নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলো ছায়ায় আমার ভূবন

আমি কনফিউসড চরিত্রের মানুষ।অগোছালো সবকিছুতে দোদূল্যমনতা আমার বৈশিষ্ট্য।টু বী অর নট টু বী এই দ্বন্ধে চলছে জীবন।

আরজু মুন জারিন

নিজের সম্পর্কে বলার মত কিছু করা হয়ে উঠেনি এখন। ব্লগ এ লেখা টা প্রথমে ছিল সামাজিক দায়বদ্ধতা। মেসেজ শেয়ার করা। তবে লিখতে লিখতে এখন লেখার ভালবাসায় পড়ে গিয়েছি। নিজে যেমন লিখতে পছন্দ করি অন্যের লেখা ও একই পছন্দ নিয়ে পড়ি। লেখালিখির আরেকটা বড় উদ্দেশ্য হল (অন্যের দৃষ্টিতে তা ফানি মনে হবে ) সামাজিক বিপ্লব করা , মানুষের জীবনে স্বাছন্দ্য আনয়ন করা মূলত আমার দেশের মেয়েদের লেখিকাদের আমি বড় প্ল্যাটফর্ম এ দেখতে চাই। আমাদের দেশে ভাল লেখিকা অনেক কম। অথচ আমার মন বলে অনেক ট্যালেন্ট মেয়েরা আছে। অনগ্রসর সামাজিক পরিস্থিতির কারণে মেয়েরা এক বৃত্তে বন্ধী হয়ে আছে। আমি খুব চাই ওই বাধা সরিয়ে আলোয় ,সাহিত্যে জ্ঞানে আমাদের মেয়েরা পথ চলুক। প্রচলিত দৃষ্টিতে সমাজে চলতে মেয়েদের বাধা গুলি চিহ্নিত করা আমার লেখালিখির আরেকটি উদ্দেশ্য। প্রগতির কথা বলতে চাই ভদ্রতায় , শালীনতায় এবং মর্যাদায়। সামাজিক আভ্রু ভেঙ্গে নয় যা তসলিমা নাসরিন করেছিলেন। বেগম রোকেয়া আমার পথ প্রদর্শক। তিনি মেয়েদের পাদ প্রদীপের আলোয় নিয়ে এসেছিলেন ঠিক ই রক্ষনশীলতার ঢাল ভেঙ্গে নয় , মর্যাদায় থেকে আলোতে নিয়ে এসেছেন মেয়েদের।

আরজু মুন জারিন › বিস্তারিত পোস্টঃ

নুতুন প্রাতের সূর্য্য দেখার আশায়

২২ শে জুলাই, ২০১৪ রাত ১০:২২

পাড়ে আজ বসে একা

নাই কি হবে তব দেখা

হৃদয়ে আজ কিসের

এক ঘন ঘটা___



ভেঙ্গে দিলাম যত খেলার বাশি

অপ্রয়োজনীয় যত হাসি রাশি

শ্রান্ত আজ দেহ তনু মন

তবু আবেগে মন ঝলমল



ঘুম চোখ ছেয়ে আসে

আজ যত ক্লান্তি হরা

হৃদয় হরা ,করিতে দূর

পার যত আস।



শান্তিতে , সুপ্তিতে

স্বপ্ন তরীতে বেয়ে

এস এস আজ

আজ আমার পাড়ে।



আজ জেগে উঠেছে

ভিন্ন এক প্রাণ

রাতের আধার শেষে

নব অনুরাগের রাগে



প্রানের আবেগে

বাধনের ভাঙ্গনে

আলোর ঝলকানিতে

প্রানের পিয়াসে

ভিতরে উঠেছে জেগে



নুতুন প্রভাত

নব ধ্বনির আশাতে

দাড়িয়ে নুতুন প্রাতের

সূর্য্য দেখব এ আশায়।

=============================================

কিযে লিখি ছাই

নিজে জানিনা তাই

আশপাশ ছাইপাশ

জ্বলে পুড়ে হাসপাশ।



চেষ্টা শুধু ভরাতে ছন্দ

জীবনে এবং কবিতার খাতায়

না আছে এর কোন মর্ম

না কোন ও ভাবার্থ

সবাই পড় কবিতা টা

না খুঁজে গভীর অর্থ ।

============================================

কবিতা লিখতে চেষ্টা করছি। কেও যেন হেসে না ফেলে। স্বরলিপি শিখছি। ছন্দ মাত্রা কিছু ই থাকবেনা লেখায়। আমি কবিতার কিছু বুঝিনা। চেষ্টা করছি শুধু আবেগটা প্রকাশ করতে।



