নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলো ছায়ায় আমার ভূবন

আমি কনফিউসড চরিত্রের মানুষ।অগোছালো সবকিছুতে দোদূল্যমনতা আমার বৈশিষ্ট্য।টু বী অর নট টু বী এই দ্বন্ধে চলছে জীবন।

আরজু মুন জারিন

নিজের সম্পর্কে বলার মত কিছু করা হয়ে উঠেনি এখন। ব্লগ এ লেখা টা প্রথমে ছিল সামাজিক দায়বদ্ধতা। মেসেজ শেয়ার করা। তবে লিখতে লিখতে এখন লেখার ভালবাসায় পড়ে গিয়েছি। নিজে যেমন লিখতে পছন্দ করি অন্যের লেখা ও একই পছন্দ নিয়ে পড়ি। লেখালিখির আরেকটা বড় উদ্দেশ্য হল (অন্যের দৃষ্টিতে তা ফানি মনে হবে ) সামাজিক বিপ্লব করা , মানুষের জীবনে স্বাছন্দ্য আনয়ন করা মূলত আমার দেশের মেয়েদের লেখিকাদের আমি বড় প্ল্যাটফর্ম এ দেখতে চাই। আমাদের দেশে ভাল লেখিকা অনেক কম। অথচ আমার মন বলে অনেক ট্যালেন্ট মেয়েরা আছে। অনগ্রসর সামাজিক পরিস্থিতির কারণে মেয়েরা এক বৃত্তে বন্ধী হয়ে আছে। আমি খুব চাই ওই বাধা সরিয়ে আলোয় ,সাহিত্যে জ্ঞানে আমাদের মেয়েরা পথ চলুক। প্রচলিত দৃষ্টিতে সমাজে চলতে মেয়েদের বাধা গুলি চিহ্নিত করা আমার লেখালিখির আরেকটি উদ্দেশ্য। প্রগতির কথা বলতে চাই ভদ্রতায় , শালীনতায় এবং মর্যাদায়। সামাজিক আভ্রু ভেঙ্গে নয় যা তসলিমা নাসরিন করেছিলেন। বেগম রোকেয়া আমার পথ প্রদর্শক। তিনি মেয়েদের পাদ প্রদীপের আলোয় নিয়ে এসেছিলেন ঠিক ই রক্ষনশীলতার ঢাল ভেঙ্গে নয় , মর্যাদায় থেকে আলোতে নিয়ে এসেছেন মেয়েদের।

আরজু মুন জারিন › বিস্তারিত পোস্টঃ

তটিনী তন্বীর আনন্দ বেদনার কাব্য

১৬ ই জুলাই, ২০১৪ রাত ১১:২৩

তটিনী ছন্দময়ী সে

চলে আপন ছন্দে

আপন মহিমায়

লেখায় কবিতায়

বিভোর আপন রাজ্যে।



দূর থেকে শত তারে

কাছে আসতে চায়

কেও কেও বারে বারে।

আসতে গিয়ে থমকে দাড়ায়

কেও কেও প্রনয়্পার্থী

প্রেমিক আশিক।



তন্বী সে সুন্দরী সে

অপুরূপ মহিমাময়ী সে

আপন সৌন্দর্য্যে

হয়না বিভোর।

জানে সে তার যত

রূপ , মহিমা যেন

ব্যবধান তার

আপনার সাথে।



আপন তাকে দেখে

অস্বস্তিভরে____

প্রিয়জন প্রেমী আসে

কামনাভরে___

শেষে দুরে ফেলে

যায় অবহেলার ভানে।

তার রূপ গুন চরিত্র

সব যেন তার সুখের

প্রতিবন্ধক।



তটিনী তন্বী সে

ঘর স্বামী আপন

বন্ধু পরিজন সবার চোখে

একই সাথে বিস্ময়ের

আবার পরিত্যাজ্য।



পায়নি সে ভালবাসা কভু

ওই অর্থে যা

সাধারণ মেয়ের নাগালে

তার চারিপাশে আছে যারা

যাতে নাই হৃদয়, নাই প্রাণ।



তটিনী তন্বী বড় বিষন্ন

হাসির আড়ালে দুঃখ ঢেকে

চলে সে। বন্ধু তার সদা

প্রার্থনা আর তার পালনকর্তা।

মন্তব্য ৩৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুলাই, ২০১৪ রাত ১১:৩৯

