নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একান্ত ব্যক্তিগত কারণে ব্লগে আর পোস্ট দেওয়া হবে না। আপাতত শুধু ব্লগ পড়বো। বিশেষ করে পুরানো পোস্টগুলো। কোন পোস্টে মন্তব্য করবো না বলে ঠিক করেছি। আমি সামহোয়্যারইন ব্লগে আছি এবং থাকবো। ভালো আছি। ভালো থাকুন সকলে।

ইসিয়াক

সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ হৃদয়হীনা

৩০ শে এপ্রিল, ২০২২ রাত ৮:৩৬


"কাউকে ভালোবাসলে
নিরবে নিভৃতে অনেক চোখের জল ফেলতে হয়
অজস্র বিরহ ব্যথা বুকে ধারণ করতে হয়
এক সাগর দূর্গম পথ পাড়ি দিতে হয়
তবে মেলে ভালোবাসা"
তুমি বলেছিলে।

আমি তো তোমার বিরহে
অনেক করেছি মন খারাপ
দিন সপ্তাহ মাস বছর কতবার
ঘুরে গেছি তোমার বাড়ির চৌকাঠ।

বুকে ধারণ করেছি তোমার
পরিবারের নানান হুমকি চোখ রাঙানি, শাসন।
সেই তুমি
একবার ফিরেও তাকালে না
মিথ্যে করে হলেও আমায় দেখে হাসলে না।

ক্ষতি হতো খুব তাই না?

এতটাই দামি তুমি
নাকি অহংকার সবটুকু।

জানো কি-না জানি না
হেলায় হারানো ক্ষণ ফিরে আর আসে না।

জানবে,বুঝবে আমায় খুঁজবেও
তখন কিন্তু সাধন হবে না।

পাবে কি আমায়, না-কি পাবে না
জানি না জানি না।

খরস্রোতা নদীও তার গতি বদলায় বাঁধা পেলে
হয়তো আমিও কোন একদিন গতি বদলাবো।

© রফিকুল ইসলাম ইসিয়াক

মন্তব্য ২২ টি রেটিং +৫/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ৩০ শে এপ্রিল, ২০২২ রাত ৮:৪৫

সোনাগাজী বলেছেন:



ভালোবাসা হলো ঝিনুকের বুখে ধারণ করা মুক্তোর মতো, জোয়ার ভ টায় তা হারাবার ভয় নেই। আপনার ভাবনায় উহা টাল মাটাল!

৩০ শে এপ্রিল, ২০২২ রাত ৮:৫৭

ইসিয়াক বলেছেন: আমি সংশয়বাদী মানুষ আর কেন কে জানে জানি না যা কিছু পাই ভুল করে পাই। যা কিছু চাই অধরা থেকে যায়।

২| ৩০ শে এপ্রিল, ২০২২ রাত ৯:২৯

পদাতিক চৌধুরি বলেছেন: আহারে! বহু যাতনার নিরব সঙ্গী ভালোবাসা কি তবে অধরাই থেকে যাবে?

৩০ শে এপ্রিল, ২০২২ রাত ৯:৪৮

ইসিয়াক বলেছেন: আগে বলেন আপনি এখন কেমন আছেন? সারাদিন তো আপনাকে কোথাও দেখলাম না। সব ঠিক আছে তো?
ভালো থাকুন সবসময় প্রিয় ব্লগার।

শুভকামনা রইলো।

৩| ৩০ শে এপ্রিল, ২০২২ রাত ৯:৪৬

সোনাগাজী বলেছেন:



আপনি কি নিজের জন্য কবিতা লেখেন, নাকি পাঠকের ভাবনাকে ছন্দ ও ভাষা দেন?