সবাইকে অনেক ধন্যবাদ।

মন্তব্য ৪০ টি রেটিং +১/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ২২ শে জুলাই, ২০১৪ রাত ১১:১২

জসীম অসীম বলেছেন: দিদিমনি,আমি চলন্তিকার জসিম ভাই নই। আমার নাম জসীম উদ্দিন অসীম।
বাংলা ভাষা ও সাহিত্যে জগন্নাথে পড়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে। থিয়েটার করতাম টি.এস.সি-তে। জন্ম কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলায়। ১৯৯৩ সালের ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) পরীক্ষায় অংশ নেই। তখন থেকেই পত্রিকার চাকুরি করতে গিয়ে স্নাতকোত্তর ডিগ্রি আর নেয়া হয়নি। চিনতে পেরেছেন ? আপনি কী করছেন ? শুধুই লেখালেখি ? নাকি ...তবে একটা কথা দিদি , শিল্পচর্চার একবিন্দুও মেধা নেই আমার। এটা আমি জানি। কিন্তু শখে শখে না লিখেও থাকতে পারি না।

২২ শে জুলাই, ২০১৪ রাত ১১:২৭

আরজু মুন জারিন বলেছেন: আমি তো ভেবেছিলাম আপনি চলন্তিকার জসিম ভাই। দুঃখিত ভুল হয়ে গেল তাহলে। হ্যা ওই জসিম ভাই লিখে কবিতা। আপনি তো লিখেন প্রবন্ধ ধরনের। আপনার লেখার ধরনটি কিন্তু বেশ। আমি তাই। শিল্প কলা কবিতা ঠিক ক্রিয়েটিভ লাইন এর ছিলামনা কখন ও। মজার ব্যাপার কি জানেন ছোট বেলায় যখন দেখতাম কেও কবিতা তাকে নিয়ে হাসতাম। ভাবতাম নিশ্চয় ছ্যাক খাওয়া পাবলিক এজন্য কবিতা লিখে।

২২ শে জুলাই, ২০১৪ রাত ১১:৩০

আরজু মুন জারিন বলেছেন: সেন্টুর মাথায় ঘেন্টু। ...........কবিদের নিয়ে মজা করে বলতাম। এমনকি রবীন্দ্রনাথ এর কবিতা ও পছন্দ করতামনা। আজকে কবিতা আমার প্রিয় একটা শাখা।

২২ শে জুলাই, ২০১৪ রাত ১১:৩৫

আরজু মুন জারিন বলেছেন: পূর্ণেন্দু পত্রীর কথোপকথন পড়তে পড়তে কবিতার ভক্ত হই প্রথম। তবে কবিতার ভিতরের অর্থ অন্তর্নিহিত অর্থ এখন ও বুঝে উঠতে পারিনা। আমি সহজ সরল লেখা পছন্দ করি। হেয়ালী ভরা লেখা আমাকে টানেনা তেমন। কিছু কবিতা পড়লে মনে হবে কবি শুধু নিজের জন্য ই লিখেছেন। ওই ধরনের দুর্বোধ্য লেখা পছন্দ করিনা। লিখতে ও পারিনা। আমি খাই দাই ঘুমাই এইভাবে লিখতে পছন্দ করি।

২২ শে জুলাই, ২০১৪ রাত ১১:৫২

আরজু মুন জারিন বলেছেন: আমার হোম অরিজিন কুমিল্লা। সেটল ঢাকা ঝিকাতলা।

২| ২২ শে জুলাই, ২০১৪ রাত ১১:২২

জসীম অসীম বলেছেন: আপনার কবিতা পড়ে হাসার তো কিছু নেই। গানটা চালিয়ে যান। আমি আগে রবীন্দ্র সংগীতের চর্চা করতাম। এখন হারমোনিয়ামের রীডে তেমন হাত পড়ে না। ছবি আঁকা -ছবি তোলাও ছেড়ে দিয়েছি। ভালো থাকবেন।

