারে সম্মান।

ওহ সুমন গোষ
বুঝিতে পারিয়াছি
আপনি শুরু করিয়াছেন ঘটকালি
তবে হইলাম নিশ্চিত।
গেট এর পাশে বসিয়া
আপনি দিন পাহারা
যেন আমরা
না যাই পাকরাইয়া
দাদা আর আমি।

৪২| ২৬ শে জুন, ২০১৪ সকাল ৮:৫২

আরজু মুন জারিন বলেছেন: কি বা কব আমি ওগো' কিবা মোর আছে ?
ভালোবেসে আমি তব পেতে চাই কাছে। :( ;) B-)

মজনু তোমার কাদন শুনিয়া
বাহির হয়েছি পথে ।
আমার ও নয়নে নয়ন রাখিয়া
কি বলিতে চাও
হে পরান প্রিয়
দখিনা দুয়ার রেখেছি খুলে। ...

২৬ শে জুন, ২০১৪ সকাল ৯:০৩

আরজু মুন জারিন বলেছেন: জানি না গো কেমন হলো এ আমার মনে
যদি চাও জানতে মোরে এস এই ক্ষণে।

এসেছি গো দাদা তোমার কাছে
প্রিয় সন্ধিক্ষণে। ..

৪৩| ২৬ শে জুন, ২০১৪ সকাল ৮:৫৯

আরজু মুন জারিন বলেছেন: নাহি রাখি কোন ব্যবধান মনে
নাহি রাখি কোন সংশয়,
বিশ্বাস রাখো আপন মাঝারে
ভালোবাসার হবে জয়।

সব সুদর্শন কবি আশিক রা দেখি আমারে। ...........কোথায় যে যাই একা লাইলী

৪৪| ২৬ শে জুন, ২০১৪ সকাল ৯:০০

আরজু মুন জারিন বলেছেন: এটুকু বিশ্বাস মোর সত্যি আজি আছে,
তোমার লাইলী তোমারই রবে চির কাছে দাদা ।

৪৫| ২৬ শে জুন, ২০১৪ সকাল ৯:০৮

আরজু মুন জারিন বলেছেন: সুদুর প্রবাসী তুমি বিপরীতে আমি
কেমনে হইবে মিলন জানে অন্তর্যামী।

ওগো অন্তর্যামী জানে
এ কিসের আকুলতা।
ভিতর বাহিরে
এ কিসের চঞ্চলতা।

৪৬| ২৬ শে জুন, ২০১৪ সকাল ৯:০৯

আরজু মুন জারিন বলেছেন: স্বপনে-শয়নে তুমি আছো নিশি জাগরণে
বক্ষ মাঝে রাখিয়াছি অতি নিরজনে। :!>

বাড়িয়ে দাও হাত দুখানি
প্লেন থেকে যে তোমার দিকে
ঝাপ দিয়ে পড়ব। .
নিয়ে আমার আকাশ খানি। ..
লিখার ছন্দ যদি নাও মিলে
জীবনের ছন্দ দেখো যাবে মিলে।

৪৭| ২৬ শে জুন, ২০১৪ সকাল ৯:১১

আরজু মুন জারিন বলেছেন: যদি মোরে চাও জানিতে সত্য করি পণ,
চাও যদি করিতে মোরে তোমার আপন। :!>

ওগো ওগো চাই চাই চাই
তোমারে জানিতে চাই
আপন হিয়া মাঝে
হৃদয়ের অম্বরে।

৪৮| ২৬ শে জুন, ২০১৪ সকাল ৯:১৩

আরজু মুন জারিন বলেছেন: দিব আমি উন্মচিয়া আপন পরিচয়,
নাহি করি লাজ কারে না করি ভয় ।

আমি সুচির আসন টেনে টেনে
বেড়াবনা বিধান মেনে
আমি তোমার প্রেমে হব সবার কলঙ্ক ভাগী
ওগো আমার দাদা মশাই
আমি সকল দাগে হব দাগী কলঙ্ক ভাগী

৪৯| ২৬ শে জুন, ২০১৪ সকাল ৯:২২

আরজু মুন জারিন বলেছেন: পরিচয় কি দেবো মোর, অতি তুচ্ছ আমি,
মোর কাছে নাহি কিছু, কিছু নাহি দামী। :P :-/ X(

নহ তুচ্ছ নও তুমি
তোমারে শত বার
নমি নমি
কি এক অপুরূপ
আলো জালিয়ে
দিলে ভিতরে।
মাথা খাও আজ
ছন্দ না পাই খুঁজে
দেখা দিয়ে যাও
প্রিয় মোরে
ওগো দাদা মজনু।

৫০| ২৬ শে জুন, ২০১৪ সকাল ৯:৩৭

আরজু মুন জারিন বলেছেন: সুদুর প্রবাসী তুমি বিপরীতে আমি
কেমনে হইবে মিলন জানে অন্তর্যামী :P :D :)

ওগো কি করিয়া বাধ
এমন ছন্দ চমত্কার
হৃদয়ে মনে ঝড় তুলে।
আমি প্রবাসী জানি
কত কষ্টে আছি
তোমার বিহনে।
আর আসেনা গো
কোন ছন্দ মনে।

৫১| ২৬ শে জুন, ২০১৪ বিকাল ৪:০৫

দাদা- বলেছেন: মায়ার বাঁধনে বাঁধিলে গো মোরে
প্রাণেতে জোয়ার আনিয়া,
আজি তমসাঘন এ হারানো জীবন
জাগাইলে দীপ জ্বালিয়া ।

সাজাইয়া দিলে প্রাণ ফুলদানি
যতনে রাখিয়া ফুল,
তুলে দিলে পাল জীবন তরীতে
দুই পাশে রাখি কূল।

ছড়াইলে সুবাস উড়ায়ে আঁচল
সজ্জিত করি বেশ,
একই সুরে গান গাহি দুইজনে
যাই ভেসে দূর দেশ।

শির করি কোলে বাঁধি বাহুডোরে
স্নিগ্ধ পলক ফেলি,
বিছাইলে ফুল কোমল করে তে
গোলাপ কামিনী বেলী।

লজ্জা রাঙ্গানো রঙ্গিন বদনে
ঘোমটা আনিলে টানিয়া,
কাজলা আঁখিতে দেখিলে যে মোরে
মরমে আঘাত হানিয়া ।

থর থর করি কম্পিত হাতে
দেখি গুন্ঠন খুলিয়া,
চোখের ভাষা উঠিল ছলকি
ওঠে কিছু যেন বলিয়া।

শিহরিত হই বিস্ময়ে আমি
নয়নে নয়ন রাখিয়া,
পরাণ আমার উঠেছে নাচিয়া
প্রেমের পরাগ মাখিয়া।

উরে কুন্তল রাশি রাশি ভালে
বাতাসে এলায়ে কবরী,
কোমল অঙ্গে মদ তরঙ্গে
সকল বাসনা হরি।

খরস্রোতে তরী তির বেগে ধায়
অজানা সে উজানে,
লাইলী মজনু অঙ্কিতা তনু
মিলেমিশি এক প্রাণে ।

