নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একান্ত ব্যক্তিগত কারণে ব্লগে আর পোস্ট দেওয়া হবে না। আপাতত শুধু ব্লগ পড়বো। বিশেষ করে পুরানো পোস্টগুলো। কোন পোস্টে মন্তব্য করবো না বলে ঠিক করেছি। আমি সামহোয়্যারইন ব্লগে আছি এবং থাকবো। ভালো আছি। ভালো থাকুন সকলে।

ইসিয়াক

সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

দুটি কবিতা

২৭ শে আগস্ট, ২০২২ রাত ৮:৪৬

কবিতাঃ অনুমতি নিয়ে এসো

নরম রোদ গায়ে মেখে আদুরে বেড়ালের মত ঝিম মেরে আছো আমার কোলে।
কতটা সকাল হলো বলো তো
এত বেলা অবধি আদর খেলে চলবে?

তবু তোমার হেলদোল নেই
কি আলসে মেয়েরে বাবা!

আচ্ছা তোমার ঠোঁটে যদি একটা চুমু রাখি
অন্যায় হবে?

সকালের সূর্য কি লজ্জায় মুখ লুকাবে?
ফুলেরা হাসবে?
পাখিরা কি গাইবে গান?
বাতাস কি মাতাল হয়ে ছুটে যাবে অসীমের পানে?

"কিছুই হবে না" ঝট করে উঠে বললে তুমি।

"জানো না এ রাজ্যে এখন সব কিছুতে মানা!"
আইনের শাসনে বিশ্বাস রাখতে হয়!
তিনি রুষ্ট হবেন
তুমি অনুমতি নিয়ে এসো।



কবিতাঃ বিকল্পে খুশি

একখানি উতপ্ত চুমুর জন্য
তোমার কাছে সরে আসা
কি হলো কে জানে!
তুমি দেখি গাল ফুলিয়ে আছো।

প্রিয়তমা
রোমান্টিক মুডটাই হলো মাটি!
আমি বসলাম পেতে শীতল পাটি।

আচ্ছা তুমি ঘুমিয়ে পড়ো না হয়
আমি একটা হরর মুভি নিয়ে বসি।

কি আর করা তোমার যখন মুড অফ
আমি তখন বিকল্প নিয়ে ই খুশি।

© রফিকুল ইসলাম

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৭ শে আগস্ট, ২০২২ রাত ৯:১৭

মোহাম্মদ গোফরান বলেছেন: ১ম টা ভালো হয়েছে।

২৭ শে আগস্ট, ২০২২ রাত ১০:৫০

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ প্রিয় ব্লগার।
শুভকামনা রইল।

২| ২৭ শে আগস্ট, ২০২২ রাত ৯:৪০

সাড়ে চুয়াত্তর বলেছেন: দুইটা কবিতাই ভালো লেগেছে। কিন্তু প্রেমিকার বেশী কাছে যাওয়া গেল না। এই যা দুঃখ। :)

২৭ শে আগস্ট, ২০২২ রাত ১০:৫১

ইসিয়াক বলেছেন: কৃতজ্ঞতা রইলো প্রিয় ব্লগার।
শুভকামনা সতত।

৩| ২৭ শে আগস্ট, ২০২২ রাত ১০:০৩

জুল ভার্ন বলেছেন: খুব সুন্দর কবিতা।

২৭ শে আগস্ট, ২০২২ রাত ১০:৫৩

ইসিয়াক বলেছেন: অশেষ কৃতজ্ঞতা রইলো প্রিয় ব্লগার।
শুভেচ্ছা সহ শুভকামনা রইলো।

শুভ রাত্রি।

৪| ২৮ শে আগস্ট, ২০২২ রাত ১২:১৮

ককচক বলেছেন: ভালো লেগেছে। ব্লগে কবিতা কম পোস্ট হচ্ছে।
আপনি নিয়মিত লিখুন।

০১ লা সেপ্টেম্বর, ২০২২ সকাল ৭:১৭

ইসিয়াক বলেছেন: প্রিয় ব্লগার,
মন্তব্যের জন্য ধন্যবাদ।
আসলে আমি সব সময় লিখি।পড়া এবং লেখা আমার কাছে নেশার মত কিন্তু সময় স্বল্পতার কারনে ইদানীং আমি ব্লগে আসতে পারছি না। এ কারণে পোস্ট করা হচ্ছে না।
ভালো থাকুন সবসময়।
শুভকামনা রইল।

৫| ২৮ শে আগস্ট, ২০২২ রাত ৩:৫৫

স্প্যানকড বলেছেন: হরর দেখি না প্রাপ্ত বয়স্ক সিন থাকে ! =p~ প্রেমের ক্ষেত্রে জোরাজোরি নাই। ভালো হইছে কবিতা। ভালো থাকবেন।

০১ লা সেপ্টেম্বর, ২০২২ সকাল ৭:১৯

ইসিয়াক বলেছেন: মাঝেমধ্যে হরর দেখা ভালো :D মনমেজাজ ঠিক থাকে..মন্তব্যে ভালো লাগা জানবেন প্রিয় ব্লগার।
শুভকামনা রইল।

৬| ২৮ শে আগস্ট, ২০২২ সকাল ১১:১৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালো লাগলো কবিতা

কিন্তু আপনি এত কম আসেন যে
গল্পই বা লিখছেননা কেন :(

০১ লা সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:০১

ইসিয়াক বলেছেন: আপু আমি আসার লেখা লিখে চলেছি। এই তো এখন একটা গল্প লিখলাম। সময় স্বল্পতার কারনে ব্লগে কম আসা হয়। তেমন করে পোস্ট পড়া হয় না। তাই গল্প বা কবিতা পোস্ট দেওয়া হয় না।
শুভকামনা রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.