নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একান্ত ব্যক্তিগত কারণে ব্লগে আর পোস্ট দেওয়া হবে না। আপাতত শুধু ব্লগ পড়বো। বিশেষ করে পুরানো পোস্টগুলো। কোন পোস্টে মন্তব্য করবো না বলে ঠিক করেছি। আমি সামহোয়্যারইন ব্লগে আছি এবং থাকবো। ভালো আছি। ভালো থাকুন সকলে।

ইসিয়াক

সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ প্রত্যাশা

২১ শে জুলাই, ২০২২ সকাল ৮:১২



জেগে উঠেছে রাতের আকাশ
অসীম নিস্তব্ধতার মাঝে
প্রাচীন বটগাছের শরীরজুড়ে হলুদাভ আলোক বিন্দু।
দীঘির জলের কুলকুল ধ্বনি বেয়ে
এগিয়ে চলেছে মাতালগন্ধী বাতাস,
নেশা জড়ানো অজানা ফুলের সৌরভ।
আঁধারের অদ্ভুত সৌন্দর্য আছে ,
আছে তো?
মৃত নক্ষত্রেররা উঁকি মারে আকাশে
শত কোটি আলোকবর্ষ দূর হতে।
কেউ একজন আসছে!!
মৃদু ছন্দে চলার শব্দ
পায়েলের নিক্কণ
কাচের চুড়ির রিনিক ঝিনিক
সাথে চেনা সুবাস
আমি জানি তুমি!
মধুরিমা! তুমি তো!
হ্যাঁ তুমি ই....
দুর নক্ষত্রের আলোয়
আমি তোমার শরীরের আবর্তন
চলার ছন্দ চিনে নিয়েছি
চেনা অভ্যাসে।
ওগো অভিসারীনি
চুপিচুপি এসে তুমি, চমকে দেবে ভেবেছো?
আজ ওঠেনি’কো চাঁদ
সাঁতরে যায়নি’কো কোন রাত জাগা পাখি
তমসাচ্ছন্ন আকাশ জুড়ে,
নাকি গেছে? গেছে কি?
তুমি দেখলে জানিও।
ভেজা ঘাসে আমি হাত বুলাই
বড্ড হিম পড়েছে।
কোথায় যে বসতে দেই প্রিয়তমা তোমাকে!
তুমি বসবে তো?
আচ্ছা আমি বিছিয়ে দেব না হয়
সেগুন পাতার আসন।
তুমি বসো,
আরাম করে বসো।
শত ভাবনায় তোমাকে আমি চাই
সেই সদ্য যৌবনকালের প্রথম অধরা স্বপ্ন তুমি
বড় আপন, বড় সংগোপন।
অপ্রস্ফুটিত কলি
ফুল হয়ে ফোটা হলো না তোমার।
দিন গেল কত হাজার হল না মধুরও মিলন।
সে না হয় হোক
আজ এসেছো যখন পাশে বসো ঘাস গালিচায়
দুটো গল্প করি
আজ ধরবো না’কো হাত
ওষ্ঠে দেবো না কোন চুমু
শুধু বসো।
খুব করে মনের সাথে মন মিশাই
আঁধারের দুঃখ লুকাই,
একে অন্যের।
তুমি শুধু আমার জন্য মন খারাপ করো
আমি তেমনি।
কতকিছু তো কতজনের হয় না নিজের করে পাওয়া
তবু তারা বেঁচে থাকে আগামীর আশায়
যেমন থাকি আমরা!

© রফিকুল ইসলাম ইসিয়াক

মন্তব্য ৩২ টি রেটিং +৯/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ২১ শে জুলাই, ২০২২ সকাল ৯:০০

সৈয়দ মশিউর রহমান বলেছেন: কবিতা মনোরম হয়েছে।

২১ শে জুলাই, ২০২২ সকাল ৯:০১

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ।

শুভেচ্ছা রইলো।

২| ২১ শে জুলাই, ২০২২ সকাল ৯:৫৭

আলমগীর সরকার লিটন বলেছেন: সুন্দর কবি দা তবে নিয়মত হচ্ছে না

২২ শে জুলাই, ২০২২ বিকাল ৪:২১

ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া।গল্প অথবা কবিতা লিখি প্রতিদিন কিন্তু আলসেমিতে পোস্ট দেওয়া হয় না।শুভেচ্ছা রইলো।

৩| ২১ শে জুলাই, ২০২২ সকাল ১০:০৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: দিনের প্রথম কবিতা। ভালো লেগেছে ভাই।

২২ শে জুলাই, ২০২২ বিকাল ৪:২২

ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ।
শুভকামনা রইলো।

৪| ২১ শে জুলাই, ২০২২ সকাল ১০:১৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: যা চাই তা পাই না। এটাই নিয়ম

সুন্দর হয়েছে কবিতা

২২ শে জুলাই, ২০২২ বিকাল ৪:২৪

ইসিয়াক বলেছেন: শুভেচ্ছা রইলো আপু।
ভালো থাকুন সব সময়।

৫| ২১ শে জুলাই, ২০২২ সকাল ১০:২৯

শূন্য সারমর্ম বলেছেন:


বড় আপন,বড় সংগোপন।

২৩ শে জুলাই, ২০২২ সকাল ১০:১৪

ইসিয়াক বলেছেন:
শূন্য সারমর্ম আপনাকে আমার ব্লগে স্বাগতম।

কবিতা পাঠ ও মন্তব্যে ভীষণ অনুপ্রাণিত হলাম। ভালো থাকুন। শুভকামনা রইলো।

৬| ২১ শে জুলাই, ২০২২ বিকাল ৩:৩৪

মরুভূমির জলদস্যু বলেছেন:
কবিতা ভালো হয়েছে।

২৩ শে জুলাই, ২০২২ সকাল ১০:১৬

ইসিয়াক বলেছেন: কৃতজ্ঞতা রইলো ভাইয়া ।

শুভকামনা ।

৭| ২১ শে জুলাই, ২০২২ বিকাল ৫:০৪

মোগল সম্রাট বলেছেন: নক্ষত্রেরা কি মৃত ?