---***--***---***---***---

৫২| ২৬ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:১৩

আরজু মুন জারিন বলেছেন: মায়ার বাঁধনে বাঁধিলে গো মোরে
প্রাণেতে জোয়ার আনিয়া,
আজি তমসাঘন এ হারানো জীবন
জাগাইলে দীপ জ্বালিয়া । :#> :!>

হয়ে যাব
আমি জুলিয়েট আজি
সত্যিকারের
ওগো দাদা ভাই
তোমার লাগি।
কি যে লিখি ছাই মাথা
ছন্দ তো আসেনা হেথা

দাদা ভাই শিখাও মোরে
লিখিতে ছন্দ
আর ও শিখাও
ভাসতে তোমার
প্রেমের জোয়ারে
ও মোর দাদা ভাই।

৫৩| ২৬ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:১৫

আরজু মুন জারিন বলেছেন: সাজাইয়া দিলে প্রাণ ফুলদানি
যতনে রাখিয়া ফুল,
তুলে দিলে পাল জীবন তরীতে
দুই পাশে রাখি কূল। X( X( X(

কি করি রাখি কুল
করিয়াছি ভুল
রাখিয়া দাদা ভাই এর
চোখে মোর চোখ।

৫৪| ২৬ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:১৯

আরজু মুন জারিন বলেছেন: লিখছি আজ কবিতা যত
সাধু আর চলিত মিশিয়ে
দাদা ভাই করিয়াছে
যেমন হৃদয় বিদীর্ণ
মস্তিস্ক কিছু ও কম নয়।
পাগলিনী আমি প্রায়
সারাদিন করিতেছি
হায় হায়।
মানসন্মান বুঝি
এখন যায় যায়
কলা গাছের মাথায়।

৫৫| ২৬ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:২২

আরজু মুন জারিন বলেছেন: ছড়াইলে সুবাস উড়ায়ে আঁচল
সজ্জিত করি বেশ,
একই সুরে গান গাহি দুইজনে
যাই ভেসে দূর দেশ :( ;)

চল চল আজ আজ
দেরী নাহি
নাও তোমার একতারাটা
আমি নেই আমার
বৈরাগীর ঠোঙ্গা
গান গাহিব
আর করিব ভিক্ষা
আর চাহিয়া রহিব আমরণ
দুজন দুজনের পানে
তৃষিত অপলক নয়নে।

৫৬| ২৬ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:২৫

আরজু মুন জারিন বলেছেন: শির করি কোলে বাঁধি বাহুডোরে
স্নিগ্ধ পলক ফেলি,
বিছাইলে ফুল কোমল করে তে
গোলাপ কামিনী বেলী। :-*

তুমি বাধিবে ঘর
আমি ঢালিব
তাতে সুধা।
নাই দরকার আর কিছু
শুধু তুমি আমি
জীবন মধুময়।

৫৭| ২৬ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:২৮

আরজু মুন জারিন বলেছেন: লজ্জা রাঙ্গানো রঙ্গিন বদনে
ঘোমটা আনিলে টানিয়া,
কাজলা আঁখিতে দেখিলে যে মোরে
মরমে আঘাত হানিয়া ।

হায় হায় হায় হায়
কাজল তো দেইনা চোখে
তবে কিনিব কাজল আজি
দেব লেপ্টে চোখে
পরান মন সাজি
তাকাইয়া থাকিব
সেই কাজল চোখে
অপলক নয়নে।

৫৮| ২৬ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৩২

আরজু মুন জারিন বলেছেন: থর থর করি কম্পিত হাতে
থর থর করি কম্পিত আমি
দাও মোর যত অবগুন্ঠন খুলি
দাও যত মোর আগল খুলি ,
চোখের ভাষায় বলিতেছি
নাথ ওগো মজনু দাদা ভাই।

৫৯| ২৬ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৩৪

আরজু মুন জারিন বলেছেন: শিহরিত আমি
বিস্মিত আমি আবেগে কাপি
নয়নে নয়ন রাখিয়া,
পরাণ আমার উঠেছে নাচিয়া
প্রেমের পরাগ মাখিয়া।

৬০| ২৬ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৩৮

আরজু মুন জারিন বলেছেন: দাদা ভাই তুমি এত সুন্দর কেন ?
ও দাদা ভাই তুমি এত মোহনীয় কেন
দেখে তো আমি মুগ্ধ হই
আমি তো মানুষ
নহি যে দেবী। ......
তোমার তা বুঝতে হবে
এত কোমল করে লিখে না যে
পড়ে আমি তো মুগ্ধ হব ই
আমি তো মানুষ।
ও দাদা ভাই আমি তো মানুষ।

৬১| ২৬ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৪৩

আরজু মুন জারিন বলেছেন: উরে কুন্তল রাশি রাশি ভালে
নজরুল রবীন্দ্র
পালিয়েছে আজ
দেখছি দিব্যি
দাদা ভাই এর
কবিতার অপুরূপ ছন্দে।

অসাধারণ লিখছ দাদা ভাই।
গর্বিত আমি পাশে পেয়ে
তোমার সাথে ছন্দে
তোমার পাশে থেকে ।

৬২| ২৬ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৪৬

আরজু মুন জারিন বলেছেন: খরস্রোতে তরী তির বেগে ধায়
অজানা সে উজানে,
লাইলী মজনু অঙ্কিতা তনু
মিলেমিশি এক প্রাণে । :#> :#> :#>

নদী হোক খরস্রোতা
ভয় নাই হেথা
চলেছি এক যাত্রা
তুমি আমি
লাইলী মজনু
শিরি ফরহাদ
রোমিও জুলিয়েট
রচিত আবার
নুতুন প্রেমের
অমর এক ইতিহাস।

৬৩| ২৬ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৪৭

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
:!> :!> :!> :!> :!> :!> :!> :!> :!> :!> :!> :!>

২৬ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৫২

আরজু মুন জারিন বলেছেন: .......................

৬৪| ২৬ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৫১

আরজু মুন জারিন বলেছেন: দাদা ভাই তোমার কবিতা চমত্কার
আমি ও বাক্যহারা হই
শুনি যখন তোমার ছন্দ।
তুমি আমি এক সোলে এক মনে
থাকি মিলে মিশে
আজীবন একইভাবে ।

৬৫| ২৬ শে জুন, ২০১৪ রাত ৮:০০

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ও দাদাভাই ! দাদাভাই !
মুর্তি বানাও,
নাক-মুখ-চোখ সবই বানাও,
হাতও বানাও, পাও বানাও,
বুদ্ধ-যিশু সবই বানাও,
মন বানাতে পারো কি?


