নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেটা নই যেটা আপনি ভাবছেন..!! আমি সেটাই যেটা আপনি ভাবছেন না.!! আমাকে ভাবা যায় না..!! বুঝতে হয়.!!

আর. এন. রাজু

আমি একদিন মারা যাব, এই সত্যটা নিয়ে আমার খুব বেশি আক্ষেপ নেই। তবে, আমার মৃত্যুর পর আরও অসংখ্য অসাধারণ সব বই লেখা হবে, গান সৃষ্ট হবে, চলচিত্র নির্মিত হবে। কিন্তু আমি সে সব পড়তে, শুনতে কিংবা দেখতে পারবো না। এই সত্যটা আমাকে খুব যন্ত্রণা দেয়।

আর. এন. রাজু › বিস্তারিত পোস্টঃ

বড় ছেলের দূঃখ!

০৬ ই জুলাই, ২০১৬ সকাল ৯:৪২




মা-কে যদি এসে, বলি কাল বসে,
ছোট যে আমার খেলনা-টা ঘষে -
ভেঙ্গে ফেলেছে কেন, কে জানে !
এই পুজো-তেই কাকু-ভাই

যেটা দিয়েছে আমাকে কিনে।

মা হেসে বলে, ওকে বোকা ছেলে ?
ওটা তো আসলে খোকা
তুই বড়দা না , ক্ষমা করে দে না,
রাগ করেনা রে বোকা !

গেল রবিবার, আমার খাতায়,
তুলি দিয়ে, 'ছোট', রং যে চাপায়
এই খাতা নিয়ে, কাল স্কুলে গিয়ে
খাব যে বিরাট বকুনী-
'ছোট'কে না বকে,ছল-ছল চোখে,
বাবা-কে বলেছি তক্ষুণি।
কাগজে-ই মন,বাবা বলে-শোন,
এ-নিয়ে ভাববো পরে-
সবকিছু ভুলে,বই-খাতা খুলে,
পড়তে বস্ তো ঘরে ।

চুপ করে যাই, কাকে কি বোঝাই ?
ছোট যে মাত্র দুই '... !
'বড়' বলে সব মেনে নিতে হয়,
যদিও আমার বয়েস যে ছয়,
মনের কষ্ট মনে চেপে -
রাতে কেঁদে ,বিছানায় শুই !


ছবিঃ চন্দ্রিমা ঘোষ

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুলাই, ২০১৬ সকাল ৯:৪৬

বিজন রয় বলেছেন: তুই বড়দা না , ক্ষমা করে দে না,
রাগ করেনা রে বোকা !

হা হা হা
ঠিক ঠিক।
+++++

০৬ ই জুলাই, ২০১৬ সকাল ১০:০৯

আর. এন. রাজু বলেছেন: হ্যা ধন্যবাদ বিজন ভাই আপনার মূল্যবান মন্তব্যের জন্য।



শুভ কামনা রইলো।

২| ২৭ শে জুলাই, ২০১৬ সকাল ৮:৪৮

নীলপরি বলেছেন: বাহ , বেশ সুন্দর ।

৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৩৮

সিগনেচার নসিব বলেছেন: বড় ছেলের দুঃখ
চমৎকার কবিতা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.