নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেটা নই যেটা আপনি ভাবছেন..!! আমি সেটাই যেটা আপনি ভাবছেন না.!! আমাকে ভাবা যায় না..!! বুঝতে হয়.!!

আর. এন. রাজু

আমি একদিন মারা যাব, এই সত্যটা নিয়ে আমার খুব বেশি আক্ষেপ নেই। তবে, আমার মৃত্যুর পর আরও অসংখ্য অসাধারণ সব বই লেখা হবে, গান সৃষ্ট হবে, চলচিত্র নির্মিত হবে। কিন্তু আমি সে সব পড়তে, শুনতে কিংবা দেখতে পারবো না। এই সত্যটা আমাকে খুব যন্ত্রণা দেয়।

আর. এন. রাজু › বিস্তারিত পোস্টঃ

কখনো কাউকে অবহেলা করবেন না। [উপদেশমূলক গল্প]

২৫ শে জুন, ২০১৬ সকাল ৯:০০

অভিনব এবং অহি দুজনকে বন্ধু ভাবতো।
অভিনব অহিকে বেস্ট ফ্রেন্ড এবং ক্লোজ ফ্রেন্ড ভাবতো কিন্তু অহি অভিনব কে
জাস্ট ফ্রেন্ড ভাবতো।
অভিনব প্রতিদিন অহি কে কল করতো
এবং এসএমএস করতো।
অহি অভিনবের কল রিসিভ করতো না এবং এসএমএস পড়তো না।
তবুও অহিকে এসএমএস এবং কল করতো।
প্রতিদিনের মত ঐদিন অভিনব কল দিল কিন্তু
অহি তার কল রিসিভ করলো না,
শেষে সে এসএমএস ও করলো
কিন্তু অহি তখনো ম্যাসেজ টা দেখলো না।
তার দুইদিন পর যখন
অভিনবের ম্যাসেজ এবং কল দেওয়া না দেখে সে কিছুটা একাকিত্ব
অনুভব করলো এবং সে নিজে
অভিনব কে কল করলো।
কল রিসিভ করলেন অভিনবের মা এবং বললেন যে অভিনব গতকালের আগের রাত রোড এক্সিডেন্ট করেছে।
অহি যেন ভেঙে পড়লো এই কথা শুনে,
এবং সে তাড়াতাড়ি ঐ রাতের দেওয়া এসএমএস দেখলো।
সে পড়ে নিস্তব্ধ হয়ে গেল। চোখ দিয়ে পানি পড়তে লাগলো অহির।
কি ছিল সেই ম্যাসেজে লিখা?
লেখা ছিল "অহি আমি তোমার বাসার সামনে এক্সিডেন্ট করেছি, প্লিজ তুমি আমাকে বাচাঁও।"

এসএমএস টি পড়ে অহি কান্নায় ভেঙে পড়লো।
তাঁর অবহেলার কারণে একটি ছেলের জীবন শেষ হয়ে গেল।
তার কারণে অভিনব মারা গেল।
অহি যদি তখন ম্যাসেজটা পড়তো তাহলে অভিনবের জীবনটা বেচে যেত।
অহি নিজেকে খুব ঘৃণা করছে। তাঁর ২-৩ মিনিটের ভুলের কারণে একটি জীবন চলে গেল।

উপদেশঃ- কখনো কাউকে অবহেলা করবেন না। আপনার ২-৩ মিনিটের ভুলের কারণে একটি মানুষের জীবনও চলে যেতে পারে

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুন, ২০১৬ সকাল ৯:০২

অনিন্দিতা দাশ বলেছেন: ভালো লাগলো পড়ে।

২৫ শে জুন, ২০১৬ সকাল ৯:০৪

আর. এন. রাজু বলেছেন: ধন্যবাদ!!

২| ২৫ শে জুন, ২০১৬ সকাল ৯:০৫

অনিন্দিতা দাশ বলেছেন: আপনার প্রতিটি পোষ্ট আমি অনুসরণ করি।

খুব ভালো লাগে আপনার পোষ্টগুলো।

২৫ শে জুন, ২০১৬ সকাল ৯:০৬

আর. এন. রাজু বলেছেন: আবারো ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্যের জন্য।

৩| ২৫ শে জুন, ২০১৬ সকাল ৯:১০

আহমেদ আরিফ বলেছেন: অভিনব ছেলে অহি মেয়ে? যদি তাই হয় তাহলে ছেলেটা ছ্যাচড়া ;) যে মেয়ে ইগ্নোর করে তার পেছনে ঘুরবে কেন? কেউ যখন কাউকে ইগ্নোর করে তখন তার উচিত যে তাকে বিরক্ত না করা।


এটা মোটেও উপদেশমূলক গল্প না ছ্যাছড়া মার্কা গল্প :p

২৫ শে জুন, ২০১৬ সকাল ৯:২১

আর. এন. রাজু বলেছেন: হ্যা অহি মেয়ে।
বন্ধুত্বের টান।

অবশ্যই এটা উপদেশমূলক গল্প।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.