:P :P :P :P :P

২৬ শে জুন, ২০১৪ রাত ৮:০৯

আরজু মুন জারিন বলেছেন: YOU'RE LOOKING AT ME BUT I'M LOOKING THROUGH YOU

এইরে আপনার পোস্ট কোথায় ? কোন পোস্ট তো দেখলাম না। কমেন্টস করতে গেলাম।

৬৬| ২৬ শে জুন, ২০১৪ রাত ৮:০৬

আরজু মুন জারিন বলেছেন: গাচ্ছিলাম গানটা মাত্রই
দিলেন সুরটা তুলে
আর ও ভাল করে।
দাদা ভাই মজনু
দিল মনটা কে
জুলিয়েট করে।
ভিক্ষার থালা হল
সম্বল আমার
সংসারে হল
অরুচি আবার।

৬৭| ২৭ শে জুন, ২০১৪ সকাল ৯:৪৩

দাদা- বলেছেন: জাতি ধর্ম নহে গণ্য
মানি প্রেম আমি,
মোর কাছে ধর্ম হতে
ভালোবাসা দামী।

ভালোবাসি মানুষেরে
অন্তর আছে যার,
আছি খুলে তোমা লাগি
এ হৃদয়ের দ্বার।

বিশ্বাসী ভালোবাসায়
সেই ধর্মে আজ,
হৃদয় মাঝারে মোর
করিছো বিরাজ ।

সে হৃদয় কাননেতে
সদা আছো তুমি
ফুল হয়ে ফুটে ধন্য
করেছো এ ভুমি।

সুবাস আর সৌন্দর্যে
করিয়াছো আলো,
তাই তো তোমায় আমি
এতো বাসিয়াছি ভালো।

সুগন্ধে মোহিত আমি,
স্নিগ্ধ মোর মন,
এ অন্তরেতে দিয়েছি
ঠাঁই করিয়া বরণ।

তুমি মোর বৃষ্টিস্নাত
রাত জাগা পাখি,
হরিয়া সুখ নিদ্রা মোর
জাগায়েছ ডাকি।

কুয়াশা মাখা সে রাতে
ভরা জোছনায়,
হাতে হাত রেখে মোরা
চলি দুজনায়।

হাসি গানে সুর ছন্দে
প্রাণে রেখে রেশ,
অনন্ত সে যাত্রা যেন
কভু না হয় শেষ।

-----***--***---***---***---

৬৮| ২৮ শে জুন, ২০১৪ রাত ৩:০৪

আরজু মুন জারিন বলেছেন: জাতি ধর্ম নহে গণ্য
মানি প্রেম আমি,
মোর কাছে ধর্ম হতে
ভালোবাসা দামী। ++++++++++++++

আবেগে হৃদয়ে
চিন্তায় বক্তব্যে
চলেছি একই স্রোতে।

আমার কাছে দামী তা
হৃদয়ের শুভ্রতা।
খুঁজে খুঁজে ক্লান্ত আমি
কখন ও মিলেনি তা।

সবাই ভালবাসে
বেশি আপন
হৃদয়ের যত স্বার্থ
আর যত কামনা বাসনা।

৬৯| ২৮ শে জুন, ২০১৪ রাত ৩:১০

আরজু মুন জারিন বলেছেন: ভালোবাসি মানুষেরে
অন্তর আছে যার,
আছি খুলে তোমা লাগি
এ হৃদয়ের দ্বার। X(( X((

আমি রাখি খুলে দ্বার
উদারতায় ,
শুভ্রতা সৌন্দর্য্যে
আহ্বান আমার
চিরকালের।

কে কি ভাবে
কি বলে
ভাবিনা তা।
দেখেছি যা আলো
স্রষ্টার রূপের
সাথে তার সৃষ্টির।

তুমি দাদা ভাই
দেখাই সবে।
কেও যদি পায়
তাতে আলো
আমি বাসি ভাল।


৭০| ২৮ শে জুন, ২০১৪ রাত ৩:১৩

আরজু মুন জারিন বলেছেন: তাহলে আপনি দাদা ভাই ? সুমন দাস ? পরিচিত হয়ে খুশি হলাম। আপনি অনেক ছন্দময় কবিতা লিখেন ?কবিতার বই কি বের করেছেন ?

৭১| ২৮ শে জুন, ২০১৪ রাত ৩:১৮

আরজু মুন জারিন বলেছেন: ব্যাপার কি
সব ই দাদা
সবই মজনু
একা আমি
লাইলী
এ দেখি।
ভিন্ন সুমন ঘোষ
তুমি কে দাদা ?
কোন মজনু ?

৭২| ২৮ শে জুন, ২০১৪ রাত ৩:২১

আরজু মুন জারিন বলেছেন: বিশ্বাসী ভালোবাসায়
সেই ধর্মে আজ,
হৃদয় মাঝারে মোর
করিছো বিরাজ । :D :P

আমি সেই হৃদয়ে
করি বিরাজ
বিশ্বাসে যে রাখে ধরে
ভালবাসায় মমতায়।

৭৩| ২৮ শে জুন, ২০১৪ রাত ৩:২৭

আরজু মুন জারিন বলেছেন: সুবাস আর সৌন্দর্যে
করিয়াছো আলো,
তাই তো তোমায় আমি
এতো বাসিয়াছি ভালো। B:-) :-B

সুবাস দিয়েছ তুমি
তাতে সুবাসিত আমি
আলো দিয়েছ তাই
অন্ধকার কেটেছে।
তুমি বেসেছ ভাল
তাই আমি বাসি ভাল।

৭৪| ২৮ শে জুন, ২০১৪ রাত ৩:৩৩

আরজু মুন জারিন বলেছেন: কুয়াশা মাখা সে রাতে
ভরা জোছনায়,
হাতে হাত রেখে মোরা
চলি দুজনায়। #:-S #:-S #:-S

হাত রেখে তো
চলেছি দুজন
চলব দুজন
ভরা জোসনা অথবা
অন্ধকার অমাবস্যা য়।

৭৫| ২৮ শে জুন, ২০১৪ রাত ৩:৩৮

আরজু মুন জারিন বলেছেন: হাসি গানে সুর ছন্দে
প্রাণে রেখে রেশ,
অনন্ত সে যাত্রা যেন
কভু না হয় শেষ। B:-) :-B

কভু হবেনা শেষ
এ সুরের যাত্রা
আনন্দের মিছিল
চলবে চলতে থাকবে
আছে যতদিন
পৃথিবীতে প্রেমিক প্রেমী ।

প্রেমের গান সুর
লাইলী মজনু
যত প্রেম কথা
চলবে ততদিন
আছে যতদিন
সাহিত্য কথা
তোমার আমার যত
আবেগ অনুরাগ মাখা।

৭৬| ২৮ শে জুন, ২০১৪ রাত ৩:৪৪

আরজু মুন জারিন বলেছেন: তুমি মোর বৃষ্টিস্নাত
রাত জাগা পাখি,
হরিয়া সুখ নিদ্রা মোর
জাগায়েছ ডাকি

হতে চাইনা
রাত জাগা পাখি
স্বপ্নে ঘুমে আধো জাগরণে
বলছি ঘুমিয়ে পড়
এসেছি আমি
ঘুম পরী হয়ে
শিয়রে বালিশের
পাশে দাড়িয়ে
বলছি শুভ রাত ।

কল্য কথা হইবে।

৭৭| ৩০ শে জুন, ২০১৪ সকাল ৯:১০

দাদা- বলেছেন:
আমি সুন্দর তোমার জন্য
আমি সুন্দর মনে,
আমি মোহনীয় তোমার জন্য
তোমার আঁখির কোণে।

তুমি সুন্দর আরো বেশি ভালো
তুমি যে নয়ন তারা,
এতদিনেও কি বোঝনি তুমি-
তুমি বিনা দিশাহারা।

