নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একান্ত ব্যক্তিগত কারণে ব্লগে আর পোস্ট দেওয়া হবে না। আপাতত শুধু ব্লগ পড়বো। বিশেষ করে পুরানো পোস্টগুলো। কোন পোস্টে মন্তব্য করবো না বলে ঠিক করেছি। আমি সামহোয়্যারইন ব্লগে আছি এবং থাকবো। ভালো আছি। ভালো থাকুন সকলে।

ইসিয়াক

সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

স্মৃতিকথাঃ (২)মধ্যরাতে দুর্বিপাকে

১৬ ই মে, ২০২৩ দুপুর ১২:২৫


কয়েকদিন হলো শীত বেশ জাকিয়ে বসেছে।লেপমুড়ি দিয়ে আরামের ঘুম ঘুমানোর সময় এখন।শীতের সময় সাধারণত এক ঘুমে আমার রাত পার হয়ে যায়।খুব বড় কোন ঝামেলা না হলে ঘুম কাতুরে স্বভাবের কারণে আমার ঘুম সহজে ভাঙে না।কিন্তু সেদিন রাতে অজানা কোন অস্বস্তির কারণে হঠাৎ ই ঘুম ভেঙে গেল।
এর মধ্যে কানে এলো কাছাকাছি কোথাও চিৎকার চেঁচামেচি হচ্ছে।সেই সাথে অদ্ভুত ধরনের কিছু আওয়াজ । আমি অবশ্য এ ধরনের আওয়াজের সাথে তেমন একটা পরিচিত নই। কি হচ্ছে কে জানে!ঘুমে ঝোঁকে এসব আওয়াজ পাত্তা দিলাম না।
আমাদের বাসার পিছনের প্লটে খান কতক দরমার দেয়াল ঘেরা টিনশেডের বাসা আছে।খুব সম্ভব আওয়াজগুলো সেখান থেকে আসছে।
অনেক সময় ওই ঘরগুলোতে দারুণ ঝগড়া ঝামেলা হয়।মারাত্মক আকারের সেই সব ঝগড়া ঝামেলা কোন কোনদিন রাত দুপুরেও গড়ায়।হয়তো সেরম কিছু হবে এই ভেবে আমি পাশ ফিরে লেপ মুড়ি দিয়ে ঘুমানোর চেষ্টা করলাম কিন্তু হঠাৎ খেয়াল করলাম আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, দম বন্ধ হয়ে আসতে চাইছে।আমার পাশে ঘুমিয়ে থাকা বাচ্চারাও তখন জোরে জোরে শ্বাস নিচ্ছে ।আমি ধড়ফড়িয়ে উঠে বসলাম। কি হচ্ছে কি! যেহেতু আলো জ্বালানো নেই ঘরটা অন্ধকার কিন্তু আজকের অন্ধকারটা মনে হচ্ছে একটু বেশি গাঢ়। কিছুক্ষণ বাদে ঘুমের রেশ কাটতেই ঘর ভর্তি ধোঁয়ার উপস্থিতি টের পেলাম !
ধোঁয়া!!!!
ধোঁয়া ক্রমশ বাড়ছে। এত ধোঁয়া কোথেকে আসছে?আমি দৌড়ে কিচেনে ছুটে গেলাম। না সব ঠিক ঠাক ই তো আছে। জানালাও খোলা কিন্তু এখানেও ধোঁয়া আর কিছু একটা পোড়ার বিকট গন্ধ। সমস্যা কি হচ্ছে বুঝতে না পারলেও মাথা যে ঠান্ডা রাখতে হবে সেটা বুঝতে পারলাম। ফ্ল্যাটের গায়ে ফ্ল্যাট।এদিক ওদিক তাকিয়ে কিছুই ঠাওর করতে পারলাম না।হঠাৎ মাথায় এলো খুব দ্রুত বাসার সবাই কে ঘুম থেকে তুলতে হবে।তা না হলে সর্বনাশ হয়ে যেতে পারে ।পা বাড়ানোর আগেই দেখি সবারই ঘুম ভেঙে গেছে। সবারই একই সমস্যা শ্বাসকষ্ট হচ্ছে । ততক্ষণে চারদিকে ধোঁয়া আর অন্ধকার।অনতিবিলম্বে আমরা কাশতে শুরু করলাম।দম আটকে আসবার উপক্রম হলো সকলেরই। এটুকু বুঝতে পারলাম আগুন লেগেছে কাছাকাছি কোথাও কিন্তু কোথায় তা জানি না আমাদের যত দ্রুত সম্ভব বেরোতে হবে।দুর থেকে কারা যেন আমাদের নাম ধরে ডাকাডাকি করছে। নিচে কি নামতে পারবো? না-কি উপরে উঠে যাবো? তার আগে দ্রুত বাইরে বের হতে হবে কিন্তু দরজার চাবি কই?অন্য দিন নির্দিষ্ট জায়গায় চাবিটা থাকে কিন্তু আজ নেই। নেই তো নেই। এবার কি হবে? লক খুলবো কি করে? মাথা খারাপ হবার দশা হলো সবার।
