নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলো ছায়ায় আমার ভূবন

আমি কনফিউসড চরিত্রের মানুষ।অগোছালো সবকিছুতে দোদূল্যমনতা আমার বৈশিষ্ট্য।টু বী অর নট টু বী এই দ্বন্ধে চলছে জীবন।

আরজু মুন জারিন

নিজের সম্পর্কে বলার মত কিছু করা হয়ে উঠেনি এখন। ব্লগ এ লেখা টা প্রথমে ছিল সামাজিক দায়বদ্ধতা। মেসেজ শেয়ার করা। তবে লিখতে লিখতে এখন লেখার ভালবাসায় পড়ে গিয়েছি। নিজে যেমন লিখতে পছন্দ করি অন্যের লেখা ও একই পছন্দ নিয়ে পড়ি। লেখালিখির আরেকটা বড় উদ্দেশ্য হল (অন্যের দৃষ্টিতে তা ফানি মনে হবে ) সামাজিক বিপ্লব করা , মানুষের জীবনে স্বাছন্দ্য আনয়ন করা মূলত আমার দেশের মেয়েদের লেখিকাদের আমি বড় প্ল্যাটফর্ম এ দেখতে চাই। আমাদের দেশে ভাল লেখিকা অনেক কম। অথচ আমার মন বলে অনেক ট্যালেন্ট মেয়েরা আছে। অনগ্রসর সামাজিক পরিস্থিতির কারণে মেয়েরা এক বৃত্তে বন্ধী হয়ে আছে। আমি খুব চাই ওই বাধা সরিয়ে আলোয় ,সাহিত্যে জ্ঞানে আমাদের মেয়েরা পথ চলুক। প্রচলিত দৃষ্টিতে সমাজে চলতে মেয়েদের বাধা গুলি চিহ্নিত করা আমার লেখালিখির আরেকটি উদ্দেশ্য। প্রগতির কথা বলতে চাই ভদ্রতায় , শালীনতায় এবং মর্যাদায়। সামাজিক আভ্রু ভেঙ্গে নয় যা তসলিমা নাসরিন করেছিলেন। বেগম রোকেয়া আমার পথ প্রদর্শক। তিনি মেয়েদের পাদ প্রদীপের আলোয় নিয়ে এসেছিলেন ঠিক ই রক্ষনশীলতার ঢাল ভেঙ্গে নয় , মর্যাদায় থেকে আলোতে নিয়ে এসেছেন মেয়েদের।

আরজু মুন জারিন › বিস্তারিত পোস্টঃ

এক বর্ষণ মুখর রাতে

১৭ ই জুলাই, ২০১৪ সকাল ৯:৩৭

সেদিন ছিল এরকম বৃষ্টি

ঝড় বাদলের রাত

ওর সাথে পরিচয়ের ক্ষণ__



আনমনা বন্ধুটি কিছুক্ষণ



সাদা শাড়ীতে বৃষ্টিতে ভিজে

লাগছিল তাকে

বড়ই মহিমাময়ী মায়াবী

ছিলাম সাথে আমরা

ঘড়ির ঘন্টা কাটায়

দুই ঘন্টা।



যা ছিল জন্মের বন্ধনের বড় ___



দীর্ঘ শ্বাস ফেলে

বন্ধুটি আবার বলে উঠে।



তারপর কোথায় গেল

সেই মায়াবী, সুধায়

বন্ধুটি হাসি মুখে।



বিষন্নতা আবার পেয়ে বসে

বন্ধুটিকে।

বুঝলাম কারণটি এতক্ষণে

বন্ধুর বিয়েতে অসন্মতিতে।



সেরকম আর কোন

মায়াবী কি নাই আজ ?



