নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবজান্তা

অয়স

আটপৌরে জীবনের আটপৌরে সমস্যা ও তার সমাধান, বিশেষজ্ঞের মতামত ও পরামর্শ, প্রয়োজনীয় টিপস-ট্রিকস, টিউটোরিয়াল, ডিআইওয়াই, প্রশ্নোত্তর এবং রিভিউ দিয়ে সাজানো হয়েছে এ ইজিন। হ

অয়স › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশে প্রথম! Self watering Bottle Plant!!

২৫ শে জুলাই, ২০১৪ রাত ১২:৪৭



আপনারা যারা গাছ পছন্দ করেন, ভালবাসেন তাদের জন্য এই পোস্ট।



Self watering Bottle Plant!! এখন আপনার হাতের নাগালে।



ঘরের ভেতর অথবা বারান্দায় যারা গাছ পছন্দ করেন তাদের জন‍্য নিঃসন্দেহে আনন্দের খবর হতে পারে এটা। প্রথমত, বাংলাদেশে এ ধরনের পণ্য এই প্রথমবারের মতো পাওয়া যাচ্ছে; দ্বিতীয়ত, এটা দেখতে অসাধারণ এবং সর্বোপরি এই Bottle Plant এ প্রতিদিন পানি দেয়ার কোনো দরকার নেই। এই Bottle Plant প্রতিদিনের প্রয়োজনীয় পানি পেয়ে যায় এর Bottle থেকেই এবং এটা সম্পূর্ণ স্বয়ংক্রিয় ও নিরাপদ।



এই Self watering Bottle Plant!! পাওয়া যােচ্ছ অনলাইনে সাথে ফ্রি হোম ডেলিভারি।

Self watering Bottle Plant!! এর দাম মাত্র ৪৫০ টাকা।

ফ্রি হোম ডেলিভারি পেতে ফোন করুন : ০১৭৮৯ ৬০৬০৫৮ নম্বরে।

মেইল করতে পারেন : [email protected]

ভিজিট করুন: http://www.bottlica.com]



সবাইকে অসংখ‍্য ধন্যবাদ







মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুলাই, ২০১৪ রাত ১২:৫৩

রাজিব বলেছেন: "এই Bottle Plant প্রতিদিনের প্রয়োজনীয় পানি পেয়ে যায় এর Bottle থেকেই"
কিভাবে পানি পাবে যদি প্রতিদিন পানি না ঢালি? আরও বিস্তারিত লিখুন,

২| ২৫ শে জুলাই, ২০১৪ রাত ১:১১

রাজিব বলেছেন: খুব ভাল আইডিয়া, আপনাদের সাফল্য কামনা করছি। প্রায় ২ মাস আগে ফ্যান ও লাইটের জন্য রিমোট কন্ট্রোল কিনেছি এবং এখন ঘুমের কি যে আরাম। মাত্র ৭০০ টাকা খরচ হয়েছিল এর জন্য।
এ ধরনের মজার পন্য যত আসবে ততই ভাল। একটাই সমস্যা সব মেইড ইন চায়না। আশা করি বাংলাদেশেও উৎপাদিত হবে একদিন।
পোষ্টের জন্য ধন্যবাদ। গাছ নিয়ে যাদের আগ্রহ আছে তাদের কাজে লাগবে। দামও তেমন বেশী নয়। যাই হোক পারলে এই পোস্ট দিনের বেলায় দুপুর বা বিকেলে দিয়েন তাতে অনেক বেশী লোকের নজরে পরবে। পারলে মোবাইল ফোনের মাধ্যমে একটা ১-২ মিনিটের সাদা মাটা ভিডিও করে ইউটিউব ও ফেইসবুকে দিতে পারেন।

৩| ২৫ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:৪৩

অহনাব বলেছেন: ওয়েবসাইটে লিঙ্ক দেয়ার সময় http://www.bottlica.com] দিসেন কেন? ] রিমুভ করেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.