বাচ্চারা কাঁদতে শুধু করলো। বাধ্য হয়ে আমি লাথি মেরে দরজা ভেঙে ফেলার চেষ্টা করলাম কিন্তু..... ঠিক তখনই রাজ বলল আঙ্কেল চাবি পাওয়া গেছে।দ্রুত লক খুলে সবাইকে নিচে নামিয়ে দিলাম।এর মধ্যে আমি কিচেনে গিয়ে গ্যাস সিলিন্ডার খুলে নিয়ে এলাম যদিও কথাটা খুব সহজে লিখলাম কিন্তু যত সহজে লিখলাম কাজটা করা তত সহজ ছিল না।জানালায় তখন আগুনের শিখা। দম নিতে পারছিলাম না আর ঘন কালো ধোঁয়ার কারণে সামনে কিছু দেখতেও পারছিলাম।যা করলাম সব ই আন্দাজে।
যাহোক আমাদের বিল্ডিং এর বাকি ফ্ল্যাটগুলো ব্যাচেলর থাকে বলে অন্যদের গ্যাস সিলিন্ডার নেই।সবাই এক কাপড়ে বেরিয়ে গেছে। বিদ্যুৎ সংযোগও আগেই বিচ্ছিন্ন করা হয়েছে। বাড়িওয়ালা আন্টিরাও গ্যাস সিলিন্ডার সহ প্রয়োজনীয় ডকুমেন্টস সরাতে পেরেছেন। আমাদের ডকুমেন্টস ও প্রয়োজনীয় দ্রবাদি তখন বাসার ভিতর।দেরী হয়ে গেছে এখন আর ফিরে গিয়ে নিয়ে আসবার কোন উপায় নেই। ফায়ার বিগ্রেডের গাড়ি চলে এসেছে ততক্ষণে । সাথে এ্যাম্বুলেন্স ও পুলিশ কর্মকর্তাগণ এসে পৌছলেন।
আগুন তখন মারাত্মক রূপ ধারণ করেছে। টিনশেড বাড়িগুলো পুড়ে শেষ।টিনগুলো তখন আকাশে ভাসছে।আগুনের চটপট আওয়াজ। বাসার সামনের দুটো নারকোল গাছ আর একটা মেহগনি গাছ তখন জ্বলছে।আগুন বিদ্যুৎ লাইন ছুঁই ছুঁই অবস্থা।বিল্ডিং এর কাঠের জানালার পাল্লায় আগুন। আমরা আতঙ্ক নিয়ে তাকিয়ে আছি। পাশেই সিলিন্ডার গ্যাসের বড় গুদাম ঘর।সেখানে আগুন পৌঁছালে যখন তখন পরিস্থিতি আয়ত্ত্বের বাইরে যেতে পারে। আইন শৃঙ্খলা বাহিনী ভাইয়েরা দ্রুত লোকজন সবাইকে সরিয়ে নিয়ে গেলেন। এমন সময় রিফাতের মনে পড়লো বাসা থেকে আসবার সময় ওর খরগোস গুলুবুবুকে আনা হয় নি। ও কান্না করতে লাগলো। কি করবো কিছু করার নেই। অথচ একটু আগেও গুলুবুবু আমাদের সাথে ঘুমাচ্ছিল। ও মনে হয় এতক্ষণে...
এদিকে সৌভাগ্যক্রমে দমকলকর্মী ভায়েদের আন্তরিক প্রচেষ্টায় মিনিট বিশেকের মধ্যে আগুন নিয়ন্ত্রণে এলো।ভাগ্যিস আমাদের বাড়ির একপাশে বিশাল পুকুর ছিল।পানি পাওয়া গিয়েছিল সহজে। তবে দমকলকর্মী ভায়েরা আর কিছু সময় দেরি করলে পাশের গ্যাস সিলিন্ডারের গোডাউনে আগুন পৌঁছে গেলে পরিস্থিতি ভয়াবহ হত। যা হোক আগুন যখন মোটামুটি আয়ত্তে তখন ফজরের আযান দিচ্ছে মসজিদে। আমরা তখন ক্লান্ত বিধস্ত ঢুলুঢুলু চোখে বেঁচে থাকার আনন্দে স্বস্তির নিঃশ্বাস ছাড়ছি।
আগুন যখন লাগে তখন বোঝা যায় না ক্ষতি কতটা হলো বা কী কী হলো। পরে টের পাওয়া যায় এর ভয়াবহতা।
যাহোক এই বিশাল অগ্নিকান্ডে কেউ হতাহত না হলেও ক্ষয়ক্ষতির পরিমান ছিল কল্পনার চেয়ে অনেক বেশি। তারপরও নিরাপদ আছি এটা ভাবতে ভালো লাগলো।
আরও একটা সুখের কথা রিফাতের খরগোশ গুলুবুবুকে আমরা খুঁজে পেয়েছিলাম। তবে তাকে কেমন যেন নিস্প্রভ দেখাচ্ছিল। তার চঞ্চলতা ফিরে আসতে সপ্তাহখানেক সময় লেগেছিল। সেও হয়তো আমাদের মতো ভীষণ ঘাবড়ে গিয়েছিল।
আসলে আমরা তো সবাই প্রানী। আমরা সবাই ভীষণ ভাবে জীবনকে ভালোবাসি।
বেঁচে থাকা সত্যি দারুণ ব্যাপার।
আজ তাহলে এ পর্যন্ত। সময় পেলে আবার অন্য স্মৃতিকথা নিয়ে হাজির হবো খুব শীঘ্রই।

