নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনিরুদ্ধ বুলবুল

একাধিক মানুষের মেধা রুচি ও মত কখনোই এক হতে পারেনা।

নির্বোধ পাঠক

আসুন - সত্য বলি, সত্য খুঁজি, সত্যকে প্রকাশ করি।

নির্বোধ পাঠক › বিস্তারিত পোস্টঃ

পাইনি ঠিকানা

০৭ ই জানুয়ারি, ২০১৫ ভোর ৬:১৫

কতটুকু শোভন শীতের আশ্রয় পেয়েছি সেথায়
ভালবাসার পীটস্থান - ওই কবোষ্ণ বুকে?
স্মৃতির মণিকোঠায় টানি মাণিক্যের ইতি
খুঁজে খুঁজে হয়রান, ব্যথার বারিধি যায় ভেসে
দুঃখের গহন নদ বহে প্রত্যাশার অগোচরে।

স্মিতোধরে অফুটা হাসির রেখায় দেখেছি কবে
কবিতার সামিয়ানা তোমার কৌমুদ বন্যায়।
স্মৃতির চিলেকোঠায় বসে খুঁজেছি যে ছবি
তা কি হৃদয় মন্দিরে বাঁধাই, পাথরে খোদাই,
না - রয়েছে তোমার নিখিলে আঁকা?

আজো পাইনি সেই সে ঠিকানা অপার-
এক ফালি স্বপ্ন মোর হারালো যে প্রপাতে
ঘূর্ণাবর্তে সেথা স্বপ্নসুখ হয়েছে বিলীন
কালের দূর্বিপাকে দেখিনি সে ছায়া
ধরতে গেলে না যায় ধরা, ছুঁ’তে গেলে ছোঁয়া!

অরিহমন্ত্র বাজে ঘুমঘোর তন্দ্রা মাঝে
সে কি মায়া, না কি কুহেলিকা ছায়া।
কামনার গুপ্ত বলয় যদি – ইথারে হারায়
সুপ্ত আশা তীর খুঁজে না পায়, সঞ্চারী সুর
অন্তরে বাঁধি হব গো চপলা নদী।

কালের আদম-হাওয়া স্বপ্নে দেখে নীড়
বাস্তবের আকাশপটে যা ছিল অলীক
শূন্যতার চাদরে মোড়া স্নিগ্ধতার আভায়
অশ্লেষ আয়েসে বুনে প্রশান্ত চাদর
সায়াহ্নের ঠিকানায়, বিস্তৃত মল্লিকা দলে।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৭ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৭:৩৯

বিদ্রোহী বাঙালি বলেছেন: জীবনের আসল ঠিকানা কি এতো সহজে খুঁজে পাওয়া যায়? জীবনটা যে একটা গোলকধাঁধা। ছন্দের দ্যোতনায় ভালো লিখেছেন নির্বোধ পাঠক।

২| ০৭ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৮:২৫

নির্বোধ পাঠক বলেছেন: প্রাতঃশুভেচ্ছা নিন কবিবন্ধু।
আপনার মন্তব্যে প্রীত হলাম।
ভাল থাকুন নিরবধি। :)

৩| ০৭ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৪৪

তুষার কাব্য বলেছেন: শূন্যতার চাদরে মোড়া স্নিগ্ধতার আভায়
অশ্লেষ আয়েসে বুনে প্রশান্ত চাদর
সায়াহ্নের ঠিকানায়, বিস্তৃত মল্লিকা দলে।

ভালো লাগা...

০৯ ই জানুয়ারি, ২০১৫ রাত ১:২৮

নির্বোধ পাঠক বলেছেন: মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ ভাই তুষার কাব্য।
ভাল থাকুন। শুভেচ্ছা রইল। :)

৪| ০৯ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩৪

প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ

১০ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:০৯

নির্বোধ পাঠক বলেছেন: আপনার জন্য অনেক ভালবাসা রইল কবি।
ভাল থাকুন। :)

৫| ১১ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৪৯

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: চমৎকার। আরও লিখুন।

১১ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:৫১

নির্বোধ পাঠক বলেছেন: কবিতায় মন্তব্যের জন্য জন্য অশেষ ধন্যবাদ।
ভাল থাকুন। শুভেচ্ছা নিন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.