তুমি যে আমার প্রেমের কবিতা
তুমি নিত্য নতুন ছন্দ,
তুমিই আমি, আমাতেই তুমি
নাই কো কোনো দন্দ্ব।

তুমি মানুষ, নও গো দেবী
তা তো আমি জানি,
মানুষ বলেই মানুষকে আজ
নিয়েছো যে কাছে টানি ।

-----***--***---***---***---

০১ লা জুলাই, ২০১৪ রাত ১০:২৬

আরজু মুন জারিন বলেছেন: বাহ বাহ বাহ
কি কি কি
বলিলে গো দাদা
জগত সংসার করিবে যে
ছিঃ ছিঃ ছিঃ

হইয়া তোমার প্রেমের কবিতা
করি নিত্য নতুন ছন্দ,
আমি তোমাতে,তুমি আমাতে
নাই কো কোনো দন্দ্ব।
এতে কি আর আছে সন্দেহ।

০১ লা জুলাই, ২০১৪ রাত ১০:৩৩

আরজু মুন জারিন বলেছেন: লেখক বলেছেন: তুমি মানুষ, নও গো দেবী
তা তো আমি জানি,
মানুষ বলেই মানুষকে আজ
নিয়েছো যে কাছে টানি

কি যে লিখিতেছি
ছাই নিজে নাহি জানি
মনে তো হচ্ছে
মানবী ও না
হইয়াছি দানবী প্রায়।
দেবী থেকে দানবী
একেবারে। ..বড় ডিমোশন..................

৭৮| ৩০ শে জুন, ২০১৪ সকাল ১১:৪০

দাদা- বলেছেন: একই অংগে দুই নাম
আসলেতে আমিএক ই,
সোনার মতো খাঁটি আমি
নই গো আমি মেকি।

এক হাতে শিল্পকলা (পেন্টিংস,স্কাল্পচার)
কবিতা অন্য হাতে,
আরেক হাতে আত্মাচর্চা
চাকরী আরেক খাতে।

এক হাতে ব্যাট ধরতাম
আরেক হাতে পার্লার,
আরেক হাতে মাইক্রোফোনে
গান ও গাইতাম আরবার।

আসল কথা অনেক কিছুর
মধ্যে আমি আছি,
ভালোবাসার মধ্যে আমি
জীবন নিয়েই বাঁচি।






০১ লা জুলাই, ২০১৪ রাত ১০:০৫

আরজু মুন জারিন বলেছেন: ব্যাট পার্লার বল কি ?
আবার নাকি
করেছ গান
পার্লার কেন?
পার্লার এ কেন
দেখতে যেতে কি
সব সুন্দরীদের?

০১ লা জুলাই, ২০১৪ রাত ১০:০৬

আরজু মুন জারিন বলেছেন: এক অঙ্গে এত রূপ
এত নাম এত যশ
দেখছি উপরের ব্যানার খানা
তাকি তোমার আকা ?
ধন্য দাদা ভাই
তোমার গুনে আমি যেমন
বিশ্ব তেমনি থাকবে
অবাক হয়ে
তাই ভাবি মনে।

০১ লা জুলাই, ২০১৪ রাত ১০:১১

আরজু মুন জারিন বলেছেন: হুম হুম হুম
দেখেছি চিনেছি
সব তোমার
কীর্তি কলাপ
বুঝে নিয়েছি
তোমার সব
আলাপ সালাপ
তার সাথে মজনুর
যত প্রেমময় প্রলাপ।

০১ লা জুলাই, ২০১৪ রাত ১০:১৬

আরজু মুন জারিন বলেছেন: সোনার মতো খাঁটি আমি
নই গো আমি মেকি।

মনে তো হয়
সোনার মত মন টা
যদি হয় তবে সাথে
তোমার পথ চলতে
কি ভয়। (লিমেরিক লিখে ফেললাম দেখি )

৭৯| ০১ লা জুলাই, ২০১৪ সকাল ৯:১৫

আরজু মুন জারিন বলেছেন: আসল কথা অনেক কিছুর
মধ্যে আমি আছি,
ভালোবাসার মধ্যে আমি
জীবন নিয়েই বাঁচি। :| :|

ক্লান্ত ভীষণ
আজ দিনশেষে
করব মন্তব্য
আগামী প্রাতে

ততক্ষণ পর্যন্ত
ভাল থাক
মজনু দাদা ভাই।

৮০| ০১ লা জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:০৩

দাদা- বলেছেন: ক্লান্ত কেন হে প্রিয়ে ?
কি হয়েছে তোমার ?
শরীর মন সব ভালো আছে তো ?
হয়নি তো কোন বীমার ?

না হোক কিছু তোমার
খুব ভালো থাকা চাই,
রাখলাম তোমার জন্য আজ
ঈশ্বরের কাছে প্রার্থনাটাই।

যাও আজ বিশ্রাম করো---------------ভালো থেকো খুব খুব খুব,
বাই.....................................।

০১ লা জুলাই, ২০১৪ রাত ৯:৪৯

আরজু মুন জারিন বলেছেন: ঠিক আছি দাদা ভাই
এখন দিতে পারি লাপ
আকাশে।
তারাকে টেনে নামাতে পারি
বাতাসে।

দিয়েছ যে প্রেরণা , অনুপ্রেরণা
ভাল কাজের , ভালবাসার
সব কাজে ভাল মন্দে
মিলে মিশে চলার।

তারপর বল
তুমি কেমন আছ
আমার দাদা ভাই
রোমিও মজনু ফরহাদ ?

৮১| ০১ লা জুলাই, ২০১৪ রাত ১০:৩৭

আরজু মুন জারিন বলেছেন: তুমি সুন্দর আমার জন্য
আমি সুন্দর মনে,
তুমি মোহনীয় আমার জন্য
আমার আঁখির কোণে। /:) /:) /:)

৮২| ০১ লা জুলাই, ২০১৪ রাত ১০:৪৯

আরজু মুন জারিন বলেছেন: তুমি সুন্দর আরো বেশি ভালো
তুমি যে নয়ন তারা,
এতদিনেও কি বোঝনি তুমি-
তুমি বিনা দিশাহারা

X(( X(( X(( X((

৮৩| ০২ রা জুলাই, ২০১৪ সকাল ১০:০৫

দাদা- বলেছেন:






ভালো আছো শুনে আরো ভালো লাগে
মনটা হয়ে যায় শান্ত,
আরজু জারিনা লাইলী আমার
হয়েছিল কাল ক্লান্ত ।

উপরের ব্যানার আমারই হাতে
মনের খুশিতে রাঙ্গানো,
দেখেছো কি বেশ মন দিয়ে
সামু রয়েছে টাঙ্গানো ?।

পার্লার ছিল নিজের করা
সাজাতাম সবারে যতনে,
গানও গাইতাম যত ফাংশনে
চিনেছে রতন যে রতনে।

জোনাল টীম ও কলেজ টীমের
ষোলটা বছর খেলেছি,
রংতুলি দিয়ে মনের মানুষ (মন থেকে যে সব ছবি আসে, অন্য কিছু ভেবো না)
অনেক এঁকেও ফেলেছি।

জীবন আমার কাব্য কবিতা,
ভুত,প্ল্যানচেট ও দেখেছি,
ভালোবাসায় সাজিয়ে কাহিনী (বিশ্বাস অবিশ্বাসে ভুত ও ভৌতিক )
সামুতে লিখেও রেখেছি।

ভালো আছি তবুও ভালো নেই
মন যে বশে আর নেই,
সুমনের মন লাইলীর কাছে
লাইলীর কি ঠিক সেই ?

