নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মহা-প্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস,

নাহিদ২৯

দেখিয়া শুনিয়া ক্ষেপিয়া গিয়াছি, তাই যাহা আসে কই মুখ...।

নাহিদ২৯ › বিস্তারিত পোস্টঃ

জেনে নিন Mobile Specification সম্পর্কেঃ পর্ব -৪

০৫ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৫৫

What is 2G Network / ২জি নেটওয়ার্ক কি?



এটি হচ্ছে দ্বিতীয় প্রজন্মের তথ্য যোগাযোগ প্রযুক্তি। এটা CDMA & GSM প্রযুক্তি প্রবর্তন করে। GSM গ্রামীণফোন (জিপি) দ্বারা প্রথমবার আমাদের দেশে চালু হয়। দ্বিতীয় প্রজন্মে রয়েছে একই সাথে ভয়েস কল এবং data transferring ক্ষমতা। এটি ২য়, ৩য় ও ৪র্থ প্রজন্মের মধ্যে সবথেকে পুরানো। যদিও, এর data transferring ক্ষমতা অন্যান্য প্রজন্মের থেকে দুর্বল তথাপি, এটি এখনও আমাদের দেশের সর্বত্র সফলভাবে চলছে। ২য় প্রজন্মে ভয়েস কল ও প্যাকেট ডাটার মাধ্যমে (জিপিআরএস সর্বোচ্চ 40 থেকে 50 Kbps গতিতে ) / এজ (সর্বোচ্চ প্রায় 200 Kbps গতিতে) ইন্টারনেট ব্রাউজ করা সম্ভব। কিন্তু, এতে ভিডিও কল করা সম্ভব নয়।



What is 3G Network / ৩জি নেটওয়ার্ক কি?




এটা UMTS নেটওয়ার্কইং এর সাহায্যে(সকল ব্যান্ডের HSDPA এবং CDMA2000 সহ) ৩য় প্রজন্মের মোবাইল তথ্য যোগাযোগ প্রযুক্তি। এটি data transferring এর ক্ষেত্রে আরও বেশি দক্ষ এবং দ্রুত গতি সম্পন্ন(200kbps থেকে আরম্ভ করে বেশ কিছু Mbps পর্যন্ত)।3G নেটওয়ার্ক ভাল ভয়েস কল, ক্ষমতাশালী মোবাইল ব্রডব্যান্ড ইন্টারনেট, নিখুঁত ভিডিও স্ট্রিমিং, ভিডিও কল এবং স্ট্রিমিং মোবাইল টিভি ইত্যাদি করতে সক্ষম।



What is 4G Network / ৪জি নেটওয়ার্ক কি?




এটা সর্বশেষ ৪র্থ প্রজন্মের মোবাইল তথ্য যোগাযোগ প্রযুক্তি (LTE নেটওয়ার্ক সহকারে)।

মোবাইল ওয়াইম্যাক্স নেটওয়ার্কও এর মাঝে অন্তর্ভুক্ত। এর রয়েছে সর্বোচ্চ ডাটা ট্রান্সফারের ক্ষমতা (100Mbps এরও বেশি!)।

এটি বিশ্বের অনেক অংশে এখনও ব্যবহৃত হয় নি। এটা ভিডিও কনফারেন্স কল, হাইডেফিনিশন (এইচডি টিভি) এবং 3D টেলিভিশন স্ট্রিমিং, শক্তিশালী নেটওয়ার্ক ভিত্তিক গেমিং সেবা ইত্যাদি কাজ করতে সক্ষম।



What are GSM and CDMA / জিএসএম এবং সিডিএমএ কি?



জিএসএম এবং CDMA ২য় প্রজন্মের মোবাইল নেটওয়ার্কিং এর অধীনে দুই ধরনের মোবাইল নেটওয়ার্কিং প্রযুক্তি। জিএসএম নেটওয়ার্কে রয়েছে ভয়েস কলিং, জিপিআরএস মাধ্যমে (সর্বোচ্চ 40 থেকে 50 Kbps গতি সম্পন্ন) / এজ (সর্বোচ্চ প্রায় 200 Kbps গতি সম্পন্ন)ডাটা ট্রান্সফার এর ক্ষমতা। একইভাবে, CDMA তেও রয়েছে। শুধু অভ্যন্তরীণ প্রক্রিয়াকরণ কৌশল (multiplexing কৌশল, কনস্ট্যান্ট ও ভেরিয়েবল ব্যান্ডউইড্থ ইত্যাদির মত কিছু বিষয়) ভিন্ন।



What are UMTS and HSDPA / ইউএমটিএস এবং এইচএসডিপিএ কি?



