নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ভাল , আমাকে বাসবেন না :প

নিশা মাহমুদা

নিশা মাহমুদা › বিস্তারিত পোস্টঃ

লোভ সামলাতে চাই

৩১ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৩

তুমি সম্পর্কের মাঝে কাঁটাতারের সীমানা গড়ে দিয়েছ। কাঁটাতারের ফাঁক গলে তোমায় দেখা যায়, ছোঁয়া যায় কিন্তু বুকভরে জড়িয়ে নিতে পারিনা ।
তাই আমি ইচ্ছে করেই মাঝেমাঝে সম্পর্কের সীমানায় দেয়াল তুলে দেই । তবে এই স্বইচ্ছায় গড়ে তোলা দুর্বল দেয়ালের ইটের গাঁথুনির কোথায় যেন আবার ফাঁক রেখে যাই । এই লোভে- হয়তো খুব মন খারাপের দিনে দেখে নেওয়া যাবে দেয়ালের ওপাশটা !
তাই আজ তোমায় বলছি- চিরস্থায়ীভাবে কঠিন পলেস্তরের একটা মজবুত প্রাচীর তুলে দেবে সীমানায়? আমি তোমাকে পাওয়ার লোভ সামলাতে চাই। জানইতো বড্ড লোভী আমি !
নয়তো কাঁটাতারের সীমানা সরিয়ে বুকে জড়িয়ে নাও, জান কি- কতটা বিক্ষত আমি ?

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০২ রা জানুয়ারি, ২০১৫ রাত ১২:২৪

জাফরুল মবীন বলেছেন: ভালবাসার মানুষকে কাছে পাবার তীব্র অনুভূতির চমৎকার আক্ষরিক প্রকাশ।

মুগ্ধ হলাম পাঠে।

নতুন বছরে আপনার জন্য অনেক শুভকামনা রইলো।

HAPPY NEW YEAR ;)

০২ রা জানুয়ারি, ২০১৫ রাত ২:০০

নিশা মাহমুদা বলেছেন: ধন্যবাদ এবং আপনাকেও হ্যাপি নিউ ইয়ার :)

২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৪৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: সেটাই ভালো।
নিজেদের তৈরি দেওয়ালইই ভালো।
কেননা ওপাশের জগৎ টা তখন যদিও অদৃশ্যমান থাকে তবুও মনের জানালা খুলে উঁকি দিলে দেখা যেতেও পারে।

কিন্তু সময় যদি কখনো দেওয়াল তুলে দেয়। তো ওপাশের জগৎটা জীর্ণ অতীত হয়ে রয়ে যাবে।

ভাল থাকবেন।

১৫ ই জুন, ২০১৫ রাত ১২:৪৮

নিশা মাহমুদা বলেছেন: ধন্যবাদ, আপনিও ভাল থাকবেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.