কবিতা ভালো লেগেছে।

২৪ শে জুলাই, ২০২২ সকাল ১০:১৬

ইসিয়াক বলেছেন: কোন কোন নক্ষত্র তো মৃতই থাকে,যদিও তাদের আলো এসে পৌছে জাগতিক নিয়মে।
শুভকামনা রইলো।
ভীষণ ব্যস্ততা যাচ্ছে আপনার পোস্ট পড়বো শিঘ্রি ।

৮| ২১ শে জুলাই, ২০২২ বিকাল ৫:৪০

কামাল৮০ বলেছেন: অনেক দিন পরে এলাম।আগের থেকে কবিতা অনেক উন্নত।

২৪ শে জুলাই, ২০২২ সকাল ১০:১৭

ইসিয়াক বলেছেন: আগের নিক কি হয়ে গেলো? যাহোক মন্তব্যে ভালো লাগা।
শুভকামনা রইলো।

৯| ২১ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:৪৯

জুল ভার্ন বলেছেন: কবিতা ভালো হয়েছে। +

২৫ শে জুলাই, ২০২২ সকাল ৭:৩৯

ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় ভাই ।

শুভকামনা রইলো।

১০| ২১ শে জুলাই, ২০২২ রাত ১০:৩০

মোহাম্মদ গোফরান বলেছেন: সুন্দর হয়েছে। কবিতা ভালো লাগলো।

২৫ শে জুলাই, ২০২২ সকাল ৭:৪০

ইসিয়াক বলেছেন: মন্তব্যে অনুপ্রাণিত হলাম।

শুভেচ্ছা রইলো প্রিয় ভাই।

১১| ২২ শে জুলাই, ২০২২ রাত ১২:৩৫

মুক্তা নীল বলেছেন:
ইসিয়াক ভাই,
আপনার এই মধুরিমাকে নিয়ে কবিতা পড়লে ভীষণ মন খারাপ হয় । আসলে কিছু কিছু সম্পর্ক বেঁচে থাকে আক্ষেপে আর না হয় অপেক্ষায় ...

২৫ শে জুলাই, ২০২২ সকাল ৮:১৬

ইসিয়াক বলেছেন: কিছু কিছু সম্পর্ক বেঁচে থাকে আক্ষেপে আর না হয় অপেক্ষায় ...

ঠিক তাই আপু। অপেক্ষা মানুষকে বাঁচিয়ে রাখে।

শুভকামনা রইলো আপু।

১২| ২২ শে জুলাই, ২০২২ রাত ১২:৫২

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।

২৫ শে জুলাই, ২০২২ সকাল ৮:২০

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি।

১৩| ২২ শে জুলাই, ২০২২ ভোর ৪:৩১

নয়ন বড়ুয়া বলেছেন: ভালো লেগেছে দাদা...

২৫ শে জুলাই, ২০২২ সকাল ৯:১৭

ইসিয়াক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় দাদা।

১৪| ২৩ শে জুলাই, ২০২২ দুপুর ১:৩৯

পদাতিক চৌধুরি বলেছেন: দারুণ হয়েছে মধুময় প্রত্যাশা।
শুভেচ্ছা প্রিয় ইসিয়াক ভাইকে।

২৬ শে জুলাই, ২০২২ সকাল ৯:৩৮

ইসিয়াক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা রইলো প্রিয় দাদা।
ভালো থাকুন সবসময়।

১৫| ২৩ শে জুলাই, ২০২২ বিকাল ৩:১৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: কবিতা খুব ভালো লেগেছে। এই কবিতা পড়ার পর একটা পুরনো ব্যান্ডের গান মনে পড়ে গেল। গানটা অরবিট ব্যান্ডের।

২৬ শে জুলাই, ২০২২ সকাল ৯:৪৫

ইসিয়াক বলেছেন: বাহ! সুন্দর গান।

কবিতা ভালো লেগেছে জেনে অনুপ্রাণিত হলাম।
শুভেচ্ছা সহ শুভকামনা রইলো।

১৬| ০২ রা আগস্ট, ২০২২ সকাল ১১:৪৯

খায়রুল আহসান বলেছেন: চমৎকার কবিতা!
প্রথম আট পংক্তিতে নিশিরাতের অপরূপ একটি নৈসর্গিক চিত্র ফুটে উঠেছে। খুবই স্নিগ্ধ।
"বড় আপন,বড় সংগোপন" - মাত্র চারটি শব্দে একটি সুগভীর অনুভূতির সার্থক প্রকাশ!
মুক্তা নীল এর এ কথাগুলো খুব ভালো লেগেছেঃ
"আসলে কিছু কিছু সম্পর্ক বেঁচে থাকে আক্ষেপে আর না হয় অপেক্ষায় ..."
সাড়ে চুয়াত্তর এর দেয়া গানটাও ভালো লেগেছে।
পোস্টে প্লাস। + +

১৭ ই আগস্ট, ২০২২ বিকাল ৩:৪২

ইসিয়াক বলেছেন: প্রিয় ব্লগার আপনার প্রতিটি মন্তব্য সবসময় আমাকে ভীষণ ভীষণ অনুপ্রাণিত করে। সত্যি বলতে কি কৃতজ্ঞতা জানাবার ভাষা নেই।
ভালো থাকুন সবসময়।

শুভকামনা সতত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.