নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একান্ত ব্যক্তিগত কারণে ব্লগে আর পোস্ট দেওয়া হবে না। আপাতত শুধু ব্লগ পড়বো। বিশেষ করে পুরানো পোস্টগুলো। কোন পোস্টে মন্তব্য করবো না বলে ঠিক করেছি। আমি সামহোয়্যারইন ব্লগে আছি এবং থাকবো। ভালো আছি। ভালো থাকুন সকলে।

ইসিয়াক

সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

গীতি কবিতাঃ ২৫

২১ শে সেপ্টেম্বর, ২০২২ ভোর ৬:১৪


আমার মন ভাসাইয়া দিলাম
পাল উড়াইয়া দিলাম
তোমার গহীন গাঙ্গে।
আইসো গো বন্ধু আমার
পিরিত করবো তোমার সংঙ্গে।

তুমি বন্ধু নিঠুর জানি
তবুও তোমায় আপন মানি
সঁপিলাম আমারও পরানখানি
তোমার লাগি এ জান কোরবানি।

উতল বাতাসে অবুঝ মন উতলায়
আইসো গো বন্ধু আমার ভাঙা না'য়
রাখবো গো তোমায় মন পিঞ্জিরায়
তোমার লাগি বন্ধু আমার পরান আকুলায়।

জীবনে যা কিছু পাই বা না পাই
বাঁচি গো বন্ধু শুধু তোমারই আশায়
আমার মন ভাসাইয়া দিলাম
পাল উড়াইয়া দিলাম
তোমার গহীন গাঙ্গে
আইসো গো বন্ধু আমার
পিরিত করবো তোমার সংঙ্গে।

© রফিকুল ইসলাম ইসিয়াক

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২১ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ৯:২৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: দারুন হয়েছে

২২ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ৯:৫৭

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ আপু। শুভকামনা রইলো।

২| ২১ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ৯:৪৪

রূপক বিধৌত সাধু বলেছেন: এটার অডিও রেকর্ড আছে?

২২ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ৯:৫৮

ইসিয়াক বলেছেন: নাহ অডিও রেকর্ড নাই।

৩| ২১ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:৩৮

আলমগীর সরকার লিটন বলেছেন: সুর কণ্ঠ এক সাথে হলে খুব সুন্দর হবে
ভাল থাকনেব

২২ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ৯:৫৯

ইসিয়াক বলেছেন: মন্তব্যে প্রিত হলাম।
শুভেচ্ছা রইলো প্রিয় ব্লগার।

৪| ২১ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:২১

জগতারন বলেছেন:

সুন্দর গীতি কবিতা।
পাঠে আমি মুগ্ধতা প্রকাশ করি।
কবির প্রতি সুভেচ্ছা, অভিন্দন ও ভালবাসা জানাই।

২২ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ৯:৫৯

ইসিয়াক বলেছেন: আপনার প্রতিও শুভেচ্ছা সহ শুভকামনা রইলো।

৫| ২১ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:৫৭

জগতারন বলেছেন:

চাঁদ গাজী ও রাজিব নূর
ছাড়া এই "সামু" ব্লক আর আমার আগের মতো লাগে না ।
তাহারা আবার এইখানেই আসিলে খুব ভালো হইতো ।

২২ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:০২

ইসিয়াক বলেছেন: পৃথিবীতে কোন কিছু চিরস্হায়ী নয়। কতৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত।
আমাদের নিয়ম মেনে চলা উচিত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.