০২ রা জুলাই, ২০১৪ বিকাল ৩:১৬

আরজু মুন জারিন বলেছেন: শুনে নিশ্চিত হলাম
পার্লার টি তোমার
হাতে গড়া
গেলে চুল কাটিব
টাকা ছাড়া।

আর ও নিশ্চিত হইলাম
পার্লার এ যেতেনা তুমি
দিতে ঢু দেখিতে রমনী
তুমি আর দেখিবে কেন
অন্য রমনী
যেখানে আছে সদা প্রস্তুত
লাইলী শিরি আমি।

৮৪| ০২ রা জুলাই, ২০১৪ দুপুর ২:৫৮

আরজু মুন জারিন বলেছেন: সুমনের মন লাইলীর কাছে
লাইলীর কি ঠিক সেই ???

ওগো দাদা
ঘর থেকে কি বের করে
নিবে লাইলী কে।
মনে হৃদয়ে যে
হয়ে আছি
একান্ত ই মজনুর।

দেখো দিকি মজনু দাদা
লিখেছি আমি লিমেরিক
তোমার জন্য।
রজনী কেটে গেল
ভাবিতে ভাবিতে।
(দুইটা লিমেরিক না বুঝিয়া না শুনিয়া বাংলা সিনেমা গানের অন্ধ অনুকরণ করিয়া লিখিয়া ফেলিলাম ) মজনু দাদা তোমার ভালবাসা আর অনুপ্রেরনায়।

৮৫| ০২ রা জুলাই, ২০১৪ বিকাল ৩:১১

আরজু মুন জারিন বলেছেন: উপরের ব্যানার আমারই হাতে
মনের খুশিতে রাঙ্গানো,
দেখেছো কি বেশ মন দিয়ে
সামু রয়েছে টাঙ্গানো ?। X(

দেখেছি দাদা
রাঙানো
তোমার ব্যানার
সামু তে টাঙ্গানো ।

খুশি হয়েছি
প্রতিভাবান রোমিও
দাদা টি যে
আমার ই প্রনয় প্রার্থী।

৮৬| ০২ রা জুলাই, ২০১৪ বিকাল ৩:২৩

আরজু মুন জারিন বলেছেন: ভাল থাক সুমন
দাদা মজনু
আছি পাশে সবসময়
থাকব এভাবে
তোমার ই পাশে
ভাল বেসে।
মনকে রাখ প্রফুল্ল
থাক সদা ভাল
লিখে যাও
যত কবিতা
প্রেমের
আবেগ অনুরাগের।

৮৭| ০৩ রা জুলাই, ২০১৪ সকাল ৯:০৬

দাদা- বলেছেন:






ধন্য আজি এ প্রভাতকালে
শুনিয়া তোমার কথা,
চিরকাল মোর থাকবে পাশে
জুড়িল সকল ব্যাথা।

ওগো প্রেমময়ী প্রেয়সী আমার
মন সদা তোমার পরে,
রহিতে পারিনা বাহিরে অফিসে
রহিতে পারিনা ঘরে।

দিবানিশি খালি হই উতলা
কবে পাবো তব দেখা,
কবে যে তোমায় পাইবো কাছে
মুছে ফেলি এ ব্যবধান রেখা।

আমি যে আজিকে শুধু তোমার'ই
প্রণয় মাগিতে দ্বারে,
দিয়ো না গো মোরে ফিরাইয়া কভু
হৃদয় শুণ্য করে।

মন লাগে না কাজে ও কর্মে
স্বপনে নিদ্রা টুটিছে,
মিলন আশায় দিবা ও রাত্রে
এ মন ভীষণ ফুটিছে।

কবে দেখা দেবে গো মোরে
ওগো মোর মনময়ূরী ?
তোমার পরশে করিবো ধন্য
এ হৃদয় প্রেমের তরী।

মন কে রেখেছি প্রফুল্ল সদাই
তোমাকেই মনে রেখে,
মরণেও যেন ধন্য হই গো
তোমার প্রেমের সোহাগ মেখে।

০৩ রা জুলাই, ২০১৪ সকাল ১০:১৮

আরজু মুন জারিন বলেছেন: ধন্য আমি ও
শুনিয়া তোমার কথা,
এই মধ্য রাতে , প্রতিশ্রুতিতে
থাকবে পাশে মোর
চিরকাল, শুনিয়া
জুড়িল সকল ব্যাথা।

০৩ রা জুলাই, ২০১৪ সকাল ১০:২১

আরজু মুন জারিন বলেছেন: শিগ্র ই দেব গো দেখা
ও মোর মন ময়ুর
পরশে হইব ধন্য
ভাসাইয়া প্রেমের তরী ।

০৩ রা জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:২২

আরজু মুন জারিন বলেছেন: আমি যে আজিকে শুধু তোমার'ই
প্রণয় মাগিতে দ্বারে,
দিয়ো না গো মোরে ফিরাইয়া কভু
হৃদয় শুণ্য করে। +++++++++

ওগো মাগিতে হইবেনা প্রনয়
আমার দ্বারে
আমি তো কখন থেকে
দাড়িয়ে তোমার ধারে।

০৩ রা জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:২৫

আরজু মুন জারিন বলেছেন: দিবানিশি খালি হই উতলা
কবে পাবো তব দেখা,
কবে যে তোমায় পাইবো কাছে
মুছে ফেলি এ ব্যবধান রেখা। ............

দিবানিশি না হয় উতলা
মনকে রেখ বশ
চারিদিকে দেখে শুনে
রাখ একটু খানি হুশ
আমি তো আছি পাশে
ব্যবধান রাখি নি হেথা

০৩ রা জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:৩০

আরজু মুন জারিন বলেছেন: মন লাগে না কাজে ও কর্মে
স্বপনে নিদ্রা টুটিছে,
মিলন আশায় দিবা ও রাত্রে
এ মন ভীষণ ফুটিছে।

ওগো মন দাও কাজকর্মে
নিদ্রা যেন না টুটে
মিলন হবে কোন এক ক্ষেত্রে
এ চিন্তা। ...আমার ও মন বটে। হাাাাাাাাাাাা

০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ১১:১৩

আরজু মুন জারিন বলেছেন: ধন্য আজি এ প্রভাতকালে
শুনিয়া তোমার কথা,
চিরকাল মোর থাকবে পাশে
জুড়িল সকল ব্যাথা। +++++++

মোর ঘুম ঘরে
এলে মনোহর
নম নম
ওরে বাতায়নে কে দাড়িয়ে
ছম ছম ছম ছম

৮৮| ০৩ রা জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:৩৫

আরজু মুন জারিন বলেছেন: ত্রিমেরিক , চতুর্মেরিক ,ফিভেমেরিক
লিমেরিক সপ্তমেরিক
যাচ্ছি লিখে সব
দাদা তোমার
লাগাম ছাড়া ভালবাসায়
আল্লাহ করুক মঙ্গল আমার
সাথে করুক তোমার ও। (সপ্তমেরিক )