UMTS (ইউনিভার্সাল মোবাইল টেলিযোগাযোগ সিস্টেম) জিএসএম প্রযুক্তি থেকে সংশোধিত এবং উন্নত যা তৃতীয় প্রজন্মের (3G) মোবাইল টেলিযোগাযোগ প্রযুক্তি এর অন্তর্ভুক্ত।এর রয়েছে জিএসএম এর তুলনায় অধিক ডেটা প্রসেসিং গতি (200 Kbps থেকে কয়েক এম বি পি এস এর অধিক) ।



HSDPA (হাই স্পিড ডাউনলিঙ্ক প্যাকেট এক্সেস) যা UMTS ও হাই স্পিড প্যাকেট অ্যাকসেস (HSPA) পরিবারে একটি শক্তিশালী তৃতীয় প্রজন্মের মোবাইল তথ্য যোগাযোগ প্রযুক্তি। এর ডাউনলিঙ্ক স্পিড 42.2 Mbps পর্যন্ত। পরবর্তীতে এর একটি সংস্করণ HSPA+ যা এর থেকেও ৭/৮ গুন শক্তিশালী গতি সম্পন্ন(340Mbps পর্যন্ত)।



What is LTE / এলটিই কি?




LTE (লং টার্ম ইভোলিউশন) অথবা 4 জি LTE একটি অত্যন্ত দ্রুত গতির বেতার তথ্য স্থানান্তর প্রযুক্তি (300Mbps পর্যন্ত) এবং যা মোবাইল / বেতার টেলিযোগাযোগ এর মধ্যে সর্বাধুনিক। এটি (এজ) জিএসএম ও HSPA প্রযুক্তি থেকে সংস্কৃত ও উন্নতিকৃত এবং বেতারের মাধ্যমে মাল্টি-কোর ডাটা স্থানান্তর করতে সক্ষম। LTE অন্যান্য সুবিধার মাঝে রয়েছে এর গতিশীলতা। রিসিভার বা ট্রান্সমিটার যখন উচ্চ গতিতে চলন্ত (500Km/hour পর্যন্ত), LTE তখনও পুরোপুরি কাজ করতে সক্ষম!



What is Processor or CPU / প্রসেসর বা সিপিইউ কি?




সেন্ট্রাল প্রসেসিং ইউনিট (CPU) বা প্রসেসর হল এমন ডেটা প্রসেসিং চিপ যা সকল এক্সিকিউটেবল প্রোগ্রাম এবং কমান্ড প্রসেস করে থাকে। সাধারণত এই শব্দটি কম্পিউটার থেকে পাওয়া কিন্তু আজকাল একটি প্রসেসর এ্যারোপ্লেন থেকে শুরু করে মোবাইল ফোনে কিংবা একটি ক্যালকুলেটর থেকে শুরু করে হাসপাতালের ইলেকট্রনিক ডিভাইসেও পাওয়া যায়। একটি বিশেষ ডিভাইসের উচ্চ ক্লক স্পিড সম্পন্ন একটি শক্তিশালী প্রসেসরে যেকোনো প্রোগ্রাম দ্রুত চালানো সম্ভব।



What are Dual-core, Quad-core and Octa-core / ডুয়াল কোর, কোয়াড কোর এবং অক্টা কোর কি?




