নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলো ছায়ায় আমার ভূবন

আমি কনফিউসড চরিত্রের মানুষ।অগোছালো সবকিছুতে দোদূল্যমনতা আমার বৈশিষ্ট্য।টু বী অর নট টু বী এই দ্বন্ধে চলছে জীবন।

আরজু মুন জারিন

নিজের সম্পর্কে বলার মত কিছু করা হয়ে উঠেনি এখন। ব্লগ এ লেখা টা প্রথমে ছিল সামাজিক দায়বদ্ধতা। মেসেজ শেয়ার করা। তবে লিখতে লিখতে এখন লেখার ভালবাসায় পড়ে গিয়েছি। নিজে যেমন লিখতে পছন্দ করি অন্যের লেখা ও একই পছন্দ নিয়ে পড়ি। লেখালিখির আরেকটা বড় উদ্দেশ্য হল (অন্যের দৃষ্টিতে তা ফানি মনে হবে ) সামাজিক বিপ্লব করা , মানুষের জীবনে স্বাছন্দ্য আনয়ন করা মূলত আমার দেশের মেয়েদের লেখিকাদের আমি বড় প্ল্যাটফর্ম এ দেখতে চাই। আমাদের দেশে ভাল লেখিকা অনেক কম। অথচ আমার মন বলে অনেক ট্যালেন্ট মেয়েরা আছে। অনগ্রসর সামাজিক পরিস্থিতির কারণে মেয়েরা এক বৃত্তে বন্ধী হয়ে আছে। আমি খুব চাই ওই বাধা সরিয়ে আলোয় ,সাহিত্যে জ্ঞানে আমাদের মেয়েরা পথ চলুক। প্রচলিত দৃষ্টিতে সমাজে চলতে মেয়েদের বাধা গুলি চিহ্নিত করা আমার লেখালিখির আরেকটি উদ্দেশ্য। প্রগতির কথা বলতে চাই ভদ্রতায় , শালীনতায় এবং মর্যাদায়। সামাজিক আভ্রু ভেঙ্গে নয় যা তসলিমা নাসরিন করেছিলেন। বেগম রোকেয়া আমার পথ প্রদর্শক। তিনি মেয়েদের পাদ প্রদীপের আলোয় নিয়ে এসেছিলেন ঠিক ই রক্ষনশীলতার ঢাল ভেঙ্গে নয় , মর্যাদায় থেকে আলোতে নিয়ে এসেছেন মেয়েদের।

আরজু মুন জারিন › বিস্তারিত পোস্টঃ

বট বৃক্ষ টি ছিল তাদের প্রেমের স্বাক্ষী

১৮ ই জুলাই, ২০১৪ রাত ৩:১২

এখানে একটি বট বৃক্ষ ছিল

সময়ের বিবর্তনে______

তার পাতা আজ ঝরঝর ।

গাছটার উপরে পাখিরা

সবসময় বসত

কিচির মিচির করত।



তার পাশে ছিল সজনে,

লতার সুন্দর বাগান

আর ও ছিল নানান

লতা গুল্মরাজি।



ঠিক সেইরকম ই ছিল যেন দৃশ্য

এরকম একটি সুনিবিড় শান্তিময়

শ্যামল ছায়াতে সেদিন তারা এসেছিল

দুজনে হাত ধরে দাড়িয়েছিল

পরস্পরের দিকে হেসেছিল ।



কি নাম তাদের ?