৮৯| ০৪ ঠা জুলাই, ২০১৪ সকাল ৯:৩৪

দাদা- বলেছেন: লাগাম বল্গা সব ছাড়িয়ে
বাসবো আরো ভালো,
আঁধার রাতি দূর করে
আজ জ্বালবো নতুন আলো।

লিখে যাও যত লিমেরিক সব
চার পাঁচ ছয় সাত,
ঈশ্বর আল্লা মাথার উপর
রেখেছেন আশীর্বাদের হাত।

নয়গো শুধুই এ প্রেম কাব্য
লায়লা মজনুর শায়েরী,
প্রেম অনুরাগের বহি:প্রকাশ
ভরিছে গো মোর ডায়েরী।

আমি গাবো গান তুমি দেবে সুর
তানপুরা হাতে তুলি,
বেহাগ,বসন্ত ইমনকল্যানে
গাইবো পরান খুলি।

তুমি দেবে হাত নিশিতে শিয়রে
শোনাবে সুখের কথা,
ভাগ করে নেবো সকলি তোমার
যত আছে জমে ব্যাথা।

অনন্ত আকাশ চাঁদ ধ্রুবতারা
পাহাড় ঝরনা নদী,
দেব দিবাকর এ অরণ্যমালা
পাশে থাকে আরো যদি।

আরজু-সুমন এ দুটি প্রাণ
একই সুত্রে যে বাঁধা,
যেমন দেখেছি মহাকাব্যে
কৃষ্ণের পাশে রাধা।

মম মোহন বাঁশরি মোহন সুরে
বাজাবো মেঘনা পাড়ে,
ছল করে জল আনতে আসিও
রিনিঝিনি নূপুর সুরে।

মধুর বদনে কাজলা নয়নে
চোখে চোখ শুধু রাখি,
ভরবে কানন মৌ গুঞ্জনে
ফুলে ফলে ভরে শাখী।

সে মধুর মিলনের তরে
মন কে রাখিনু আশায়,
লাগাম বল্গা সব ছাড়িয়ে
ভরবো ভালোবাসায় ।

ইতি তোমার'ই.................।







০৪ ঠা জুলাই, ২০১৪ সকাল ৯:৩৭

আরজু মুন জারিন বলেছেন: লিখে যাও যত লিমেরিক সব
চার পাঁচ ছয় সাত,
ঈশ্বর আল্লা মাথার উপর
রেখেছেন আশীর্বাদের হাত। ++++++++++++

০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ১০:৩২

আরজু মুন জারিন বলেছেন: নয়গো শুধুই এ প্রেম কাব্য
লায়লা মজনুর শায়েরী,
প্রেম অনুরাগের বহি:প্রকাশ
ভরিছে গো মোর ডায়েরী। +++++++++্

আবেগে অনুরাগে
ভাবিছি আমি ও যে
তোমার মত
তোমাকে ভালোবেসেছি
যেভাবে , মাকে ,
মেয়েকে দেশটাকে ও।
ভালবাসায় কখন ও
রাখিনি ভেদ
আবেগ অনুভূতি
সমান সদা।

০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ১১:১০

আরজু মুন জারিন বলেছেন: মধুর বদনে কাজলা নয়নে
চোখে চোখ শুধু রাখি,
ভরবে কানন মৌ গুঞ্জনে
ফুলে ফলে ভরে শাখী।+++++++্

রুমাঝুম রুমাঝুম
রুমঝুম রুমঝুম
নুপুর পায়ে আসিল রে প্রিয়
আসিল। ...আসলাম আমি

০৫ ই জুলাই, ২০১৪ রাত ১২:০৩

আরজু মুন জারিন বলেছেন: মম মোহন বাঁশরি মোহন সুরে
বাজাবো মেঘনা পাড়ে,
ছল করে জল আনতে আসিও
রিনিঝিনি নূপুর সুরে।

+++++++++++++++++্

৯০| ০৪ ঠা জুলাই, ২০১৪ দুপুর ১:২৬

দাদা- বলেছেন:





আল্লাহ করুক মঙ্গল আমার
সাথে করুক তোমার ও। (সপ্তমেরিক ) +++++++++++++++++++


" আমি মানেই তুমি,
নাহি আছে কোনো সন্দেহ ভেদাভেদ,
তোমার যা সব আমার
আমার সবই তোমার, রহিল না আর খেদ "।

০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ১০:২৭

আরজু মুন জারিন বলেছেন: আমার যা সব তোমার
আমি মানেই তুমি,
নাহি আছে কোনো সন্দেহ ভেদাভেদ, ++++++্


মজনু দাদা
দুঃখ নাহি নিও মনে
ক্লান্ত ছিলাম ভীষণ
কাল আজ ও
ছিলে মনে সদা ।

দিতে বসেছি উত্তর
এখন ও শতেক কাজের ভিড়ে
এ কোন লিমেরিক লিখেছি
নিজে বুঝছিনা ছাই
শুধু চেষ্টা ছিল
আবেগ দেখানোর ভাই
লিখে চলেছি তাই।

৯১| ০৫ ই জুলাই, ২০১৪ রাত ১২:০৪

আরজু মুন জারিন বলেছেন: ভালোবেসে যাওরে তুমি
ভালোবেসে যাও
প্রেমের নামে দুনিয়াতে
অমর হয়ে যাও
মনের রতন চুরি করে
ভালোবেসে যাও।

৯২| ০৫ ই জুলাই, ২০১৪ রাত ১২:১১

মাহবু১৫৪ বলেছেন: ভাল হয়েছে

++++

০৫ ই জুলাই, ২০১৪ রাত ১:৫৫

আরজু মুন জারিন বলেছেন: ধন্যবাদ ভাই কমেন্টসের জন্য। শুভেচ্ছা।

৯৩| ০৫ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:১৫

দাদা- বলেছেন: কেমন আছো লাইলী আমার ? কি হয়েছে? এত ঘন ঘন ক্লান্ত বোধ করছো কেন ?
ভালো থেকো খুব। সাবধানে থেকো তুমি। কেমন ?






বিকশিত আজি হৃদয় কুসুম
কাহারি প্রেম পবনে,
বিবশিত মন অঙ্গ সকল
মধুর গোধূলি লগনে।

আকাশের ওই অস্তরাগে
বিদায়ী দিনের রবি,
লজ্জা রাঙ্গানো প্রেয়সী বেলায়
মায়াবিনী এক ছবি।

সাগর পাড়ের এক সে দেশের
আগত সোনালি রজনী,
মালা খানি হাতে রয়েছো দাঁড়ায়ে
কে তুমি ওগো সজনী ?

