নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবজান্তা

অয়স

আটপৌরে জীবনের আটপৌরে সমস্যা ও তার সমাধান, বিশেষজ্ঞের মতামত ও পরামর্শ, প্রয়োজনীয় টিপস-ট্রিকস, টিউটোরিয়াল, ডিআইওয়াই, প্রশ্নোত্তর এবং রিভিউ দিয়ে সাজানো হয়েছে এ ইজিন। হ

অয়স › বিস্তারিত পোস্টঃ

এবার ঘরে বসে তৈরি করুন অসাধারণ চিনির ওয়াইন !!!

০৬ ই জুন, ২০১৪ রাত ৮:০৯





ওয়াইন বানানো খুবই সহজ। এমনকি শুধু মাত্র চিনি দিয়েই তৈরি করতে পারেন অসাধারণ স্বাদের ওয়াইন।



অবাক হচ্ছেন তো? বিশ্বাস না হলে পুরো রেসিপিটা দিচ্ছি, আপনি নিজেই চেষ্টা করে দেখতে পারেন। আর এ জন্য আপনার যা প্রয়োজন হবে:



১. একটি পাঁচ লিটারের ভালো প্লাস্টিকের জার



২. একটি পাঁচ/চার লিটারের কাচের বোতল/জার



৩. একটি বেলুন



৪. দেড় কেজি চিনি



৫. ১০ গ্রাম ইস্ট (বেকিং ইস্ট হলেও চলবে)



৬. শিফনিং এর জন্য এক গজ প্লাস্টিকের টিউব







প্রথমে প্লাস্টিকের জার ভালো করে পরিস্কার করতে হবে। প্রয়োজনে হালকা গরম পানি দিয়ে ঝাঁকিয়ে নিতে হবে। পরে, সাড়ে তিন লিটার পানিতে দেড় কেজি চিনি ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে চিনির সব দানা ভালো করে মিশে যায়।



এরপর একটি পাত্রে দুই কাপ পানিতে অল্প কিছু চিনি (১/২ কাপ) ভালো করে মেশাতে হবে। পরে, সেখানে ১০ গ্রাম ইস্ট ঢেলে দিতে হবে। ১০-১৫ মিনিট পর মিশ্রণটিতে ইস্ট সক্রিয় হবে আর বুদবুদ উঠতে থাকবে।



এখন পুরো মিশ্রণটি জারের পানিতে ঢেলে দিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে জারের অন্তত এক চতুর্থাংশ জায়গা খালি থাকে।



এরপর জারের মুখ বেলুন দিয়ে আটকে দিতে হবে যাতে বাইরের বাতাস ভেতরে ঢুকতে না পারে। এর আগে বেলুনের মাথায় পিন/সুই দিেয় অবশ‍্য্যই ৩-৪টা ফুটো করে দিতে হবে যাতে ভেতরের বিষাক্ত গ্যাস বাইরে বের হয়ে যেতে পারে।



এরপর জারটি শুকনো ছায়াযুক্ত স্থানে অন্তত দুই সপ্তাহের জন্য রেখে দিতে হবে। এরমধ্যে জারের ইস্টগুলো চিনি খেয়ে অ্যালকোহল তৈরি করে নিজেরাও মারা যাবে।



দুই সপ্তাহ পর জারের উপরে পরিস্কার ওয়াইন জমা হবে আর নিচে মৃত ইস্টের একটা আস্তরণ জমা হবে।





এবার শিফনিং এর পালা। প্লাস্টিকের টিউবটি জারে ঢুকিয়ে অপেক্ষাকৃত নিচে পরিস্কার পাঁচ/চার লিটারের কাচের বোতল/জার রেখে শিফিনিং করে ওয়াইন স্থানান্তর করতে হবে। সাবধানে শিফনিং করতে হবে যাতে জারের নিচে জমে থাকা ইস্ট কোনোভাবেই না আসতে পারে।



তৈরি হয়ে গেল অসাধারণ চিনির ওয়াইন। কাচের পাত্রে মুখ ভাল করে বন্ধ করে এ ওয়াইন কয়েক মাস রাখলে এর স্বাদ বাড়বে। আপনি চাইলে আরো বেশি দিন রাখতে পারেন।



মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুন, ২০১৪ রাত ৮:১৫

পংবাড়ী বলেছেন: তৈরি হবার পর, উহাকে কি হালালে পরিণত করা সম্ভব?

২| ০৭ ই জুন, ২০১৪ রাত ১২:২৩

ঢাকাবাসী বলেছেন: এটাতে সুগারের পরিমান কারকম হবে? মানে ডায়া.. খেতে পারবে? পারলে তো আপনাকে অভিনন্দন!

৩| ০৭ ই জুন, ২০১৪ সকাল ১০:২৯

হেডস্যার বলেছেন:
খাইলে কি নেশা হবে?

০৯ ই জুন, ২০১৪ দুপুর ১২:৪৬

অয়স বলেছেন: ১০০ বার হবে

৪| ০৯ ই জুন, ২০১৪ ভোর ৪:২৭

কামরুল ইসলাম রুবেল বলেছেন: খাইলেকি নিশা হবে? আর একটু কম মাত্রায় রেসিপি দিলে গোপনে প্রোডাকশন রুমের খাটের তলায় টেরাই মারতাম। বউ যদি টের পায় বাসায় ওয়াইন বানানের ট্রাই করতাছি তাইলে আম্মুর কাছে খবর যাইতে কয়েক সেকেন্ডের ব্যাপার মাত্র। ফলাফল কুত্তা পিডানি। কিন্তু তারপরও মনচায়.......

৫| ১৩ ই জুন, ২০১৪ সকাল ১১:১৬

লিংকন১১৫ বলেছেন: কন কি ভাই ! মুই তো জান্তুম ওয়াইন বানায় ফল টল দিয়া , মাগার নেটে খুইজা দেহি ফলদিয়া বানায় মাগার ঐ ফল কম্মে পামু .।।। আর অনেক ঝামেলা
আর ভাই এগুলাতে তো ব্যাকটেরিয়া জমে খাইয়া মরমু নাতো ? ;)
আন্নের লই কিছু লিঙ্ক দিলাম , আন্নে লিঙ্ক গুলান দেহি আমগো লই আরও ভালা কিছু শিখান হি হি ;)
আন্নে রে অনেক অনেক ধইন্না
How to Make Wine
How to Make Wine ২
Winemaking উইকি
Wine from Fresh Grapes
Make Wine at Home
Make Wine at Home

৬| ০৭ ই আগস্ট, ২০১৪ রাত ১০:৩০

রাবেয়া রব্বানি বলেছেন: ইন্টারেস্টিং

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.