© রফিকুল ইসলাম ইসিয়াক

মন্তব্য ২৬ টি রেটিং +১৩/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১৬ ই মে, ২০২৩ বিকাল ৩:২৫

শাওন আহমাদ বলেছেন: গুলুবুবু কে জীবিত যেনো পাওয়া যায় সেই আশা করছিলাম এবং আমার মুখে হাসি ফুটলো।

১৮ ই মে, ২০২৩ দুপুর ২:৫২

ইসিয়াক বলেছেন: গুলুবুবুকে জীবিত অবস্থায় পাওয়া গেলেও পরবর্তীতে আমরা ওকে হারিয়ে ফেলেছিলাম। এক বিকেলে গুলুবুবু আমাদের সাথে বেড়াতে বেরিয়ে ছিল প্রতিদিনকার মত। ও আরাম করে ঘাস খেয়ে বিশ্রাম নিচ্ছিল। আমরা একটু অন্য মনস্ক ছিলাম। হঠাৎ একটা মোটরসাইকেলে তিনজন দূর্বৃত্ত এসে ওকে তুলে নিয়ে যায়। অনেক খুঁজেও ওকে আর ফিরে পাওয়া যায় নি।
শুভেচ্ছা রইলো প্রিয় ব্লগার।
শুভ হোক সকল সময়।