কথা হচ্ছিল দুইবন্ধুতে

ট্যাক্সিতে যাওয়ার পথে

এক কনে দেখতে যাওয়ার কালে।



নিশ্চিত আমি ,এই কনেকে ও

পছন্দের কোন কারণ নাই।

হারিয়ে ফেলেছি যাকে

খুঁজে তাই ফিরেছি তাকে।



কনের বাসায় গল্প গুজবে

চায়ে নাস্তায় বিদায় নেওয়াকালীন

সময়ে দেখা কণেতে

এবার বন্ধুটি মূর্ছিত প্রায়



সময় কি থেমে গেল তায়



এই যে সেই ,এই যে সেই

হরষে আনন্দে

বলতে থাকে বন্ধুটিতে

মেয়েটির ঘোমটা পড়েছে খসে

হতবাক যেন সে ও কিছুটা



দুজনে দৃষ্টি স্থাপিত হল

একই সেতুতে , হৃদয়ে

একই আবেগে।

মেয়েটি ও বসে পড়ে

সামনের কাউচে

হৃদয়ের প্রবল আলোড়নে



তার দৃষ্টি ও যেন বলতে চাইল

আমি ও যে খুজেছি তোমায়

বহুদিন ,অনেকদিন।



হেসে উঠে বব্ধু টি তৃপ্তিতে

আনন্দে , বড় মিলনের

ঘটনার সাক্ষীতে।

মন্তব্য ৩২ টি রেটিং +১/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুলাই, ২০১৪ সকাল ৯:৫২

হোসেন মনসুর বলেছেন: ভাই আমার উপরের কমেন্টি দয়া করে মুছে দিয়েন কারন আমি ভূলে অন্য একটি ব্লগে কপি পেষ্ট করতে গিয়ে এইটায় করে ফেলেছি। তবে হ্যা আপনার লেখাটি সুন্দর।

১৭ ই জুলাই, ২০১৪ সকাল ১০:১৮

আরজু মুন জারিন বলেছেন: লোল .. দিলাম ডিলিট করে। একদিন আমার এরকম হয়েছিল। একজনের কমেন্টস আরেকজনের পেজ এ চলে গেছে। অনেক ব্লগ এ একসঙ্গে লিখতে গেলে এই অবস্থা হয়। ভাবছি শুধু একব্লগ মেনটেন করব এখন থেকে। যখন একটা তে লিখব অন্য ব্লগ এর সাথে সম্পর্ক থাকবেনা। ...............লোল

২| ১৭ ই জুলাই, ২০১৪ সকাল ১০:১২

দাদা- বলেছেন:
ভালো হয়েছে...........অনেক সুন্দর।

বর্ষণ মুখর রাতে মিলনের আনন্দে এল ঝড়,বাদল স্নিগ্ধ করলো ধরনী, শান্ত হল মন হৃদয়, মিলিত করলো আপনার আপনারে। দারুন..................... ।


চালিয়ে যাও ..............পাশে আছি।

১৭ ই জুলাই, ২০১৪ সকাল ১০:৪৭

আরজু মুন জারিন বলেছেন: মজনু দা তোমার জন্য অপেক্ষা করে বসে ছিলাম। এ কবিতা তোমার জন্য লেখা। একদিন কোন এক গুহা য় ঝড় বৃষ্টির রাতে তোমার আমার প্রথম মোলাকাত। পরে আমরা হারিয়ে গেলাম জীবনের গহ্বরে। আজ আমাদের দেখা হল পুনরায় ঘটনার নায়কটি হল তুমি। .....মেয়েটি। .......

১৭ ই জুলাই, ২০১৪ সকাল ১০:৪৮

আরজু মুন জারিন বলেছেন: bz:bz:bz(*)~:>@};-

১৭ ই জুলাই, ২০১৪ সকাল ১০:৫১

আরজু মুন জারিন বলেছেন: বর্ষণ মুখর রাত
মিলনের আনন্দে
এল ঝড়,
বাদল স্নিগ্ধ করলো ধরনী
শান্ত হল মন হৃদয়,
মিলিত করলো
আপনার আপনারে।

শান্ত হল মন আমার
দাদাকে আমার পেজ এ পেয়ে।
ভাল থাক আমার দাদা
থাক অনেক সুন্দর
হাসি খুশি ....

৩| ১৭ ই জুলাই, ২০১৪ সকাল ১০:৫৭

হিমেল হাসান কাগজের খেয়া বলেছেন: খুব ভালো লাগল।।।।।।।
হৃদয়ের প্রবল আলোড়নে
তার দৃষ্টি ও যেন বলতে চাইল
আমি ও যে খুজেছি তোমায়
।।।।।।।।।।।।।।।।।।।।
আমার মন এটাই বলে

৪| ১৭ ই জুলাই, ২০১৪ সকাল ১১:০৫

দাদা- বলেছেন: সে কথা কি আর বুঝিনি প্রিয়া
আজিও র‌য়েছি বক্ষ জুড়িয়া,
তুমিই যে ছিলে মোর নায়িকা
মায়ার বাঁধনে বাঁধিয়া এ হিয়া।

