নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তীর্থক

তীর্থক

71 আমার অস্তিত্ব, আমার স্বাধীনতা গান আমার জীবন, আমার বেঁচে থাকা কবিতা আমার inspiration, আমার পথচলা আর তুমি, আমার ভালোলাগা, আমার দীগন্ত বিস্তৃত ভালোবাসা ।

তীর্থক › বিস্তারিত পোস্টঃ

শিশুতোষ গল্প!

৩০ শে মার্চ, ২০১৯ সকাল ৮:৫৭

এক যে ছিল আজব দেশ গণতন্ত্রে মোরা
পুলিশ চালয় রাজ্য সেথা মন্ত্রী চালায় ঘোড়া!

সেচ্ছাচারী রাজামসাই গাধার পিঠে চড়ে
দেশটাজুড়ে বেড়ান ঘুরে মামদোবাজি করে।

দুর্নীতি আর অনিয়মে রাজ্য চলে বেশ
উন্নয়নের জোয়ার এসে ভাসিয়ে যায় দেশ।

পাসে'র নীতি চলে সেথা শিক্ষানীতি ফেলে
জ্ঞানপাপীদের স্বরযন্ত্রে শিক্ষা ভাসে জলে।

সংক্ষালঘুর ঘর পুড়ে ছাই, লুট হয় তার লাজ
পুলিশ বলে এসব কিছুই বিরোধীদের কাজ!

ডান বাম আর দেশ বিদেশি বন্ধুবর্গ জুটে
গদীখানা আক্রে ধরেন যায় যদি বা ছুটে!

মৌলবাদী মৌলবীদের তোয়াজ চলে ভাড়ি
তেতুল হুজুর ফতোয়া দেন, লাজে মরে নারী।

নারীরা চায় সমাধীকার, পুরুষ যদি মানে
মিছিল মিটিং লবডংকা, রাজা হুজুর জানে।

আজব দেশে আজব রীতি শিশুও পায় সাজা,
জেলে বসে ঘানি টানে, ফুর্তি দেখেন রাজা!

চলতি পথে মৃত্যু'রা দেয় হতছানি আয় আায়
ছবি হাতে কাঁদেন মা আজ বড়ই অসহায়।

জঙ্গীর সব দেয় যে হানা মনের ভিতর বসে
কামান গোলা অচল হল, মৃত্যু হল কিসে?

নির্বাচনের লগ্ন এলে ভাবেন রাজ্যপিতা
প্রজারা ত সুখেই আছে ভোট এক বিলসিতা।

রাজামসাই অট্ট হাসেন দেশটা যে তার কেনা
যার খুশি যাক রাজ্য ছেড়ে, কে করেছে মানা?

এমনি আজব দেশের কথা বলবো কত আর
"ঠাকুর মা'র ঝুলি" নিয়ে বসোনা, খবরদার!!!

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে মার্চ, ২০১৯ দুপুর ২:০৪

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

০৮ ই এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:৫২

তীর্থক বলেছেন: ধন্যবাদ :)

২| ৩০ শে মার্চ, ২০১৯ বিকাল ৩:৪১

মাহমুদুর রহমান বলেছেন: সহজ সরল সুন্দর।

০৮ ই এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:৫২

তীর্থক বলেছেন: ধন্যবাদ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.