এই নামগুলো দ্বারা আসলে মাল্টি কোর ডেটা প্রসেসিং ইউনিট সমূহকে বুঝানো হয়। একটি ডুয়াল কোর CPU আসলে একটি একক প্রসেসরের পরিবর্তে দুটি প্রসেসর সম্বলিত একটি চিপ। একটি একাধিক কোর প্রসেসর একযোগে দ্রুত কাজ করার জন্য তার কাজকে ২, ৪ বা আরো ভাগে বিভক্ত করে বিভিন্ন কোরের মধ্যে স্থাপন করতে পারে। মাল্টি কোর প্রসেসর multitasking জন্য অত্যন্ত চমৎকার। একটি ডুয়াল কোর প্রসেসরের ন্যায় একটি কোয়াড কোর এবং একটি অক্টা কোর প্রসেসরে যথাক্রমে ৪ এবং ৮ টি CPU রয়েছে। যত বেশি সিপিইউ পারফরমেন্স তত দ্রুত হয়ে থাকে।



What is Standby, Talk time and Music playback time / স্ট্যান্ডবাই, টক টাইম, মিউজিক প্লেব্যাক টাইম কি?



Standby time হচ্ছে সর্বমোট সময় যে, একটি মোবাইল সম্পূর্ণ ব্যাটারি চার্জ করার পর (যেকোন নেটওয়ার্কে কানেক্ট হয়ে;যেমন, রবি/জিপি) সর্বোচ্চ যতক্ষণ on থাকতে পারে; মোবাইলে কোন রকম কথা বলা বা অন্যান্য কাজ করা ছাড়া। তবে, নেটওয়ার্ক দুর্বল হলে অথবা, মোবাইল কোন চলন্ত যান এ থাকলে এই সময়ের হেরফের হতে পারে।



Talk time হচ্ছে সর্বমোট সময় যে, একটি মোবাইল সম্পূর্ণ ব্যাটারি চার্জ করার পর একটানা কথা বলে এর চার্জ সম্পূর্ণ নিঃশেষ করতে যত সময় লাগে।



Music playback time হচ্ছে, শুধুমাত্র মিউজিক/গান শুনে (ইয়ারফোন দিয়ে) সম্পূর্ণ ব্যাটারি নিঃশেষ করতে যত সময় লাগে। (ফোন functionality বন্ধ রেখে/ Flight Mode অবস্থায়)



What is Lithium ion Battery / লিথিয়াম আয়ন ব্যাটারী কি?




লিথিয়াম আয়ন ব্যাটারি (Li-ion/ LIB) হচ্ছে একটি উন্নতমানের rechargeable ব্যাটারি যেখানে, ব্যবহারের সময় লিথিয়াম আয়ন ঋণাত্মক থেকে ধনাত্মক পাতে প্রবাহিত হয়। এর Energy Density ভালো, Memory Effect এবং Charge loss কম। এটি অন্যান্য rechargeable ব্যাটারি যাদের Memory Effects রয়েছে(যেমন Ni-Cd এবং Ni-MH) তাদের থেকে দীর্ঘস্থায়ী এবং দীর্ঘ জীবন সম্পন্ন।



What is Lithium polymer (Li-Po) battery / লিথিয়াম পলিমার (লি-পো) ব্যাটারী কি?



এটি Lithium Ion ব্যাটারি এর একটি সংস্করণ। এর চার্জ ধারন ক্ষমতা এবং চার্জ ক্ষয় এর হার Lithium Ion ব্যাটারি এর প্রায় সমান। এর আসল পার্থক্য হচ্ছে, এটি ওজনে হালকা, আকারে ছোট, বিভিন্ন আকৃতির এবং সামান্য বেশি দীর্ঘ জীবন সম্পন্ন।



পর্ব -৩



মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৬ ই মার্চ, ২০১৪ রাত ১২:৩৪

আজাদ আল্-আমীন বলেছেন: +++

০৬ ই মার্চ, ২০১৪ সকাল ১০:০৬

নাহিদ২৯ বলেছেন: ধন্যবাদ

২| ০৬ ই মার্চ, ২০১৪ রাত ১:৩৫

মতিঝিল বলেছেন: +++++ pls continue. Interesting post.

০৬ ই মার্চ, ২০১৪ সকাল ১০:০৫

নাহিদ২৯ বলেছেন: ধন্যবাদ, চাইলে এই সিরিজের আগের পর্বগুলোও দেখতে পারেন।

৩| ১৮ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৫৪

বাঘা তেঁতুল বলেছেন: Valo post

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.