নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিরোনামহীন....

আমার স্বপ্নের কথা বলতে চাই

পথেরদাবী

সাংস্কৃতিক কর্মী শিল্প তৈরি করতে পারেন আবার নাও করতে পারেন..... তবে শিল্পীর শিল্প তৈরি হওয়া চাই-ই-চাই.......সাংস্কৃতিক কর্মীর মূল কাজ শিল্পীর তৈরি শিল্পকর্ম এবং জনগনের মধ্যে মেল বন্ধন অর্থাৎ সহজ ভাষায় বললে, সেতু তৈরি করা..... আর এই সেতু তৈরির কাজ সাংস্কৃতিক কর্মীর করা চাই ই-চাই....এখানে ফাঁকিবাজির সুযোগ নাই.....সুযোগ নাই শিল্পীর মতো ব্যক্তি কেন্দ্রিক চিন্তা করার..... সাংস্কৃতিক কর্মীকে তাই মাঝে মাঝে শিল্পীর চাইতে সংগঠকের ভুমিকায় বেশি অবতীর্ণ হন...... এতে দোষের কিছু দেখি না....সব ঠিকঠাক থাকলে সাংস্কৃতিক কর্মী নামক শব্দের উৎপত্তি ঘটতো না..... সবাই শিল্প চর্চাই করতো.....শিল্প চর্চা করতে এসে কেউ বিপ্লবের কথা বলতো না..... যেহেতু বিপ্লব একটি কঠিন সত্য...... বিপ্লব দীর্ঘজিবী হোক.....\\\\\\\\\\\\\\\\n(১৪ মার্চ ২০১৫, পল্টন ...........)

পথেরদাবী › বিস্তারিত পোস্টঃ

প্রতিবাদ হোক গল্প, কবিতা, গানে….

২০ শে মার্চ, ২০১৬ রাত ১২:০১

১.
আমরা কী জানি না
কয়লা ধুইলে ময়লা যায় না।
যদি জানি, জেনে থাকি
সে ময়লা কী করে মাখি
বন সুন্দরের বুকে, কোন সুখে?

২.
নির্বোধ বকে যায়
পালের গোদা আবুল মাল
‘হবেই হবে রামপাল’।
অসহায় আত্মসমর্পন তার,
কিছুই নাকি করার নাই আর।

৩.
ব্যাংক লুট-
দারুন জোক!
ক্রসফায়ার, মিথ্যা প্রেস নোট।
আত্মঘাতী আজ স্বপ্নবান যুবক
নাই কোনো তার চাকরির খোঁজ।

৪.
গণতন্ত্র বনাম পেট্রোল বোমা
মনে নেই, গণের হয়েছিলো যা তা।

৫.
জীবনের টানে
হলো মানব পাচার
সীমানার ওপাড়ে
সমুদ্র ভাসেছিলো নিষ্পাপ প্রাণে।

৬.
খবরের পাতায় দেখি প্রতিদিন লাশ
চুরি হওয়া প্রশ্নে মেডিকেল পাশ।

৭.
আর, পরিচ্ছন্ন নগরে সুফিয়ারা সব হারায়
বুলডোজারের তলায়,
তাই-
প্রতিবাদ হোক আজ গান গল্প কবিতায় …..!

(১৯ মার্চ ২০১৬, পল্টন)












মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২০ শে মার্চ, ২০১৬ রাত ১২:৩০

মুসাফির নামা বলেছেন: নির্বোধ বকে যায়
পালের গোদা আবুল মাল
‘হবেই হবে রামপাল’।
চমৎকার প্রতিবাদ।।

২| ২০ শে মার্চ, ২০১৬ রাত ১২:৩৩

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই এত সুন্দর কবিতার জন্য। আমার ব্লগে আমন্ত্রণ।।

৩| ২০ শে মার্চ, ২০১৬ রাত ১২:৫০

বিদ্রোহী ভৃগু বলেছেন: তাই-
প্রতিবাদ হোক আজ গান গল্প কবিতায় ….

৪| ২০ শে মার্চ, ২০১৬ রাত ১২:৫৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: কলমের আশ্রয়ে বিপ্লব হোক।

৫| ২০ শে মার্চ, ২০১৬ রাত ১:১৫

আরণ্যক রাখাল বলেছেন: বেশ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.