২২ শে জুলাই, ২০১৪ রাত ১১:৪৫

আরজু মুন জারিন বলেছেন: আমি লিখি এখন ও আমার অবাস্তব লাগে। আমি এমনকি চিঠি ও কম ই লিখেছি জীবনে। একেবারে ক্রিয়েটিভ লাইন বলতে যা বুঝায় আমি ছিলাম তার বিপরীত মেরুর মানুষ। সাইন্স ব্যাকগ্রাউনড পড়াশোনা। তবে ছবি তোলা ছবি আকা আমার প্যাশন এর মত। আমি আর্টিস্ট দেখলে পাগল হয়ে যাই। চারুকলায় আর্ট শিখিনি। তবে আমি মনে হয় শিখতে পারতাম। আমার ভীষণ আগ্রহ ছিল। ছোটবেলায় আমার আকা ছবি সবাই পছন্দ করত। ছবি আকা গান তেমনভাবে হয়নি কনসারভেটিভ পরিবেশের কারণে। আমার বাবা অনেক ধর্মভীরু মুসলিম।

২২ শে জুলাই, ২০১৪ রাত ১১:৪৮

আরজু মুন জারিন বলেছেন: না না ছাড়বেননা। গান শেখা ছবি তোলা চালিয়ে যান। আমি তো ভাবছি এই বয়সে এসে আবার শুরু করব নাকি গান গাওয়া ছবি আকা। গান আমার প্রাণ। ঘরে সারাদিন গান গাই।

২২ শে জুলাই, ২০১৪ রাত ১১:৫০

আরজু মুন জারিন বলেছেন: আপনার সাথে কথা বলে ভাল লাগল অসীম ভাই। কমেন্টসের জন্য অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা। ভাল থাকবেন কেমন।

৩| ২৩ শে জুলাই, ২০১৪ রাত ২:০৫

অর্বাচীন পথিক বলেছেন: স্বরলিপি হলে ও মন্দ হয়নি,

সুন্দর কবিতা

২৩ শে জুলাই, ২০১৪ রাত ২:২৪

আরজু মুন জারিন বলেছেন: ওমা আপনি দেখি স্বজাতি। আমি তো ভেবেছি বিপরীত শিবিরের মানি পুরুষ। মাত্র প্রথম আলোতে আপনাকে দেখে আসলাম। ভাল আছেন ?

২৩ শে জুলাই, ২০১৪ রাত ২:২৫

আরজু মুন জারিন বলেছেন: খুশি হলাম আপনাকে আমার পেজে পেয়ে। প্রশংসাতে মন ভরে গেল। ভাল থাকবেন কেমন। অনেক শুভেচ্ছা আপনার জন্য।

৪| ২৩ শে জুলাই, ২০১৪ রাত ৩:৩২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খারাপ লাগে নি। নিয়মিত চর্চা চালিয়ে যান তবে এর আগে এর চেয়েও ভালো লেখা আপনার ব্লগে পড়েছি। :)

২৩ শে জুলাই, ২০১৪ ভোর ৪:০৬

আরজু মুন জারিন বলেছেন: বলছেন তবে আর ও খুশি হয়ে গেলাম। আচ্ছা নিয়মিত চর্চা চালিয়ে যাব ভাই। দোয়া করবেন।

২৩ শে জুলাই, ২০১৪ ভোর ৪:০৬

আরজু মুন জারিন বলেছেন: অনেক ধন্যবাদ ভাই কমেন্টসের জন্য। ভাল থাকবেন।

৫| ২৩ শে জুলাই, ২০১৪ ভোর ৪:২৮

মাহাভুব আল হাছান বলেছেন: ভাল লাগল ++++

২৩ শে জুলাই, ২০১৪ সকাল ৭:৫০

আরজু মুন জারিন বলেছেন: আমার ও ভাল লাগল আপনার মন্তব্য। ধন্যবাদ।

২৩ শে জুলাই, ২০১৪ সকাল ৭:৫১

আরজু মুন জারিন বলেছেন: শুভেচ্ছা রইল।

৬| ২৩ শে জুলাই, ২০১৪ সকাল ১০:০৫

দাদা- বলেছেন:





খুব সুন্দর লিখেছো। ভীষণ ভালো লাগলো।

লিখে যাও জীবনের যত গান স্বরলিপি। আপন প্রতিভার রশ্মি ছড়িয়ে দাও দিক দিগন্তে। ছড়িয়ে পড়ুক আলো । ভবিষ্যতের চলার পথ আরো উজ্জ্বল হয়ে উঠুক।
আনন্দের বন্যা বয়ে আনুক তোমার হৃদি মাঝারে। আর ভালো থেকো অনেক অনেক অনেক।
শুভেচ্ছা রইল সদা সর্বদা তোমার জন্য ।

২৩ শে জুলাই, ২০১৪ সকাল ১০:২০

আরজু মুন জারিন বলেছেন: সুমন দাদা কোথায় ছিলে সারাদিন ? আমি তো পোস্ট দিয়ে কমেন্টসের অপেক্ষা করছি।সত্যি কেমন হয়েছে বল তো ? আমি আজকে লিখতে পারছিলামনা প্রথমে। অনেকদিন পরে এরকম হল ,লিখা আসছিলনা প্রথমে।

২৩ শে জুলাই, ২০১৪ সকাল ১০:২৩

আরজু মুন জারিন বলেছেন: ক্লান্তি গেল কেটে
তোমার কমেন্টস দেখে
ঘুমানোর সময় হয়েছে

২৩ শে জুলাই, ২০১৪ সকাল ১০:২৭

আরজু মুন জারিন বলেছেন: প্রতিভার রশ্মি ছড়িয়ে দাও
দিক দিগন্তে তুমি ও
ছড়িয়ে পড়ুক আলো ।

ভবিষ্যতের চলার পথ
আরো উজ্জ্বল হয়ে উঠুক।
আনন্দের বন্যা বয়ে আনুক
তোমার হৃদি মাঝারে।

আর ভালো থেকো অনেক অনেক অনেক।

৭| ২৩ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:০৯

দাদা- বলেছেন:
আছি সদা জাগ্রত নিদ্রায়
তোমার পাশে সর্বক্ষণে,
পৌঁছে যাবো নিমেষেই
তোমার একটুকু স্মরণে।

- ঘুমাও এখন, শুভরাত্রি । সকাল হোক সুন্দর একটা স্বপ্ন দেখে।

হ্যাপী এডভ্যান্স গুড মরনিং - আর ভালো থেকো অনেক অনেক অনেক।

৮| ২৩ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:০৬

শাবা বলেছেন: কবিতা ভাল হয়েছে, তবে স্টাইলটা প্রাচীন। বানানের ক্ষেত্রে যত্নবান হলে ভাল হতো। যেমন, নুতুন প্রভাত, বাশি, প্রান ইত্যাদি বানানগুলো ভুল।
যেহেতু কবিতা লেখাই হচ্ছে, সেহেতু একটু চর্চা করতে দোষ কী? বেশি বেশি কবিতা পড়লে কবিতা লেখাও ভালো হবে।
ধন্যবাদ।

২৪ শে জুলাই, ২০১৪ রাত ১২:৪৪

আরজু মুন জারিন বলেছেন: বানান গুলি ভুল প্রাণ ,বাশি নুতুন প্রভাত। স্টাইল প্রাচীণ বলে কোন কথা নেই। আজকের স্টাইল কাল হয়ে যাবে প্রাচীণ এক অর্থে ।কিন্তু কিছুদিন পরে আবার ঘুরে আসবে। স্টাইল ঘুরে ঘুরে আসে। বানান গুলি ঠিক মত করতে পারিনি। আমি অভ্র ট্রান্সলেটর এ লিখেছি তো সেজন্য। সামহোয়ার কালকে হ্যাং হয়ে যাচ্ছিল। চন্দ্রবিন্দু খুঁজে পাছিনা । ওখানের কি বোর্ড থেকে বানান ঠিক করা যেত অবশ্য। স্কোপ পাইনি।

২৪ শে জুলাই, ২০১৪ রাত ২:০২

আরজু মুন জারিন বলেছেন: তোমার পেজে যেতে চাচ্ছি । আমি আজকে অনেক বিজি। বাসায় অনেক গেস্ট আসবে। আমার উচিত সব কিছু গোছান। চুলায় রান্না বসিয়ে তোমাকে মেসেজ দিচ্ছি। এরকম করে রান্না পুড়িয়ে ফেলি প্রতিদিন জান। দোয়া কর আজ যেন কোন রান্না না পুড়ে।

