নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"নতুন কিছু জানার জন্য নতুন কিছু করো\"

পলাশ তালুকদার

পলাশ তালুকদার › বিস্তারিত পোস্টঃ

অসুস্থ রাজনীতির চাপে গোটা বাঙালি জাতি

১৭ ই জুন, ২০২১ সকাল ৮:২৫

অসুস্থ রাজনীতির চাপে গোটা বাঙালি জাতি এখন অনেকগুলো বড় অপরাধের চাপের বোঝা মাথায় নিয়ে জীবনযাত্রার মান উন্নয়নে বাধাগ্রস্ত হচ্ছে। ছোট খাটো অপরাধ বাদ দিয়ে তারমধ্য থেকে অল্প কিছু বড় অপরাধ নিম্মে উল্লেখ করা হলোঃ

"পা'চাটা গোলামের রাষ্ট্রের মানুষের সবচেয়ে বড় অপরাধ হলো সাহসী হওয়া"
"পরাধীন রাষ্ট্রের মানুষের সবচেয়ে বড় অপরাধ হলো স্বাধীনতা চাওয়া"
"বেবিচারী রাষ্ট্রের মানুষের সবচেয়ে বড় অপরাধ হলো সঠিক বিচার চাওয়া"
"দূর্ণীতিগ্রস্থ রাষ্ট্রের মানুষের সবচেয়ে বড় অপরাধ হলো সাধু হতে চাওয়া"
"রাজতন্ত্র রাষ্ট্রের মানুষের সবচেয়ে বড় অপরাধ হলো গনতন্ত্র চাওয়া"
"স্বৈরাচারী রাষ্ট্রের মানুষের সবচেয়ে বড় অপরাধ হলো ন্যায্য দাবী চাওয়া"
"গদি দখলের রাষ্ট্রের মানুষের সবচেয়ে বড় অপরাধ হলো ভোটাধিকার চাওয়া"
"নাটকীয় রাষ্ট্রের মানুষের সবচেয়ে বড় অপরাধ হলো দর্শক হতে চাওয়া"

অতঃপর একজন সুশীল সমাজের সুনাগরিক হিসেবে নিজেকেই যদি নিজে প্রশ্ন করি যে, এতো গুলো বড় অপরাধ করেও কিভাবে তুমি নিজেকে নিরপরাধ ভাবতে পারো?

উত্তরঃ মানদন্ডের বিচারে এতটুকু বলেই অনেকের আরচোখের কারণ হতে হচ্ছে। তাই আরো উত্তর দেওয়ার সাহস নাই।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুন, ২০২১ দুপুর ১:৩৮

গফুর ভাই বলেছেন: যে দেশে নাগরিক তার সিভিল রাইট নিজে নিজে পালন করে নাহ এমনকি অন্য কাওকে তা করতে বাধা দেয়, নিজে নিয়ম প্রতিনিয়ত সব জায়গায় ভংগ করে নিয়ম। নিজে সমাজ পরিবর্তনে সামনে আগায় আসে নাহ হয়রানি হবার ভয়ে ওই নাগরিকের দল তো খাবেই চাপ আর ডাকবে বাপ।হায় আমার দেশ অনিয়ম যেখানে নিয়ম তাই বাংলা কে ডাকে মগের মুল্লুক।

বিপ্লব হয় কন্ঠে নয় রক্তে

০৭ ই জুলাই, ২০২১ রাত ৯:৪৯

পলাশ তালুকদার বলেছেন: আসলেই কন্ঠের চেয়ে রক্তের দরকার এখন বেশি

২| ১৭ ই জুন, ২০২১ বিকাল ৩:০৭

মহাজাগতিক চিন্তা বলেছেন: নিস্তব্ধতা হিরম্ময়, ভুলে হেলে ক্যামনে হয়?

০৭ ই জুলাই, ২০২১ রাত ৯:৫০

পলাশ তালুকদার বলেছেন: অনেক কঠিন করে লিখেছেন যে, কেমন করে বুঝবো?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.