নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একান্ত ব্যক্তিগত কারণে ব্লগে আর পোস্ট দেওয়া হবে না। আপাতত শুধু ব্লগ পড়বো। বিশেষ করে পুরানো পোস্টগুলো। কোন পোস্টে মন্তব্য করবো না বলে ঠিক করেছি। আমি সামহোয়্যারইন ব্লগে আছি এবং থাকবো। ভালো আছি। ভালো থাকুন সকলে।

ইসিয়াক

সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

চড়ুইভাতি

০৩ রা অক্টোবর, ২০২২ দুপুর ২:৩৮



চল তবে যাই
বটের তলায়
কলাপাতার
ঘর বানাই।

ঘাষ বিচালির
আসন পাতি
চড়ুইভাতি
খেলায় মাতি।

বউ হবি তুই
বর হবো মুই
আয় সরে আয়
আরাম করে শুই।

বান্নাবাটি
হোক জমাটি
খেজুরপাতার
আসন পাতি।

শাক ও লতা
কাটাকাটি
বেজায় কষ্ট
খাটাখাটি।

হলুদগুড়ো
মাছের মুড়ো
ঝাল কোথা পাই
কি যন্ত্রণা! দুরো!

বেলে মাটির
মিছেমিছি ভাত
হয়নিকো রান্নায়
খুব একটা স্বাদ।

এই মলো যা
বৃষ্টি এলো
জমাটি খেলা
পন্ড হলো।

দে ছুট দে ছুট
পড়লি তো ধপাস
একেই বলে
পিছনে বাঁশ।

হাতমুঠো ধর
শক্ত করে
থাকবো সাথে
জনম ভরে।

© রফিকুল ইসলাম ইসিয়াক

মন্তব্য ১২ টি রেটিং +৬/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৩ রা অক্টোবর, ২০২২ দুপুর ২:৫৬

আলমগীর সরকার লিটন বলেছেন: কি স্মৃতিময় ছড়া
পড়তে পড়তে কথায়
হারিযে গেয়েছিলাম
ভাল থাকবেন কবি দা

০৩ রা অক্টোবর, ২০২২ বিকাল ৩:০০

ইসিয়াক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় লিটন ভাই। তবে সত্যি বলতে কি আমি এমন খেলার সুযোগ পাই নি। শহুরে জীবনে বন্দী ছিলাম তখন। যা কিছু সুখ সব কল্পনায়। হা হা হা

২| ০৩ রা অক্টোবর, ২০২২ বিকাল ৩:৪৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর হয়েছে

০৫ ই অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬:৪২

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ আপু।
ভালো থাকুন সবসময়।

৩| ০৪ ঠা অক্টোবর, ২০২২ দুপুর ১২:০৮

রূপক বিধৌত সাধু বলেছেন: লেখাটা পত্রিকায় পাঠান। পত্রিকার শিশুদের জন্য ছড়া অংশে ছাপার মতো একটা লেখা।

০৫ ই অক্টোবর, ২০২২ রাত ৯:৩৩

ইসিয়াক বলেছেন: পত্রিকায় লেখা পাঠাতে কেমন যেন অস্বস্তি লাগে। যদি না ছাপে। গতকাল একটা ত্রৈমাসিক পত্রিকায় দেখি আমার লেখা কবিতা ছাপিয়েছে। ভালো লাগলো দেখে।
শুভকামনা রইলো।

৪| ০৫ ই অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬:৫০

গেঁয়ো ভূত বলেছেন:




চমৎকার!!

০৫ ই অক্টোবর, ২০২২ রাত ৯:৩৪

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ প্রিয় ব্লগার।
শুভকামনা রইলো।

ভালো থাকুন সবসময়।

৫| ১৩ ই অক্টোবর, ২০২২ বিকাল ৪:৪৭

পদাতিক চৌধুরি বলেছেন: বেশতো শৈশবের স্মৃতিমাখা ছড়া ।

১৯ শে অক্টোবর, ২০২২ রাত ৮:৫০

ইসিয়াক বলেছেন:

আমার অবশ্য এই রকম স্মৃতি নেই। তবে এক সময় খুব শখ ছিল।
হা হা হা মন্তব্যে প্রীত হলাম প্রিয় ব্লগার।
শুভকামনা সতত।

৬| ২৮ শে নভেম্বর, ২০২২ সকাল ১০:১৭

খায়রুল আহসান বলেছেন: বাস্তব অভিজ্ঞতা না থাকলেও, কল্পনা দিয়ে 'চড়ুইভাতি' কবিতাটি বেশ ভালোই লিখেছেন। এ রকমই তো হতো আমাদেরও শৈশবে।

২৮ শে নভেম্বর, ২০২২ রাত ৮:১০

ইসিয়াক বলেছেন:





প্রিয় ব্লগার আপনার মন্তব্য আমার জন্য সব সময় অনুপ্রেরণা ও আশীর্বাদ স্বরূপ।
অশেষ কৃতজ্ঞতা ও ভালোবাসা জানবেন।
শুভরাত্রি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.