নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নির্বাসন এ একা

হাত, পা, মাথা থাকলেই মানুষ হওয়া যায় নাহ্রদয় ধ্বক ধ্বক করলেই বেচে থাকা হয় না

নির্বাসন এ একা › বিস্তারিত পোস্টঃ

এ কেমন জীবন?

০২ রা জুলাই, ২০১৫ রাত ১:০০

এ কেমন জীবন?
- যাযাবর জীবন

ভাঙ্গতে কম ভাঙ্গ নি
খুঁড়তে কম খোঁড় নি
এখানে, ওখানে, সেখানে
দিন রাত্রির অষ্টপ্রহরে
বছরে প্রতিটা ঋতু জুড়ে
হৃদয়টা ক্ষততে ভরে;
ক্ষত, ক্ষত আর ক্ষত
খুবলে তুলে ফেলেছ প্রতিদিন
আমার শরীর থেকে সব রক্ত মাংস;
এক একবার এক এক জন আসে জীবনে
এক একটি ক্ষত তৈরি করে যায়
আমার সারা গায়,
তারপর আবার হয়তো নতুন কেও আসে জীবনে
একটু করে হাত বোলায়
মলম লাগায় ক্ষতর গায়
তারপর ছুড়ে ফেলে রেখে আবার চলে যায়;
আবার জীবনে নতুন কারো আগমন
আবার নতুন করে ক্ষতের কারণ,
এ আমার কেমন জীবন?
আমি যেন বেশ্যার থেকেও অধম
যে যেভাবে করে যাচ্ছে আমায় ধর্ষণ;
আর কত?
আর কত ক্ষত দেবে একই শরীরে?

দোহাই তোমাদের
এবার একটু করুণা কর আমায়
আর ধর্ষণ করো না আমাকে তোমরা
সারাটা বছর জুড়ে বন্ধ কর এ খেলা,
আমি তোমাদের চলার পথ,
"আমি ঢাকার রাস্তা"।


মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০২ রা জুলাই, ২০১৫ রাত ৩:৩৯

বাকা পথ বাকা চোখ বলেছেন: ভাল

২| ২৯ শে অক্টোবর, ২০২০ দুপুর ২:১০

রাজীব নুর বলেছেন: প্রানবন্ত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.