নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলো ছায়ায় আমার ভূবন

আমি কনফিউসড চরিত্রের মানুষ।অগোছালো সবকিছুতে দোদূল্যমনতা আমার বৈশিষ্ট্য।টু বী অর নট টু বী এই দ্বন্ধে চলছে জীবন।

আরজু মুন জারিন

নিজের সম্পর্কে বলার মত কিছু করা হয়ে উঠেনি এখন। ব্লগ এ লেখা টা প্রথমে ছিল সামাজিক দায়বদ্ধতা। মেসেজ শেয়ার করা। তবে লিখতে লিখতে এখন লেখার ভালবাসায় পড়ে গিয়েছি। নিজে যেমন লিখতে পছন্দ করি অন্যের লেখা ও একই পছন্দ নিয়ে পড়ি। লেখালিখির আরেকটা বড় উদ্দেশ্য হল (অন্যের দৃষ্টিতে তা ফানি মনে হবে ) সামাজিক বিপ্লব করা , মানুষের জীবনে স্বাছন্দ্য আনয়ন করা মূলত আমার দেশের মেয়েদের লেখিকাদের আমি বড় প্ল্যাটফর্ম এ দেখতে চাই। আমাদের দেশে ভাল লেখিকা অনেক কম। অথচ আমার মন বলে অনেক ট্যালেন্ট মেয়েরা আছে। অনগ্রসর সামাজিক পরিস্থিতির কারণে মেয়েরা এক বৃত্তে বন্ধী হয়ে আছে। আমি খুব চাই ওই বাধা সরিয়ে আলোয় ,সাহিত্যে জ্ঞানে আমাদের মেয়েরা পথ চলুক। প্রচলিত দৃষ্টিতে সমাজে চলতে মেয়েদের বাধা গুলি চিহ্নিত করা আমার লেখালিখির আরেকটি উদ্দেশ্য। প্রগতির কথা বলতে চাই ভদ্রতায় , শালীনতায় এবং মর্যাদায়। সামাজিক আভ্রু ভেঙ্গে নয় যা তসলিমা নাসরিন করেছিলেন। বেগম রোকেয়া আমার পথ প্রদর্শক। তিনি মেয়েদের পাদ প্রদীপের আলোয় নিয়ে এসেছিলেন ঠিক ই রক্ষনশীলতার ঢাল ভেঙ্গে নয় , মর্যাদায় থেকে আলোতে নিয়ে এসেছেন মেয়েদের।

আরজু মুন জারিন › বিস্তারিত পোস্টঃ

তুমি আমার কে ?

০৯ ই জুলাই, ২০১৪ সকাল ৯:৪০

ভূমিকা :আমি কবি নই। কবিতা বুঝিনা বা ওইভাবে লিখতে পারিনা ভাল কবিদের মত। ছন্দ ,মাত্রা তালজ্ঞান কিছু ই জানিনা। এ শুধু আবেগ প্রকাশ করা বলতে যা বোঝায় তাই। তবু লিখছি কবিদের পাশে থাকতে চাই বলে।

=============================================

মূল পোস্ট



তুমি যদি বল

আকাশ টা পেড়ে দিতে

আজ তোমার হাতে।

করব চেষ্টা

সাথে সাথে। .



সাগর সেচে

দিব মুক্তা এনে

তুমি বলার পরে।



তুমি চাইলে হৃদপিন্ড টা

দিলাম আমি হাতে তুলে তা।



সেই তুমি আমার কে?



হতে পারো তুমি

প্রেমিক

বন্ধু

স্বামী

ভাই/বোন্

বা কোনো আত্বীয় স্বজন।

যে কোনো কিছু হতে পারো

কি এসে যায় তাতে।

আমি শুধু ঘটনা

করেছি বর্ণনা মাত্র।



হচ্ছে কথা তোমার সাথে

আমার রোল বা করণীয়

আমার সাথে

কার কি প্রয়োজনীয়

কাজ বাকি আছে



আমি কি করি হেলা ?

কখনো কোনো কর্তব্য কাজে?

ভাই বল স্বামী বল ?

প্রেমিক বল বন্ধু বল

দিতে করেছি চেষ্টা

যার যেটাতে তেষ্টা।

মিটাতে তেষ্টা শত

করেছি চেষ্টা যত। .



করিনি তো কোনো বঞ্চনা

কাওকে তবে কেন আমি নিজে

স্বীকার এই বঞ্চনার ?