রক্তবসনে ফুল চন্দন সাজে
কাজলে কালো দুই আঁখি,
কম্পিত উঠি ওষ্ঠো কোমল
রঙ্গিন পরাগ মাখি।

কে তুমি আজি সাগর কন্যা
ঝিনুক মালা পরি গলে ?
মুক্ত ঝড়িয়া পড়িছে হাসিতে
প্রতি ক্ষণ প্রতি পলে।

মনের মাধুরী মিশাইয়া বাতাসে
সাগর বালুকা বেলায়,
মাতিয়া ঊঠি কাহারি লাগিয়া
প্রেমেরও মিলন খেলায় ।

আকাশে বাস্প আছড়ি পড়ি
দেখো ঊদিয়াছে রামধনু,
উর্মিলা রাশি ধাইয়াছে তটে
দুলিয়া ওঠে যে তনু ।

মদিরা অঙ্গে শিহরি তরঙ্গ
বিবশে ও হিয়া ভরি,
উড়ে অঞ্চল ধায় যৌবন
খুলিয়া ভিজিছে কবরী।

পশ্চিমাবায়ু ধায় তীর বেগে
মন ভরি ওঠে শঙ্কায়,
ঝঞ্ঝা বাতাসে হিল্লোল মনে
বিজলী কেবলি চমকায়।

কার অনুরাগে রঞ্জিত করি
হৃদয় হস্তে ধরিয়া,
পারিবে কি তুমি রাখিতে তাহারে
বক্ষে আপন করিয়া ??

-----***--***---***---***---

০৫ ই জুলাই, ২০১৪ রাত ১১:৪৮

আরজু মুন জারিন বলেছেন: মজনুর বিশাল প্রেমপত্র পেয়ে
ক্লান্তি গেল কেটে।

৯৪| ০৬ ই জুলাই, ২০১৪ সকাল ৭:০০

আরজু মুন জারিন বলেছেন: সুমন দা কমেন্টস গুলি শো হচ্ছেনা। কি প্রবলেম আমার ব্লগ এ কষ্ট করে দেখে দিবেন ? এ কি শুধু আমার একার হচ্ছে না সবার ? তোমাকে অনেক ভালবাসা দাদা সুমন। ভাল থাক।

৯৫| ০৬ ই জুলাই, ২০১৪ সকাল ৯:৩১

আহসানের ব্লগ বলেছেন: ;)

৯৬| ০৭ ই জুলাই, ২০১৪ সকাল ৯:১৯

দাদা- বলেছেন:







ডীয়ার.........তোমার কমেন্টস বা লেখা বা উত্তর না পেলে মন ভালো থাকে না। সারাদিন খুব ই মনখারাপ করে বসে থাকি। প্লীজ আমার পেজ এ এসে উত্তর দিয়ে যাও না গো। "বসে আছি পথ চেয়ে ফাগুনেরও গান গেয়ে...................।"

৯৭| ০৭ ই জুলাই, ২০১৪ সকাল ১০:৩৬

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আপনি এটা কি করলেন! পাসওয়ার্ড আইডি এভাবে পাবলিকলি দিতে হয় না! কমেন্ট ডিলিট করেন!

৯৮| ০৭ ই জুলাই, ২০১৪ সকাল ১০:৫৭

দাদা- বলেছেন:


লাইলী........দয়া করে এই আই ডি ও পাস ওয়ার্ড দেওয়া কমেন্টস ডিলিট করে দাও। এভাবে ওপেন পেজ এ ব্যক্তিগত আই ডি ও পাস ওয়ার্ড পাবলিশ করতে নেই। যদিও এটা খুলছে না।
You may send your problem to my self mail ID: [email protected] , I will check inform you shortly.

Take care self................

০৯ ই জুলাই, ২০১৪ রাত ২:৩০

আরজু মুন জারিন বলেছেন: কিছুক্ষণ দাদা মাত্র ওপেন করতে পারলাম কমেন্টস গুলি। অসুবিধা নাই কিছু। এখানে তো শুধু আমার লিখা ই মজনু দাদা। সবাই যেভাবে ফ্রন্ট এ দেখে পাসওয়ারড পেলে একই কন্টেন্টস ও পাবে। তারপর ডিলিট করলাম।
তারপর মজনু দাদা ভাই আছে কেমন ?

৯৯| ০৮ ই জুলাই, ২০১৪ দুপুর ১:১০

দাদা- বলেছেন: ইচ্ছে করে যাও লুকিয়ে
আর না দিয়ে দেখা,
পাই না জবাব মনের মত
ভাল্লাগে না লেখা।

লুকিয়ে আছো আঁধার করে
আমার যে এই মন,
দেখা হবার ভয়েই তুমি
লুকিয়ে যে সর্বক্ষণ ।

ভাবলে না কি একটিবার ও
আমার মনের ব্যাথা,
কেমনে রব না দেখে আমি
না কয়ে যে কথা।

কেমন করে রইবো আমি
দিন কেটে রাত দিন,
কেমন করে থাকবে মজনু
আজকে লাইলী হীন।

০৯ ই জুলাই, ২০১৪ রাত ২:৪৬

আরজু মুন জারিন বলেছেন: লুকিয়ে আছো আঁধার করে
আমার যে এই মন,
দেখা হবার ভয়েই তুমি
লুকিয়ে যে সর্বক্ষণ ।

নাগো দাদা
নাইগো লুকিয়ে
মজনু যেমন
লাইলির তরে
লাইলি ও কাদে
মজনু র তরে।

০৯ ই জুলাই, ২০১৪ রাত ৩:০০

আরজু মুন জারিন বলেছেন: যাইনা লুকিয়ে কখন ও
না দিয়ে দেখা
পাবে গো জবাব
মনের মত
ভাল্লাগবে
আবার লেখা।

ভেবেছি একবার না
শত শত বার
ভেবে ভেবে যে
আসে যে চোখে জল
ভরে গো। ।

যেমন করে রয়েছি
দুইদিন তোমা বিনে
তবে
আজ খুশিতে আছি
পেয়েছি
যে মজনুর বার্তা ।

১০০| ০৯ ই জুলাই, ২০১৪ রাত ৩:১১

আরজু মুন জারিন বলেছেন: গ্রীষ্মের খরতাপে
ভীষণ গরমে
বর্ষার বর্ষণে
বিবর্ণ শীতে
হেমন্তে বসন্তে
সকল প্রকৃতির রূপ
দেখি আমি
তোমার ই মাঝে।

বলি তুমি গ্রীষ্ম শরৎ
হেমন্ত শীত বসন্ত
মনে আছ সদা জাগুরুক
দেখিতে হয়না প্রকৃতিকে
ঘর থেকে বের হয়ে।

১০১| ০৯ ই জুলাই, ২০১৪ সকাল ১০:৪০

দাদা- বলেছেন:





সাবাশ..................এই তো লেখা ভালোই হচ্ছে। খুব ভালো লাগলো গো তোমার এই লেখা। মনটা ভালো হয়ে গেলো। সকাল বেলায় অফিসের উদ্দেশ্যে ঘর থেকে যখন বেরোলাম মনটা কি জানি কি ভীষণ ভারি ছিল.......তুমি এসে হালকা করে দিলে। খুব খুব খুব ভালো থেকো.........আমার থেকেও ভালো থেকো তুমি। বিকালে আসবো কবিতা দিয়ে যাবো। কেমন ?