২| ১৬ ই মে, ২০২৩ বিকাল ৩:৩০

কাজী ফাতেমা ছবি বলেছেন: এমন আগুন লাগার স্মৃতি আমারও আছে। লিখার সময় পেলে লিখবো

স্মৃতিগুলো অম্লান থাকুক ব্লগের পাতায়

১৮ ই মে, ২০২৩ দুপুর ২:৫৩

ইসিয়াক বলেছেন: আপনিও লিখে পোস্ট দিন আমার পড়ে ঋদ্ধ হই।
শুভকামনা রইলো।
ভালো থাকুন সবসময়।

৩| ১৬ ই মে, ২০২৩ সন্ধ্যা ৭:২৩

শেরজা তপন বলেছেন: যারা সচক্ষে এমন দেখেনি তারা কল্পনা করতে পারবে না।
গুলুবুবু নামটা অতি আদুরে!

১৮ ই মে, ২০২৩ দুপুর ২:৫৬

ইসিয়াক বলেছেন: ঠিক তাই প্রিয় ব্লগার। আসলে এ অভিজ্ঞতাগুলো অতি মাত্রায় ভয়ংকর।

আপনার স্মৃতিচারণমূলক পোস্টের অপেক্ষায়..... আশা করি নিরাশ করবেন না।
শুভেচ্ছা সতত।

৪| ১৬ ই মে, ২০২৩ রাত ৮:৪৩

করুণাধারা বলেছেন: ভয়াবহ অভিজ্ঞতা! রুদ্ধশ্বাসে পড়লাম। এমন ভয়ংকর স্মৃতি মনে থেকে কখনোই মুছে যাবার কথা না।

১৮ ই মে, ২০২৩ বিকাল ৫:২৫

ইসিয়াক বলেছেন:





প্রিয় ব্লগার,
অনেক দিন পরে আপনার মন্তব্য পেয়ে দারুণ ভালো লাগলো। সত্যি সেই দিনটা ভয়ংকর ছিল। অল্পের জন্য আমরা বেঁচে গিয়েছিলাম তবে ক্ষয় ক্ষতি পরিমান ছিল অনেক বেশি। এক নেশাখোর সেই রাতে ঝুপড়িতে বসে নেশা করছিল। আগুনের উৎপত্তি সেখান থেকে ই।

ভালো থাকবেন।
শুভেচ্ছা রইলো।

৫| ১৭ ই মে, ২০২৩ রাত ১:৩৬

ডঃ এম এ আলী বলেছেন:
ভযাবহ অবস্থার মধ্যে পরিবারের
ও আশেপাশের সকলে ছিলেন ।
দেশের স্থায়ী, অস্থায়ী , ও লড়বরে
অবকাঠামোর সাথে সঙ্গতি রেখে
ফায়ার সেফটি বিষয়ে সকলের জন্য
প্রশিক্ষন বাধ্যতামুলক করা হোক ।

শুভেচ্ছা রইল ।

১৯ শে মে, ২০২৩ রাত ৮:২৬

ইসিয়াক বলেছেন: আপনার প্রস্তাবটি সময়ের দাবি প্রিয় ব্লগার।
আগুন সম্পর্কে সচেতন না হলে মুহুর্তে যা কিছু ঘটে যেতে পারে।

শুভেচ্ছা রইলো।

৬| ১৭ ই মে, ২০২৩ রাত ২:০৭

আহমেদ জী এস বলেছেন: ইসিয়াক,




শ্বাস রুদ্ধকর স্মৃতি কথন।

এমন ঘটনা আকছার ঘটছে বলেই শ্রদ্ধেয় ব্লগার ডঃ এম এ আলী র মন্তব্যখানি প্রাসঙ্গিক এবং অনুকরণীয় মনে হয়েছে।

২০ শে মে, ২০২৩ দুপুর ২:২০

ইসিয়াক বলেছেন:


নিঃসন্দেহে শ্বাসরুদ্ধকর স্মৃতিকথা। একটুর জন্য আমরা সবাই বেঁচে গিয়েছিলাম।চাবি না পাওয়া গেলে আগুনে না হলেও সবাই শ্বাসকষ্টে মারা পড়তাম এটা নিশ্চিত।
অনেক অনেক কৃতজ্ঞতা রইলো প্রিয় ব্লগার।

৭| ১৭ ই মে, ২০২৩ রাত ৩:০৩

নাহল তরকারি বলেছেন: কি দুর্বিসহ স্মৃতি!!