৩০ শে এপ্রিল, ২০২২ রাত ৯:৫৫

ইসিয়াক বলেছেন: কখনও নিজের জন্য লিখি আবার কখনও পাঠকের জন্যও। তবে বেশির ভাগ সময় নিজের জন্যই লেখা হয়।
কখন মিলে যায় কখনও বেসুরে বাজে। জীবন তো এমনই বৈচিত্র্যময়।যে কোন পড়াশোনা সেটা ব্লগ হোক, বই বা অডিও বুক নিজের সময় কাটানোর জন্য।( আমি চায়ের দোকানে সময় কাটাতে বা অকারণ আড্ডা দিতে অভ্যস্থ নই,খেলাধুলাও পারি না। আর লিখি ভালো লাগে বলে। সেটা সাহিত্য হলো কিনা সে ব্যপারে খুব একটা ভাবি না।

৪| ৩০ শে এপ্রিল, ২০২২ রাত ১০:০২

মরুভূমির জলদস্যু বলেছেন: হঠাত বিরহী হয়ে উঠা কেনো?

০১ লা মে, ২০২২ সকাল ৮:১৮

ইসিয়াক বলেছেন: হা হা হা.... নেই কাজ তো খই ভাজ।
স্কুল টিউশনি সব বন্ধ। অঢেল সময় আর এমন সময় আমি বেশি বিরহকাতর হই।

শুভকামনা রইলো।
ঈদ মোবারক।

৫| ৩০ শে এপ্রিল, ২০২২ রাত ১০:১৭

পদাতিক চৌধুরি বলেছেন: ভালো নেই। আজকে শরীরটা ভালো লাগছেনা।

০১ লা মে, ২০২২ সকাল ৮:২৩

ইসিয়াক বলেছেন: যতদূর জানি পেইন কিলার খুবই খারাপ। আমি যদিও ডাক্তার নই বা এ ব্যপারে তেমন কোন ধারণা নেই তবুও আমার এক আত্নীয়কে সম্ভবত পেন কিলারের জন্য নানা জটিলতায় ভুগতে হয়েছিল একসময়। এখন প্রয়োজনে ব্যবহার করুন কিন্তু যত তাড়াতাড়ি ডাক্তারের পরামর্শ নিন।
ভীষণ খারাপ লাগছে আপনার কথা ভেবে। দ্রুত সুস্থতা কামনা করছি।

ঈদ মোবারক।

৬| ৩০ শে এপ্রিল, ২০২২ রাত ১০:৩৮

জটিল ভাই বলেছেন:
সাধারণ হলো না প্রিয় ভাই। তা আপনার যাপিত জীবনের খবর কি?

০১ লা মে, ২০২২ সকাল ৮:২৫

ইসিয়াক বলেছেন: মন্তব্যে ভালো লাগা জানবেন।
যাপিত জীবন আবার দিবো প্রিয় ব্লগার । কয়েক পর্ব লেখা আছে। কখন কখনও পোস্ট করতে ভীষণ আলসেমী লাগে।

৭| ০১ লা মে, ২০২২ সকাল ৮:০৭

বিজন রয় বলেছেন: শুভসকাল।

অনেকের সাথে সম্ভবত আপনাকেও বলেছিলাম বেশ ক'বছর আগে।
লেখাটি কবিতা না গল্প না অন্য কিছু সেটা বোঝানোর জন্য শিরোনামের আগে কবিতা বা গল্প এটা লেখার দরকার নেই।
আশাকরি অনুরোধটি রাখবেন।

কবিতাঃ হৃদয়হীনা ............. হৃদয়হীনা

শুভকামনা।

০১ লা মে, ২০২২ সকাল ৮:৫২

ইসিয়াক বলেছেন: চমৎকার গঠনমূলক মন্তব্যে ভালো লাগা জানবেন প্রিয় ব্লগার।
ব্লগটা আসলে আমার কাছে ব্যাংকের মত। যা লিখি প্রায় সবটা জমিয়ে রাখি আর খুঁজে পাওয়ার সুবিধার্থে গল্প, কবিতা বা অন্য কোন শিরোনাম দিয়ে মার্ক করে রাখি যেন সময়ে খুঁজে পেতে সুবিধা হয়। গতবছর যখন কবিতার বই বের করতে গেলাম তখন পুরাতন লেখাগুলো ঘাটতে গিয়ে বেশ ঝামেলায় পড়লাম। অনেক সময় নষ্ট হলো অকারণ। তাই আর কি নিজের সুবিধার্থে ফেসবুকে বা অন্য কোথাও দ্রুত পোস্ট দিতে এই ট্রিকসটা আমাকে যথেষ্ট সাহায্য করে আর সময়ও বাঁচায়।

