নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি পরাজিত হইনা, হয় ব্যর্থ হই নয়তোবা শিখি, পরাজয় মানেই তো শেষ, আমি জয়ী হতে চাই, তাই আমার কাছে শেষ তখনি যখন শেষ বলার মতোও কিছু না থাকবে, আর তা হচ্ছে জীবনের সমাপ্তি, আমি চেষ্টা করতে পছন্দ করি, এবং যুদ্ধ আমার প্রিয় সখ, ব্যর্থতা আমার ভালবাসা।

রাজিব ওয়াহিদ

রাজিব ওয়াহিদ › বিস্তারিত পোস্টঃ

জীবনের এই পরিবর্তন, মাঝেমাঝে নিজেকেই প্রশ্ন করি কেনো এমন হলাম

১১ ই মার্চ, ২০১৫ রাত ৮:০৫

আজকাল চিত্ত-বিনোদনে বা আড্ডায় টাকা নষ্ট করতে কেমন জানি বড্ড ভয়
লাগে... ওই
যে রাস্তার মোর এর দোকানে চা এর
সাথে বিস্কিট
ভিজিয়ে খেতে আগে কতো বিরক্তি লাগতো! মনে হত আমি কি এতই দরিদ্র নাকি যে এখানে চা খাব
কিন্তু আজকাল কেমন জানি এই চা এর
সাথে বিস্কিট
ভিজিয়ে খেতে অনেক
ভালো লাগে....
আজকাল রিক্সায় চড়ার চেয়েও
কেনো জানি হাটতে বেশি ভালো লাগে...

বুঝতে পারছি এইটাকে বোধহয় বড় হওয়া বলে....
এইটাকেই বুঝি বলে শ্রমজীবী শ্রমিক বা চাকরীজীবি চাকরের পরিবার বাঁচানোর চিন্তা চেতনা

কারো কাছ থেকে কিছু চাইতে আজকাল
ভালো লাগে না...
এই জন্য হয়তো নিজের অনেক ভালো লাগাকে আজকাল "ভালো না"
বলে নিজেকে বুঝ দিতে হচ্ছে...
কষ্ট হয়... অনেক কষ্ট...

কিন্তু সহে যাব...
শুনেছি, জীবন নাকি অনেক সুন্দর...

তবে এইটাই কি সেই সৌন্দর্যতা...??

আজকাল কেনো জানি না, রাতের অন্ধকারটাকে বড্ড বেশি ভালো লাগে...

প্রাণ জুরিয়ে কাঁদতে পারি,নিরবে!
রাতের অন্ধকার সেই কান্নার দৃশ্যকে সবার চোখের আড়াল করে রাখে,

এমন তো ছিলাম না!!!
এতো বদলালাম
কেনো???

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১১ ই মার্চ, ২০১৫ রাত ৮:২৫

রাফিউল আলম ইমন বলেছেন: ভালো লাগলো পড়ে :)

১১ ই মার্চ, ২০১৫ রাত ৮:৩৫

রাজিব ওয়াহিদ বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.