বুঝনা আমাকে ভুল

করছিনা চেষ্টা বুঝাতে

আমি উত্তম

তুমি অধম।

চেষ্টা করেছি করতে বর্ণনা

কোনো একটা ঘটনা।



আমি তো আমি

গুরুত্বপূর্ণ ঠিক নহি।

আশেপাশে আছে শত আমি

শত বঞ্চিত নারী

সকাল থেকে রাত

বিলিয়ে দেয় আপনার সর্বস্ব

না করে নিজের খেয়াল।



নিজেকে আমি

ভাবিনা বঞ্চিত।

যা পাইনি কখনো

আপনজনের কাছে

স্রষ্টা দিয়াছে তা ঢেলে

আপন জনের মত।

.

আছে অনেক

বঞ্চিত নারীরা

সমাজ সংসারে

আপনজন যত

বন্ধু পরিজন ।



স্রষ্টার ও কৃপা থেকে বঞ্চিত।

আমার এই কবিতা শুধু

সব বঞ্চিত নারীর

ভাগ্য উন্নয়নে।



সবাইকে অনেক শুভেচ্ছা ভালবাসা।

মন্তব্য ২৪ টি রেটিং +২/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুলাই, ২০১৪ সকাল ৯:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: সহজ ভাষায় জটিল কবিতা।


আমি তোমার কেউ না। :((

২| ০৯ ই জুলাই, ২০১৪ সকাল ১০:০৪

হামিদ আহসান বলেছেন: http://www.somewhereinblog.net/feedback

৩| ০৯ ই জুলাই, ২০১৪ সকাল ১০:০৭

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:

প্রতিশ্রুতি বদ্ধ কবিতা।
ভাল্লাগলো।

০৯ ই জুলাই, ২০১৪ সকাল ১০:১৭

আরজু মুন জারিন বলেছেন: ধন্যবাদ আশরাফ ভাই কমেন্টসের জন্য। প্রেরণা পেলাম কমেন্টসে।

৪| ০৯ ই জুলাই, ২০১৪ সকাল ১০:১৯

আরজু মুন জারিন বলেছেন: এইরে কমেন্টস আবার লুকিয়েছে হামিদ ভাই। লিংক টা বার্তায় দিবেন আবার কষ্ট করে।

৫| ০৯ ই জুলাই, ২০১৪ সকাল ১০:২১

আরজু মুন জারিন বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই মন্তব্যের জন্য ।ইয়া আল্লাহ কি বলে আপনি আমার কেও না। দুঃখ পেলাম মনে। তারপর বলি ভাল থাকবেন।

৬| ০৯ ই জুলাই, ২০১৪ সকাল ১১:০৫

দাদা- বলেছেন:




কোন কথা হবে না.....................।


দারুন দারুন লিখেছো। এই তো চাই। চালিয়ে যাও.............বিকশিত করো আপন প্রতিভা।

"বিকশিত করো আপন প্রতিভা
ছড়াইয়া তব আলো,
আপন শক্তি কর হে প্রকাশ
দূর করি যত কালো।

দূর হতে সাজি শুভেচ্ছা কুসুম
রাখিলাম ডালি ভরি,
বয়ে চলুক তব কাব্য-কবিতা
ভরা এ সোনার তরী " ।



১০ ই জুলাই, ২০১৪ রাত ২:০৫

আরজু মুন জারিন বলেছেন: "বিকশিত করো আপন প্রতিভা
ছড়াইয়া তব আলো,
আপন শক্তি কর হে প্রকাশ
দূর করি যত কালো।

তুমি কোন দাদা হে?
করিব তো
আপন প্রতিভা বিকাশ
থাকিলে তোমার আশীর্বাদ।

১০ ই জুলাই, ২০১৪ রাত ২:০৭

আরজু মুন জারিন বলেছেন: আপন শক্তি করিব প্রকাশ
দূর করি যত কালো।
ছড়াইয়া তব আলো
তব শুভকামনায় ।

১০ ই জুলাই, ২০১৪ রাত ২:১২

আরজু মুন জারিন বলেছেন: দূর হতে সাজ
শুভেচ্ছা কুসুম ।
প্রেরণা দাও হৃদয় থেকে
কাছে আসার দরকার
কি? তব দূর ভাল।
কাছের মানুষ থাকে
স্বার্থে জড়িয়ে।

১০ ই জুলাই, ২০১৪ রাত ২:১৫

আরজু মুন জারিন বলেছেন: বয়ে চলব
কাব্য কবিতায়
ভরিয়ে জীবন
সোনার তরীতে।

৭| ০৯ ই জুলাই, ২০১৪ সকাল ১১:০৮

সেলিম আনোয়ার বলেছেন: কেউ হলে তো আমার ব্লগে পাওয়া যেত।

পোস্টে ১ম কমেন্ট আমার।

এই পোস্টে ১ম দু্ই কমেন্ট করাও আমার। তারপরও দুঃখ কেন জুলিয়েট?
তবে কবিতা ভাল হলেও আরও ভাল লিখতে হবে।

