নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলো ছায়ায় আমার ভূবন

আমি কনফিউসড চরিত্রের মানুষ।অগোছালো সবকিছুতে দোদূল্যমনতা আমার বৈশিষ্ট্য।টু বী অর নট টু বী এই দ্বন্ধে চলছে জীবন।

আরজু মুন জারিন

নিজের সম্পর্কে বলার মত কিছু করা হয়ে উঠেনি এখন। ব্লগ এ লেখা টা প্রথমে ছিল সামাজিক দায়বদ্ধতা। মেসেজ শেয়ার করা। তবে লিখতে লিখতে এখন লেখার ভালবাসায় পড়ে গিয়েছি। নিজে যেমন লিখতে পছন্দ করি অন্যের লেখা ও একই পছন্দ নিয়ে পড়ি। লেখালিখির আরেকটা বড় উদ্দেশ্য হল (অন্যের দৃষ্টিতে তা ফানি মনে হবে ) সামাজিক বিপ্লব করা , মানুষের জীবনে স্বাছন্দ্য আনয়ন করা মূলত আমার দেশের মেয়েদের লেখিকাদের আমি বড় প্ল্যাটফর্ম এ দেখতে চাই। আমাদের দেশে ভাল লেখিকা অনেক কম। অথচ আমার মন বলে অনেক ট্যালেন্ট মেয়েরা আছে। অনগ্রসর সামাজিক পরিস্থিতির কারণে মেয়েরা এক বৃত্তে বন্ধী হয়ে আছে। আমি খুব চাই ওই বাধা সরিয়ে আলোয় ,সাহিত্যে জ্ঞানে আমাদের মেয়েরা পথ চলুক। প্রচলিত দৃষ্টিতে সমাজে চলতে মেয়েদের বাধা গুলি চিহ্নিত করা আমার লেখালিখির আরেকটি উদ্দেশ্য। প্রগতির কথা বলতে চাই ভদ্রতায় , শালীনতায় এবং মর্যাদায়। সামাজিক আভ্রু ভেঙ্গে নয় যা তসলিমা নাসরিন করেছিলেন। বেগম রোকেয়া আমার পথ প্রদর্শক। তিনি মেয়েদের পাদ প্রদীপের আলোয় নিয়ে এসেছিলেন ঠিক ই রক্ষনশীলতার ঢাল ভেঙ্গে নয় , মর্যাদায় থেকে আলোতে নিয়ে এসেছেন মেয়েদের।

আরজু মুন জারিন › বিস্তারিত পোস্টঃ

শুরু হোক চলা ছন্দে ছন্দে

১২ ই জুলাই, ২০১৪ রাত ৩:২৩

বলছ তুমি

হয়ে গেছি কবি

লিখতে কবিতা।

এও কি সম্ভব ?



ছোটো বেলায় যখন

পড়তাম নজরল

পড়তাম রবীন্দ্রনাথ

হয়ে যেতাম

অভিভূত ভারী।



কি করে তারা

লিখে এসব

কেন বানিয়েছেন

আল্লাহ তাদের

এত অসাধারণ

আমি ই বা হলাম

কেন এত ই সাধারণ।



কেন বেরোয়না

ছন্দ কোনো

আমার মাথা থেকে

বোমা মারিলে ও।



আজ তো জানি

ছন্দ আসে

কোথা থেকে

কিভাবে।



মানুষ প্রকৃতি যখন

মনে স্থান নেয়

গভীর ভাবে।

কখনো বা ছন্দ আসে

প্রগাড় নিসঙ্গতায়।



এখন এইভাবে দেখি

যে ছন্দ নাই

জীবনের পাতায়

তা আছে কবিতার খাতায়।



ছন্দ বিহীন জীবন

টা চলছে কবিতার ছন্দে

শুরু হোক তব

চলা ছন্দে ছন্দে।

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১২ ই জুলাই, ২০১৪ রাত ৩:৪৫

মৃদুল শ্রাবন বলেছেন: জীবনের নিঃসঙ্গতায় কবিতায় ছন্দ আসছে আবার কবিতার ছন্দে জীবন চলছে।

বাহ বেশ ।

১৩ ই জুলাই, ২০১৪ রাত ১:৩৪

আরজু মুন জারিন বলেছেন: জীবনের নিঃসঙ্গতায় কবিতায় ছন্দ আসছে আবার কবিতার ছন্দে জীবন চলছে। ++++++++++++++++্

খুশি হয়ে গেলাম সুন্দর করে কমেন্টসের জন্য । ভাল থাকুন

২| ১২ ই জুলাই, ২০১৪ সকাল ৮:১৭

নুরএমডিচৌধূরী বলেছেন: অনেক ভাল লেগেছে
কয়েকবার পড়েছি
এমন কবিতা কার না ভাল লাগে
অনেক দুয়া রইল

নুর এমডি চৌধূ্রী

১৩ ই জুলাই, ২০১৪ রাত ১:৪৩

আরজু মুন জারিন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ নুর এমডি চৌধুরী ভাই। এত প্রশংসা খুশি হয়ে গেলাম অনেক। ভাল থাকবেন শুভেচ্ছা রইল ।