হামিদ আহসান বলেছেন: বাহ, অনেক মিষ্টি একটা কবিতা !!

১৬ ই জুলাই, ২০১৪ রাত ১১:৫১

আরজু মুন জারিন বলেছেন: সত্যি কি হামিদ ভাই ? আমি কবিতা ,ছন্দ বুঝিনা। তারপরে ও লিখি। যখন গল্প লিখতে লিখতে একঘেয়েমিতে পেয়ে বসে তখন চেষ্টা করি ছন্দ, বিচিত্রতা আনতে লেখায়। ...

১৬ ই জুলাই, ২০১৪ রাত ১১:৫৩

আরজু মুন জারিন বলেছেন: ধন্যবাদ হামিদ ভাই পড়ার জন্য, কমেন্টসের জন্য। ....এবং প্রসংশার জন্য। ভাল থাকবেন।

২| ১৬ ই জুলাই, ২০১৪ রাত ১১:৪১

হামিদ আহসান বলেছেন: শেষে দেখছি বিষন্নতা।

সবমিলিয়ে ভাল লাগল কবিতা। শুভকামনা নিরন্তর..............

১৬ ই জুলাই, ২০১৪ রাত ১১:৫৫

আরজু মুন জারিন বলেছেন: হাসি কান্না
হীরা পান্না
আনন্দ বেদনা
বিষন্নত
জীবনের কাব্য।

১৬ ই জুলাই, ২০১৪ রাত ১১:৫৭

আরজু মুন জারিন বলেছেন: আপনার জন্য ও শুভকামনা নিরন্তর। ধন্যবাদ কমেন্টসের জন্য।

৩| ১৭ ই জুলাই, ২০১৪ সকাল ৭:১৩

জসীম অসীম বলেছেন: A BIRD CAN'T LIVE WITHOUT AERIAL CUSTODY-
A POET CAN'T LIVE WITHOUT HOSPITAL---------------------------------------------------------------------------------WITHOUT -----------------------------AERIAL CUSTODY

১৭ ই জুলাই, ২০১৪ সকাল ৯:০৯

আরজু মুন জারিন বলেছেন: ভাল বলেছেন। আমি কমেন্টসের সাথে একাত্ম বোধ করছি। তবে আপনি কি অর্থে কমেন্টস করেছেন? এ কি কোন কোটেশন না কি আপনার লিখিত কোন মন্তব্য। ব্যখ্যা করবেন।

১৭ ই জুলাই, ২০১৪ সকাল ৯:১০

আরজু মুন জারিন বলেছেন: চমৎকার কমেন্টসের জন্য অনেক ধন্যবাদ জসিম অসীম ভাই । শুভেচ্ছা রইল।

৪| ১৭ ই জুলাই, ২০১৪ সকাল ৮:২১

হিমেল হাসান কাগজের খেয়া বলেছেন: খুব ভালো লাগল। কিন্তু আপু আমি তটিনী কথাটার মানে বুঝিনা যদি একটু বলে দিতেন।

১৭ ই জুলাই, ২০১৪ সকাল ৯:০৭

আরজু মুন জারিন বলেছেন: তটিনী নদী মা মেয়ে নদী কে মা মেয়ে গভীর অর্থে বোঝায়।

তন্বী তরুণী মেয়ে, নদী মা একটা মেয়ের ভিন্ন ভিন্ন রূপ।

১৭ ই জুলাই, ২০১৪ সকাল ৯:০৮

আরজু মুন জারিন বলেছেন: ধন্যবাদ ভাই কমেন্টসের জন্য। শুভেচ্ছা রইল।

৫| ১৭ ই জুলাই, ২০১৪ সকাল ৯:৩৮

দাদা- বলেছেন:





