নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনিরুদ্ধ বুলবুল

একাধিক মানুষের মেধা রুচি ও মত কখনোই এক হতে পারেনা।

নির্বোধ পাঠক

আসুন - সত্য বলি, সত্য খুঁজি, সত্যকে প্রকাশ করি।

নির্বোধ পাঠক › বিস্তারিত পোস্টঃ

মেঘ-বালিকা

২৭ শে এপ্রিল, ২০১৫ সকাল ১১:৫৮

স্বপ্নের ঘোরে এ কি নিঃসীম পরিভ্রমণ!

মেঘ-বালিকার জলছাপ আঁকি চোখের তারায়।

রাত জাগা পেঁচকের কন্ঠ চিরে ভেসে আসা ভূতুড়ে বাণী

চিত্তে জাগায় সচকিত অনুভবের বিচলিত দ্বিধা

রাতের সীমান্তে বিছানো অসহায় কালোছায়া দোলে।



যদি কিছু আনন্দের খোঁজ মিলে যায় চেতনার তীরে

তিমিরে জাগাবো না বিষাদের সুর, কোনই উচ্চারণে

সাগর-সঙ্গমে হাঁটবো – ঝাউবন কি’বা পাইন সাথে নিয়ে।

বরিধি-রাশি, শঙ্খচিলের বিরামহীন উড়া-উড়ি, পান করে পুলক-রেণু

হিজলের ঘনবন শেওড়ার ঝোপ - ভাবলেশহীন, করে আছে চুপ।



সাগর বারিধি যদি ভাসায় আমার দু’চোখ প্লাবনে

অনন্তের মান্দাসে ভাসার এ বিরল মওকা কি করে হারাই?

তবু আমি ভুলবো না পটে আঁকা মেঘ-বালিকারে।

বিষাদ ভুলে খুঁজে নেবো সুখ অকূল পাথারে

শঙ্খচিলের সফেদ ডানায় বাঁধবো সুখের চাবি।



বিভীষিকার মৌন শিখা যদি কখনো টুটে

জাগবো না আমি, হয় তো আর প্রাণের পরশে,

হারাতে হবে কি না মোহে আঁকা মেঘ-বালিকারে!

প্রতিবেশে যদি, হয়ে যাই আঁধারে বিলীন

সন্ধিপত্রে সই করে হাঁটবো জীবনভর অজানার পথেই।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৭ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৪২

ময়না বঙ্গাল বলেছেন: শুন
মধুর
মুরলী বাজে
মম অন্তরে
থাকি থাকি
সখি জাগ জাগ

২| ২৭ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:০৭

নির্বোধ পাঠক বলেছেন: আপনার কাব্যিক মন্তব্যে আবিশিত হলাম।
অনেক ভালবাসা ও সান্ধ্য শুভেচ্ছা জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.