পাশে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা রইলো।

শুভকামনা সতত।

৮| ০১ লা মে, ২০২২ দুপুর ১২:৩৪

শায়মা বলেছেন: কবিতা হোক গল্প হোক যে যার মত করে বুঝবে।

কবির দায় পড়েনি পাঠকের ঘাড়ে ধরে বুঝাতে।

অনেক সুন্দর হয়েছে হৃদয়ের কথা।

এবার কোনো হৃদয়হীনকে নিয়ে লেখো ভাইয়া।

১০ ই মে, ২০২২ সকাল ৭:১৪

ইসিয়াক বলেছেন: চমৎকার মন্তব্যে ভালো লাগা জানবেন।
আচ্ছা এবার তাহলে হৃদয়হীনকে নিয়ে একটা লেখা লিখবো?

শুভকামনা রইল।

৯| ০১ লা মে, ২০২২ বিকাল ৫:০৯

কালো যাদুকর বলেছেন: আগে পড়েছি, এখন মন্তব্য করছি ৷ হৃদযহীনার কবিতা দুঃখময় হয়েছে।

১০ ই মে, ২০২২ সকাল ৭:১৬

ইসিয়াক বলেছেন: পাঠ ও মন্তব্যে কৃতজ্ঞতা রইলো।
ভালো থাকুন সব সময়।

১০| ০১ লা মে, ২০২২ রাত ৮:৫৪

এম ডি মুসা বলেছেন: দারুন লাগছে আপনার কবিতা

১০ ই মে, ২০২২ সকাল ৭:১৭

ইসিয়াক বলেছেন: মন্তব্যে ভীষণ অনুপ্রাণিত হলাম।
শুভকামনা রইল।

১১| ১১ ই মে, ২০২২ সন্ধ্যা ৬:২২

খায়রুল আহসান বলেছেন: কোন এক 'হৃদয়হীনা'র উদ্দেশ্যে লেখা এ কবিতাটি খুব সুন্দর হয়েছে। মন ছুঁয়ে গেল।

কবির কবিতাটি এবং প্রতিমন্তব্যগুলো পড়ে তার কোমল মনের পরিচয় পাই। মন্তব্যের জবাবগুলোও খুব সুন্দর দিয়েছেন।

কবিতায় পঞ্চম প্লাস। + +

"খরস্রোতা নদীও তার গতি বদলায় বাঁধা পেলে" - এখানে 'বাঁধা' শব্দটি বাধা হবে। 'বাঁধা' মানে বন্ধনকৃত, গ্রথিত, ইত্যাদি। আর বাধা মানে প্রতিবন্ধক, ব্যাঘাত, বিঘ্ন ইত্যাদি।

১৩ ই মে, ২০২২ দুপুর ১২:৫৭

ইসিয়াক বলেছেন: কবিতাটি ভালো লেগেছে জেনে আবারও অনুপ্রাণিত হলাম প্রিয় ব্লগার।
আমি আসলে আগে প্রতিমন্তব্য বা মন্তব্য করতে খুব তাড়াহুড়ো করতাম।এখন ধীরে সুস্থে মন্তব্য করার চেষ্টা করি তাই হয়তো একটু পরিবর্তন চোখে পড়ছে।আসলে মন্তব্য বা প্রতিমন্তব্য করার সময় আমার যত আলসেমি আসে।
#কম্পিউটারে বসলে বানানটি ঠিক করে দিবো প্রিয় ব্লগার । অশেষ কৃতজ্ঞতা রইলো পাশে থাকার জন্য।

ভালো থাকুন সবসময়।
দোয়া রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.