যে তটিনী বয়ে চলে ছিল
এত কাল ধরে,
মিলিতে সাগর আজি
এলো তার ঘরে ।

সাগর এসেছে গো
তটিনীর অন্তরের টানে,
উচ্ছ্বলিয়া উঠি সে সিন্ধু
মিলিতে চায় মনে প্রাণে।

রূপ রং গন্ধ নেয় চিনে
আপনি তার প্রিয় জনে,
ভাসিবে না ঘর বাড়ি
তার জলস্রোত আর বানে।

যদি ভাবো ফুল তবে
মৌমাছি নহি এই ভেবে,
এসেছে মৌটুসী আজ
ফুলেতে বাসর সাজি নেবে।

(মৌটুসি পাখি যেমন বাসা বাধে না, ফুলের কাছে আসে ফুলের মধু খেয়ে তার ফুলের মধ্যেই ঘুমিয়ে পরে ফুলকে আপন ভেবে )


লিখে যাও তোমার আপন ছন্দে মনের আনন্দে ------------ ভীষণ ভালো লিখেছো। মন খারাপের কথা লিখো না, লিখো না বিষন্নতায় আছন্ন করো না লেখা । মন খারাপ হয়ে যায়। লেখো আনন্দ আবেগঘন কবিতা।

এগিয়ে চলো.....চরৈবেতি................শুভেচ্ছা রইল অনেক অনেক অনেক।



১৭ ই জুলাই, ২০১৪ সকাল ১০:৫৫

আরজু মুন জারিন বলেছেন: ওহ দাদা ভাই দাদা ভাই
মজনু ভাই। .আগে
হৃদয়ের উচ্ছ্বাস
জানিয়ে যাই ..অনেক খুশি হই তোমার কমেন্টসে , কবিতায়। তুমি আমাকে আমার সেই টিন এজ এ নিয়ে যাচ্ছ বারবার।

১৭ ই জুলাই, ২০১৪ সকাল ১০:৫৯

আরজু মুন জারিন বলেছেন: তটিনী এসেছে
মিলিতে সাগরে
আর বলবেনা
সে বেদনার কথা
লিখে যাবে
শুধু হৃদয় সুধায়
মিলনের আনন্দ গাথা

১৭ ই জুলাই, ২০১৪ সকাল ১১:০৩

আরজু মুন জারিন বলেছেন: মৌমাছি ভ্রমর নহে তবে
এসেছে মৌটুসী আজি
অবাক হয়ে যাই এই ভেবে
তুমি কিভাবে বল কথা
যা শোনার ইচ্ছে ছিল
আমার এতকালের
চিন্তার স্রোত দুইজনের
একই বেগে প্রবাহিত।

১৭ ই জুলাই, ২০১৪ সকাল ১১:০৫

আরজু মুন জারিন বলেছেন: মৌমাছি ভ্রমর নহে তবে
এসেছে মৌটুসী আজি
অবাক হয়ে যাই এই ভেবে
তুমি কিভাবে বল কথা
যা শোনার ইচ্ছে ছিল
আমার এতকালের
চিন্তার স্রোত দুইজনের
একই বেগে প্রবাহিত।

১৭ ই জুলাই, ২০১৪ সকাল ১১:১১

আরজু মুন জারিন বলেছেন: আপন চিনে তার জন
রূপ রং গন্ধ নিয়েছি চিনে
ভাসিবে না আর বাড়ি
জলস্রোত আর বানে।