২০ শে মে, ২০২৩ দুপুর ২:২৬

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ ইমরোজ ভাই।
শুভেচ্ছা রইলো।

৮| ১৭ ই মে, ২০২৩ ভোর ৬:৩২

সোহানী বলেছেন: ও নো........... কখন কিভাবে? ভয়ংকর স্মৃতি।

তোমার কি মনে আছে পুরান ঢাকার নিমতলী সে ভয়াবহ অগ্নিকান্ড? আমি তখন সেখানে ছিলাম।

২০ শে মে, ২০২৩ দুপুর ২:২৯

ইসিয়াক বলেছেন: ঢাকার নিমতলি-র ভয়াবহ অগ্নিকান্ডের কথা মনে আছে আপু। আগুন লাগা ঘটনা আসলেই ভয়ংকর রকমের খারাপ। আমাদের স্বাভাবিক হতে বেশ সময় লেগেছিল।

ভালো থাকুন আপু। শুভেচ্ছা রইলো।

৯| ১৭ ই মে, ২০২৩ দুপুর ১২:৩৪

নতুন নকিব বলেছেন:



ভয়াবহ স্মৃতি! রুদ্ধশ্বাসে একটানেই পড়ে ফেললাম।

যাক, শেষ পর্যন্ত আপনাদের খরগোসটা অক্ষত অবস্থায় পাওয়া গিয়েছিল। আমার এমন একটি স্মৃতি আছে। হয়তো লেখা হবে না কখনও। পুরনো সেসব স্মৃতি লিখেই বা লাভ কি!

২০ শে মে, ২০২৩ দুপুর ২:৩১

ইসিয়াক বলেছেন:

অনেক দিন পরে আপনার মন্তব্য পেয়ে দারুণ ভালো লাগলো প্রিয় ব্লগার।

আসলে আমার লিখতে ভালো লাগে তাই লেখা।
পাঠ ও মন্তব্য অশেষ কৃতজ্ঞতা রইলো।
শুভেচ্ছা সতত।

১০| ১৭ ই মে, ২০২৩ দুপুর ২:৫২

রানার ব্লগ বলেছেন: আগুন ভয়াবহ এক জিনিস । এর লেলিহান শিখার থাবায় সব ধ্বংস হয়ে যায় ।

২০ শে মে, ২০২৩ দুপুর ২:৩২

ইসিয়াক বলেছেন: ঠিক বলেছেন প্রিয় ব্লগার।
ভালো থাকুন সবসময়।
শুভেচ্ছা।

১১| ১৭ ই মে, ২০২৩ বিকাল ৩:১৮

পদাতিক চৌধুরি বলেছেন: ওরে বাবা! ভয়ঙ্কর স্মৃতিকথা।

২০ শে মে, ২০২৩ দুপুর ২:৩২

ইসিয়াক বলেছেন: আপনার পোস্ট পাচ্ছি না কেন? গল্পটা এবার সত্যি ভুলে যাবো।

১২| ১৮ ই মে, ২০২৩ বিকাল ৩:০২

কাজী ফাতেমা ছবি বলেছেন: পোস্ট দিয়েছি স্মৃতিচারণের

২০ শে মে, ২০২৩ বিকাল ৩:১৫

ইসিয়াক বলেছেন: সময় নিয়ে পড়বো আপু।
ধন্যবাদ।

১৩| ২৩ শে মে, ২০২৩ রাত ১২:১৮

রূপক বিধৌত সাধু বলেছেন: ভয়াবহ অভিজ্ঞতা তুলে ধরেছেন।

২৬ শে মে, ২০২৩ রাত ১০:১৮

ইসিয়াক বলেছেন: জ্বি ভয়াবহ অবস্থা সৃষ্টি হয়েছিল সেই মধ্য রাতে।
অঃটঃ নতুন কবিতা পোস্ট দিয়েছি, আশা করি পড়বেন।
শুভেচ্ছা রইলো প্রিয় ব্লগার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.