পরে আবার তোমার সাথে কথা হবে কেমন। ভাল থেক।

৯| ২৪ শে জুলাই, ২০১৪ রাত ১২:৪৭

অর্বাচীন পথিক বলেছেন: হু- স্বজাতি-তো
আপনি আমাকে একবার প্রশ্ন করেছেন আমার নাম "আরবাচীন পথিক" কোন ?
আসল ব্যাপার ট হল আমি খুব সাধারন ঘরের মেয়ে, আমার ১৪ গুষ্টির মধ্যে কেউ কবিতা লেখানা বা পড়ে ও না। জানি না আমি কমন লেখি তবে চেষ্টা করি আর এই জন্য নিজের রুপ বদল করে পথ চলছি।
আপনাকে এই খানে পেয়ে আমার খুব ভাল লাগেছে।

ভাল থাকবে, আর সুন্দর সুন্দর কবিতা লিখবেন।

শুভেচ্ছা রইল।

২৪ শে জুলাই, ২০১৪ রাত ১২:৫৫

আরজু মুন জারিন বলেছেন: আপনি অসাধারণ একটি মেয়ে। এই পর্যন্ত কমেন্টস লেখায় যেভাবে আপনাকে পেয়েছি। আপনার ফ্যামিলির কেও কবিতা লিখে না। আপনি লিখছেন তাতে মনে হল অসামান্য কিছু আছে। মোটে ই অর্বাচীন নয় আমার দৃষ্টিতে। এই যে সুন্দর করে কমেন্টস করছেন আরেকটা মেয়ের পেজে। .এ বেশ উদার। মেয়েদের দেখি আরেকজনের পেজে এ এসে শুধু ভুল ধরে , ভাল কিছু কম ই বলে।

২৪ শে জুলাই, ২০১৪ রাত ১২:৫৭

আরজু মুন জারিন বলেছেন: আমি খুব সাধারন ঘরের মেয়ে, আমার ১৪ গুষ্টির মধ্যে কেউ কবিতা লেখানা বা পড়ে ও না। জানি না আমি কমন লেখি তবে চেষ্টা করি আর এই জন্য নিজের রুপ বদল করে পথ চলছি।

আমি ও আপনার ই মত। আমার পরিবারের সবাই অবাক যে আমি লিখি।

২৪ শে জুলাই, ২০১৪ রাত ১:১২

আরজু মুন জারিন বলেছেন: তোমার আসল নাম কি ? কে কে আছে তোমার ? তুমি কিন্তু ভাল লেখ এবং ভাল মেয়ে।

ভাল থাকবে, আর সুন্দর সুন্দর কবিতা লিখবে তুমি ও। অনেক ভালবাসা জানালাম হৃদয় থেকে। ।

১০| ২৪ শে জুলাই, ২০১৪ রাত ১:১১

অর্বাচীন পথিক বলেছেন: আপনার কমেন্টস পেয়ে খুব ভাল লাগলো। উৎসাহ পাচ্ছি। আপনার মত সবাই যদি উৎসাহ দেই তবে পথ চলা টা আর ও সহজ হবে।
আমি এখন ও পর্যন্ত যা লিখেছি সব টাই লুকিয়ে।

ভাল থাকবেন

২৪ শে জুলাই, ২০১৪ রাত ২:১৬

আরজু মুন জারিন বলেছেন: না না লুকিয়ে লিখবে কেন ? তুমি তো ভাল লিখছ। অস্বস্তি বোধ করার কোন ও কারণ দেখিনা। তোমার এমন কোন বন্ধু , আপনজন পাশে নেই যে তোমার লেখা পড়বে, মূল্যায়ন করে। না থাকলে অসুবিধা কি আমরা আছি না ব্লগ এ। আজকে আপাতত আমার জন্য লেখ। দেখবে খুব দ্রুত তোমার অনেক পাঠক হবে। কোন ও চিন্তা করনা। আমি তোমার লেখা অনেক ভালবেসে পড়ব।