১৭ ই জুলাই, ২০১৪ সকাল ১১:১৫

আরজু মুন জারিন বলেছেন: সিন্ধু বারি উছলিয়া উঠে
আবেগে মর্মে কপিয়া উঠে
মিলিতে চায় মনে প্রাণে
তটিনীর অন্তরের টানে।

৬| ১৭ ই জুলাই, ২০১৪ সকাল ১১:২০

দাদা- বলেছেন:




মনের বয়স বাড়তে দিও না
রও যৌবন মদে মত্তা ,
কিছুতেই যেন হারিয়ে না যায়
আপন জীবন সত্তা ।

রসে বসে মন ভিজিয়ে রাখো
রঙে মন নাও রাঙিয়ে,
হৃদয় মাঝারে যতন করে
রাখো ভালোবাসা টাঙিয়ে।

শোনাতে এসেছি আপনার জনে
আপনার কাহিনী কাব্য,
তুমি আমি এক স্রোতে ভাসি
এটাই তো ছিল ভবিতব্য ।


১৭ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৩৯

আরজু মুন জারিন বলেছেন: আমি ও যে শুনিয়েছি
আপন জীবন কাব্য
তটিনীর আড়ালে
বিগত জীবনটা আমার
বিষাদে ভরা।

পায়নি যে কেও আচ
আমি তটিনী নারী
ভাবি সময় সময়
সেবাই যে মায়ের কাজ
তাতে হৃদয় টা ছিল
উপেক্ষিত কতকাল

তবে স্রোত কেটেছে আজ
পলি গিয়েছে সরে
তটিনী তন্বীর হয়েছে আজ
নুতুন জাগরণ
যা তোমার প্রেরণা
ভালবাসায় ,কৃতজ্ঞ চিত্তে
স্মরি ,তা বারবার।

১৯ শে জুলাই, ২০১৪ রাত ১২:০৬

আরজু মুন জারিন বলেছেন: মনে মনে নিজেকে ভাবি
যেমন ছিলাম
পনর বছরে আমি
এখন ও যেন ঠিক
সেরকম ই আছি
দেহে পরিবর্তন হয়েছে হয়ত
মন আছে একই
থাকবে ও একই যখন
যাব জীবন সায়াহ্নে অথবা
হব বৃদ্ধা।

৭| ১৭ ই জুলাই, ২০১৪ দুপুর ১:১৭

bakta বলেছেন:





কবিতা অসাম হয়েছে । ভালোবাসার আবেগ মিশ্রিত বেশ প্রেমময় । শিহরণ অনুভব করছি । জয় হোক.......................................।

১৭ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৪১

আরজু মুন জারিন বলেছেন: ভালোবাসার আবেগ মিশ্রিত বেশ প্রেমময় আপনার কমেন্টস । শিহরণ অনুভব করছি । জয় হোক.আপনার ও ।

১৭ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৪২

আরজু মুন জারিন বলেছেন: ধন্যবাদ বক্তা মন্তব্যের জন্য। শুভেচ্ছা রইল।

৮| ১৭ ই জুলাই, ২০১৪ দুপুর ১:৫১

সজিব ইসলাম বলেছেন: তটীনির আনন্দতো দেখলামনা পুরোটাইতো বেদনা। তবে জনাব/জনাবা, আপনি কি জানেন আপনি যে ভালো লিখেন? আমার মনে হয় ঠিক ঠাক চালিয়ে গেলে ভবিশ্ব্যতে ভালো কবি হতে পারবেন। ধন্যবাদ।

১৭ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৪৫

আরজু মুন জারিন বলেছেন: ভবিষ্যতে। ..দেরী করিয়ে দিচ্ছেন। এখন ও কি ভাল কবি হতে পারিনি।
যাই হোক প্রশংসায় মন ভরে গেল। ধন্যবাদ। শুভেচ্ছা রইল জনাব।

