নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একান্ত ব্যক্তিগত কারণে ব্লগে আর পোস্ট দেওয়া হবে না। আপাতত শুধু ব্লগ পড়বো। বিশেষ করে পুরানো পোস্টগুলো। কোন পোস্টে মন্তব্য করবো না বলে ঠিক করেছি। আমি সামহোয়্যারইন ব্লগে আছি এবং থাকবো। ভালো আছি। ভালো থাকুন সকলে।

ইসিয়াক

সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ সময় থাকতে ভালো হয়ে যাও

১৯ শে এপ্রিল, ২০২২ দুপুর ২:৪৪


একটু ভালোবাসার খোঁজে
যে মেয়েটির কাছে ছুটে আসে
হাজার পুরুষ।
তাকে কেন ডাকা হবে বারবনিতা বলে?
আর পুরুষগুলো কি সব ধোঁয়া তুলসীপাতা?

যে মেয়েটি সারাজীবন
একটা সংসারের ঘানি টেনে চলে অবিরাম
তাকে কেন বেলা শেষে
ছুড়ে ফেলা হয় রাস্তায়?
মুখ বুজে সব সয়েছে বলে তার বুঝি কোন দাম নেই?

যে কিশোরী হাজার স্বপ্ন নিয়ে
স্কুলে ছোটে
নির্মল আনন্দে হাসে নাচে
গান গায়
তার দিকে কেন তাকানো হয়
পাপের দৃষ্টিতে?

হে মানব সমস্যাটা তোমার
নিজেকে শুধরাও
তুমি অসুস্থ
তোমার চিকিৎসা প্রয়োজন।
সময় থাকতে ভালো হয়ে যাও।

© রফিকুল ইসলাম ইসিয়াক

মন্তব্য ২২ টি রেটিং +৭/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১৯ শে এপ্রিল, ২০২২ দুপুর ২:৪৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: পুরুষরা ধোয়া তুলসি পাতা সব সময়ই

কিন্তু বারবনিতা না হয়ে অন্য কিছু করার চেষ্টা করার প্রয়োজন তাদের

২১ শে এপ্রিল, ২০২২ বিকাল ৪:৫৬

ইসিয়াক বলেছেন: কে আর চায় এমন কুৎসিত জীবন? কিন্তু বেঁচে থাকার তাগিদে আর পারিপার্শ্বিকতার কারণে কাউকে কাউকে বাধ্য হয়ে এ জীবনের বোঝা বয়ে বেড়াতে হয়।
শুভকামনা।

২| ১৯ শে এপ্রিল, ২০২২ দুপুর ২:৫০

আলমগীর সরকার লিটন বলেছেন: চমৎকার লেখেছেন কবি দা
সব পাতা একাকার হয়ে গেলো------

২১ শে এপ্রিল, ২০২২ বিকাল ৪:৫৬

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ কবি। ভালো থাকুন সবসময়।
শুভ হোক সকল সময়।

৩| ১৯ শে এপ্রিল, ২০২২ বিকাল ৩:১১

খায়রুল আহসান বলেছেন: কাজী ফাতেমা ছবি এর মন্তব্যের দ্বিতীয় বাক্যটির সাথে একমত।

২১ শে এপ্রিল, ২০২২ বিকাল ৪:৫৭

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ প্রিয় ব্লগার।
ভালো থাকুন সবসময়।
শুভকামনা সতত।

৪| ১৯ শে এপ্রিল, ২০২২ বিকাল ৪:১২

সোনাগাজী বলেছেন:



ব্লগার শেরজা তপন এসব পুরুষদের নাম দিয়েছে, "বাবনিক"।

২১ শে এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:৪৭

ইসিয়াক বলেছেন: বাবনিক চরিত্রের মানুষগুলোকে আমার মোটেই পছন্দ নয়।

৫| ১৯ শে এপ্রিল, ২০২২ বিকাল ৫:৪০

রূপক বিধৌত সাধু বলেছেন: মস্তিষ্কে ঘুণপোকা বেঁধেছে বাসা, তাই তো তাদের নিয়ে নিত্য তামাশা। নিজের কোন দায় নেই।

২১ শে এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:৪৯

ইসিয়াক বলেছেন:







তবুও শুধরে চলতে হয়
যেন কোনক্রমেই দূর্ণাম না হয়।

৬| ১৯ শে এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:৫৭

সোবুজ বলেছেন: আপনি কার ছোট গল্প বেশি পড়েন?

