নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

RajBabu

রাজবাবু

I am a poet.

সকল পোস্টঃ

আমার বেলাতে ক্ষতি

১২ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:৩৭

বন্ধ দু\'চোখে পদধূলি পড়ে আলোর এখনো বাকী
অন্ধ তমসা ছন্দ হারিয়ে আমাকে দিয়েছে ফাঁকি,
নিভে যাওয়া দ্বীপ নিভে যাওয়া মনে কিসের খেলাতে মাতে
মন্ত্র পড়িয়া যন্ত্র হয়েছি, মরিয়াছি অপঘাতে,
দিনে-দিনে তাই দিনহীন হয়ে যাযাবর...

মন্তব্য০ টি রেটিং+০

আক্ষেপ

১১ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৫১

হায়রে স্বান্তনা-
আকাঙ্খার প্রদীপ হয়ে জ্বলছ বুকে,
তবু’ আসছ না;
হায়রে বিধাতা-
বিবেকের আক্রমণে ক্ষত-বিক্ষত প্রেম,
তবু, পিছু ছাড়ে না;
হায়রে তুমি-
নিয়তির বাস্তবতায় মুষড়ে পড়া আকুতি,
তবু, মনতো মানে না;
হায়রে আমি-
অন্ধকারে হাতড়ে বেড়ায় মায়া,
আমাকে বুঝতেই পারো না।।

হায়রে...

মন্তব্য৪ টি রেটিং+০

নির্ঝঞ্ঝাট আত্মার সমর্থনে ইবাদত

১০ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:৩১

কে তুমি? কোথায় যেন শুনেছিলাম? ধূর ছাই! একটু হচ্ছে না খেয়াল
পেটে আসে, মুখে আসে না; পেট ও মুখের মাঝে একটা দেয়াল,
একে শুধায়, তাকে বলি, অত:পর-
হঠাৎ মনে পড়ে গেল, আরে! তুমিতো...

মন্তব্য০ টি রেটিং+০

আকুতি

০৮ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৫৯

ভালো না হয় না-ই বেসো,
তুমি মোর বেদনা হয়েই এসো;
তবু এসো।
তবু মোরে সিক্ত কোরো রক্তিম আলোয়
পাপ হলে ভয় নাই, পূণ্য হলে ভালোই,
পাপে-পূণ্যের এ দ্বন্দ্ব অতিক্রম করে আমি
অপেক্ষমান গোধূলীবেলায় একটা দিবসযামী,
অশ্রুচোখে নির্বাক,...

মন্তব্য৪ টি রেটিং+১

ফেরিওয়ালা

০৭ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:১১

সমুদ্রতে বান ডেকেছে, আসছে ধেয়ে রঙ্গ
অন্ধকারে আত্মা ফুঁড়ে, চেয়েছিলাম সঙ্গ,
যাহার লাগি আত্মত্যাগী, বলছি তারে আর না
সুখটা তোমায় উৎসর্গ, বেচতে চাইছি কান্না।

মুখের ভেতর মায়ার নেশা, পালাচ্ছিযে তাইতো
পাচ্ছি সময় সর্বটুকু, দেবার কিছু...

মন্তব্য০ টি রেটিং+১

প্রত্যাবর্তন

০৬ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:৩১

এই!
তুমি কি চিনতে পারছো আমায়?
আমি এক নীলাম্বর, বর্ষা-বাদলের প্রথম আস্তানায়!
অনেকদিন গোপন ছিলাম, তারপর-
পূর্ণিমাতে আসিলাম ফিরে, নিস্তব্ধ কলেবর।
আদিগন্ত অভিমানী,
আমার এ প্রত্যাবর্তনে খুশী হওনি জানি;
তবু আসিলাম হাহাকারে,
নতুন করিয়া চিনাবো, আবারো আমারে।

করিব শূণ্য...

মন্তব্য৪ টি রেটিং+১

অলঙ্ঘনীয় সিদ্ধান্ত

০৫ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:১৪

ধারণাটা পাল্টে যেয়ে অভিশাপ, তুমি এখন ‘সম্বোধন’
মন চলে গেছে অপচয়ে; উন্মোচিত প্রয়োজন,
দার্শনিক বিকাশের হয়েছে মৃত্যু, দায়িত্ববোধ স্বকীয়
সময়ের ব্যবধানে পরিবর্তিত পরিচয়, বউ এখন ‘আত্মীয়’,
রমণীর তৃষ্ণা জাগায় না শরীর, অনুভবে পুরোটাই ফাঁকা
হেই!...

মন্তব্য০ টি রেটিং+০

মেয়ে

০৪ ঠা অক্টোবর, ২০১৫ সকাল ১১:১৭

এই দুখের পারাবারে, তুমি অন্ধ কোন রাত
এই সুখের পারাবারে, তুমি স্বর্গের কচি হাত,
সেই স্বপ্ন নিয়ে আজও, চলি স্বপ্নের সিঁড়ি বেয়ে
তুমি বোঝনা আমায় তবু, হে অপরিসুদ্ধ মেয়ে!