১৭ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৪৬

আরজু মুন জারিন বলেছেন: তটিনীর অতীতের বেদনা বললাম। ভবিষ্যতের আনন্দের কথা তো আপনি বলে দিলেন। বড় কবি হব।

১৮ ই জুলাই, ২০১৪ রাত ১২:০৬

আরজু মুন জারিন বলেছেন: তটিনীর আনন্দ হল মিশবে সাগরে। ...তন্বী জন্ম ভাল পরিবারে, শিক্ষা দীক্ষা আনুকূল্যে ছিল ভাল পরিবেশে ওই অর্থে ভাগ্য ভাল। খাওয়া পরা ভাল পরিবেশের অভাব ছিলনা। বেদনা যা সে তার ভবিতব্য।

৯| ১৮ ই জুলাই, ২০১৪ সকাল ৯:৩৬

দাদা- বলেছেন:
কিছুই নাহি বিষাদে ভরা
আছি যে পাশে সব খানে,
ভুলে যাও সব দু:খ জ্বালা
তাকাও আজি সমুখ পানে।

বিষাদে আর নয় হরিষে রহিও
মন কে রাখিও শান্ত,
নহি হও বিচলিত কিছুতেই
ভাঙিও না হয়ে ক্লান্ত ।

জীবন মানেই শুধু সংগ্রাম
জীবন মানেই লড়াই,
জীবন মানেই দু:খ সুখের
প্লাবনে ভাসানো কড়াই।

ঝড় ঝঞ্জা্ উথান পাথান
বিরহ ব্যাথা ও বেদনা,
হইও গো আজি সহনশীলা
অন্তরে কভু কেঁদো না।

করিও স্মরণ আসিবো পাশে
যেখানেই যেভাবে থাকি,
তোমার চলার পথে গো আজি
ফুল-শুভেচ্ছা ঢেলে রাখি।



ভালো থেকো অনেক অনেক অনেক.........শুভেচ্ছা রাখলাম............আর সাথে অকৃত্রিম ভালোবাসা।




১৮ ই জুলাই, ২০১৪ সকাল ১০:৪৬

আরজু মুন জারিন বলেছেন: করিব স্মরণ সত্যি
আসিও পাশে
চলার পথে গো
শুভেচ্ছা ঢেলে রাখিও ।

১৮ ই জুলাই, ২০১৪ রাত ১১:৩৬

আরজু মুন জারিন বলেছেন: বিষাদে আর নয় হরিষে রহিও
মন কে রাখিও শান্ত,
নহি হও বিচলিত কিছুতেই
ভাঙিও না হয়ে ক্লান্ত ।

১৮ ই জুলাই, ২০১৪ রাত ১১:৩৯

আরজু মুন জারিন বলেছেন: ভুলে গেলাম সব দু:খ জ্বালা তবে
তাকালাম আজি সমুখ পানে
আছ যে পাশে সব খানে,
কিছুই নাহি বিষাদে ভরা

১৯ শে জুলাই, ২০১৪ রাত ১২:১২

আরজু মুন জারিন বলেছেন: না ভাবি এভাবে
জীবন চলুক জীবনের নিয়মে
জীবন মানেই যে
শুধু সংগ্রাম বা লড়াই,
বাচি সহনশীল হয়ে
প্রেরনায় শক্তিতে ।

১৯ শে জুলাই, ২০১৪ রাত ১২:১৪

আরজু মুন জারিন বলেছেন: তুমিও ভালো থেকো অনেক
অনেক অনেক.........
শুভেচ্ছা রাখলাম...........
.আর সাথে অকৃত্রিম ভালোবাসা।

১০| ৩১ শে জুলাই, ২০১৪ সকাল ৯:১৯

চড়ুই বলেছেন: আপু এই কবিতা টি আজকে পড়লাম বেশ ভালো লেগেছে। তার চেয়েও বেশি ভালো লেগেছে কবিতাটির মধ্যে আমার নাম দেখে
"তন্বী"। প্লাস।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.