২৪ শে জুলাই, ২০১৪ রাত ২:২১

আরজু মুন জারিন বলেছেন: ব্লগ এ একটা সমস্যা কি এখানে সবাই লেখক। পাঠক কম। সবাই ভাবে আমার লেখা আরেকজন পড়বে। তবে সুবিধা ও আছে জান। তুমি লেখালিখি র একটা ফ্ল্যাটফর্ম পেয়ে গেছ। আস্তে আস্তে তোমাকে অনেকে চিনবে জানবে। অন্তত পরে যখন তুমি বই প্রকাশ করবে আমিতো হুমায়ুন, শামসুল হক এর আগে তোমার বই কিনব। এ আমার প্রমিজ তোমার জন্য। লিখতে থাক সবসময়।
অনেক ভালবাসা জেন।

১১| ২৪ শে জুলাই, ২০১৪ রাত ১:৩২

অর্বাচীন পথিক বলেছেন: আমার আসল নাম "আসনান আরিফা আক্তার" নিক নেম "তিতলী"।
আমার সবাই আছে তবে এখন থাকি better half এর সাথে।

ভাল থাকবেন।

২৪ শে জুলাই, ২০১৪ রাত ২:২৫

আরজু মুন জারিন বলেছেন: আসনান আরিফা আক্তার" অনেক সুন্দর নাম। তিন টি আলাদা করে নাম হতে পারে , ডাকা যেতে পারে। তিনটি দ্বিতীয় স্বরবর্ণ দিয়ে। অন্যরকম। তুমি ও তোমার নামের মত অন্যরকম একজন ভাল লেখক হও, ভাল মানুষ হও এই দোয়া রইল।

২৪ শে জুলাই, ২০১৪ রাত ২:২৮

আরজু মুন জারিন বলেছেন: আমি তোমাকে আরিফা নামে ডাকব । তিতলি নাম তোমার বেটার হাফ এর জন্য রেখে দিলাম। তুমি এবং তোমার হাফ মিলে পূর্ণ হও ওয়ান হও। তোমাদের জীবন অনেক সুন্দর হোক এই প্রার্থনা রইল।

২৪ শে জুলাই, ২০১৪ রাত ২:৪১

আরজু মুন জারিন বলেছেন: অনেক ধন্যবাদ বোন আপন মনে করে সব কথা শেয়ারের জন্য। ভাল থেক ,আবার ও বললাম।

১২| ২৪ শে জুলাই, ২০১৪ সকাল ১০:১৫

bakta বলেছেন: কেমন আছেন আরজুদেবী ?

লেখাটা তো অসাম হয়েছে - তবে কবিতার ভাব দেখে মনে হল কাউকে উদ্দেশ্য করে লেখা । এ রকমই তো চাই। তবেই তো প্রকৃত জীবন্ত কবিতা হয়ে উঠবে।

বেশ হাত পাকছে দেখি কবিতায়। দিনে দিনে আরো সুন্দর হয়ে উঠছে। যাক খুব ভালো। শুভকামনা সহ - ভালো থাকুন আরো।

২৪ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:৫৭

আরজু মুন জারিন বলেছেন: আহা শুনে মন জুড়ায় গেল বক্তা দেব।
কাওকে উদ্দেশ্যে করে আসলে লেখা নয়। আবার চিন্তা করতে গেলে আমার সব পাঠকদের উদ্দেশ্যে লেখা। এ খানিকটা বলা হচ্ছে। আমার স্বপ্ন ভঙ্গের কথা একদিকে ,
হতাশার কথাও একদিকে। এরমধ্যে ও আমি আমার নুতুন জীবনের কথা ও ভাবছি। স্বপ্ন ভঙ্গ আবার স্বপ্ন দেখছি ও নুতুন করে।
পুরনো ভালবাসার জিনিস ছুড়ে ফেলে দিয়েছি। বা বলি এইভাবে কাছের চুড়ি হাতের চুড়ি ভেঙ্গে যাওয়ায় ফেলে দেওয়া।
সম্পর্ক ,বন্ধন ,অভ্যাস যা সহনীয় প্রীতিপদ নয় এইমুহুর্তে তা ত্যাগ করে সুন্দর আগামীর প্রতীক্ষা

২৪ শে জুলাই, ২০১৪ দুপুর ১:৪৭

আরজু মুন জারিন বলেছেন: বেশ হাত পাকছে দেখি কমেন্টসে। দিনে দিনে আরো সুন্দর হয়ে উঠছে। যাক খুব ভালো। শুভকামনা সহ - ভালো থাকুন আরো।ধন্যবাদ কমেন্টসের জন্য বক্তা ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.