ছেলেটি রঞ্জন ,মেয়েটি কামিনী

বা বলি সুমন ,শ্বেতা ,রাগিনী শিহাব

যে কোন নাম হতে পারে

তাদের সেথায় ____

নাম মোটেই মুখ্য নয় হেতায়।



শত শত লোকের ভিড়ে

সমাজের ভ্রুকুটিকে উপেক্ষা করে

মাঝে দাড়িয়ে ছিল

দুটি অকুতোভয় প্রাণ

সকল রক্ত চক্ষু উপেক্ষা করে

গাছটাতে হেলান দিয়ে ।



ঠিক এইরকম একটি দৃশ্য_______



তাদের হাতে ছিল দুটি শিশি _____



তা অমৃত চরণামৃত

হ্যা তারা পান করেছিল

হেসে পরস্পরের দিকে তাকিয়ে

জেনে আর হবেনা বিছিন্ন।



সমাজ , আপনজন পরিজন

সবার চেষ্টা ছিল পরস্পরকে

করতে বিছিন্ন যাদের _______

যাতে সায় ছিলনা তাদের।

শেষ নিশ্বাস ত্যাগ করেছিল

পরস্পরের দিকে তাকিয়ে হেসে।



পথিক যাওয়ার পথে

দীর্ঘনিশ্বাস ফেলে ভাবে

কিভাবে কোন প্রাণে

মানুষ বিলিয়ে দেয়।



আপনাকে শ্বাশ্বত প্রেমে

প্রেম ভালবাসার শক্তিতে ।

অভিভূত পথিক হাসে একটু

তারপর যায় চলে স্বীয় গন্তব্যে।

মন্তব্য ৩৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুলাই, ২০১৪ রাত ৩:৩১

সেলিম আনোয়ার বলেছেন: একটা মাত্র রোমিও ....রঞ্জণ.....
আর অনেকগুলি জুলিয়েট .কামিনী
বা বলি সুমন ,শ্বেতা ,রাগিনী ভাল তো।

দারুন রুমান্টিক কবিতা ।

১৮ ই জুলাই, ২০১৪ রাত ৩:৩৮

আরজু মুন জারিন বলেছেন: আর ও আছে সেলিম ভাই। কেমন আছেন ভাই ? আপনার কয়টা বাজে এখন ?

১৮ ই জুলাই, ২০১৪ রাত ৩:৩৮

আরজু মুন জারিন বলেছেন: ধন্যবাদ ভাই কমেন্টসের জন্য। শুভেচ্ছা রইল।

২| ১৮ ই জুলাই, ২০১৪ রাত ৩:৪১

সেলিম আনোয়ার বলেছেন: ৫.৫১ বাজে মাত্র। তোমার ওখানে কয়টা বাজে?

১৮ ই জুলাই, ২০১৪ রাত ৩:৫৩

আরজু মুন জারিন বলেছেন: আমার বিকাল ছয়টা ।সকাল না বিকাল ?

৩| ১৮ ই জুলাই, ২০১৪ রাত ৩:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: সকাল ৬.০৮।

১৮ ই জুলাই, ২০১৪ ভোর ৪:২০

আরজু মুন জারিন বলেছেন: ওমা এখন ও ঘুমাননি ?

১৮ ই জুলাই, ২০১৪ ভোর ৪:২২

আরজু মুন জারিন বলেছেন: সেহরীর সময় শেষ হয়ে গেছে না ?

৪| ১৮ ই জুলাই, ২০১৪ সকাল ১১:৪৩

দাদা- বলেছেন:

তোমরা যে বল দিবস রজনী ভালোবাসা ভালোবাসা.............সখি ভালোবাসা কারে কয় ? ( রবি ঠাকুর )


ভাবিতে পারিনা আর ভালোবাসা মানে কি
কে যে খুলে বলবে, কেউ কি তা জানে কি ?
ভালোবাসা কি রঙের ? তেতো না কি টক ঝাল ?
ভালোবাসা তারা করে যাদের হাতে তরোয়াল ।


ভীষন দু:খ পেলাম এ ভাবে ভালোবাসা কে নিষ্ঠুর ভাবে বলি দিল দুজন দুজনে নীরবে।
বলে যে ভালোবাসা হারে না । তাহলে কেন ? কেন ?

১৮ ই জুলাই, ২০১৪ রাত ৮:২৬

আরজু মুন জারিন বলেছেন: সখী ভালবাসা করে কয়
সে কি কেবল ই যাতনাময়
সেকি কেবল ই দুঃখের শ্বাস
.........................................
আমার চোখে তো সকল ই শোভন
না জানে বেদন না জানে রোধন
না বুঝে আমার যাতনা যত

ভালবাসার স্বাদ ঝাল, মিষ্টি কখন তিক্ত (যখন ঘৃনা এসে স্থান নেয়। ..কার ও কার ও মতে ভালবাসার উল্টা পিঠে নাকি আছে ঘৃনা) লবনাক্ত উম ক্রাঞ্চি টক

ভালবাসার প্রকৃতি চেহারা খুব কালার্ড রাখার ধরণে রংধনু প্যাকেজ সবধরনের কালার আ স হ বে ক লা