তোমার পেজেই তো থাকি...........। আর কোথাও যাই না ।

প্রিয়ার পেজে প্রিয়ার খোঁজে
দিন করি রাত, রাত দিন,
রেখে যাই যত চিহ্ন আমার
হয়ে যাই সেথা বিলীন ।

১৭ ই জুলাই, ২০১৪ সকাল ১১:২৪

আরজু মুন জারিন বলেছেন: প্রিয়র পেজে প্রিয়র খোঁজে
রাত দিন করি পার
রেখে যাই চিহ্ন যত
রাত জেগে খাচ্ছি যত
বাদাম ,ফেলছি খোসা তত
তোমার জন্য পাঠিয়ে দিলাম
কিছু কল্পনাতে।

১৮ ই জুলাই, ২০১৪ রাত ৩:০৫

আরজু মুন জারিন বলেছেন: আমি ছিলাম সে নায়িকা
তুমি ছিলে নায়ক,জানি
মায়ার বাঁধনে বাঁধিয়া
ছিলে বক্ষ জুড়িয়া ।

৫| ১৭ ই জুলাই, ২০১৪ সকাল ১১:২৯

ইমদাদ হক বলেছেন: সাদা শাড়ীতে বৃষ্টিতে ভিজে
লাগছিল তাকে
বড়ই মহিমাময়ী মায়াবী
ছিলাম সাথে আমরা
ঘড়ির ঘন্টা কাটায়
দুই ঘন্টা।
-
কিছু ক্ষেত্রে মিলে যায় নিজের কিছু ঘটনার সঙ্গে।

১৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:৪১

আরজু মুন জারিন বলেছেন: কিছু ক্ষেত্রে মিলে যায় নিজের কিছু ঘটনার সঙ্গে??? কার ?

৬| ১৭ ই জুলাই, ২০১৪ সকাল ১১:৩১

দাদা- বলেছেন:





গ্রহণ করিয়া উদরে পুরিয়া
তৃপ্ত বাদাম খাইয়া,
রজনী দেখো গভীর লাগিছে
পড়ো গো এবার শুইয়া।

১৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:৩৮

আরজু মুন জারিন বলেছেন: এই কমেন্টস করা ছিল
পোস্ট টায় যায়নি
করা হয়নি খেয়াল ,দুঃখিত
বলতে এলাম সুপ্রভাত
শুভরাতের বদলে

১৮ ই জুলাই, ২০১৪ রাত ৩:০৮

আরজু মুন জারিন বলেছেন: নিদ আসিতেছে ভারী
পড়িলাম গো শুয়ে
যদি দিন এখন
নহে রাত।

৭| ১৭ ই জুলাই, ২০১৪ দুপুর ১:১০

bakta বলেছেন:






হুম খুব ভালো লিখেছেন আরজু দেবী। ভালো থাকবেন সব সময়। লিখে যান আরো প্রেম কাহিনী । শুভেচ্ছা থাকলো অনেক ।

১৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:৪৪

আরজু মুন জারিন বলেছেন: বক্তার বক্তব্যে প্রীত আরজু দেবী।

ভাল থাকুন সদা
বক্তব্য চালিয়ে যেতে থাকুন
মঞ্চে, হাটে, ঘাটে
উপযুক্ত স্থানে।
ধন্যবাদ বক্তা ।

৮| ১৭ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:০৪

সেলিম আনোয়ার বলেছেন: এখন বর্ষন মুখর রাতে
চলনা বৃষ্টিতে ভিজি তুমি আমি এক সাথে।
ভিজেছে মন আজ
চল ভিজে ভিজে পার করি সারা রাত । :P

১৭ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:২৯

আরজু মুন জারিন বলেছেন: কি বলে সেলিম ভাই
সেন্সর সেন্সর !!!
যেতে হবে আপনাকে
এফ ডি সি এর ফ্লোরে ।
হইয়া ওমর সনি
মৌসুমী র হাত ধরে
করিতে হইবে
এই স্বপ্ন পূরণ।

আপনার স্বপ্ন পূরণে
এক্ষণে এই শুভকামনা।
তারসাথে ধন্যবাদ
খানি পাওনা
কমেন্টসের জন্য।
আমার ও যে ভিজে গেল
মনটা
কমেন্টস টায়।

৯| ১৭ ই জুলাই, ২০১৪ রাত ১০:৫৬

মামুন রশিদ বলেছেন: বর্ষণ মুখর রাতে বড্ড ঘুম পায় যে.. 8-|

১৮ ই জুলাই, ২০১৪ রাত ১২:০০

আরজু মুন জারিন বলেছেন: সবার ই বড্ড ঘুম পায় .............আমার ও।

১৮ ই জুলাই, ২০১৪ রাত ১২:০২

আরজু মুন জারিন বলেছেন: ধন্যবাদ মামুন ভাই কমেন্টসের জন্য। শুভেচ্ছা রইল।

১০| ১৮ ই জুলাই, ২০১৪ রাত ১২:২২

হামিদ আহসান বলেছেন: সুন্দর হইছে । এই রকম আরো লিখতে পারেন....................