২১ শে এপ্রিল, ২০২২ রাত ৮:০৬

ইসিয়াক বলেছেন: আমি নতুন লেখকদের পাশাপাশি। বিখ্যাত লেখকদের লেখা ছোট গল্প পড়তে পছন্দ করি।
আপাতত মনে আসছে
১ বনফুল
২ সমরেশ মজুমদার
৩ হুমায়ুন আহমেদ
৪ বিভূতি-ভূষণ বন্ধ্যোপাধ্যায়
৫ সুনীল গঙ্গোপাধ্যায়
৬ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
৭ মানিক বন্দ্যোপাধ্যায় সহ আরও অনেকের কথা।
ধন্যবাদ।

৭| ১৯ শে এপ্রিল, ২০২২ রাত ৮:০৩

পদাতিক চৌধুরি বলেছেন: সমাজের প্রচলিত নিয়ম নীতিকে লঙ্ঘন করার সাহস পায় কজন..

২১ শে এপ্রিল, ২০২২ রাত ৮:১১

ইসিয়াক বলেছেন: সেটাই.. তবুও কঠিন জীবনবোধ আমাদেরকে এই সমস্যা থেকে রেহাই দিতে পারে।
দিন শেষে একটা সুন্দর সমাজ আমাদের সকালের ই কাম্য।
যে সমাজে আমরা সবাই সবাইকে তার প্রাপ্য ভালোবাসা আর সম্মান দিতে পারবো।
ফিরুক আলোর দিন।
ভালো থাকুন প্রিয় দাদা।
শুভেচ্ছা রইলো।
শুভ হোক সকল সময়।

৮| ২০ শে এপ্রিল, ২০২২ রাত ১২:২৩

জটিল ভাই বলেছেন:
ভাব আর ভঙ্গি সাধারণ হয়নি।

২১ শে এপ্রিল, ২০২২ রাত ৮:১২

ইসিয়াক বলেছেন:








ধন্যবাদ প্রিয় ভাই।
শুভ হোক সকল সময়।

৯| ২০ শে এপ্রিল, ২০২২ দুপুর ১:১৪

সৈয়দ মশিউর রহমান বলেছেন: সুন্দর কবিতা।

২১ শে এপ্রিল, ২০২২ রাত ৮:১৩

ইসিয়াক বলেছেন:






মন্তব্যের জন্য কৃতজ্ঞতা রইলো।
ভালো থাকুন।
শুভকামনা রইলো।

১০| ২০ শে এপ্রিল, ২০২২ দুপুর ১:৫৭

মোহামমদ কামরুজজামান বলেছেন: হুরুষ :P, এহনো সময় আচে, তুমি ভাল অই যাও।

২১ শে এপ্রিল, ২০২২ রাত ৮:১৪

ইসিয়াক বলেছেন: চোরায় না শোনে ধর্মের কাহিনি! কি আর করা!!!

১১| ২০ শে এপ্রিল, ২০২২ দুপুর ২:৪২

সাখাওয়াতুল আলম চৌধুরী. বলেছেন: দুঃখিত কবি

একটু ভালোবাসার খোঁজে কখনোই হাজারো পুরুষ পতিতার কাছে যায় বলে মনে না।


প্রতিটি পুরুষ যারা নিজেদের কামনার স্বাদ নিতে চায়, পতিতার কাছেই যায়।



যাইহোক অসাধারণ কিছু চরম বাস্তবতা কবিতায় ফুটে উঠেছে।

২১ শে এপ্রিল, ২০২২ রাত ৮:১৫

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ প্রিয় ব্লগার।
ভালো থাকুন সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.