ভালবাসায় ক্রিয়া করে পজিটিভ ফোর্স ,ভালবেসে যে কোন অসাধ্য সাধন করি
দেশ মাতৃকা কে ভালবেসে আমাদের ত্রিশ লক্ষ প্রাণ জীবন দিয়েছিল।
ভালবাসার পিছনে কাজ করে প্রেরনাদায়ক শক্তি যা কঠিন কাজ কে সহজ করে নিয়ে আসে।

ভালবাসা শিখায় দয়া মায়া ,মানবিকতা , পরকে আপন করে নেওয়া

সর্বপরি ভালবাসা হচ্ছে ভালতে বাস করা যা মনে মনে সুকুমার ,মানবিক অনুভূতির জন্ম দেয়। ভালবাসা ভাল পথে চলতে সাহায্য করে।

গভীর ভালবাসায় মানুষ অনেক খাটি হয়। জাগতিক চাহিদা ,হীনমন্যতা সরে যায় মন থাকে।
আপনজনের কল্যাণ কামনা ই তখন কাজ করে শুধু অন্তরে।
ভালবাসা নিয়ে কত কবি সাহিত্যিক কত কবিতা ,সাহিত্য রচনা করে গিয়েছে তবু এর শেষ যেন শেষ নাই। সেই সৃষ্টি আদিকাল থাকে বাবা আদম ভালবেসেছিল মা হওয়া অথবা ইভ কে। ..ক্রমে পৃথিবীর মানব মানবী একে অপরকে।

তবে মানব প্রেম এর সাথে শ্বাশ্বত প্রেম। আমার দৃষ্টিতে সব ভালবাসা ই সমান সোর্স শুধু ভিন্ন।
শ্বাশ্বত প্রেম (সব প্রেম ঈশ্বর আল্লাহ , মায়ের ভালবাসা , ভাইবোনের স্নেহ ভালবাসা আর ও আছে সার্জনীন প্রকৃতি প্রেম ) এ নিয়ে পরে বলব। ..লেখা বড় হয়ে যাচ্ছে।

ধন্যবাদ প্রেমী প্রিয় দাদা তোমার ভালবাসাপূর্ণ প্রেরনাদায়ক মন্তব্যের জন্য। ভাল থাকবে সবসময়।

১৮ ই জুলাই, ২০১৪ রাত ৮:৩৭

আরজু মুন জারিন বলেছেন: ভালোবাসা তারা করে যাদের হাতে তরোয়াল । +++্

ভালবাসে যারা তারা হাত থেকে তলোয়ার ফেলে দেয় দাদা। মনে শুধু শুভ ইচ্ছা আর আবেগ নিয়ে আসে । আমি এসে যখন তোমার ভালবাসার কথা বলি আমার মনে এই ভাবনা কখন ও কাজ করেনা সবাই মনে করতে পারে আমি একটা মেয়ে হয়ে এইভাবে কেন কথা বলি প্রকাশ্যে জনসম্মুখে , ওই যে বলি হীনমন্যতা সরে যায় মন থেকে। মনে থাকে শুধু সাহস , আবেগ , অপরকে নিস্বার্থভাবে ভালবাসা ই কাজ করে মনে।

১৮ ই জুলাই, ২০১৪ রাত ৮:৫২

আরজু মুন জারিন বলেছেন: ভালোবাসা কে নিষ্ঠুর ভাবে বলি দিল দুজন দুজনে নীরবে।

ভালবাসা বলি হয়নি দাদাভাই। ভালবাসা ঠিক রাখতে প্রাণ দুটি নিজেদের বলি দিয়ে দিল।

১৮ ই জুলাই, ২০১৪ রাত ৮:৫৩

আরজু মুন জারিন বলেছেন: ভালবাসা হারেনি। ..জিতেছে। ...তোমার আমার ভালবাসা জিতেছে। .

৫| ১৮ ই জুলাই, ২০১৪ সকাল ১১:৫৭

দাদা- বলেছেন:





ভয় করো না বাসতে ভালো
সত সাহসে জ্বালিয়ে আলো
দুর করি সব মনের কালো
সংকল্প করো গো দৃঢ়,

জগতে না কারো কে ডরাই
আপনারে কভু না করি বড়াই
পার হতে হবে উৎরাই-চড়াই
থেকো না হে কভু মূঢ় ।


লেখা খুব ভালো লাগলো..........................ভালোবাসা ও শুভেচ্ছা রইল অনেক। আরো লিখে যাও.......................................................