রোমিওকে নিয়ে বেশি করে লিখতে হবে। আর রোমিওর ব্লগে বেশি করে যাওয়া লাগবে । ;)

৮| ০৯ ই জুলাই, ২০১৪ দুপুর ১:৩৯

হাসান মাহবুব বলেছেন: মোটামুটি লাগলো। কিছু কিছু জায়গা বেশ অপরিপক্ক।

১০ ই জুলাই, ২০১৪ রাত ২:২০

আরজু মুন জারিন বলেছেন: ভূমিকায় তা বলেছি
পরিপক্ক ভাই
নই কবি আমি।
হয়ে যাবে তাই
কিছু ভুল আর
অপরিপক্কতা ।

১০ ই জুলাই, ২০১৪ রাত ২:২৩

আরজু মুন জারিন বলেছেন: কমেন্টস দিয়ে
করেছেন ধন্য
শুভেচ্ছায় বলে
গেলাম হাই (ছন্দ পেলাম না খুঁজে )
পরিপক্ক ভাই
মিলিয়ে দিবেন তাই।

৯| ০৯ ই জুলাই, ২০১৪ দুপুর ২:৪৯

কলমের কালি শেষ বলেছেন: '-নিজেকে আমি
ভাবিনা বঞ্চিত।
যা পাইনি কখনো
আপনজনের কাছে
স্রষ্টা দিয়াছে তা ঢেলে
আপন জনের মত।'

আপনজন একমাত্র স্রষ্টাই, এই ভাবলে কেউ নিরাশ হয় না । ভালো লেগেছে কবিতাখান । ভাল থাকবেন ।..:)

১০ ই জুলাই, ২০১৪ রাত ২:২৭

আরজু মুন জারিন বলেছেন: স্রষ্টা আপন
হয়ে গেছে তাই
দূর পর সব
আর ও আপন।

১০| ১১ ই জুলাই, ২০১৪ সকাল ৯:২৫

দাদা- বলেছেন:




রহিল অাশীর্বাদ
তোমার শিরে সর্বদা,
বর চাও তাও দিব
আমি বরদা।

আমি তোমার কেউ নই
তুমিই আমার সব,
বুকের মাঝে বলছে হিয়া
তুলে বিশাল রব।

এখন বলো সত্যি করে
তুমি আমার কে ?
উত্তর চাই খুব শীঘ্র
তোমার মন থেকে।


১২ ই জুলাই, ২০১৪ রাত ৩:১০

আরজু মুন জারিন বলেছেন: দাও আশির্বাদ
তবে শিরে সদা
দাও বর
তুমি বড়দা ।

১২ ই জুলাই, ২০১৪ রাত ৩:১৪

আরজু মুন জারিন বলেছেন: আমি তোমার কেউ নই
তুমি ও কেউ নও
মায়ার পৃথিবী
ক্ষনিকের রঙ্গমঞ্চ ।

ক্ষনিকের যত মায়া
যত সম্পর্ক
যদি ভাবি এভাবে
পৃথিবীতে কে কার ?

১১| ১২ ই জুলাই, ২০১৪ রাত ৩:০৭

আরজু মুন জারিন বলেছেন: আমি
হতে পারি
প্রেমিকা
স্ত্রী
ভগ্নী
যে সম্পর্কে যে ভাবে
কি এসে যায় তাতে।
তুমি ভাববে নিজের মতে
আমার ভাগ্য নিবে তার পথে।

১২| ১৩ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:৪৭

এম. এ. হায়দার বলেছেন: ভাবনা ভাল। কবিতা পড়ুন আরো। শুভকামনা।

১৪ ই জুলাই, ২০১৪ ভোর ৬:০১

আরজু মুন জারিন বলেছেন: ধন্যবাদ হায়দার ভাই কমেন্টসের জন্য। শুভেচ্ছা রইল।

১৩| ১৪ ই জুলাই, ২০১৪ ভোর ৬:০০

আরজু মুন জারিন বলেছেন: কবিতা আসলে পড়িনা তেমন গল্প উপন্যাস আমাকে টানে বেশি কবিতার চেয়ে বেশি। মাঝে মাঝে ইচ্ছে করে ছন্দে ভাব প্রকাশ করতে যদিও শেখা হয়নি ছন্দ মাত্রা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.