৩| ১২ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:৪১

হাসান মাহবুব বলেছেন: লিখতে থাকুন। ছন্দ ঠিকঠিক আপনাকে খুঁজে নিবে।

৪| ১২ ই জুলাই, ২০১৪ রাত ৯:৩৮

মামুন রশিদ বলেছেন: কবিতার মত জীবনেও ছন্দ চাই ।

১৩ ই জুলাই, ২০১৪ রাত ১:৫০

আরজু মুন জারিন বলেছেন: মামুন ভাই আমার পেজ এ সেটিংস এ সমস্যা। এখন কমেন্টসের উত্তর রিপ্লাই বক্স এ দিব। .তা আসছেনা। .এইজন্য সাধারনভাবে উত্তর দিচ্ছি। ধন্যবাদ সবসময় প্রেরণা দেওয়ার জন্য। ভাল থাকুন।

৫| ১২ ই জুলাই, ২০১৪ রাত ১০:৫২

সেলিম আনোয়ার বলেছেন: ছন্দ আসুক জীবনে ছন্দ আসুক কবিতায়।

শুভকামনা থাকলো।

একজন গল্পকার দেখি কবি হয়ে ওঠেছেন।

৬| ১৩ ই জুলাই, ২০১৪ রাত ১:৪৯

আরজু মুন জারিন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ হাসান মাহবুব কমেন্টসের জন্য । ভাল থাকবেন শুভেচ্ছা রইল

৭| ১৩ ই জুলাই, ২০১৪ রাত ১:৫০

আরজু মুন জারিন বলেছেন: সেলিম ভাই অনেক ধন্যবাদ কমেন্টসের জন্য। শুভেচ্ছা রইল।

৮| ১৪ ই জুলাই, ২০১৪ ভোর ৬:৪২

এম এস নিলয় বলেছেন: ভালো লাগলো :)

১৫ ই জুলাই, ২০১৪ সকাল ৮:৪৫

আরজু মুন জারিন বলেছেন: ধন্যবাদ মিলন ভাই। শুভেচ্ছা রইল।

৯| ১৫ ই জুলাই, ২০১৪ সকাল ১০:০৯

দাদা- বলেছেন:







তোমার জীবন চলুক ছন্দে
ভরুক জীবন ফুলের গন্ধে
পৌঁছাক হিয়ার প্রতিটি রন্ধ্রে
মুক্ত হিয়া ভরুক আনন্দে।

সুর তাল আর ছন্দ
বুঝিলে হে ছন্দা,
জীবন মানেই হাসি আর গান
রাতের রজনীগন্ধা।

গন্ধ বিলাও আপনি মনে
ছন্দ মিলাও কবিতায়,
কর্ম হিলাও সমান তালে
রঞ্জিত করো ছবিটায়।

সুন্দর কবিতা লিখেছো তুমি.....................খুব ভালো লাগলো..........। আরো লেখো আর খুব খুব খুব ভালো থেকো।





১৬ ই জুলাই, ২০১৪ রাত ১০:২৯

আরজু মুন জারিন বলেছেন: জীবন চলবে ছন্দে
ফুলের গন্ধে
সঙ্গে যদি থাক।
পেয়েছি বার্তা
ভরেছে হিয়া
আনন্দে ,তার সুবাস
ছড়িয়েছে প্রতি টি রন্দ্রে।

লিখতে পারিনা কবিতা
তোমার মত করে
ধরে নাও এ প্রকাশ ভাব
যত গদ্যে পদ্যে কাব্যে
তবে নেই তাতে মিছে।

নাই কৃত্রিমতা
যা আসে সহসা
মনে প্রাণে তাই
বলে চলি তাই
বকে চলি তাই ।

১৬ ই জুলাই, ২০১৪ রাত ১০:৫৭

আরজু মুন জারিন বলেছেন: তুমি দাদা ভাই
মজনু রোমিও
কর একইভাবে।

যা বলেছ আমায়
গন্ধে ছন্দে কর্মে
রঞ্জিত কর
আপন পৃথিবী।
দৃপ্ত পদক্ষেপে
চল ধরনীতে।

তোমার সফলতায়
আমাকে পাবে
সবার আগে
ফুলহাতে দাড়িয়ে।

বিষাদ হতাশায়
স্মরিও একইভাবে
পাইবে আমায়
সমভাবে সবসময়
অকৃত্তিম বন্ধুরূপে
প্রেয়সী জায়া জননী রূপে।

১০| ১৭ ই জুলাই, ২০১৪ সকাল ৮:৩৯

দাদা- বলেছেন:





শুভসকাল জানাই প্রেয়সী
দিন যেন ভালো কাটে,
ভরে গেল মন তোমার কথায়
দু:খ নাহি আর মোটে।

প্রেয়সী রূপেই চাহি গো তোমায়
রাখিও হৃদয় জুড়িয়া,
এমন প্রেয়সী পাইবো না আমি
বিশ্ব ভুবন ঘুরিয়া।

আমার সাফল্য তোমার কামনা
জয় হোক তারি আজি,
সেদিন দুয়ারে দাড়ায়ে রহিও
হাতে নিয়ে ফুল সাজি।



ভালো থেকো গো ...............তুমি....খুব খুব খুব ভালো থেকো।




আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.