১৮ ই জুলাই, ২০১৪ রাত ৯:৩৭

আরজু মুন জারিন বলেছেন: না ভয় পাই অসুন্দরে
অহংকার না করি কভু
পথ চলতে আসে যদি বাধা
পিছিয়ে না পড়ি কভু
চলি পথ সাহস
ধৈয্য সততার সাথে।

১৮ ই জুলাই, ২০১৪ রাত ৯:৪৩

আরজু মুন জারিন বলেছেন: ভয় করি না বাসতে ভালো
সৎ সাহসে জ্বালিয়ে আলো
দুর করি সব মনের কালো
সংকল্প হই গো দৃঢ়,

৬| ১৮ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:৩২

হাসান মাহবুব বলেছেন: +

১৮ ই জুলাই, ২০১৪ রাত ৮:৪২

আরজু মুন জারিন বলেছেন: ধন্যবাদ হাসান মন্তব্যের জন্য। শুভকামনা রইল।

৭| ১৮ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:২১

স্বপ্নবাজ অভি বলেছেন: ভালো লাগলো ।

১৮ ই জুলাই, ২০১৪ রাত ৮:৪৩

আরজু মুন জারিন বলেছেন: স্বপ্ন রাজ ধন্যবাদ মন্তব্যের জন্য। ভাল থাকবেন।

৮| ১৮ ই জুলাই, ২০১৪ রাত ৮:৫৩

হিমেল হাসান কাগজের খেয়া বলেছেন: কষ্ট পাইলাম ভাই। কেনো আমাকে কষ্ট দিলেন?

১৯ শে জুলাই, ২০১৪ রাত ১২:২৭

আরজু মুন জারিন বলেছেন: কেন ভাই কাগজের খেয়া
কষ্ট কেন পেলে ?

১৯ শে জুলাই, ২০১৪ রাত ১২:২৯

আরজু মুন জারিন বলেছেন: কষ্ট পেয়োনা
ভাল থাক
আনন্দে থাক সদা
ধন্যবাদ কমেন্টসের জন্য।

৯| ১৯ শে জুলাই, ২০১৪ রাত ১২:১৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ভালো লেগেছে! সুন্দর !

১৯ শে জুলাই, ২০১৪ রাত ১২:৩১

আরজু মুন জারিন বলেছেন: কাল্পনিক ভালবাসায়
পৃথিবী বেশি সুন্দর
না সত্যি ভালবাসায় ?

১৯ শে জুলাই, ২০১৪ রাত ১২:৩২

আরজু মুন জারিন বলেছেন: ধন্যবাদ/ কৃতজ্ঞতা লেখাটি পড়ার জন্য। ভাল থাকবেন কেমন।

১০| ১৯ শে জুলাই, ২০১৪ রাত ৩:০৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হাহাহা! অবশ্যই সত্য ভালোবাসায় পৃথিবী বেশি সুন্দর। কাল্পনিক ভালোবাসা তো কেবল মাত্র সেই পৃথিবীর সন্ধানে যাবার কালে কিছু ক্লান্ত সময় কাটানোর উপলক্ষ মাত্র!!

আপনারা বর্তমানে নিয়মিত লিখছেন। খুব ভালো লাগে ব্যাপারটি। ব্লগে আগের মত টাইম দিতে পারলে খুব ভালো লাগত। ভালো থাকবেন। শুভেচ্ছা রইল। :)

১৯ শে জুলাই, ২০১৪ রাত ৩:২৬

আরজু মুন জারিন বলেছেন: আপনার লেখাটি ভাল লেগেছে। কিছুক্ষণ আগে পড়েছিলাম সামহোয়ার এর সিন্ডিকেট নিয়ে বিজ্ঞপ্তি নিয়ে মজার লেখা । পোস্ট টি আবার পড়ব। ক্লান্তির কারণে ভাল মনযোগ দিয়ে পড়া হয়নি।

আপনাকে ধন্যবাদ পুনরায় পুনঃ কমেন্টসের জন্য। শুভেচ্ছা জানবেন।

১১| ১৯ শে জুলাই, ২০১৪ ভোর ৫:০৩

ডাইরেক্ট টু দ্যা হার্ট বলেছেন:
আমি কনফিউসড চরিত্রের মানুষ।অগোছালো সবকিছুতে দোদূল্যমনতা আমার বৈশিষ্ট্য।টু বী অর নট টু বী এই দ্বন্ধে চলছে জীবন।