আজো ছন্নছাড়া চোখে, দূরদর্শীনিদের ডাক
তবু...

মন্তব্য০ টি রেটিং+০

আমি জবাই হতে চাইনা

০৩ রা অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৪৯

হরে রাম হরে হরেরে কৃষ্ণ হরে গোবিন্দ বোল
তোর মুখের ভেতর পুরো একটা মহাভারতের রোল,
যখন যেমন তখন তেমন বহুকর্ষণ রুপ
কখনো জ্বালাস আগরবাতি, কখনো জ্বালাস ধূপ,
কখনো চিতাতে পিতাকে পুড়িয়ে হয়ে গেলি মালাউন
কখনো...

মন্তব্য৪ টি রেটিং+০

স্বরুপ

০১ লা অক্টোবর, ২০১৫ রাত ১১:৩৩

নামে কি আসে যায়, \'কাম\'-এর চিন্তা শরীর
দামের দাবির ভবিষ্যতটা অচল একটা ঘড়িরে,
\'রাম\'-এ কোন মহাপুরুষ! ডানে-বামে নিত্য গীতা
শ্যামের বাঁশীর থোড়াই কেয়ার, আমার চিন্তা হাজার সীতা!

লক্ষ্য করলে রক্ষে থাকে, এক্কেবারে সঠিক চাল
ভালোবাসা...

মন্তব্য০ টি রেটিং+১

বজ্রকন্ঠে বঙ্গবন্ধু

৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৪০

ভীষণ অন্ধকারে-
গর্জে উঠা দাবানলের মতো তোমার কন্ঠস্বর,
কাঁপিয়েছে হৃদয়;
স্নেহময়ী মা\'র কোল থেকে নামিয়েছে পথে,
উলঙ্গ পদক্ষেপে বারুদের উদগীরণ-
এবং একটি বিস্ফোরণ।

তারপর কেঁপে উঠল নাগরিক হৃদয়,
সব অনুশাসনের অবসান;
স্পৃহায় আন্দোলন,
তোমার সর্বহারা কন্ঠ ও জনতার বিস্ময়।

ধীরে...

মন্তব্য৬ টি রেটিং+৫

রাক্ষসী রমণী

৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:২০

নিজের ঐশীরুপ অপরে প্রকাশে
শক্তির দেবতা দিকহীন আকাশে,
বিজলী খেলিয়া চলে চকিত চাহনি
তুমি সেই দেবতার দেবতাকে দেখনি।

লজ্জ্বার শয্যা, অসহ্য চারপাশ
বিশ্বাস ক্ষীণ হয়ে ভারী হয় নি:শ্বাস,
আশ্বাস যেটুকু, সেটুকুতো আসেনি
তুমি সেই নি:শ্বাসে বিষেভরা নাগিনী।

প্রতিরাতে...

মন্তব্য২ টি রেটিং+১

আমি বিবেকের কাছে ধরা

৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৩:১৩

দখিনা বাতাসে তুলিয়া ছন্দ এলোকেশে মনোহরি
একেলা আসিলে কুঞ্জ চেতনে, অপরুপ আহামরি,
দেহবিলাসিতা চারপাশে ঘোরে, মায়াজালে বুলবুল
অভিলাষি গলে মনিহার মালা, কানেতে কানের দুল,
প্রকাশিত ভাষে কোমলকন্ঠ অবারিত মায়াময়
যে পানে দৃষ্টি, সেই পানে তার...

মন্তব্য১ টি রেটিং+০

আকুতি

২৩ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৫৩

ভালো না হয় না-ই বেসো,
তুমি মোর বেদনা হয়েই এসো;
তবু এসো।
তবু মোরে সিক্ত কোরো রক্তিম আলোয়
পাপ হলে ভয় নাই, পূণ্য হলে ভালোই,
পাপে-পূণ্যের এ দ্বন্দ্ব অতিক্রম করে আমি
অপেক্ষমান গোধূলীবেলায় একটা দিবসযামী,
অশ্রুচোখে নির্বাক,...

মন্তব্য০ টি রেটিং+০

কখনো (৩য় পর্ব)

২৮ শে অক্টোবর, ২০১৪ সকাল ৯:৫৫

কখনো বেদনাহতের ক্ষততে যতনে ঢেলেছ জল
কখনো মূখ্য করেছো সূক্ষ্ম দু:খের কোলাহল,
কখনো একাকী অন্ধ দু’আঁখি রাত্রির প্রতি ভয়
কখনো হাসিয়া আবেগে ভাসিয়া মানিয়াছ পরাজয়,
কখনো সাধনে বাঁধর দিয়েছ, উপাসনা অবিরল,
কখনো বেদনাহতের ক্ষততে নীরবে...

মন্তব্য০ টি রেটিং+০

full version

©somewhere in net ltd.