নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অবশেষে জেনেছি মানুষ একা !!!

নুরুজ্জামান লাবু

গন্তব্য বহুদুর.....!

নুরুজ্জামান লাবু › বিস্তারিত পোস্টঃ

মায়াবী মধ্যরাত

০৪ ঠা এপ্রিল, ২০১৫ রাত ১০:৩২

ধরো,
ট্রেনের নাম ‘গন্তব্যহীন এক্সপ্রেস’, আন্ত:নগর;
এক নগর ছেড়ে ট্রেন ছুটে চলে যাচ্ছে আরেক
ভ্রান্তনগরে, বিরামহীন।
অবিরাম ছুটে চলতে চলতে আমরা যখন ঠিক
‘প্রেমগড়’ অতিক্রম করছিলাম, তখন মধ্যরাত,
ট্রেন থেমে গেলো হঠাৎ।

মনে করো,
সে রাতে পূর্ণিমা ছিল, জোছনালোকিত মায়াময়
চারিদিকে ফাঁকা মাঠ-ঘাট, মনের ভেতরে ভয়
ছিল তবু, ট্রেন থেকে নেমে নেমে যাচ্ছি আমি,
আমি একা নই ঠিক, আমার সঙ্গে নামছিলে তুমি।
কে তুমি? সুন্দরীতমা, এমন মায়াবী মধ্যরাতে
নিজের গন্তব্য ভুলে, হাঁটছিলে আমার সাথে।

ভাবো,
অচেনা তুমি, ধবল জোছনা গায়ে মেখে মেখে
অজানায় দিচ্ছ পাড়ি, আমার চোখে চোখ রেখে।
হাওয়ারা তোমায় করছিল ধাওয়া, তোমার চুলে
দেখেছি আমি, যাচ্ছে যেন তেপান্তরের দুয়ার খুলে।

ভাবতে থাকো,
গন্তব্যহীন ট্রেন শেষ অবধি পৌছে যাচ্ছে নিজ গন্তব্যে। আমি-তুমি ছুটে চলছি আদিগন্তপুরের দিকে। চারপাশে যেন নির্জন নগ্নতা ছড়িয়ে ছিটিয়ে আছে। এসব ছাড়িয়ে আমরা ছুটে চলেছি। ছুটে ছুটে চলছি। বহুদুরে একটি আলোর রেখা। ভোরের আলো ফুটবার আগেই, সেই রেখা আমাদের ছুয়ে দিতে হবে।


ধরো, মনো করো, ভাবো আর ভাবতে থাকো........
আমরা আর পৃথিবীর পাড়ে ফিরিয়া আসিবো নাকো।


তুমি সর্ন্তপণে, ধরে রেখেছিলে আমার হাত
এভাবেই কেটে যাচ্ছে মায়বাী মধুর রাত

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা এপ্রিল, ২০১৫ রাত ১০:৪৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: মুগ্ধতা রেখে গেলাম।

০৪ ঠা এপ্রিল, ২০১৫ রাত ১১:২২

নুরুজ্জামান লাবু বলেছেন: thanks bro...

২| ০৪ ঠা এপ্রিল, ২০১৫ রাত ১১:০৮

নবণীতা বলেছেন: এভাবে কেটে যাক প্রতিটি রাত ,এই শুভকামনা করি।

০৪ ঠা এপ্রিল, ২০১৫ রাত ১১:২৪

নুরুজ্জামান লাবু বলেছেন: thanks sister...

৩| ০৫ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:৪৭

কলমের কালি শেষ বলেছেন: সুন্দর কবিতা । ভাল লেগেছে বেশ ।

০৫ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:৫৯

নুরুজ্জামান লাবু বলেছেন: thanks bro

৪| ০৬ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:৪০

তৃতীয় পক্ষ বলেছেন: মুগ্ধতা রেখে গেলাম, খুব সুন্দর ব্যতিক্রম লেখা। ভাল লাগল।

০৬ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৪১

নুরুজ্জামান লাবু বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.