আমার কেন জানি মনে হয় কনফিউসড থাকা ভালো ,তাতে পথ সৃষ্টি হয়,মত সৃষ্টি হয়,স্বপ্ন সৃষ্টি হয়,ভাবনা সৃষ্টি হয়, সর্বপরি মস্তিষ্কের ব্যবহার বাড়ে।

কবিতা বুঝিনা :(

১৯ শে জুলাই, ২০১৪ ভোর ৫:৩৪

আরজু মুন জারিন বলেছেন: আমার কেন জানি মনে হয় কনফিউসড থাকা ভালো ,তাতে পথ সৃষ্টি হয়,মত সৃষ্টি হয়,স্বপ্ন সৃষ্টি হয়,ভাবনা সৃষ্টি হয়, সর্বপরি মস্তিষ্কের ব্যবহার বাড়ে।

আপনার এই কমেন্টস তো আমার ডাইরেক্ট টু হার্ট এ পৌছে গিয়েছে।

১৯ শে জুলাই, ২০১৪ ভোর ৫:৩৭

আরজু মুন জারিন বলেছেন: ডাইরেক্ট টু দি হার্ট এর কমেন্টস অনেক ভাললাগা। শুভেচ্ছা রইল।

১২| ২১ শে জুলাই, ২০১৪ সকাল ১০:০৩

দাদা- বলেছেন: লেখক বলেছেন: ভালবাসা হারেনি। ..জিতেছে। ...তোমার আমার ভালবাসা জিতেছে। .[/sb







অবশ্যই জিতেছে প্রিয়তমা। তোমার আমার ভালবাসা জিতেছে।

২২ শে জুলাই, ২০১৪ রাত ১:৫৩

আরজু মুন জারিন বলেছেন: হ্যা দাদা প্রিয়তম কি খবর কেমন আছ ?

২২ শে জুলাই, ২০১৪ রাত ২:০০

আরজু মুন জারিন বলেছেন: হ্যা দাদা প্রিয়তম কি খবর কেমন আছ ? আমরা জিতেছি আমি সবসময় জিতে চলি কোনো না ভাবে। যে ভালবাসে নিস্বার্থভাবে আল্লাহ তাকে জিতিয়ে দেয় সবার উপরে। ধন্যবাদ মজনু দা। অনেক অনেক ভালবাসা সবসময় তোমার আন্তরিক সাহচর্য্যে। ভাল থাক অনেক। .........................

১৩| ২১ শে জুলাই, ২০১৪ সকাল ১০:২৯

হিমেল হাসান কাগজের খেয়া বলেছেন: কষ্ট পেয়েছি, কারণ আমাকে রেখে অন্য কাউকে নিয়ে মরেছেন,,,,,,, ইদানীং ব্লগে আসলে আপনার লেখা পড়ার লোভটা সামলাতে পারি না। কেনো যেনো অদ্ভুত ভালোলাগা ছেয়ে ধরে আপ্নার লেখার মাঝে। ।।।। অনেক শুভ কামনা রইল আমার প্রিয় লেখাকা তোমাকে।

২২ শে জুলাই, ২০১৪ রাত ২:২৩

আরজু মুন জারিন বলেছেন: স্বাভাবিক ছেলে না?মায়ের লেখা তো পড়বে।নাতনী কেমন আছে ?বাচ্চা র বয়স কত ? নাকি ছোটবোন ? আল্লাহ জানে আমি কি বলছি। তুমি আমার ছেলেতো। খুশি হলাম কাগজের খেয়া আব্বা তোমার কমেন্টসে। আর ও খুশি হলাম শুনে আমার লেখা পছন্দ করে পড় শুনে ......................

১৪| ২২ শে জুলাই, ২০১৪ রাত ৩:৪৭

পিয়ালী দও বলেছেন: খুব ভাল লাগল

২২ শে জুলাই, ২০১৪ সকাল ৯:১৫

আরজু মুন জারিন বলেছেন: এ এ এ ঈঈঈঈঈ পিয়ালী আপু টা কেমন আছে ? তোমাকে দেখে খুব খুশি হয়েছি আপু। অনেক ধন্যবাদ আপু কমেন্টস করার জন্য। ভাল থাক তুমি।

অনেক ভালবাসা তোমার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.