নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাভাষাপ্রেমী

নির্বেদ মানব

ভেজালহীন বাংলাদেশি

নির্বেদ মানব › বিস্তারিত পোস্টঃ

ভারতে মুঘল ইতিহাস বাদ, এসেছে হিন্দু শাসকদের কথা

০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৫

ভারতের মহারাষ্ট্রের স্কুল পাঠ্যবই থেকে সরিয়ে দেওয়া হচ্ছে মুঘল সাম্রাজ্যের ইতিহাস।
ভারতের একটি বড় অংশে প্রায় তিনশ বছর রাজত্ব করেছিল মুঘল সাম্রাজ্য।
মুঘল সুলতানদের ইতিহাস সরিয়ে দিয়ে সেখানে নিয়ে আসা হচ্ছে হিন্দু শাসক ছত্রপতি শিবাজীর প্রতিষ্ঠিত সাম্রাজ্যের ইতিহাস।
এ নিয়েই সে রাজ্যে শুরু হয়েছে বিতর্ক।
ভারতের বেশীরভাগ সৌধ মুঘল আমলে তৈরি হয়েছিল। প্রায় তিনশো বছর রাজত্ব করা মুঘল সাম্রাজ্য দেশের ইতিহাসের একটা অতি গুরুত্বপূর্ণ অংশ।
কিন্তু মহারাষ্ট্রের অনেক স্কুল পড়ুয়াদের কাছে সেই ইতিহাসের কোনও গুরুত্ব নেই

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৯

সামিউল ইসলাম বাবু বলেছেন: ইতিহাস কখনো চাপাদেওয়া যায়না

২| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:০৫

সুফি ইবনুসসাবিল বলেছেন: ইতিহাস ইতিহাস হয়েই থাকে ও থাকবে

৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:৩৭

সেয়ানা পাগল বলেছেন: অতীত কক্ষনো বদলানো যায় না।
বি জে পি এর রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়িত করার জন্য, কয়েকটি বি জে পি শাসিত রাজ্যে স্কুল সিলেবাসে ( সিলেবাস রাজ্য সরকার নিয়ন্ত্রিত বোর্ড তৈরি করে ) এসব ঢোকানো হচ্ছে।
বাকি বেশিরবাগ রাজ্যে সঠিক ইতিহাসই পড়ানো হয়।
বি জে পির এই ইতিহাস বদলানোর চেষ্টা দেশ জুড়ে সমালোচনা করা হচ্ছে ও তার প্রতিবাদ করা হচ্ছে।

৪| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:১৭

এ আর ১৫ বলেছেন: উপোর দিকে থুতু মারলে নিজের মুখে এসে পড়ে । এগুলো তো তারা বাংলাদেশের কাছে থেকে শিক্ষেছে । হেফাজতের দাবির মুখে সেকুলার আওয়ামী লীগ পাঠ্য পুস্তক হতে সব হিন্দু লেখকের লেখা বাদ দিয়ে দিয়েছে ।
আগে নিজের চেহারাটা দেখেন তারপর অন্যদের চেহারা। আমাদের কাছে থেকে ভারত এই ধরনের মন্ত্র শিখেছে ।

৫| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৩

চুলবুল পান্ডে বলেছেন: এ আর ১৫, সিক-উলার পাঠ্য মানে রামলীলা, কৃষ্ণরাধা, পুজোআচ্চা, হোলি,শিলান্যাস, নারকোল ফাটানো পড়তে হবে ? এদেশে পরমহংসর আদর্শ শিশুদের মাথায় ঢকোতে হবে ? পোস্ট তো ইতিহাস পড়ানো নিয়ে ? ধান ভানতে শিবের গীত চলে আসল ? কী চমৎকার মশাই, পারেনও বটে আপনারা মাইরি !

৬| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৯

সেয়ানা পাগল বলেছেন: @চুলবুল পাণ্ডে

আপনাকে অনুরোধ করা হচ্ছে, আবেগ বাদ দিয়ে যুক্তি ও প্রমাণ সহকারে বক্তব্য পেশ করার জন্য।

৭| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:০৩

চুলবুল পান্ডে বলেছেন: @সেয়ানা পাগল
মিথ্যা/আবেগের জবাব যুক্তি দিয়ে হয় না। ঠ্যাঙ্গানী দিলে সবই বুঝতে পারে, তবে সেটাতো সম্ভব বা শোভন নয়।

৮| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৩০

পদ্মপুকুর বলেছেন: এ আর ১৫ বলেছেন: উপোর দিকে থুতু মারলে নিজের মুখে এসে পড়ে । এগুলো তো তারা বাংলাদেশের কাছে থেকে শিক্ষেছে ।

তা দাদা, ভারত আমাদের অনেক অনেক ভালো কাজ ফেলে খারাপ কাজটাই শিখতে গেল ক্যা?

৯| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:০৪

জুন বলেছেন: ইতিহাস কি মুছে ফেলা যায় ! শিবাজীর ইতিহাসও আছে কিন্ত মুঘলদের প্রায় ২৫০ /তিনশ বছরের ইতিহাস কি ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা ক্ষুদ্র ক্ষুদ্র নৃপতিদের ইতিহাস দিয়ে ফিল আপ দ্যা ব্লাংকস করবে বিজেপি !! একেই বলে ছোট মন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.