১৮ ই জুলাই, ২০১৪ রাত ২:১৮

আরজু মুন জারিন বলেছেন: হামিদ ভাই ধন্যবাদ কমেন্টসের জন্য। শুভেচ্ছা রইল।

১১| ১৮ ই জুলাই, ২০১৪ সকাল ৯:১৯

দাদা- বলেছেন:
জানিনা কারা পাল্লা দিতে
আসছে কাছে লাইলিরে,
প্রেম নিবেদন করছে তারা
আমায় এবার খাইলি রে।

যাই কোথা গো এবার আমি
লুকাই কোথায় লজ্জামুখ,
ভাগ বসাতে মারছে থাবা
সুখের ঘরে হানিয়া দুখ।

ধরছে মাথা,কাঁপছে যে বুক
চক্ষে দেখি অন্ধকার,
চাইছে তারা কেড়ে নিতে
জানিনে লাইলি হবে কার।


১৮ ই জুলাই, ২০১৪ সকাল ৯:৩১

আরজু মুন জারিন বলেছেন: লাইলী আছে মজনুর ই
থাকবে সদা মজনুর ই
কেও খেতে আসছেনা মজনুকে
লাইলী তবে আছে কিকরে
(ছন্দ আসছেনা মজনু )

১৮ ই জুলাই, ২০১৪ সকাল ৯:৩২

আরজু মুন জারিন বলেছেন: কিরে তুমি কোথা থেকে
কি ভাবরে পুতুল তুমি
কে বসাতে যাবে ভাগ
তোমার সুখের ঘরে
হানিয়া দুঃখ।

১৮ ই জুলাই, ২০১৪ সকাল ৯:৩৬

আরজু মুন জারিন বলেছেন: ধরছি মাথা ,ধরছি হাত
তার সাথে কান করছি
দেখেনা অন্ধকার ,দিছি
প্রতিশ্রুতি , এই মর্মে
কেও পারবেনা নিতে কেড়ে
লাইলী যে মজনুর।

১৮ ই জুলাই, ২০১৪ সকাল ৯:৩৮

আরজু মুন জারিন বলেছেন: দাদা ভাই সুখে থাক
শান্তিতে থাক
শতভাগ শান্তি পূর্ণ
মন নিয়ে।

১২| ১৮ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:২৭

দাদা- বলেছেন:





শুনে আমি বড়ো সুখী
লাইলি যে মজনুর,
লাইলি যে মোর প্রাণ
সে যে হীরে কোহিনূর।

কেহ নাহি লবে কেড়ে
থাবা নাহি মেরে ঘরে
শুনে মনে শান্তি,
দূর হলো ক্লান্তি ।

১৩| ২১ শে জুলাই, ২০১৪ সকাল ১০:৩৮

দাদা- বলেছেন: লেখক বলেছেন: দাদা ভাই সুখে থাক
শান্তিতে থাক
শতভাগ শান্তি পূর্ণ
মন নিয়ে।








তোমায় পেলেই শান্তি আমার
তোমায় পেলেই সুখ,
তোমায় পেলেই ধন্য হবো
গর্বিত মোর বুক।

তোমায় পেলেই জীবন সার্থক
তোমায় পেলেই খুশি,
তোমায় পাওয়ার আশায় তো
গো আমি যে ভালোবাসি।


পারো না কি সুখটি দিতে
দিয়ে তোমার মনটি,
ভালোবাসায় ভরিয়ে দিতে
ভরিয়ে ঘরের কোণটি।

পারো নাকি নিজের করে
আমায় ডেকে নিতে,
তোমার কাছে সারাজীবন
বেঁধে আঁচল টি তে ।।

১৪| ২১ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:১৪

অর্বাচীন পথিক বলেছেন: Nice romantic poem sis.....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.