নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাতৃভূমিকে সাজাই সার্বজনীন মানবাধিকার রক্ষার যুক্তিনির্ভর মঞ্চ করে।

রাহমান বিপ্লব.

মাতৃভূমিকে সাজাই সার্বজনীন মানবাধিকার রক্ষার যুক্তিনির্ভর মঞ্চ করে।

রাহমান বিপ্লব. › বিস্তারিত পোস্টঃ

কতিপয় স্টুপিড ধার্মিক

১৫ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:০২

শয়তান কোন মানুষের অভিভাবকত্ব করেনা।
একমাত্র ইসলামই সকল মানুষের অভিভাবকত্ব করে।
সকল মানুষের।

তাই সকল হামলার মতই প্যারিস হামলার নিন্দা জানানোটা কোন মতেই মুসলমানের 'দয়ার প্রকাশ নয়'। দ্বায়িত্ববোধের প্রকাশ।

এইটাই ইসলাম, এইটাই স্বার্বজনীন মানুষের ধর্ম। সব কালের, সব মতের, সব রঙের মানুষের নিরাপদ আশ্রয়স্থল। এটা দলাদলি করে মানবতা থেকে ছিটকে পড়া নির্বোধ অমানুষের ধর্ম নয়।

ফিলিস্তিনে হামলা যারা করে তারা আল্লাহর বিরুদ্ধে গিয়ে শয়তানের জঘন্য অনুসরন করে। প্যারিসে যারা হামলা করে তারা নিরপরাধ মানুষ হত্যার মত শয়তানের জঘন্য অনুসরন করেছে।

ফিলিস্তিন ও প্যারিসে যারা মারা গেছে সবাই নির্দোষ মানুষ।

পক্ষান্তরে হামলাকারীরা মানুষের শত্রু তথা শয়তানের অনুগামী।

নিরপরাধ মানুষের মৃতদেহে তোমার আমার বলে সিল দিওনা। শয়তানের বিভক্তি সৃষ্টির বিধ্বংসী প্রচারনায় সাহায্য করনা।

কিসের হিংসা তোমার?
যখন ইউরোপের সাধারন মানুষগুলো ধর্মবর্ণ নির্বিশেষে লন্ডনের রাস্তায় রাস্তায় ফিলিস্তিনিদের মৃত্যুতে ঘাম ঝরিয়ে নিজের গাটের টাকায় শোক প্রকাশ করে! কখনো সে মিছিল ঘুরে দেখেছ? খুঁজে পেয়েছ সে মানবতাবোধে বিশেষ কোন রঙ-এর উপস্থিতি?

হায়!

অথচ তোমরাই বিশ্বমানব দরদী মুহাম্মাদের সাঃ অনুসরনে এগিয়ে থাকার দাবী কর! রঙহীন নিঃশর্ত মানবতায় উদবুদ্ধ, মুক্তিপাগল সদ্য ইউরোপিয়ান নওমুসলিমেরা তোমাদের অবস্থা দেখে কুরআনের ছত্রে ছত্রে নিরপরাধ মজলুম মানুষের সাথে হিংসা করার বিধান খুঁজে হয়রান হয়!

আশ্চর্য হয়ে তোমাদের অন্তরে লুকিয়ে রাখা হিংসা-গ্রন্থের উৎস খুঁজে ফেরে!

ফিলিস্তিনে নোংরা হামলার বিরোধিতা করায় তাদেরও তো শুনতে হয়েছে- 'ওরা হিংস্র! মুসলিম! তাদের মানবাধিকার দিলে তারা তোমাদের মানবাধিকার অস্বীকার করবে! ওরা মুসলিম ছাড়া অন্য সবার মানবাধিকার হরন করে, তাই তাদের মরাই উচিৎ!'

জানো ঐ মানবাধিকার অস্বীকারকারী তথাকথিত 'মুসলিম' কারা?
জানো ইসলাম বিদ্বেষীরা কাদের দেখিয়ে মানবতাবাদী অমুসলিমদের ভুল বোঝাতে সক্ষম হয়?
জানো কি??

-জানতে চাইলে তোমার নিজেকেই আজ আয়নায় দেখ। মনের আয়নায় দেখে নাও নীরিহ পথচারীদের হতভাগ্য লাশগুলো তোমার হিংসার আগুনে বহুগুণ জ্বলতে বাধ্য হচ্ছে।

ফিলিস্তিনের প্রতীশোধের নির্বোধ বিবেক তোমাকে আজ 'খোদ ইজরাইল' বানিয়ে ছেড়েছে!

মোঃ আমির এবং ড্যানিয়েল দুইজন নির্জাতনকারীর নাম। শুধু নামের আগে লাগানো 'মোহাম্মাদ' শব্দের জন্য আল্লাহ এতবড় জাহান্নাম ক্ষমা করে এতবড় জান্নাত বানিয়ে রাখেননি।

তোমার অন্ধ বিশ্বাস মনের অজান্তে আল্লাহর ইনসাফের কুফুরী করেছে। সংশোধন করে নাও! বোধের উন্নতি ঘটাও। নয়তো ঐ ইউরোপের হামলা তোমার ইমান পর্যন্ত হামলে খাবে।

আজ কোথায় তোমার বিশ্ব অভিভাবকত্বের হিম্মত? শয়তান তোমাকে উগ্র করেছে কি?

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৫ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:১৫

জাতি_ধর্ম_বর্ণ বলেছেন: শয়তান কোন মানুষের অভিভাবকত্ব করেনা............. সঠিক।

একমাত্র ইসলামই সকল মানুষের অভিভাবকত্ব করে। সকল মানুষের................ ভুল, চরম ভুল।

এই ভুলের জন্যই আজ ইসলামের এই দুরাবস্থা।

১৫ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৩২

রাহমান বিপ্লব. বলেছেন: ১- কেন ভুল? কেন চোরোম ভুল? ব্যাখ্যা না করলে সেটা শুধু দাবি বলেই গন্য হবে। কারো দাবিতে কিছুই যায় আসেনা।

২- ইসলামের অবস্থা দেখুন, বাড়াবাড়ি করার কারনে যেসব দেশ ধ্বংস হয়ে গেছে। এই অমানবিকতার সুযোগে এবার ইউরোপে ধ্বংসের খেলা এগিয়ে চলছে।

২| ১৫ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৪১

সাদা মনের মানুষ বলেছেন: মানবতাই আমার মতে সবার উর্ধে, তাই মানবতার শত্রুদের ঘৃণা করি, মনে প্রাণে

১৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৫৮

রাহমান বিপ্লব. বলেছেন: সেই মানবতার ধর্মই ইসলাম। অপব্যাখ্যা কারীর অপব্যাখ্যায় মেডিকেল সায়েন্স বিলুপ্ত হয়না।

অসংখ্য ধন্যবাদ কমেন্টের জন্য।

৩| ১৫ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৫

জনাব মাহাবুব বলেছেন: লেখাটি পড়ে মনে হলো, এটি অনুবাদকৃত।

লেখাটি অনুবাদ হলে, অনুবাদ বাদ দিয়ে নিজের জ্ঞান দিয়ে কিছু লিখুন।

১৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৫৬

রাহমান বিপ্লব. বলেছেন: বিষয় বস্তুর চেয়ে মূল্যবান পরামর্শের জন্য ধন্যবাদ দিয়ে জানাচ্ছি এটা অনুবাদ নয়। লেখকের সৃষ্টি নিজের ব্লগ। আশা করি এবার বিষবস্তুর দিকে মনোযোগ দিতে আপনার সমস্যা হবেনা।

ধন্যবাদ কষ্ট করে পড়ার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.