১৯ শে জুলাই, ২০১৪ ভোর ৪:৩৮

আরজু মুন জারিন বলেছেন: তুমি এসে হালকা করে দিয়ে যাও মন। খুব খুব খুব ভালো থেকো.........আমার থেকেও ভালো থেকো তুমি। বিকালে এস কবিতা দিয়ে যেও। কেমন ?

১০২| ০৯ ই জুলাই, ২০১৪ সকাল ১০:৪১

দাদা- বলেছেন: সাবাশ..................এই তো লেখা ভালোই হচ্ছে। খুব ভালো লাগলো গো তোমার এই লেখা। মনটা ভালো হয়ে গেলো। সকাল বেলায় অফিসের উদ্দেশ্যে ঘর থেকে যখন বেরোলাম মনটা কি জানি কি ভীষণ ভারি ছিল.......তুমি এসে হালকা করে দিলে। খুব খুব খুব ভালো থেকো.........আমার থেকেও ভালো থেকো তুমি। বিকালে আসবো কবিতা দিয়ে যাবো। কেমন ?

১০৩| ০৯ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:৪৩

দাদা- বলেছেন: আমি অনুভব করি তোমাকে
আমার প্রতিটি নি:শ্বাসে-
প্রতিটি স্পন্দনে অস্থিমজ্জা বেষ্টিত
পিঞ্জরে মধ্যে নিভৃত হৃদপিন্ডে।
সুগন্ধ পাই প্রতি প্রশ্বাসে ভেসে
আসা বাতাস তোমা হতে।
আলো পাই তোমার মুখে উদ্ভাসিত
আশার খুশির ঝিলিক থেকে।
ভাষা পাই চোখের কোণায় কোণায়
লেখা আনন্দাশ্রু থেকে।
ছোঁয়া পাই তখন, যখন তোমার শুভ্রচিন্তার সুক্ষ্ণ
তরঙ্গ গুলি যখন আমায় আঘাত করে।
আমি স্বপ্ন দেখি তখন, যখন আমি ভেসে যাই
মনের গহিন থেকে গহিনে শুধু তোমার কথা ভাবি।
আমি উজ্জিবিত হই তখন,যখন তোমার অবচেতন
মনে আমার সুক্ষ্ন আত্মা প্রবেশ করে।
আমি প্রাণ পাই তোমাকেই ভালোবেসে।
আমি সুখ পাই তোমারই কথা ভেবে।
আমি শান্তি পাই তোমাকে অনুভব করে।
এ কথাই বলে যেতে চাই তোমাকে স্পর্শ করে।
এ ভাবেই বিদায় নিতে চাই তোমাকে আবার পাবো বলে।

১৯ শে জুলাই, ২০১৪ ভোর ৪:৫৩

আরজু মুন জারিন বলেছেন: অনুভব করেছি তোমাকে
প্রতিটি নি:শ্বাসে- স্পন্দনে
অস্থিমজ্জা বেষ্টিত,পিঞ্জরে মধ্যে
নিভৃত হৃদপিন্ডে।
প্রতি প্রশ্বাসে ভেসে সুগন্ধ
বাতাস তোমা হতে।

উদ্ভাসিত মুখে
দেখি আলো,
খুশির ঝিলিক দেখি
চোখের কোণে,আনন্দাশ্রু থেকে।
ছোঁয়া পাই,তোমার শুভ্রচিন্তা
তোমার কবিতায়
আবেগ প্রকাশে।

আমি স্বপ্ন দেখি তরঙ্গ
যখন আমি ভেসে যাই
গহীন থেকে গহীনে
শুধু তোমার কথা ভাবি।
উজ্জীবিত হই তখন
যখন তোমার অবচেতন
তোমার আত্মা প্রবেশ করে।

তোমাকেই ভালোবেসে
আমি প্রাণ পাই
তোমারই কথা ভেবে
আমি সুখ পাই।
তোমাকে অনুভব করে
যেন শান্তি
তোমাকে স্পর্শ করে
এ কথাই বলে যেতে চাই
বিদায় নিব এভাবে
তোমাকে আবার পাবো বলে।

১০৪| ১৪ ই জুলাই, ২০১৪ সকাল ৯:৫৫

দাদা- বলেছেন:






উঠিছে এ বুকে অশান্ত তুফান
রুধিয়া রাখিতে পারিনা,
কি সে যাতনায় নীরবে মরিছি
তুমি কি বুঝিবে ও'গো জারিনা ?

নিদ্রা নাহি, ক্ষুধা নাহি আজি
বিবাদী উদাসী যেন এ চিত্ত,
হারাইয়েছি আজি সব কিছু মোর
আর নাহি বাকি কিছু বিত্ত।

পড়ে আছে মন তোমার কাছে
শুধু পড়ে আছে ভাঙ্গা বুক,
আছে অশ্রু দু চোখের কোণে
তাতে আছে লেখা তব সুখ।

রং আছে যত যাবো এঁকে ছবি
তোমারেই বধূ সাজিয়ে,
পূর্ণ করিবো মনেরও সে সাধ
মিলন বাঁশরী বুকে বাজিয়ে।

ছুটে যাই আমি বার বার হেথা
দেখিবারে মনে আশায়,
বোঝাতে পারিনা কিছুতে তোমায়
ব্যাকুলতা পাগল ভাযায়।

বিষাদে ভরি এই হিয়া খানি
সব লাগে শুধু তিক্ত,
অব্যক্ত ব্যাথা গুমরি উদিছে
উথলিয়া ওঠে যে পিত্ত।

পারিনা সহিতে এ যাতনা ভার
বিষাদে যাপিয়া দিন রাত,
কাছে এসো মোর প্রিয়তমা আজি,
মিলি মিশি রই একই সাথ।
-----***--***---***---***---

১৯ শে জুলাই, ২০১৪ ভোর ৫:২০

আরজু মুন জারিন বলেছেন: বুকের অশান্ত তুফান কে ভয়
রুধিয়া রাখিতে পারনা?
কি সে যাতনা
বুঝিয়াছি আমি ওগো ।

নাগো, মাথা আমার খাও গো
ঠিক মত খাদ্য খানা খাও গো
বিশ্রাম নাও ,চিত্ত রাখ ঠিক
তাহলে আমি ও থাকিব ঠিক।

আমার কাছে তোমার মন
ভাবলে ই লাগে সুখ
অশ্রু যে জমে চোখের কোণে
তাতে যে আর ও সুখ।

মিলন বাঁশরী বাজাও আজি ।
না মেনে কোন বাধ
রঙ তুলি দিয়ে আক ছবি
মিটিয়ে মনে সাধ।

বার বার হেথা হোথা
করেনা পাগল পারা
বোঝাতে হবেনা
ব্যাকুলতা পাগল ভাষা
আমি বুঝিয়াছি তা।

বিষাদে ভরেনা এই হিয়া
তিক্ততায় ভরেনা মন ,
ব্যাথা গুমরায়না সখা
কাছে যে প্রিয়া।

মিলি মিশি আছি তো সাথে ।
কাছে ই তো প্রিয়তম আজ
বিষাদ যাপন বন্ধ আজি
হাসিতে থাক আর সব
যাতনাকে কর চপেটাঘাত।

-----***--***---***---***---

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.